কলকাতা

রাজস্থানের রাজবাড়ি থেকে জেলেদের জীবন, কোথাও আবার পিতার গুরুত্ব

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রামের বড় পুজোর মধ্যে অন্যতম হল মাইকেলনগরের নেতাজি সঙ্ঘের কালীপুজো। ৫৭ তম বর্ষে তাদের ভাবনা রাজস্থানে অবস্থিত যোধপুরের এক রাজবাড়ি। নেতাজি সঙ্ঘের সঙ্গে সর্বজনীন এই কালীপুজোয় সহযোগিতায় থাকে মাইকেল সমবায় উপনিবেশ সমিতি। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পাড়ার পুজো হওয়ায় পুজোর কটা দিন তিনিও থাকেন। পুজোর পাশাপাশি কলকাতা ও মুম্বইয়ের খ্যাতনামা শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক উদ্যোক্তা অরূপকুমার ঘোষ বলেন, আমাদের পুজো বরাবরই থিমে চমক দেয়। এবারও তাই করা হছে। পুরো ফাইবার ও প্লাই ব্যবহার করে তৈরি হচ্ছে মণ্ডপ। আর আলোর কারসাজিতে গোটা মণ্ডপকে দেখাবে সোনালি। মণ্ডপের কোনায় কোনায় থাকবে রাজবাড়ির চালচিত্র।
মধ্যমগ্রামের রবীন্দ্রপল্লি অ্যাথলেটিক ক্লাবের কালীপুজোর এ বছরের থিম ডিজনিল্যান্ড। বিশ্বের সবচেয়ে নামী ভ্রমণের স্থানগুলির মধ্যে অন্যতম হল ডিজনিল্যান্ড। অত্যাধুনিক বিনোদন পার্ক। হংকং, সাংহাই, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া সহ বিশ্বের ছ’টি জায়গায় রয়েছে ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ড ভ্রমণ করা ব্যয় সাপেক্ষ। তাই, মধ্যমগ্রামবাসীদের কাছে বিশ্বের অন্যতম বিনোদন পার্ক তুলে ধরেছেন উদ্যোক্তারা। অন্যদিকে মধ্যমগ্রামের দোহারিয়া শৈলেশনগর যুবক সঙ্ঘের কালীপুজো এ বছর ৬০ বছরে পড়ল। জেলেদের জীবনযাত্রাকে এবার তুলে আনছেন উদ্যোক্তারা। জেলেরা কীভাবে পুকুর থেকে মাছ ধরছেন, সেই মাছ বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য, সেসব প্যান্ডেলের মধ্যেই দেখানো হবে। মাছ ধরার জালও দেখা যাবে কালীপুজোর প্যান্ডেলে। 
‘পিতা’ দু’অক্ষরের একটি ছোট্ট শব্দ। অথচ শব্দটির মানে বিশাল বিস্তৃতি। জীবজগতের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব থেকে শুরু করে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের যিনি পালনকর্তা, প্রত্যেকের মধ্যেই রয়েছেন এক পিতা, যিনি মহীরুহর মতো আমাদের আগলে রাখেন। এবার মধ্যমগ্রামের বসুনগর প্রতাপ সঙ্ঘ সেই থিমকেই তুলে আনছে। সেই চেতনা থেকেই ১৭ তম বর্ষে তাদের থিম ‘মহীরুহ’। উদ্যোক্তা মলয় পাল বলেন, আমাদের জীবনে বাবা-মায়ের গুরুত্ব অপরিসীম। তাই বটবৃক্ষের মতো তাঁদের অবস্থানকে মণ্ডপের মধ্যে আমরা তুলে ধরছি। এখানকার সময়ে বাবা-মা অনেকের কাছে বোঝা হয়ে যাচ্ছে। তাই মানুষের মধ্যে অন্যরকম বার্তা দিতেই এই উদ্যোগ।
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা