টাকা ছিনতাই হয়ে গিয়েছে। জলপাইগুড়ির বানারহাট থানায় এমনটাই অভিযোগ দায়ের করলেন যুবক। সেইমত তদন্তে নামল পুলিস। কিন্তু তদন্তে নামতেই সত্যিটা সামনে চলে আসে। জানা গেল এটি পুরোটাই সাজানো। ছিনতাইয়ের মিথ্যা গল্প ফেঁদে এখন পুলিসের জালেই ধরা পড়ে গেল অভিযোগকারী। জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত জানান, ধারের টাকা শোধ করতে না পেরে ‘ছিনতাইয়ের’ গল্প ফেঁদেছিল বানারহাট থানা এলাকারই বাসিন্দা সমীর সরকার। সেইমত অভিযোগও দায়ের হয় বানারহাট থানায়। এমনকী এই কাজের জন্য জলপাইগুড়ি থেকে এক বন্ধুকেও টাকার বিনিময়ে ‘ভাড়া’ করে নিয়ে আসেন তিনি। তবে শেষরক্ষা হল না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই গোটা বিষয়টা ধরে ফেলল পুলিস। গোটাটাই যে সাজানো, সেটা বুঝে যেতেই অভিযোগকারীকে জেরা করা হয়। আর তাতেই সব সত্যি স্বীকার করে নেন তিনি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি যে বন্ধুকে ‘দুষ্কৃতী’ সাজিয়ে ঘটনার প্লট সাজানো হয়েছিল, আজ, বুধবার সন্ধ্যায় তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন জলপাইগুড়ির পুলিস সুপার।
2024-11-20 23:00:49ট্যাবের টাকা জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরও এক ব্যক্তি। এবার বনগাঁ থানার পুলিস ইসলামপুরের রামগঞ্জের খোঁচাবাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের মহম্মদ বাহা উদ্দিন।
2024-11-20 23:00:00মহাভারতে রয়েছে স্বর্গে যাওয়ার সময় যুধিষ্টিরের সঙ্গী হয়েছিল একটি সারমেয়। এবার বাস্তবেও অনেকটা সেরকমই ঘটল। তবে সঙ্গী নয় এক্ষেত্রে ‘দেবদূত’-এর ভূমিকাই পালন করল সারমেয়টি। ট্রেকিংয়ে গিয়ে পাহাড়ের ১৫ হাজার ফুট উচ্চতায় পথভ্রষ্ট ও দল থেকে বিচ্ছিন্ন ব্রিটিশ পর্যটককে পথ দেখিয়ে নিজের দলের কাছে ফিরিয়ে দেওয়ার মত গুরুদায়িত্ব পালন করল সে। ঘটনাটি ঘটে ২০২২ সালে পেরুতে। তবে সম্প্রতি এই বিষয়ক একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। জানা গিয়েছে, পেরুর হুয়ারাজের বিখ্যাত সান্তা ক্রুজ ট্রেইল ট্রেক করার সময় পথ হারিয়ে ফেলেন ব্রিটিশ হাইকার এল গুয়েরো ইঙ্গলেস। ঘন তুষার ও কুয়াশায় ঘেরা পাহাড়টির ১৫,০০০ ফুট উচ্চতায় হঠাৎই তিনি নিজেকে তাঁর দল থেকে বিচ্ছিন্ন অবস্থায় আবিষ্কার করেন। কোনও উপায় না পেয়ে হতাশও হয়ে পড়েছিলেন। আর ঠিক তখনই আগমন ঘটে দেবদূতরূপী ওই সারমেয়টির। তিনি দেখেন সারমেয়টি তাঁর দিকে এগিয়ে আসছে। হয়ত সে বুঝতে পেরেছিল যে ইঙ্গলেস পথ হারিয়েছে। এই অবস্থায় ওই সারমেয়টিকে অনুসরণ করা ছাড়া অন্য কোনও উপায় নেই বুঝে তার পিছনেই যেতে থাকলেন ইঙ্গলেস। কিন্তু অবাক কাণ্ড এভাবেই তিনি হঠাৎ করেই পৌঁছে গেলেন পুন্তা ইউনিয়ন পাসের একটি সাইনবোর্ডের কাছে। শুধু তাই নয়, ইঙ্গলেসের দাবি অনুযায়ী সারমেয়টি তাঁকে দলের কাছে পৌঁছে দিতেও সাহায্য করে। ভিডিওর সঙ্গে পুরো ঘটনাটি নিজেই শেয়ার করেন ইঙ্গলেস। যা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। মর্মস্পর্শী এই ভিডিওটি ইতিমধ্যেই ৭০ লক্ষ বার দেখা হয়েছে বলেও জানা যাচ্ছে।
2024-11-20 21:35:08ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৫৮ টাকা | ৮৫.৩২ টাকা |
পাউন্ড | ১০৫.২৭ টাকা | ১০৯.০০ টাকা |
ইউরো | ৮৭.৮২ টাকা | ৯১.১৯ টাকা |