Bartaman Patrika
 

বর্ষায় হেসাডি 
সুভাষ বন্দ্যোপাধ্যায়

একটু ছুটি পেল কি না পেল বাঙালি ঘুরতে বেরিয়ে পড়ল। সেরকম বর্ষায় দু-চারদিনের ছুটি পেলে যাওয়া যেতেই পারে অরণ্য, পাহাড়ে ঘেরা হেসাডি। বর্ষায় প্রকৃতির রূপ আর সবুজ বনাঞ্চলের বৃষ্টিস্নাত শ্যামলিমা দু’চোখ ভরে দেখার স্মৃতি বহুদিন অমলিন থাকবে এখানে এলে।
হাওড়া থেকে রাতে পশ্চিম ভারতগামী ট্রেনে চড়ে ভোরবেলা পৌঁছন চক্রধরপুর স্টেশনে। সূর্যদেব পুব আকাশে উঁকি দিলে স্টেশনের বাইরে বেরিয়ে কচুরি-জিলিপি-চা দিয়ে ভরপেট প্রাতঃরাশ সেরে নিন। একটা গাড়ি ঠিক করে ২/৩ দিনের রেশন মানে সব্জি-মাছ-ডিম কিনে রওনা দিন। চক্রধরপুর থেকে হেসাডি ৩৯ কিমি। প্রায় দশ কিমি যাওয়ার পর শুরু হবে ঘাট রোড। রাস্তার দু’পাশে শাল, সেগুন, মহুয়া, আর কেন্দু গাছের সারি। মাঝে মাঝেই চোখে পড়বে আদিবাসী নারী-পুরুষদের। তারা দল বেঁধে মাথায় কাঠের বোঝা, অথবা ঘর-গেরস্থালির জিনিসপত্র নিয়ে হাসি-গল্পে মেতে ঘরের পথে।
আরও কিছু দূর যাওয়ার পর চোখে পড়বে ছবির মতো এক জনপদ। নাম নাকটি। আরও কিছুটা পর আসবে জিলাবি ঘাটি। যেখানে রাস্তা অনেকটাই জিলিপির মতো প্যাঁচানো। এরপর পড়বে টেবো। বেশ বড় জনপদ। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবি কল্পনায় স্থান পাওয়া এ শহর। টেবো ছাড়ালেই এক এক করে পার হবেন লোটা, কুরুন, কুন্দরগুট্ট প্রভৃতি গ্রাম। শেষে আসবে জরাকেল। যেখানকার ঘন জঙ্গল থেকেই ব্রিটিশ পুলিসের হাতে ধরা পড়েছিলেন বীরসা মুণ্ডা। আদিবাসীরা যাকে বলতেন ‘ধরতি আনা বীরসা ভগওয়ান’। জরাকেল পার হয়ে কিছুক্ষণ গেলেই হেসাডি। থাকার ব্যবস্থা পিডব্লুডির বাংলোয়।
বাংলোয় দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে চলুন হিরণি জলপ্রপাত দেখতে। প্রায় একশো ফুট ওপর থেকে হিরণি নদীর মূলধারা তিরিশ ফুট চওড়া হয়ে নীচে নেমেছে। নামার পথে সে সঙ্গী করেছে আরও দু-তিনটি পাহাড়ি ঝোরাকে। পর্যটকদের জন্য তৈরি চাতালের বাঁদিকে একটা ছোট্ট সাঁকো। যেটা টপকে নদীর ওপারে যাওয়া যায়। তারপর সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই ভিউ পয়েন্ট। একটু বাঁদিকে এগলেই হিরণি-জলপ্রপাতের মূল উৎস। চারপাশে ঘন জঙ্গল। দূরে পাহাড়ের খাঁজে সমতলে ধান গাছ বাতাসে মাথা দোলায়। অজানা পাখির ডাক ভেসে আসে।
জলপ্রপাত থেকে ফিরে যাওয়া যাবে আদিবাসী হাটে। এসব অঞ্চলে হাট হল আদিবাসীদের জীবনের অক্সিজেন। এটাই তাদের মিলন মেলা। চার চোখের মিলনে এই হাটেই পুরুষ খুঁজে নেয় তার মনের মানুষ। হাটেই তারা ঘর বাঁধে আবার হাটেই তাদের ঘর ভাঙে। ছোট বেলায় পড়া হাট কবিতার বাস্তব রূপ এখানেই চোখে পড়ে। মুড়ি-সব্জি-বাসনপত্র-তেলেভাজা থেকে শুরু করে জামাকাপড়, হোমিওপ্যাথি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সব এক ছাতার তলায়। এ অঞ্চলে মূলত মুণ্ডা, হোঁ, ওঁরাও প্রভৃতি আদিবাসীদের বসবাস। হেসাডির আশপাশে হাট বসে বুধবার বন্দরগাঁও। বৃহস্পতিবার মুরহু, শুক্রবার খুঁটি, শনিবার চাকিতে।
দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন। রাঁচির রাস্তায় ১৩ কিমি দূরে বন্দরগাঁও। বীরসা মুণ্ডার জীবনের শেষ ঠিকানা। বদগাঁও থেকে প্রায় ৬ কিমি দূরে পঞ্চপ্রপাত। একটা ছোট্ট ব্রিজ টপকে সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই নদী। নাম তার বনাই। যেটি ওপর থেকে নীচে নামার পথে পাঁচটি ধারায় ভাগ হয়েছে। সে জন্যই নাম হয়েছে পঞ্চপ্রপাত। ঝাড়খণ্ড সরকার এখানে একটি পিকনিক স্পট বানিয়েছে। বর্ষায় ভিড় কম থাকলেও শীতে লোকে-লোকারণ্যর চেহারা নেয়।
পঞ্চপ্রপাত দেখে চলুন দশ কিমি দূরের মুরহু বা মুড়ি। ওখানে ১৮৭৪ সালে তৈরি প্রাচীন চার্চে কিছুটা সময় কাটিয়ে যাওয়া যাবে পিঙ্গুরা জলপ্রপাত। জনশ্রুতি এই জলপ্রপাতের নীচে কেউ যায় না। কারণ গেলে সে আর ফিরে আসবে না। বর্ষায় জলপ্রপাতের চেহারাই বদলে যায়। সেটা দেখতেই পর্যটকরা ভিড় জমান পিঙ্গুরায়।
পিঙ্গুরা থেকে মুড়ি ফিরে দুপুরের খাবার খাওয়া। তারপর তামার মোড় পার হয়ে প্রায় দশ কিমি মেঠো পথে গাড়ি চলার পর পৌঁছনো যাবে কাজলা নদীর ধারে। এরপর কিছুটা পায়ে হাঁটা। বালিয়াড়ি পার হয়ে জঙ্গল। সেটাও টপকে পাথরের ওপর সাবধানে পা ফেলে নদী। যেখানে নীচে নেমেছে সেখানে পৌঁছলে চোখে পড়বে চারদিকে রং-বেরঙের পাথর ছড়ানো-ছিটানো। ওপর থেকে নামা জলের তোড়ে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক গুহা। এই জলপ্রপাতের নাম রানি। প্রাকৃতিক সৌন্দর্য আর রানি জলপ্রপাতের রূপ মিলে-মিশে একাকার এখানে। যে রূপ-মাধুরী পথের ক্লান্তি ভোলায়। মনকে মুগ্ধ করে।
কাজলা নদীর ধারে রানি জলপ্রপাতের কাছে কিছুটা সময় বয়ে যেতে দেওয়া যেতেই পারে। এরপর পথের ধারে কোথাও গরম গরম পকোড়া ও চা খেয়ে সোজা ফেরা হেসাডি। রাতে যদি বৃষ্টি নামে তাহলে হ্যারিকেনের আলোয় বৃষ্টির ঝরনার শব্দ ডাক বাংলোয় তৈরি করবে এক রোম্যান্টিক পরিবেশ। যে পরিবেশে দিশি মুরগির ঝোল আর গরম ভাত সঙ্গে ঝিঁঝিঁর ডাক। রাতের ঘুম জমে যাবে। পরদিন সকালে আবার ফেরার পালা।
প্রয়োজনীয় তথ্য
কীভাবে যাবেন
হাওড়া থেকে পশ্চিম ভারতগামী যে কোনও ট্রেনে চক্রধরপুর। স্টেশন থেকে একটু দূরের বাসস্ট্যান্ড থেকে রাঁচিগামী বাসে পৌঁছনো যায় হেসাডি। তবে দু-রাত্রি তিন দিনের জন্য গাড়ি বুক করে যাওয়াই ভালো। তাতে ঘোরাঘুরির সুবিধা হয়।
থাকার ব্যবস্থা
পিডব্লুডি বাংলো। বুকিং যোগাযোগ—
এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার
পিডব্লুডি (রোডস), চাইবাসা সদর। চাইবাসা, জেলা-সিংভূম।
ঝাড়খণ্ড। 
04th  August, 2019
নতুন নামে, নতুন সাজে দুর্গাপুরের দ্য দামোদর রিট্রিট 

সম্প্রতি সাধারণ পর্যটকের জন্য খুলে দেওয়া হল দুর্গাপুরের দ্য দামোদর রিট্রিট হোটেল। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের এই হোটেলটির একসময় নাম ছিল রিভিয়েরা। জেটেক্স ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামক এক বেসরকারি সংস্থার পরিচালনাধীন ছিল হোটেলটি।  
বিশদ

15th  September, 2019
লাটপাঞ্চারে দেখা হতে পারে রেড পাণ্ডার সঙ্গে 

অজন্তা সিনহা: প্রথম একা একা বেড়াতে যাওয়া এবং এক অনামি পাহাড়ি গ্রামে। প্রায় দু’দশক আগে এক বাঙালি মধ্যবিত্ত মহিলার পক্ষে ব্যাপারটা যথেষ্ট দুঃসাহসিক ছিল বলাই বাহুল্য। মনে পড়ছে ট্রেনের কথা। কামরায় একটি বড় পরিবার ছিল। পরিবারের মহিলাদের একজন তো অবাক হয়ে জিজ্ঞেসই করে ফেললেন, ‘আপনার স্বামী আপনারে একা ছাইড়া দিল?’ খুব মজা পেয়েছিলাম।  
বিশদ

01st  September, 2019
ছোট্ট গ্রাম চটকপুর 

দার্জিলিং জেলার সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মধ্যস্থিত একটি ছোট্ট গ্ৰাম চটকপুর। বড় বড় পাইন গাছের মধ্যে ১৮/২০ টি বাড়ি নিয়ে তৈরি গ্রামটি। আকাশ পরিষ্কার থাকলে ১৮০° পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ স্পষ্ট দেখা যায় গ্রামের যেকোনও প্রান্ত থেকে। ভোরের সোনালি আলোয় আর সন্ধের রুপোলি আলোয়, এক অদ্ভুত মায়াজগৎ রচনা করে সে।  
বিশদ

01st  September, 2019
টিকটক 

রাতের তাজ
শ্বেতশুভ্র তাজকে পূর্ণিমায় দেখার সৌভাগ্য সবার হয় না। পূর্ণিমা না থাক,অন্ধকারের আলোকেও মায়াময় হয়ে ওঠে মমতাজের স্মৃতি। দেশি-বিদেশি পর্যটকদের রাতের তাজ দেখানোর জন্য নানামহল থেকে অনুরোধ এসেছে পর্যটন মন্ত্রকের দপ্তরে। 
বিশদ

01st  September, 2019
পরাশর হ্রদের তীরে

অয়ন গঙ্গোপাধ্যায়: হিমাচলপ্রদেশের পাহাড়ঘেরা জেলা সদর শহর মাণ্ডি এক প্রাচীন জনপদ। মানালিগামী সড়কপথের মাঝে এর অবস্থান হলেও এখানে সেভাবে পর্যটকের ভিড় চোখে পড়ে না। কিন্তু মাণ্ডি ও তার আশপাশে ছড়িয়ে আছে বেশকিছু দর্শনীয় স্থান। যার মধ্যে অনির্বচনীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে রয়েছে অচেনা পরাশর হ্রদ।
বিশদ

18th  August, 2019
নাথদ্বারায় বৃহত্তম শিব

 শ্রাবণ মাস শিবের জন্মমাস। দেশভর শিবের মন্দিরগুলি লোকারণ্য। সেই উপলক্ষে রাজস্থানের নাথদ্বারায় উৎসর্গ করা হয়েছে বৃহত্তম শিবের মূর্তি। বিশদ

18th  August, 2019
পুরীর মন্দিরে নিষিদ্ধ পান, গুটকা

ঠোঁট লাল পাণ্ডা দেখার দিন ফুরালো পুরীর মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ মন্দির অভ্যন্তরে পান,গুটকা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আগষ্টের প্রথম দিন থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
বিশদ

18th  August, 2019
লোকনাথ ব্রহ্মচারীর পুণ্যভূমি চাকলা ও কচুয়া ধাম

‘রণে বনে জলে জঙ্গলে/ যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব।’ এই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে এক মহান ধর্মযজ্ঞে শামিল হতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী যে পবিত্র তীর্থে আসেন, সেই পবিত্র তীর্থ হল চাকলা-কচুয়া ধাম।
বিশদ

18th  August, 2019
চন্দ্রতালে তাঁবু নয়

 ট্রেকারদের জন্য দুঃখের খবর। চন্দ্রতালে এবার আর তাঁবু ফেলতে পারবেন না ট্রেকাররা। স্থানীয় পঞ্চায়েত লেকের পাশে টেন্ট করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশদ

18th  August, 2019
বাংলার বৃহত্তম ভ্রমণ মেলা

সম্প্রতি বাংলার বৃহত্তম ভ্রমণ মেলা হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এই মেলায় একই ছাদের নীচে দেশ বিদেশের অসংখ্য পর্যটন স্থান নিয়ে হাজির ছিলেন সেই সব জায়গার প্রতিনিধিরা। দেশের রাজ্য পর্যটন দপ্তরগুলি বাংলার ‘ভ্রমণ পাগল’ পর্যটকদের জন্য তাদের রাজ্যের চেনা অচেনা পর্যটন স্থানগুলিতে আহ্বান জানায়।
বিশদ

18th  August, 2019
কেদারনাথে এটিএম 

ভারতের অন্যতম তীর্থক্ষেত্রে কেদারনাথে বসল এবার অটোমেটেড টেলর মেশিন অর্থাৎ এটিএম। এর ফলে বিশেষ উপকৃত হবেন তীর্থযাত্রীরা। একটি বেসরকারি ব্যাঙ্কের তরফে যাত্রীদের জন্য এই সুবিধা চালু হয়েছে আগস্টের ২ তারিখ থেকে। 
বিশদ

04th  August, 2019
উটিতে প্লাস্টিকে না
 

পুজোয় উটি যাচ্ছেন? সাবধান! প্লাস্টিক জাতীয় কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। যা বর্জ্য হয়ে পরিবেশের ক্ষতি করতে পারে। স্বাধীনতা দিবসের দিন থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক। 
বিশদ

04th  August, 2019
ছোট পোশাকে না

লখনউ ঘুরতে যাচ্ছেন? যাচ্ছেন যান, সেটা সমস্যার নয়। সমস্যা ইমামবাড়া নিয়ে। সম্প্রতি এক নির্দেশিকা প্রকাশ করা  হয়েছে, যাতে বলা হয়েছে দুশো বছরের প্রাচীন দুই ইমামবাড়াতে শোভনীয় নয় বা  শরীর প্রদর্শিত কোনও পোশাক পরে প্রবেশ করা যাবে না।  
বিশদ

04th  August, 2019
মুর্শিদাবাদের প্রাচীন উৎসব বেড়া 

মুর্শিদাবাদ তথা ভারতের অন্যতম প্রাচীন উৎসব এই বেড়া বা ব্যাড়া উৎসব। প্রতি বছর বাংলা ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব সাড়ম্বরে পালিত হয়। উৎসবের শুরু হয় হাজারদুয়ারি সংলগ্ন ভাগীরথীর নদীর ঘাট থেকে। এই উৎসবে শামিল হন মুর্শিদাবাদের বহু মানুষ।  
বিশদ

04th  August, 2019

Pages: 12345

একনজরে
ওয়েলিংটন, ২৩ ফেব্রুয়ারি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার পরাজয়ের রক্তচক্ষু দেখছে ভারত। বড় কোনও অঘটন না ঘটলে বেসিন রিজার্ভে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে কিউয়িদের ...

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (পিটিআই): আন্তর্জাতিক বাজারে দাম পড়ার জেরে ভারতে প্রাকৃতিক গ্যাসের দাম কমতে পারে ২৫ শতাংশ। একাধিক সূত্র মারফৎ এ খবর জানা গিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে প্রায় আড়াই ডলার কমতে পারে গ্যাসের দাম। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে ছোট শিল্পকে আরও বেশি করে উৎসাহ দিতে রাজ্য সরকার যদি সামরিক বা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংক্রান্ত একটি নীতি আনে, তাহলে রাজ্য উপকৃত হবে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘স্বাস্থ্যসাথী’ নিয়ে বিশেষ অভিযানে নামছে কলকাতা পুরসভা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকেই বরোভিত্তিক ক্যাম্প করে শহরের গরিব, দুঃস্থ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার কাজ শুরু হবে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৮ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন
১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিস ধ্বংস করে দেয়।
১৯৫৫ – অ্যাপল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্ম
১৯৫৯ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির জন্মদিন
১৯৬৩ চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনসালির জন্মদিন
১৯৭২ অভিনেত্রী পূজা ভাটের জন্মদিন
১৯৮২ - আর্জেন্টাইন ফুটবলার ইমানুয়েল ভিলার জন্ম
১৯৮৩ দাবারু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জন্মদিন
১৯৯৩ - ইংরেজ ফুটবলার ববি মুরের মৃত্যু
১৯৯৮ অভিনেত্রী ললিতা পাওয়ারের মৃত্যুদিন
২০১১ কমিক্স বইয়ের জনক অনন্ত পাইয়ের মৃত্যুদিন
২০১৮-দুবাইয়ের হোটেলে মৃত্যু অভিনেত্রী শ্রীদেবীর



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৯৪ টাকা ৭২.৬৫ টাকা
পাউন্ড ৯০.৯৮ টাকা ৯৪.৩০ টাকা
ইউরো ৭৬.০৫ টাকা ৭৯.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  February, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪৩,১৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪১,৫৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  February, 2020

দিন পঞ্জিকা

১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, (ফাল্গুন শুক্লপক্ষ) প্রতিপদ ৪২/৫২ রাত্রি ১১/১৫। শতভিষা ২৫/৩৫ অপঃ ৪/২১। সূ উ ৬/৬/৩৯, অ ৫/৩৩/৩৫, অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে পুনঃ১০/৪২ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৬ মধ্যে। বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ২/৪২ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫০ মধ্যে। 
১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, প্রতিপদ ৩৯/১১/১ রাত্রি ৯/৫০/৮। শতভিষা ২৩/১০/৫০ দিবা ৩/২৬/৪। সূ উ ৬/৯/৪৪, অ ৫/৩২/৩২। অমৃতযোগ দিবা ৭/২৬ মধ্যে ও ১০/৩৫ গতে ১২/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/২৮ গতে ৮/৫৫ মধ্যে ও ১১/২১ গতে ২/৩৬ মধ্যে। কালবেলা ৭/৩৫/৫ গতে ৯/০/২৬ মধ্যে। কালরাত্রি ১০/১৬/২৯ গতে ১১/৫১/৮ মধ্যে। 
 ২৯ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মক্ষেত্রে পদোন্নতি। বৃষ: বাড়তি বিনিয়োগ না করাই ভালো। মিথুন: কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪৮ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ...বিশদ

07:03:20 PM

তাজমহলে পৌঁছলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প 

05:10:56 PM

সিএএ নিয়ে বিক্ষোভের জেরে রণক্ষেত্র দিল্লির জাফরাবাদ, গোলাগুলিতে নিহত এক পুলিস কর্মী 

04:43:21 PM

আগ্রার বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

04:29:00 PM

আমেদাবাদ থেকে আগ্রার উদ্দেশে রওনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

03:32:00 PM