Bartaman Patrika
 

ধানচাষ ছেড়ে হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন করছেন নদীয়ার বহু কৃষক, বেড়েছে লাভ

ব্রতীন দাস: হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন করে সাড়া ফেলেছেন নদীয়ার কয়েকশো কৃষক। কৃষ্ণনগর ১ ও ২, হাঁসখালি ও তেহট্ট ব্লকের ২২টি গ্রামের অন্তত ৭০০ কৃষক উন্নত জাতের হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন করছেন। ২৫০ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে বীজ উৎপাদনের জন্য ভুট্টার চাষ হচ্ছে। এ বছর তাঁদের লক্ষ্যমাত্রা রয়েছে ৬০০ টন হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন করা। চাষের শেষ মুহূর্তের পরিচর্যা চলছে। দিন ২০ পর থেকেই ভুট্টা জমি থেকে তোলা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন চাষিরা। উৎপাদিত ভুট্টার বীজ কিনে নেওয়ার কথা রাজ্য বীজ নিগম ও জাতীয় বীজ নিগমের। এরকমটাই চুক্তি হয়েছে।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মেইজ রিসার্চ-এর বিজ্ঞানীরা মাঝেমধ্যেই কৃষকদের ভুট্টার জমি পরিদর্শন করে যাচ্ছেন। রাজ্য কৃষি দপ্তরের বীজ শংসিতকরণ বিভাগের আধিকারিকরাও সরেজমিনে পরিদর্শন করছেন। বীজের গুণমান খতিয়ে দেখে কৃষকদের শংসাপত্র দেবেন তাঁরা। তার পর সেই বীজ প্যাকেটজাত হবে বিক্রির জন্য। হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন করে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নও ঘটেছে বলে দাবি। ফলে ধান চাষ ছেড়ে নদীয়ার ওইসব অঞ্চলের নতুন নতুন কৃষক ভুট্টার বীজ উৎপাদনে উৎসাহিত হচ্ছেন। বাড়ছে ভুট্টা চাষের এলাকা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রতি বছর সাড়ে পাঁচ হাজার টন ভুট্টা বীজের প্রয়োজন। যার বেশিরভাগটাই বিভিন্ন বেসরকারি সংস্থা সরবরাহ করে। কৃষকরা যদি ভুট্টার উন্নতমানের বীজ উৎপাদন করেন, তা হলে বিক্রির যথেষ্টই সম্ভাবনা রয়েছে।
নদীয়ার কৃষ্ণনগর ১ ব্লকের কুলগাছি গ্রামের কৃষকদের ভুট্টার বীজ উৎপাদনে সাফল্য কেন্দ্র ও রাজ্য থেকে পুরস্কার এনে দিয়েছে। কৃষিকাজে তাঁদের সাফল্য প্রত্যক্ষ করতে কয়েকবছর আগে কুলগাছি ঘুরে গিয়েছেন সিকিমের কৃষিমন্ত্রী। এসেছেন ভুট্টা নিয়ে গবেষণা করা ভিনরাজ্যের বিজ্ঞানীরাও। কৃষি দপ্তরের নদীয়া জেলার বীজ শংসিতকরণ আধিকারিক বীরেশচন্দ্র বিশ্বাস জানিয়েছেন, কুলগাছি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষকরা খুব ভালোভাবে হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন করছেন। এ ব্যাপারে তাঁরা যথেষ্টই অভিজ্ঞ হয়ে উঠেছেন। ফলে নতুন নতুন জাত তাঁদের দিয়ে চাষ করাতে ঝুঁকি নেওয়া সম্ভব হচ্ছে। কৃষি দপ্তরের পক্ষ থেকে বর্তমানে এখানকার কৃষকদের হাইব্রিড ভুট্টার পাঁচটি জাত দেওয়া হয়েছে। তাঁরা তা জমিতে লাগিয়েছেন। এবং এখনও পর্যন্ত যা মনে হচ্ছে ফল ভালোই হবে।
হাইব্রিড ভুট্টার পাশাপাশি কুলগাছি গ্রামের কৃষকরা ধান, কলাই, মুসুর, খেসারি, সর্ষে ও সূর্যমুখীর বীজ উৎপাদন করছেন। একটি কৃষক সঙ্ঘও গড়ে তুলেছেন তাঁরা। ওই কৃষক সঙ্ঘের পক্ষে চাষি নৃপেন্দ্রনাথ রায়, গুরুদাস মণ্ডল জানিয়েছেন, আগে কুলগাছি এলাকায় বিঘার পর বিঘা জমিতে ধান চাষ হতো। কিন্তু ধানচাষে একেবারেই লাভ মিলছিল না। সেচের সমস্যাও বাড়ছিল। তার পরই তাঁরা ভুট্টার বীজ উৎপাদনের দিকে ঝোঁকেন। শুরুটা করেন ২০০৫ সালে। প্রথমে এইচকিউপিএম-১ জাতটি চাষ করা হয়। পরবর্তীতে এইচকিউপিএম-৫, এইচকিউপিএম-৭, ভিকিউপিএম-৯, এইচএম-৪ জাতের ভুট্টা চাষ করে বীজ উৎপাদন করেন তাঁরা। কিন্তু দীর্ঘদিন ধরে একই জাতের চাষ করার ফলে ফলন কমতে থাকে। ফলে বীজ বিক্রিতে ভাটা পড়ে। এবছর থেকে আবার নতুন জাতের চাষ শুরু হয়েছে। কৃষকরা জানিয়েছেন, এবার তাঁরা এইচকিউপিএম-১, ভিএমএইচ-৪৫, ডিএমএইচ-১১৭, ডিআরএমএইচ-১৩০১, ডিএমএইচ-১২১, পিজেএমএইচ-১, সিওএমএইচ-৮, সিওএইচএম-৬ জাতের হাইব্রিড ভুট্টা চাষ করেছেন বীজ উৎপাদনের জন্য। বেশ কয়েকটি জাতের ক্ষেত্রে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মেইজ রিসার্চ থেকে ব্রিডার বীজ দেওয়া হয়েছে।
কীভাবে হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন করছেন কৃষকরা?
কৃষকরা জানিয়েছেন, হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদনের জন্য মূলত রবি মরশুমেই চাষ করেন তাঁরা। অক্টোবর থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত বীজ বোনার কাজ করে থাকেন। কিন্তু, নভেম্বরের মধ্যেই বীজ বোনার শেষ করে ফেলতে পারলে ভালো। চাষ দিয়ে জমিতে মূল সার হিসেবে বিঘা প্রতি এক বস্তা ১০:২৬:২৬ প্রয়োগ করতে হবে। পুরুষ ভুট্টার একটি সারির পর তিন-চার সারি স্ত্রী ভুট্টার বীজ লাগাতে হবে। পুরুষ জাত দিয়ে সারি তৈরি শুরু করতে হবে। আবার পুরুষ বীজের সারি দিয়েই জমিতে বীজ বোনা শেষ করতে হবে। পূর্ব-পশ্চিম দিক বরাবর লাগাতে পারলে ভালো। সারি থেকে সারি ২৪ ইঞ্চি এবং গাছ থেকে গাছ ১০ ইঞ্চি দূরত্ব রাখতে হবে। একহাঁটু উচ্চতা হলে গাছের গোড়ায় মাটি ধরিয়ে দিতে হবে।
অনেক কৃষক ভুট্টা কাটার কিছুদিন আগে জমিতে পাটের বীজ ছড়িয়ে দিচ্ছেন। ফলে যখন ভুট্টা কাটা হচ্ছে, তখন পাট একহাঁটু হয়ে যাচ্ছে। ভুট্টার জমিতে যেহেতু বেশ ভালোই সার দেওয়া হয়ে থাকে, ফলে পাটের জন্য প্রাথমিক অবস্থায় আলাদা করে সার প্রয়োগ করতে হচ্ছে না। পাশাপাশি ভুট্টার জমিতে যে রস থাকে, তাতেই পাটবীজের অঙ্কুরোদগম হয়ে যায়। সেইসঙ্গে সময়ে পাটচাষ শুরু করা যাবে। কারণ, ভুট্টা কেটে পাট লাগাতে গেলে অনেকটা সময় পেরিয়ে যায়। বৃষ্টি কম হলে ভুট্টায় ৬-৭টি সেচ দিতে হয়। বিঘায় ২ কেজির মতো স্ত্রী ভুট্টার বীজ লাগে। পুরুষ ভুট্টার বীজ লাগে ৮০০ গ্রাম। বিঘাপ্রতি ৪ কুইন্টাল হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন হয়। হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদনের প্রায় ৬ মাস সময় লাগে।
কৃষকরা জানিয়েছেন, স্ত্রী ভুট্টা গাছেও পুরুষ ফুল আসে। হাইব্রিড বীজ পেতে হলে ওই পুরুষ ফুল ভেঙে দিতে হবে। পুরুষ গাছেও ভুট্টা আসে। ওই ভুট্টা আগে কেটে নিতে হবে। বীজ উৎপাদনের পর প্রথমে গ্রেডিং করা দরকার। মেশিনের সাহায্যে দানা ছাড়িয়ে রোদে শুকিয়ে নিতে হবে। হাইব্রিড ভুট্টার বীজ কতদিন সংরক্ষণ করা যাবে তা নির্ভর করে ভুট্টার দানায় কতটা জলীয় দ্রবণ আছে, তার উপর। এজন্য ময়েশ্চার মিটার দিয়ে মেপে নিতে হবে। বীজের জন্য সংরক্ষিত ভুট্টা দানায় জলীয় ভাগ ১০ শতাংশের বেশি থাকা চলবে না।
কৃষকরা জানিয়েছেন, এক বিঘা জমিতে ধানচাষ করে ১০-১২ হাজার টাকার ফসল পাওয়া যায়। কিন্তু, চাষ করতে প্রায় সমান টাকা খরচ হয়ে যায়। ফলে লাভের পরিমাণ প্রায় কিছুই থাকত না। কিন্তু হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন করতে এক বিঘা জমিতে চাষের জন্য ৮ হাজার টাকার মতো খরচ হয়। বীজ বিক্রি করে প্রায় ১৮-২০ হাজার টাকা আয় হয়। তবে একই জমিতে বারবার ভুট্টা চাষ না করার পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। একবার ভুট্টা চাষের পর ডাল চাষ করা উচিত। অথবা জমিতে বেশি করে জৈবসার দিতে হবে।

03rd  April, 2019
মিলছে না দাম, পেঁয়াজ চাষিদের মাথায় হাত

সংবাদদাতা: দাম মিলছে না। ফলে মাথায় হাত পড়েছে পেঁয়াজ চাষিদের। ৩ টাকা কেজি দরেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চাষিরা। এবছর পেঁয়াজের উৎপাদন ভালো। এটা পেঁয়াজের দাম না পাওয়ার একটা কারণ হতে পারে বলে অনেকে মনে করছেন।
বিশদ

03rd  April, 2019
পলিহাউসে ক্যাপসিকামের ফলন মিলবে তিনগুণ বেশি

নিজস্ব প্রতিনিধি: পলিহাউসে ক্যাপসিকাম চাষ করে ভালো লাভ পাওয়া যায়। লাল, হলুদ, সবুজ, কমলা নানা রঙের ক্যাপসিকাম হয়ে থাকে। এটি ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। সারাবছরই বাজারে চাহিদা থাকে। অনুষ্ঠানের মরশুমে এর দাম বাড়ে। এ রাজ্যে মূলত শীতকালীন ফসল হিসেবে ক্যাপসিকাম চাষ করা হয়ে থাকে।
বিশদ

03rd  April, 2019
সুন্দরবনের তিনটি ব্লকে স্বল্প জলে জৈব পদ্ধতিতে জিওল মাছ চাষ চলছে

নবজ্যোতি সরকার: স্বল্প জলে জৈব পদ্ধতিতে জিওল মাছের চাষ করছেন উত্তর ২৪ পরগনার সুন্দরবনের অনেকে। মিনাখা, সন্দেশখালি ১ ও ২ ব্লকের চাষিরা দুই থেকে আড়াই ফুট গভীরতার পুকুর খুঁড়ে শিঙি, মাগুর, কই, শোল ও ল্যাটা মাছ চাষ করছেন।
বিশদ

03rd  April, 2019
সুপারি বাগানে সাথী ফসল চাষে বাড়তি আয়

 নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে পারলে সুপারি বাগান থেকে ভালো লাভ পাওয়া যায়। সাথী ফসল হিসেবে সুপারি বাগানে গোলমরিচ চাষ আরও লাভজনক। শুধু গোলমরিচ নয়, সুপারি বাগানে পান, আদা, ওল, কচু, কলা, লঙ্কা, হলুদ, সব্জি ও গাঁদা, গ্লাডিওলাস ফুলচাষ করা যেতে পারে।
বিশদ

03rd  April, 2019
‘বিষমুক্ত’ ফসল উৎপাদনে বাড়ছে জৈব কৃষির চাহিদা, জেলায় জেলায় তৈরি হচ্ছে জৈবগ্রাম

নিজস্ব প্রতিনিধি: ‘বিষমুক্ত’ ফসল উৎপাদনের লক্ষ্যে জৈব কৃষির চাহিদা বাড়ছে। পরম্পরা কৃষি বিকাশ যোজনায় তৈরি হচ্ছে জৈব গ্রাম। রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব উপায়ে ফসলের রোগপোকা দমনের ব্যবস্থা করা হচ্ছে। জেলায় জেলায় গড়ে উঠছে জৈবহাট। সেখানে সরাসরি চাষিরা রাসায়নিক বিষমুক্ত ফসল বিক্রির জন্য নিয়ে আসছেন।
বিশদ

27th  March, 2019
শখ থেকেই বাড়তি উপার্জন, ঝোঁক বাড়ছে রঙিন মাছ চাষের

ডিসকাস। দুর্লভ জাতের মাছ। বাদামি, হলুদ, নীল, লাল নানা রঙের হয়। একটি অ্যাকোরিয়ামে একটি পুরুষ ও একটি স্ত্রী ডিসকাস যথেষ্ট। কেঁচো বা ডাফনিয়া, পালং শাকের মণ্ড এদের প্রিয় খাবার। মলি খুব জনপ্রিয়। অতি পরিচিত ব্ল্যাক মলি। উজ্জ্বল কালো। বিজ্ঞানীরা সাদা মলিও সৃষ্টি করেছেন। এছাড়া কিছু মলির পাখনার রং সবুজ ও সোনালি। গোল্ড ফিশ বিভিন্ন আকৃতির হয়। কোনওটির একটি, কোনওটির দু’টি লেজ থাকে। টেট্রার রং ও পাখনার জেল্লা অসাধারণ। লাল, নীল, সাদা, সবুজ, খয়েরি, বেগুনি নানা রঙের হয়।
বিশদ

27th  March, 2019
টবেই ফলবে লাল ও চীনা বাঁধাকপি থেকে লেটুস, পার্সলে, চেরি টম্যাটো

নিজস্ব প্রতিনিধি: অনেকেরই ঘরোয়া সব্জি বাগান করার শখ থাকে। উদ্যানপালন বিশেষজ্ঞরা বলছেন, শুধু খোলা জমিতে নয়, টবেও প্রচলিত সব্জির পাশাপাশি অপ্রচলিত সব্জি চাষ করা যেতে পারে। সেক্ষেত্রে টবে ব্রকোলি, লাল বাঁধাকপি, চীনা বাঁধাকপি, লেটুস, পার্সলে, পাকচই, চেরি টম্যাটো, সেলেরি খুব ভালোভাবে চাষ করা সম্ভব।
বিশদ

27th  March, 2019
টিস্যু কালচার চারায় মিলবে প্রচুর ফলন

সংবাদদাতা: প্রচুর ফলনের লক্ষ্যে টিস্যু কালচারের মাধ্যমে জি-৯ কলার চারা উৎপাদন চলছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা কেন্দ্রের আইআরডিএম ফ্যাকাল্টিতে। কোষের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে নাইট্রোজেন, পটাশ, ফসফেট, বিভিন্ন অনুখাদ্য ও নানা অ্যামাইনো অ্যাসিডে তৈরি পেস্ট।
বিশদ

27th  March, 2019
 কোকোপিটে সব্জিচাষ ক্রমেই জনপ্রিয় হচ্ছে সুন্দরবন এলাকায়

নবজ্যোতি সরকার: সুন্দরবন অঞ্চলের বাসন্তী ও গোসাবা ব্লকে মাটির বদলে ১ থেকে দেড় ফুট পুরু কোকোপিট (নারকেলের ছোবড়া) দিয়ে তার উপর সব্জিচাষ পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। প্রথমে জমিতে মোটা পলিথিন পেতে তার উপর কোকোপিট বসিয়ে সব্জিচাষ করা হচ্ছে।
বিশদ

20th  March, 2019
 জমিচাষ থেকে ফসল তোলা, কৃষিতে বাড়ছে যন্ত্রের ব্যবহার

  নিজস্ব প্রতিনিধি: চাষের বিভিন্ন পর্যায়ে একেবারে জমি তৈরি করা থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। যত দিন যাচ্ছে, শ্রমিক অপ্রতুলতার কারণে চাষের কাজে সমস্যা দেখা দিচ্ছে।
বিশদ

20th  March, 2019
কম খরচেই সাজিয়ে তোলা
যেতে পারে ছাদের বাগান

 নিজস্ব প্রতিনিধি: বাড়ি-ফ্ল্যাট কিংবা অফিসে বাগান করার শখ থাকে অনেকেরই। নানারকম হতে পারে এই বাগান। যেমন, ছাদে লন করে বা টবে বাগান। আবার ঘরে জানালার পাশে ‘উইন্ডো বাগান’। ব্যালকনিতে ঝোলানো পাত্রে বা কাচের পাত্রে বাগান।
বিশদ

20th  March, 2019
পুষ্টিগুণে ভরপুর লাল ও কালো চাল, বাজারে চাহিদা থাকায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

কৃষি বিজ্ঞানীরা বলছেন, রেড রাইস ও ব্ল্যাক রাইসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এ ছাড়াও এই দুই ধরনের চাল লোহা, জিঙ্ক ও ফাইবার সমৃদ্ধ। এবং কম শর্করাযুক্ত। এর গ্লাইসেমিক ইনডেক্স ৪০-৪২। ফলে মধুমেহ রোগীরা অনায়াসেই এই চালের ভাত খেতে পারেন। তাঁদের বক্তব্য, ব্ল্যাক রাইস তার গুণের কারণে মানবদেহ থেকে টক্সিন নির্গমণে যেমন সহায়তা করে, তেমনই হৃদযন্ত্র সুস্থ রাখতে, ওজন কমাতেও বিশেষ কার্যকরী
বিশদ

20th  March, 2019
প্রাক খরিফে চিনা বাদাম চাষ শুরুর সময় এখনই

যেসব কৃষক প্রাক খরিফ মরশুমে চিনাবাদাম চাষ করতে চান, ট্রাক্টরের সাহায্যে তাঁদের এখনই চাষ দিয়ে জমির মাটি ওলোট-পালোট করে দিতে হবে। যাতে নীচের মাটি উপরে চলে আসে এবং উপরের মাটি নীচে চলে যায়। সূর্যালোকে মাটিবাহিত জীবাণুর সক্রিয়তা নষ্ট হয়ে যায়। পাশাপাশি এখনই কৃষককে শংসিত বীজ সংগ্রহ করে ফেলতে হবে 
বিশদ

13th  March, 2019
কৃষককে লাভের মুখ দেখাতে বাজারমুখী ফসল চাষ ও বিপণনে আবাসিক প্রশিক্ষণ

ব্রতীন দাস : কৃষককে লাভের মুখ দেখাতে বাজারমুখী ফসল উৎপাদন ও সঠিক দামে তা বিপণনের ব্যবস্থা করে দিতে মিলবে নিখরচায় তিনমাসের উন্নত আবাসিক প্রশিক্ষণ। পাশাপাশি প্রকল্প বাস্তবায়িত করতে রয়েছে ২ লক্ষ টাকা সরকারি অনুদান ও ব্যাঙ্কঋণের সুযোগ।
বিশদ

13th  March, 2019

Pages: 12345

একনজরে
 কাজল মণ্ডল  ইসলামপুর, সংবাদদাতা: ইসলামপুর বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই জয় নিশ্চিত বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবদুল করিম চৌধুরী। ভোটগ্রহণ হয়েছে ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছেলের হাতে খুন হলেন মা। রবিবার ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার করুণাময়ীতে। মৃতার নাম অপু সরকার (৪৪)। ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। পরে গুণধর ছেলে নিজেই এসে থানায় আত্মসমর্পণ করে। পুলিস জানিয়েছে, ওই ...

 নয়াদিল্লি, ২০ মে (পিটিআই): ভোট পরবর্তী এক্সিট পোল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও গেরুয়া শিবির রীতিমতো উচ্ছ্বসিত। সপ্তম দফার নির্বাচনের পর এক্সিট পোলে ইঙ্গিত মিলেছে, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি সরকার। শুধু ফিরছে না। ...

ঢাকা: বাংলাদেশ থেকে প্রায় ছয় মাস আগে ইউরোপ যাত্রা করেন সিলেটের বিলাল। তিনজনের সঙ্গে নানা দেশ ঘুরে লিবিয়ার রাজধানী ত্রিপোলি যাওয়ার পর আরও ৮০ বাংলাদেশির ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যারা বিদ্যার্থী তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। নানা বিষয়ে খুঁতখুঁতে ভাব জাগবে। গোপন প্রেম থাকলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম
১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের জন্ম
১৯৯১: ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৫ টাকা ৭০.৩৪ টাকা
পাউন্ড ৮৬.৮৮ টাকা ৯০.১১ টাকা
ইউরো ৭৬.০৬ টাকা ৭৮.৯৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৪২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮৭৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ২০১৯, মঙ্গলবার, তৃতীয়া ৫১/৪৭ রাত্রি ১/৪১। মূলা ৫৬/২৩ রাত্রি ৩/৩১। সূ উ ৪/৫৮/১২, অ ৬/৮/০, অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ৯/২২ গতে ১১/৫৯ মধ্যে পুনঃ ৩/২৯ গতে ৪/২২ মধ্যে। রাত্রি ৬/৫১ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৫ মধ্যে, বারবেলা ৬/৩৭ গতে ৮/১৬ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে, কালরাত্রি ৭/৩০ গতে ৮/৫০ মধ্যে।
৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ২০১৯, মঙ্গলবার, তৃতীয়া ৫২/৪৪/৩৭ রাত্রি ২/৩/৪০। মূলানক্ষত্র ৫৮/১১/৫৫ শেষরাত্রি ৪/১৪/৩৫, সূ উ ৪/৫৭/৪৯, অ ৬/১০/৫, অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে ও ৯/২২ গতে ১২/২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৩০ মধ্যে এবং রাত্রি ৬/৫৮ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৪ মধ্যে, বারবেলা ৬/৩৬/৫১ গতে ৮/১৫/৫৩ মধ্যে, কালবেলা ১/১২/৫৯ গতে ২/৫২/১ মধ্যে, কালরাত্রি ৭/৩১/৩ গতে ৮/৫২/১ মধ্যে।
১৫ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল

মেষ: গোপন প্রেম থাকলে তা প্রকাশিত হবে। বৃষ: যদি ব্যবসা করার ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের ...বিশদ

07:03:20 PM

মাধ্যমিকের প্রথম সৌগতকে সাহায্যের আশ্বাস পার্থর
আজ মাধ্যমিকের ফল ঘোষণার পর প্রথম স্থানাধিকারী সৌগত দাসকে ফোন ...বিশদ

04:54:19 PM

১২৮১০ হাওড়া-মুম্বই (সিএসএমটি) মেল আজ রাত ৮টার বদলে রাত ৯:১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 

03:53:16 PM

মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় পূঃ বর্ধমানের গোপালপুরে আত্মঘাতী ছাত্রী  

03:34:10 PM

খড়্গপুরের আইটিআইয়ের কাছে যুবককে গুলি করে খুন

03:31:00 PM