সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আজ, সোমবার মাসাবা তাঁর সন্তানের সঙ্গে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, মাসাবার হাতে রয়েছে একটি সোনালি চুরি। সেই চুরির উপরে লেখা ‘মাতারা’। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “কন্যা মাতারার বয়স হল তিন মাস। ন’টি হিন্দু দেবীর ঐশ্বরিক শক্তিকে নির্দেশ করে ‘মাতারা’। তাঁদের শক্তি এবং জ্ঞানকেও উদযাপন করে। ‘মাতারা’ আমাদের নয়নের মণি।”
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা এবং ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের কন্যা মাসাবা। গত বছর জানুয়ারি মাসে অভিনেতা সত্যদীপের সঙ্গে তাঁর শুভ পরিণয় সম্পন্ন হয় এরপর এপ্রিল মাসে মাসাবা তাঁর অন্তঃসত্ত্বা হাওয়ার খবর প্রকাশ্যে আনেন। ফ্যাশান জিজাইনিং-এর পাশপাশি অভিনয়ও করেন মাসাবা। ‘নো ওয়ান কিলড জাসিকা’ ছবির মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। শেষ বার তাঁকে ‘মর্ডান লাভ মুম্বই’ নামের একটি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল।