সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
সোদপুরের মৌমিতা কুণ্ডু নামে এক যুবতী মেলায় তাকে নিয়ে এসেছেন। তাঁর এক আত্মীয় জনস্বাস্থ্য কারিগারি দপ্তরে কর্মরত। মেলা প্রাঙ্গণে তাঁর ডিউটি পড়েছে। সেই সুবাদেই মেলা চাক্ষুষ করার স্বপ্ন ছিল তাঁর। তাই বলে প্রিয় পোষ্যকে বাড়িতে ফেলে রেখে আসতে মন কেমন করছিল মৌমিতার। তাই ‘পেট ব্যাগ’ কিনে তাতে ইজাকে নিয়ে চলে এসেছেন সাগরপাড়ে। ওই ব্যাগের বিশেষত্ব হল, এতে তিনটি গোলাকার ছিদ্র রয়েছে। তার মধ্যে দিয়েই নিঃশ্বাস নেয় ওই বিড়াল। মৌমিতা জানান, সোমবার দুপুরে এসেছেন সাগরে। একদিন থেকে পুণ্য স্নান সেরে ফিরে যাবেন। পোষ্য বিড়াল তাঁর খুবই প্রিয়। তাই বাড়ি রেখে আসতে মন চাইছিল না। কিন্তু তাকে নিয়ে বিচে নামা যাবে না। তাই ব্যাগে করে নিয়ে ঘুরছি। জলে ভয় পায় ইজা। কিন্তু এত দূরে এসে একটু সাগর-স্নান করবে না! তাই ওর মাথায় একটু জল ছিটিয়ে দিয়েছি।