নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে স্যালাইন কিনছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। আপাতত তিন-চারদিন কাজ চালানোর মতো স্যালাইন সেখানে মজুত রয়েছে। বিকল্প সরবরাহের বন্দোবস্ত না করা হলে কয়েকদিনের মধ্যে সঙ্কট চরম পর্যায়ে পৌঁছতে পারে বলে আধিকারিকরা আশঙ্কা করছেন। প্রতিদিন হাসপাতালে প্রায় এক হাজার বোতল স্যালাইন দরকার হয়। কোনও কোনওদিন চাহিদা আরও বেড়ে যায়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘বিষক্রিয়া’র জেরে নির্দিষ্ট সংস্থার স্যালাইন ব্যবহার আগেই বন্ধ করতে বলা হয়েছে। এমএসভিপি তাপস ঘোষ বলেন, ওই স্যালাইনের ব্যবহার বন্ধ করার জন্য স্বাস্থ্যদপ্তর থেকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। ওই ব্র্যান্ডের স্যালাইন বাজেয়াপ্ত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চাহিদার তুলনায় স্যালাইনের জোগান কম রয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবহার হওয়া ওই ব্র্যান্ডের স্যালাইন অধিকাংশ হাসপাতালে ব্যবহার করা হতো। তা বন্ধ করে দেওয়ায় অন্য সংস্থাগুলি চাহিদামতো স্যালাইনের বোতল সরবরাহ করতে পারছে না। সেকারণেই সমস্যা হচ্ছে। অনেক হাসপাতাল বাইরে থেকে স্যালাইন কিনে পরিস্থিতি সামাল দিচ্ছে। এক চিকিৎসক বলেন, আশা করা যায় কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এখন হাসপাতালে স্যালাইনের জোগান কম রয়েছে।
জোগান না বাড়ালে প্রসূতি বিভাগে সবথেকে বেশি সমস্যা হবে। দক্ষিণবঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা সবথেকে বেশি। নিষেধাজ্ঞা জারি হওয়া নির্দিষ্ট সংস্থার ‘আরএল’ স্যালাইনের বোতল প্রতিদিনই প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। রক্তক্ষরণ বা অন্য কোনও সমস্যা হলে এই ধরনের স্যালাইন দরকার হয়। ওই সংস্থা হাসপাতালগুলিতে তা সরবরাহ করে। তবে বিভিন্ন বেসরকারি সংস্থাও ‘আরএল’ স্যালাইন উৎপাদন করে। তারা মূলত বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলিতে সরবরাহ করে।
আধিকারিকদের একাংশের দাবি, চোরাপথে নিষেধাজ্ঞা জারি হওয়া ওই সংস্থার স্যালাইন বিভিন্ন নার্সিংহোমে ব্যবহার হয়। কম টাকায় কিনে সেগুলি তারা ব্যবহার করে। সেগুলির ব্যবহার বন্ধ না হলে বড়সড় বিপত্তি হতে পারে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি বলেন, অন্য আরেকটি সংস্থাও স্যালাইন সরবরাহ করে। কোন সংস্থার স্যালাইন রোগীদের দেওয়া হবে, সেটা চিকিৎসকরা ঠিক করেন। স্যালাইন ব্যবহার করার পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কোনও রোগীর মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়নি। তবুও নিষেধাজ্ঞা জারি হওয়ার পরই ওই সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, সরকার সবসময় রোগীদের প্রতি দায়বদ্ধ। কোনও নার্সিংহোম বা হাসপাতাল নিষেধাজ্ঞা জারি হওয়া ওই সংস্থার স্যালাইন ব্যবহার করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সরকারি হাসপাতালে সরবরাহ হওয়া ওষুধ বা স্যালাইন বাইরে ব্যবহারও করা যায় না।