Bartaman Patrika
বিনোদন
 

সিনেমার আলোচনা: অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার
না তথ্যচিত্র, না ফিকশন, এই ছবির পরিচালকই অ্যাক্সিডেন্টাল! 

বাস্তব কাহিনী নাটকীয় মোড়কে পরিবেশন করতেন এডউইন পোর্টার। আমেরিকার এই ফিল্ম মেকারই প্রথম সিনেমার বিভিন্ন অংশের গুরুত্ব বিবেচনা করে ক্লোজ শট, মিড শট আবার কখনও লং শটের ব্যবহার শুরু করেন। পোর্টার এভাবে সেলুলয়েডে দৃশ্যগত বিবরণকে নিপুণভাবে উপস্থাপিত করতেন বটে। কিন্তু তাঁর ছবিগুলিতে কল্পনার বিস্তার অথবা চিন্তার উপাদান ছিল না। ১৯১৪ সালে ‘বার্থ অফ আ নেশন’ ছবিতে সিনেমার টেকনিক্যালিটির সঙ্গে সূক্ষ্ম বুদ্ধিদীপ্ত আবেদন আর কল্পনাশক্তি মিশিয়ে প্রথম পরিপূর্ণ ফিল্ম উপহার দিলেন ডেভিড গ্রিফিথ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে দিল্লির ইস্ট অফ কৈলাসে এক প্রেক্ষাগৃহে শুক্রবার সাতসকালে বহু প্রতীক্ষিত ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ দেখতে দেখতে এই কথাগুলিই কেন মনে এল? কারণ অনতি অতীতের জীবন্ত রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে নির্মিত এই ছবি অনায়াসে হতে পারত টানটান পলিটিক্যাল থ্রিলার। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে ক্ষমতার অলিন্দে সত্যিই একের পর এক নাটকীয় পটপরিবর্তন হয়েছিল। কিন্তু সেই পথে যেতে হলে সর্বাগ্রে স্ক্রিপ্টকে নির্মোহ হতে হবে। পক্ষপাতহীন এক কল্পনাশক্তি আর সিনেম্যাটিক চিন্তার আবেদন মিশ্রিত করতে হবে। অযথা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলে সেই লক্ষ্য ব্যর্থ হয়। আর ঠিক সেটাই হয়েছে ছবিতে। পরিচালক বিজয় রত্নাকর গুট্টে আদ্যন্ত মোটা দাগের প্রোপাগান্ডা বিজ্ঞাপন নির্মাণ করেছেন। ছবির প্রধান প্রতিপাদ্য হল ডঃ মনমোহন সিং কতটা দুর্বল, কতটা পুতুল এবং কতটা প্রশাসনিক ক্ষমতাহীন এক অসহায় মানুষ সেটাই প্রতিপন্ন করা। আর সোনিয়া ও রাহুল গান্ধীসহ সব কংগ্রেস নেতারা কীভাবে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য মনমোহনকে হেনস্তা করেছেন তারই বিবরণ। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া অ্যাডভাইসর সঞ্জয় বারুর লেখা বইয়ের কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে খোদ সঞ্জয়ের (অক্ষয় খান্না) চরিত্রটিই সূত্রধর। ননফিকশন সিনেমার সবথেকে বড় চ্যালেঞ্জ তথ্যগত সততা রক্ষা এবং নিখুঁত হোমওয়ার্ক। ভারতের সর্বোচ্চ পাওয়ার করিডরে কীভাবে দিনযাপন হয় সেটা আমজনতার পক্ষে জানা সম্ভব নয়। তাই এক্ষেত্রে আরও যত্নশীল হতে হতো। কিন্তু উল্টে ছবিতে হাস্যকর মুহূর্ত দৃশ্যে দৃশ্যে। প্রধানমন্ত্রীর শপথগ্রহণের পর সাধারণত রাষ্ট্রপতি ভবনে চায়ের আয়োজন থাকে। ছবিতে দেখা যাচ্ছে স্ন্যাক্স, চা আর অভিনন্দন জ্ঞাপনের মধ্যে সাংবাদিক সঞ্জয় বারু একের পর এক কংগ্রেস নেতাদের প্রশ্ন করছেন, আপনি কোন মন্ত্রক পাচ্ছেন? চিদম্বরম নিজেই বলে দিলেন আমি অর্থমন্ত্রক পাচ্ছি। অথচ তখনও মন্ত্রক বণ্টনই হয়নি। পাবলিকের সামনে চায়ের আসরে চিদম্বরম থেকে পৃথ্বীরাজ চৌহান নিজেদের সম্ভাব্য মন্ত্রকের কথা আগাম জানিয়ে দেবেন এটা বিশ্বাস্য! এখানেই শেষ নয়। ছবিতে প্রধানমন্ত্রী নিজের হাতে অর্থমন্ত্রক রাখবেন স্থির করেছেন, এটা জেনে ক্ষুব্ধ চিদম্বরম সোজা আহমেদ প্যাটেলকে নালিশ করলেন। আহমেদ গিয়ে সোনিয়াকে কানে কানে বললেন চিদম্বরমের ক্ষোভ। তৎক্ষণাৎ সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রীকে আলাদা ডেকে সোনিয়া ধমকে দিলেন। ভারত সরকারের মন্ত্রিসভা গঠনের নাটক সবটাই একটি হলঘরে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে সকলের সামনে? এমনকী যেখানে বিরোধী নেতারাও উপস্থিত? মনমোহনকে প্রতিনিয়ত অপমান করেন সোনিয়া, সেটা দেখানোর জন্য একটি দৃশ্য রয়েছে। সোনিয়া এবং তাঁর সচিব ড্রইং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন। সেই ঘরে ঢুকে প্রধানমন্ত্রী অনেকটা হেঁটে সোফার সামনে দাঁড়ালেন। সোনিয়া একবারও চেয়ার থেকে না উঠে কথা বলছেন। এ ছবির সেরা চরিত্রায়ণ সুজান বার্নেট। জার্মান এই অভিনেত্রী সোনিয়ার চরিত্রটি অবিকল আনতে সমর্থ হয়েছেন। সোনিয়ার নির্বিকার চেয়ে থাকা, নির্লিপ্ত প্রত্যাঘাত এবং উদাসীন অসম্মান সবই নিখুঁতভাবে এসেছে। অনুপম খের যতটা শারীরিক ভঙ্গি ও আচরণে মনমোহন হয়ে ওঠায় মনোযোগী ছিলেন, ততটা প্রধানমন্ত্রীর বৌদ্ধিক নিবিষ্টতাকে চরিত্রে আনতে পারলেন কোথায়? মিহি কণ্ঠস্বর, সামনে দু হাত রেখে চলার ভঙ্গির মধ্যে মিমিক্রির আভাস। মনমোহনের মুখে বসানো হয়েছে অবিশ্বাস্য সংলাপ। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ চাইতে আসায় তাঁকে মনমোহন বলছেন, টাকা কি গাছে ফলে! এই ভাষা পরিশীলিত মনমোহন সিং বলছেন এরকম কল্পনা তাঁর প্রবল প্রতিপক্ষও করবেন না। আর অক্ষয় খান্নাকে দেখে মনে হবে ভারতের সবথেকে ক্ষমতাবান ব্যক্তি হলেন প্রধানমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইসর! তাঁর অবারিত দ্বার প্রধানমন্ত্রীর কামরায়। এমনকী তিনি যখন তখন ঘরে ঢুকে দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর অথবা ক্যাবিনেট সচিবদের পর্যন্ত বলছেন, আমার প্রাইম মিনিস্টারের সঙ্গে আলাদা কথা আছে! অকল্পনীয় কল্পনাশক্তি! ছবির শেষভাগে এসেছে নরেন্দ্র মোদির ভাষণের একের পর এক নিউজ রিল। উত্তর পাওয়া গেল না, পাঁচ বছর ধরে এত অসম্মান করে আসা মনমোহনকে পুনরায় ২০০৯ সালে কেন সোনিয়া গান্ধী আবার প্রধানমন্ত্রী করলেন? আরও বড় প্রশ্ন, এত অসম্মান সহ্য করে কেন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে রাজি হলেন মনমোহন? তবে এই সিনেমার সবথেকে তাৎপর্যপূর্ণ দৃশ্য হল প্রধানমন্ত্রীকে নিয়ে বই প্রকাশের পর একদিকে মনমোহনের দপ্তর থেকে স্পষ্ট বিবৃতিতে জানানো হচ্ছে বইয়ের সঙ্গে বাস্তবের মিল নেই। আর অন্যদিকে সঞ্জয় রূপী অক্ষয় খান্না দর্শকদের জানাচ্ছেন, বই প্রকাশের পর আজ পর্যন্ত সঞ্জয়ের সঙ্গে মনমোহন একটি কথাও বলেননি। না হয়েছে ডকুমেন্টারি, না বায়োপিক, হয়নি ফিকশনও। বিজয় রত্নাকর গুট্টে লোকসভা ভোটের প্রাক্কালে নেহাৎ একজন অ্যাক্সিডেন্টাল ফিল্ম ডিরেক্টর!
সমৃদ্ধ দত্ত 
12th  January, 2019
সিনেমার আলোচনা: শাহজাহান রিজেন্সি
এই ছবির পর সৃজিতের সমালোচনা কমবে

তাঁর ছবির মুক্তি মানে সমালোচকদের দাঁত-নখে শান দেওয়ার সময়। এই হল সেই সময় যখন সোশ্যাল মিডিয়াজুড়ে শুরু হয় ই-ডার্বি। একপক্ষের দাবি, বাংলার সেরা পরিচালক তিনিই। আর এক পক্ষ মনে করে, ছবি পরিচালনা তাঁর কম্ম নয়। ‘শাহজাহান রিজেন্সি’ ছবিটি দেখে মনে হল, সৃজিত মুখোপাধ্যায় একটু নিশ্চিন্ত হবেন।  বিশদ

19th  January, 2019
আর কিছু হয়নি বলে অভিনয় করতে আসিনি! 

‘জামাই বদল’ আর ‘মুখোমুখি’। ব্যাক টু ব্যাক দু’ধরনের ছবির অন্যতম চরিত্রে পায়েল সরকার। শীতের সকালে তাঁর ফ্ল্যাটে কফির আড্ডার সঙ্গী ছিলেন অভিনন্দন দত্ত। 
বিশদ

19th  January, 2019
চরিত্রে ধাঁধা 

নতুন পরিচালক বাছলেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এমন পরিস্থিতি তো চিন্তার কারণ! একের পর এক ফ্লপে সকলেরই কপালের চিন্তার ভাঁজ চওড়া হবে। যাঁরা ধরে ফেলেছেন তাঁরা মিলিয়ে নিন। আর যাঁদের ধাঁধা কাটেনি তাঁদের বলি প্রসঙ্গ শাহরুখ খান।   বিশদ

19th  January, 2019
চুরি বিদ্যা বড় বিদ্যা! 

কিন্তু যদি না পড়ে ধরা! আর বারবার ধরা পড়েই জয় ও বীরুর ‘কেরিয়ার পরিকল্পনা’ বিশ বাঁও জলে যাওয়ার উপক্রম। নিজেদের বাঁচাতে থানা থেকে শুরু করে পাড়ার লোকেদেরও চুরির কমিশন দিতে হয়। ফলে নিজেদেরই প্রায় কিছুই থাকছে না।   বিশদ

19th  January, 2019
সোনাক্ষী এবার পাঞ্জাবি 

সোনাক্ষী সিনহার সময়টা ভালো যাচ্ছে না। তাঁর শেষ হিট ‘ইত্তেফাক’-এর পর দু’বছর কেটে গিয়েছে। গত বছর সোনাক্ষীর ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ও ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ বক্স অফিসে ফ্লপ করেছে। দুঃখ কাটিয়ে সোনাক্ষী আবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন। ইতিমধ্যেই শেষ করেছেন ‘কলঙ্ক’-এর শ্যুটিং। এবার নতুন পরিচালক শিল্পী দাশগুপ্তর ছবিতে দেখা যাবে সোনাক্ষীকে।   বিশদ

19th  January, 2019
আরব্য রূপকথার রহস্য গুহায় 

টালিগঞ্জ কবরডাঙা পেরিয়ে অশোক কানন স্টুডিও। শীতের দুপুরে সবুজ ঘাসে ঢাকা বাগানে রকমারি ফুলের বাহার। এক ঝলক দেখলে পিকনিক স্পট বলেও ভুল হতে পারে। কিন্তু পাশের ফ্লোরেই যে ঘোরাফেরা করছে কাসেম ও আলিবাবা! চমকে যাওয়ারই কথা। 
বিশদ

15th  January, 2019
মৃণালকাকার মতো গোটা বাংলাই আমাকে উপেক্ষা করেছে 

তিনি একাধারে অভিনেতা, সাহিত্যিক, চিত্রনাট্যকার, নাট্যকার, পরিচালক, প্রশিক্ষক। কলকাতা তাঁর হোমটাউন হলেও বাংলায় কাজ করা হয়নি কখনও। জীবন সায়াহ্ণে এসে সুযোগ মিলল। হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘তারানাথ তান্ত্রিক’-এ নাম ভুমিকায় দেখা যাবে জয়ন্ত কৃপালিনীকে। বর্তমান বিনোদনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনয় থেকে সাহিত্য, রাজনীতি সবকিছু নিয়েই অকপট তিনি। 
বিশদ

15th  January, 2019
পরিচালক অনিন্দ্য এবার ইউক্রেনে 

অভিনেতা ও পরিচালক অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ছবির শ্যুটিং শুরু হতে চলেছে ইউক্রেনে। ছবির নাম ‘কভেট লেটার’। অনিন্দ্য ‘অ্যান্টিলজিক ফিল্ম’ নামে নতুন একটি ধারার প্রবর্তন করেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। 
বিশদ

15th  January, 2019
থ্রিলার শুরুর আগেই চমক!
নেইল বাইটিং 

অরিন্দম শীলের ‘নেইল বাইটিং’ থ্রিলার ফ্লোরে যাওয়ার আগেই একটা থ্রিল থ্রিল আবহ। শুরুতেই বাদ পড়লেন একঝাঁক তারকা। তালিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়ের মতো গোয়েন্দা বা থ্রিলার ছবির অটোমেটিক চয়েসও।  ছবির মুখ্য চরিত্রে প্রথমে ফাইনাল করা হয়েছিল ইদানীং বলিউডে পরিচিত বাঙালি মুখ সায়নী গুপ্তকে। তিনিও বাদ পড়েছেন।
বিশদ

15th  January, 2019
নতুন টেনিদা কাঞ্চন 

টেনিদা, ক্যাবলা, প্যালা আর হাবুলের দল আবার অভিযানে নামছে। সেই সঙ্গে বাংলা সিনেমার দর্শক নতুন টেনিদা পেতে চলেছেন। ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। ‘যকের ধন’, ‘আলিনগড়ের গোলকধাঁধা’র পর এখন সায়ন্তন ‘সাগরদ্বীপের যকের ধন’ ছবির কাজে ব্যস্ত।  
বিশদ

15th  January, 2019
বন্ধুত্বের সহজ পাঠ শেখাবে গুড্ডু-গুড়িয়া 

বিনোদনের খবর শুরু হোক ক্যুইজ দিয়ে ! গুপী-বাঘা, সন্তু-জোজো, জয়-বিরু বা টিনটিন-হ্যাডক। সময়কাল আলাদা হলেও সবার আগে এই জুটিগুলোর মধ্যে মিল কোথায়? মিল তাদের বন্ধুত্বে। যে বন্ধুত্ব লাভ ক্ষতির হিসেবের ঊর্ধ্বে।   বিশদ

12th  January, 2019
ঘরের ছেলের দেশনায়ক হয়ে ওঠার গল্প 

বিপ্লবী ক্ষুদিরাম বসুকে সদ্য মৃত্যুদণ্ড দিয়েছে অত্যাচারী ব্রিটিশ সরকার। প্রতিবাদের আগুন রাজপথে। বন্দেমাতরম ধ্বনিতে আকাশ-বাতাস উদ্বেলিত। যার আঁচ পড়েছে এক বনেদি পরিবারেও। সেই বাড়ির বছর ১৪-র এক কিশোর মায়ের কাছে জানতে চাইছে, ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিলেন কিনা।   বিশদ

12th  January, 2019
সিনেমার আলোচনা: উরি
ভারতীয় সেনা, দেশাত্মবোধ
এবং কৌশল প্রাপ্তি 

‘বলিদান পরম ধর্ম...’
ডানদিকের বুকপকেটে নামের ঠিক নীচটায় লেখা থাক ‘বলিদান’ শব্দটা। প্যারা এসএফ বা প্যারা স্পেশাল ফোর্সের অফিসাররা সেই কাজটাই করে থাকেন। কঠিন অপারেশনেই ডাক পড়ে তাঁদের। তা সে পণবন্দি উদ্ধার হোক, কিংবা সন্ত্রাস দমন।  বিশদ

12th  January, 2019
নকশি কাঁথায় বোনা সম্প্রীতির আখ্যান 

এই মুহূর্তে ‘নকশি কাঁথা’ ধারাবাহিকে শবনম, যশ ও রোহিনীর মধ্যে যে চোরা হিংসার স্রোত বইছে তার বিন্দুমাত্র লেশ পাওয়া গেল না শ্যুটিং ফ্লোরে! পরিবর্তে আড্ডা খুনশুটিতেই মজে ছিলেন তিন মূর্তি।  
বিশদ

08th  January, 2019
একনজরে
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়ায় দীর্ঘদিন ধরে নিকাশি নালা সংস্কার না হওয়ায় ওই নালা উপচে রাস্তা দিয়ে নোংরা জল বইছে। এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যা চলে আসায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।   ...

সংবাদদাতা, লালবাগ: সব্জি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে জিয়াগঞ্জ সদর ঘাট সংলগ্ন সব্জি বাজারের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ৬০০০বর্গ ফুটের ছাদ ঢালাই করতে ৫০লক্ষ টাকা খরচ হবে বলে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা সূত্রে জানা গিয়েছে।  ...

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের প্রথম দু’টি ম্যাচে খেলবেন ঋষভ পন্থ। মূলত বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস পরখ করে নিতে চাইছেন জাতীয় নির্বাচকরা।   ...

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (পিটিআই): আইআরসিটিসির দুর্নীতি মামলায় আপাত স্বস্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। শনিবার দিল্লির এক আদালত লালুপ্রসাদের অন্তবর্তী জামিনের মেয়াদ ২৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় কার শরীর-স্বাস্থ্যের অবনতি। প্রেমে সফলতা। বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। সন্তানের বিদ্যাশিক্ষায় উন্নতি।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) যাত্রা শুরু
১৯৭২: নতুন রাজ্য হল অরুণাচল প্রদেশ ও মেঘালয়
১৯৯৩: মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৯০.৭৪ টাকা ৯৪.০১ টাকা
ইউরো ৭৯.৬৬ টাকা ৮২.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
19th  January, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩২, ৮১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১, ১৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১, ৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯, ২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯, ৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ মাঘ ১৪২৫, ২০ জানুয়ারি ২০১৯, রবিবার, চতুর্দশী ১৯/৫১ দিবা ২/১৯। নক্ষত্র- আর্দ্রা ৪/২১ দিবা ৮/৭ পরে পুনর্বসু ৫৭/২৯ শেষরাত্রি ৫/২২, সূ উ ৬/২২/৫২, অ ৫/১২/১০, অমৃতযোগ দিবা ৭/৬ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৬/৫৭ গতে ৮/৪৩ মধ্যে। বারবেলা ঘ ১০/২৬ গতে ১/৮ মধ্যে, কালরাত্রি ঘ ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
৫ মাঘ ১৪২৫, ২০ জানুয়ারি ২০১৯, রবিবার, চতুর্দশী ১/৪২/২৩। আর্দ্রানক্ষত্র ৭/৩৪/১২। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/৯/৩৫, অমৃতযোগ দিবা ঘ ৭/৭/৫৫ থেকে ঘ ৯/৫৯/৪৯ মধ্যে এবং রাত্রি ৬/৫৫/৩৮ থেকে ৮/৪১/৪১ মধ্যে। বারবেলা ১০/২৬/৪১ থেকে ১১/৪৭/১৬ মধ্যে, কালবেলা ১১/৪৭/১৬ থেকে ১/৭/৫৫ মধ্যে, কালরাত্রি ১/২৬/৪১ থেকে ঘ ৩/৬/৬ মধ্যে। 
 
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রেমে সফলতা। বৃষ: অগ্নিবিদ্যুৎ থেকে সতর্ক হওয়া প্রয়োজন। মিথুন: বিদ্যার্জনে শুভ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) যাত্রা শুরু১৯৭২: নতুন রাজ্য ...বিশদ

07:03:20 PM

দিনহাটায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত ১ 

03:22:34 PM

হিমাচলের কেলং ভ্যালিতে ব্যাপক তুষারপাত 

03:21:00 PM

হায়দরাবাদে বিমানবন্দর থেকে ৬৬ লক্ষ টাকার সোনার বাট সহ গ্রেপ্তার ১ 

03:17:00 PM

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বিস্ফোরণ, মৃত ৩ 

03:03:00 PM