Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

চিকিৎসকের ভালো ব্যবহার কি রোগও ভালো করে ?

রোগীর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? পেশাদার, খিটখিটে নাকি হাসিখুশি, বন্ধুর মতো? উত্তর দিলেন এই সফ্টস্কিলে পারদর্শী দু’জন চিকিৎসক—  প্রফেসার ডাঃ অরুণাভ সেনগুপ্ত ও ডাঃ যোগীরাজ রায়।

প্রশ্ন: রোগীর সঙ্গে ডাক্তারের সম্পর্ক কেমন হওয়া উচিত? 
অরুণাভ: ৪০ বছর এই পেশায় রয়েছি। আমার মনে হয়, ডাক্তার ও রোগীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। 
যোগীরাজ: আমার ধারণা রোগী ও ডাক্তারের মধ্যে পেশাদার সম্পর্ক হওয়াই ভালো। 

প্রশ্ন: রোগীর সঙ্গে ভালো ব্যবহার করা কেন জরুরি? 
অরুণাভ: রোগীরা অনেক আশা নিয়ে আসেন ডাক্তারের কাছে। চিকিৎসকদের ঈশ্বরতুল্য মনে করেন অনেকে। তা ভেবে তাঁরা অনেক মনের কথা বলতে আরম্ভ করেন। তখন যদি তাঁকে থামিয়ে দিয়ে বলা হয়, তাড়াতাড়ি বলুন। তাহলে কখনওই রোগী খোলামেলাভাবে নিজের সমস্যা সম্পর্কে বলতে পারবেন না। আর তা না জানতে পারলে ডাক্তারের পক্ষে তাঁকে সরিয়ে তোলা সম্ভব হবে না। ভালো ব্যবহার ৮০ শতাংশ কাজ করে দেয়। 
যোগীরাজ: একজন অপরিচিত মানুষের সঙ্গে কোনও মানুষ তো সচরাচর দুর্ব্যবহার করেন না, এটাই তো আমাদের শিক্ষা। একজন রোগী আমার থেকে পেশাদার সাহায্য নিতে আসছেন,  তাঁকে সাহায্য করাই আমার কাজ। একজন পেশাদার চিকিৎসক কখনওই রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করেন না। অনেক ডাক্তার রাশভারী, মুডি হন। বাড়ির লোক অনেক সময় একই কথা বারবার বলতে থাকেন। এতে ডাক্তাররা বিরক্ত হন। তাই অনেক সময় চিকিৎসকের ব্যবহার খারাপ লাগে। তবে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার কেউ করেন না। একটা সমস্যা অনেকক্ষেত্রে হয়, ডাক্তারবাবু কী বলছেন, রোগী বুঝতে পারেন না। কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। এই সমস্যাটা দূর করতে পারলে রোগী ও তাঁর পরিবার খুশি হন। 

প্রশ্ন: ভালো ব্যবহার কি রোগ সারাতে পারে? 
অরুণাভ: রোগীর প্রতি ডাক্তারের ব্যবহার যদি ভালো হয়, সেক্ষেত্রে এমনিতেই সিংহভাগ রোগ সেরে যায়। কারণ তাতে রোগীকে বুঝতে সুবিধা হয়। ভালো ব্যবহারের পাশাপাশি প্রয়োজন রোগীকে সময় দেওয়া। আর ভালো ব্যবহার করলে মানসিকভাবেও রোগী অনেক আশ্বস্ত থাকেন। ভাবেন ভরসাযোগ্য কেউ সঙ্গে রয়েছেন। রোগী এলেই যদি ধাতানি দেওয়া হয় তাহলে রোগী নিজের সমস্যা জানাতে সঙ্কোচ বোধ করবেন। বন্ধুর মতো আচরণ হলে মন খুলে সব কথা বলতে পারেন।  
যোগীরাজ: আমি এমন অনেক চিকিৎসককে চিনি, যাঁরা পেশেন্টের পরিবার যেমন চাইছেন সেভাবে চিকিৎসা করেন। এমন ভালো ব্যবহারে কতখানি লাভ হয় আমার জানা নেই। প্রথমত পুরো কাজটাই পেশাদার ভঙ্গিতে করা উচিত। সবার আগে বুঝতে হবে যে রোগী আমার কাছে এসেছেন, তাঁর আদৌ আমাকে প্রয়োজন নাকি অন্য কোনও বিভাগের ডাক্তারকে দরকার। তারপর তাঁকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে। রোগীর পরিবারের প্রতি ভালো ব্যবহার অবশ্যই থাকবে, তবে তা যেন সত্যি জানানোর অন্তরায় না হয়। রোগীর যে সমস্যা হয়েছে, তা সরাসরি জানিয়ে রাখতে হবে। ইমোশনের পরিবর্তে এক্সপ্রেসিভ হওয়াই ভালো। ডাক্তারিতে আবেগের কোনও জায়গা নেই। তবে কীভাবে খারাপ কথাটা বলবেন, সেটাও জানা দরকার। 

প্রশ্ন: রোগীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে কি দুর্ঘটনা পরবর্তী ঝঞ্ঝাট এড়ানো সম্ভব? 
অরুণাভ: কোনও রোগী এলে তাঁর পরিবারকে ভালো করে বোঝানো দরকার আসল সমস্যা কোথায়। কোনও আশ্বাসবাণী নয়। পেশেন্ট পার্টিকে সরাসরি সত্যিটা বলা উচিত। তাহলেই ডাক্তারও মার খান না আর রোগীও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। রোগী দেখাতে এলেই যদি তাড়াহুড়ো করা হয়। যদি বলি, যাও, যাও, ওষুধ দিয়ে দিয়েছি। তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই থাকে। তাই ভালো ব্যবহার গুরুত্বপূর্ণ। 
যোগীরাজ: অধিকাংশ ক্ষেত্রেই রোগী পরিবারের রাগ ক্যারি ফরওয়ার্ড হয়। ধরা যাক, আমার আগে যিনি ডিউটি করে গিয়েছেন, তিনি কোনও গণ্ডগোল করেছেন। সেই রাগটা আমার উপর এসে পড়ে। এবার ওই পরিস্থিতিতে যাঁকে সামলাতে হচ্ছে, তিনিও পুরো বিষয়টা জানেন না। এতে সমস্যা তৈরি হয়। ওই সময় মাথা ঠান্ডা রেখে রোগীর পরিবারের সঙ্গে কথা বলতে হবে। সমস্ত প্রবলেম হয় কমিউনিকেশন গ্যাপের জন্যই।

প্রশ্ন: রোগীর সঙ্গে সুসম্পর্ক রাখা কি পেশাগত এথিক্সের বিরোধী নয়? কাজের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে বাধা দেয় নিশ্চয়ই? 
অরুণাভ: না, না। রোগী যখন আসবেন, মনে করা উচিত নিজের আত্মীয়। বাড়ির লোকের সঙ্গে যেমন ব্যবহার করা হয়, তেমনই ব্যবহার করা উচিত। তাতে রোগী ও তাঁর পরিবারের সদস্যরা অনেক স্বস্তি পান। আমি তো মনে করি, এটাই পেশাগত এথিক্স হওয়া উচিত। তবে আবেগপ্রবণ হওয়া চলবে না। খোলাখুলি রোগের কথা জানাতে হবে রোগী বা তাঁর পরিবারকে। আর কঠোর সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, তাহলে নিতেই হবে। 
যোগীরাজ: ডাক্তারের উপর মানসিক প্রভাব অবশ্যই ফেলে। অনেক চেষ্টার পর যদি রোগীকে বাঁচানো সম্ভব না হয়, তাহলে খারাপ লাগে। ব্যক্তি জীবনেও প্রভাব ফেলে। বিষয়টা হল রোগী দেখে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর মানসিকভাবে সেটা ভুলে যাওয়াই উচিত। এটা আমার কাজ, এখানে আবেগের কোনও জায়গা নেই। 

প্রশ্ন: রোগীর সঙ্গে কেমন ব্যবহার, এটা তো একটা সফ্টস্কিল। বর্তমানে শেখানো হয় অনেক প্রতিষ্ঠানে। আপনাদের সময় এমনটা ছিল না। আত্মস্থ করেছেন কীভাবে?  
অরুণাভ: আমরা রোজ প্রায় ১ হাজার রোগী দেখি। দূরদূরান্ত থেকে আসেন কত আশা নিয়ে। আর আসার সঙ্গে সঙ্গে যদি ডাক্তারের থেকে খিটখিটে ব্যবহার পান, তাহলে ওঁর মনে খারাপ প্রভাব পড়বে। দু’মিনিট রোগীর কথা শুনে তারপর ওষুধ প্রেসক্রাইব করাই ভালো। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এই স্কিলগুলিও বাড়ে। আমার ছাত্রদেরও এটাই শেখাই। রোগীর সঙ্গে ব্যবহারই সবথেকে বড়। 
যোগীরাজ: রোগীর সঙ্গে কীভাবে কথা বলতে হবে, ঝামেলার সময় কীভাবে মাথা ঠান্ডা রাখতে হবে— এই স্কিলগুলো নিজেকেই আত্মস্থ করতে হয়। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে শিখতে হয়। তবে এই বিষয়গুলি নিয়ে চর্চা খুব কম হয়। মেডিক্যাল ওয়ার্কশপ হওয়া উচিত এগুলির উপর। 
06th  June, 2024
সকালে খালি পেটে জল পানে উপকার কী কী?

পরামর্শে বি পি পোদ্দার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিজিত্‍ আইচ ভৌমিক। বিশদ

13th  June, 2024
গান শুনলে শরীর-মনের কী কী লাভ?

পরামর্শে কলকাতা মেডিক্যাল কলেজ  হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক ডাঃ রামানুজ সিনহা ও সঙ্গীত গবেষক আচার্য সঞ্জয় চক্রবর্তী। বিশদ

13th  June, 2024
মাস্কের ইতিহাস

আজকের আধুনিক চিকিৎসাবিজ্ঞান অসংখ্য অসাধারণ আবিষ্কারের ফসল। সেগুলি নিয়ে শুরু হল নতুন বিভাগ। বিশদ

13th  June, 2024
সফল অস্ত্রোপচারে রক্ষা পেলেন জটিল ব্রেন টিউমারের রোগী

সম্প্রতি এক রোগী জ্বর ও বমি হওয়ায় ভর্তি হয়েছিলেন বিপি পোদ্দার হাসপাতালে। রোগীর আচ্ছন্নভাবের সঙ্গে ছিল খিঁচুনির সমস্যা। দ্রুত এম.আর.আই ও স্পেকট্রোস্কোপি করা হয়। তাতে গ্লিওমা’র (এক ধরনের ব্রেন টিউমার) লক্ষণ ধরা পড়ে। বিশদ

13th  June, 2024
শ্রবণে সমস্যা: সি সি সাহার গল্পপাঠের আসর

দীর্ঘদিন ধরেই শ্রবণক্ষমতার সমস্যা আছে এমন ব্যক্তির জন্য কানে শোনার যন্ত্র প্রস্তুত করে আসছে সি সি সাহা লিমিটেড। সম্প্রতি শ্রবণক্ষমতায় সমস্যা আছে এমন শিশুদের জন্য বিশেষ গল্প বলার আসরের আয়োজন করা হয়েছিল। বিশদ

13th  June, 2024
‘সায়েন্স অ্যান্ড কালচার’-এর বিশেষ সংখ্যা প্রকাশিত

বিশ্ববরেণ্য জার্নাল ‘সায়েন্স অ্যান্ড কালচার’-এর বিশেষ সংখ্যা প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসক সমিতি, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ও গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন এ বিষয়ে যৌথ উদ্যোগ নিয়েছিল। বিশদ

13th  June, 2024
বাচ্চাদের চোখ ভালো রাখার ১০ টিপস

সেদিন ঘুম থেকে উঠে মাথায় হাত অর্চনার। মেয়ে তো কেঁদেই চলেছে। ৬ বছরের অর্ণবির মাথায় যন্ত্রণা কেন, ভেবেই কুল পাচ্ছেন না তিনি। বহুজাতিক সংস্থায় কর্মরত অর্চনা মেয়ের উপর বিশেষ নজর দিতে পারেন না। এই নিয়ে এমনিতেই অপরাধবোধে ভোগেন। বিশদ

06th  June, 2024
কোন ৭ খাবার বার বার গরম করবেন না

চায়ে এক চুমুক দিয়ে রাখলেন টেবিলে। তারপর ব্যস্ত হয়ে পড়লেন মুঠোফোন স্ক্রলিংয়ে। চলছে তুমুল গ্রুপ চ্যাটিং। দু’ঘণ্টা পর চায়ের কাপে চোখ পড়ল। মনে পড়ল, চায়ে তো আর চুমুক দেওয়া হয়নি! সহজ সমাধান হিসেবে চাপিয়ে দিলেন ওভেনে। এ রকম ঘটনা সচরাচর ঘটছেই। বিশদ

06th  June, 2024
অসুস্থ ও বয়স্ক ভোটারদের পাশে থাকার উদ্যোগ

বয়স্ক, চিকিৎসারতদের ভোটদানের ব্যবস্থা করল হাসপাতাল! গণতন্ত্র রক্ষায় তাগিদেই এমন উদ্যোগ বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মণিপাল হাসপাতালের চারটি ইউনিট সংলগ্ন এলাকার জন্য এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বিশদ

06th  June, 2024
শিশু ও কিশোর-কিশোরীদের কোন বয়সে কত ওজন, কেমন উচ্চতা হওয়া উচিত?

প্রত্যেক বাবা-মা শিশুর ওজন নিয়ে ভীষণ উদ্বিগ্ন। কারও হয়তো একটু কম ওজন হল, কারও বা আবার একটু বেশি ওজন হল। কিন্তু মজার ব্যাপার কী জানেন, বেশি ওজন হলে বাবা­-মায়েদের খুব একটা চিন্তা করতে দেখি না। ডাক্তারবাবু, আমার বাচ্চার ওজন বেশি হয়ে গিয়েছে, এই কথাটা শোনা খুবই অস্বাভাবিক।
বিশদ

30th  May, 2024
গরমে লেবু জল না কোল্ড ড্রিংকস!

গরমে প্রাণ আই ঢাই। যাঁরা শুধু ঘরের কাজ করেন, তাঁদের কথা একরকম। কিন্তু যাঁদের রোদে তেতে পুড়ে ঘুরে ঘুরে কাজ করতে হয়, এই গরমে সুযোগ পেলেই তাঁরা ঢক ঢক করে নানা ধরনের পানীয় গলায় ঢালেন। আখের রস, লস্যি, কোল্ড ড্রিংকস, ডাবের জল, নিম্বু পানি, রাস্তাঘাটে বিক্রি হওয়া রঙিন জল—কিছুই বাদ যায় না। বিশদ

30th  May, 2024
কেন এগিয়ে লেবু জল?

গরমে লেবু জল শরীরের পক্ষে ভীষণ উপকারি। হরেক রকম লেবু পাওয়া যায় বাজারে। পাতিলেবু, কমলা লেবু, মোসাম্বি লেবু, গন্ধরাজ এবং বাতাবি লেবু। ১০০ গ্রাম পাতি বা কাগজি লেবু থেকে শক্তি পাওয়া যায় ৫২ কিলো ক্যালরি, ৯০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ফসফরাস ২০ মিলিগ্রাম এবং ভিটামিন সি ৬৩ মিলিগ্রাম—যা আপেলের ৩২ গুণ এবং আঙুরের দ্বিগুণ। বিশদ

30th  May, 2024
স্যালাইনের ইতিহাস

‘একই ঘরে গাদাগাদি করে থাকতেন অনেকে। চলত একসঙ্গে রান্না, খাওয়া-দাওয়া, ধোয়াধুয়ি। একই বাথরুম ব্যবহার করতেন তাঁরা। ঘুমাতেন একই ছাদের নীচে। সেখানে একবার কলেরা ঢুকলে তা ছড়িয়ে পড়ত দ্রুত। একটি বাড়িতে একসঙ্গে বেশ কয়েকটি পরিবার থাকত বলেই মহামারীর আকার নেয় রোগটি’— লিখেছেন ব্রিটিশ ডাক্তার জন স্নো। বিশদ

30th  May, 2024
মহাধমনীর অসুখ আর এন টেগোর হাসপাতালের উদ্যোগ

তিনদিন ব্যাপী দ্বিতীয় ইস্টার্ন ইন্ডিয়া অ্যাওর্টিক কনক্লেভের সম্প্রতি আয়োজন করে নারায়ণা হেলথ হাসপাতাল গোষ্ঠীর আর এন টেগোর হাসপাতাল মুকুন্দপুর। গত ২৪ থেকে ২৬ মে পর্যন্ত কনক্লেভ চলে। প্রায় ২০০ জনেরও বেশি চিকিৎসক অংশ নিয়েছিলেন। বিশদ

30th  May, 2024
একনজরে
পাঁচ দিনে তিনটি ম্যাচ! বৃহস্পতিবার ভারতের সামনে আফগানিস্তান। শনিবার লড়াই বাংলাদেশের বিরুদ্ধে। আর সোমবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  ২০ থেকে ২৪ জুনের মধ্যে সুপার এইট পর্বে তিনটি ম্যাচ ...

মালদহ জেলার সরকার পোষিত স্কুল ও মাদ্রাসায় দ্বাদশ শ্রেণির বাংলা পাঠ্যবই এখনও আসেনি। গরমের ছুটির পর ১০ জুন থেকে পঠনপাঠন শুরু হয়েছে। স্কুল খোলার পর এক সপ্তাহ কেটে গেলেও পাঠ্যবই না থাকায় পঠনপাঠনে সমস্যা হচ্ছে বলে শিক্ষকরা জানিয়েছেন ...

পরিধি রায়ের বয়স ১০ বছর। এই বয়সেই টেবিল টেনিস খেলে নাম করে ফেলেছে। জলপাইগুড়িতে গিয়েছিল রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে। ...

কৃষিক্ষেত্রে বাংলাই মডেল। রাজ্যের নিজস্ব প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের কাজও রাজ্যে ভালোভাবে রূপায়িত হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মে প্রতিকূলতা কেটে ক্রমোন্নতি। সন্তানের আচরণে ও মতিগতি নিয়ে চিন্তা। অর্থাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৬৪- ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন
১৫৯৫- ষষ্ঠ শিখ গুরু গুরু হরগোবিন্দের জন্ম
১৮৭৭- ভূমি থেকে আকাশে উলম্বভাবে ওড়ার, আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়
১৯০৭- শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের মৃত্যু
১৯৪৭- লেখক সলমন রুশদির জন্ম
১৯৫৫- অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের জন্ম
১৯৫৮- অভিনেতা মুকেশ খান্নার জন্ম
১৯৬২- অভিনেতা আশিষ বিদ্যার্থীর জন্ম
১৯৬৪- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্ম
১৯৭০- রাজনীতিক রাহুল গান্ধীর জন্ম
১৯৮১- ভারতে টেস্ট টিউব বেবির জনক সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৮৫- অভিনেত্রী কাজল আগরওয়ালের জন্ম
২০০৮- বর্তমানের প্রতিষ্ঠাতা-সম্পাদক বরুণ সেনগুপ্তের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৭০ টাকা ৮৪.৪৪ টাকা
পাউন্ড ১০৪.৩৬ টাকা ১০৭.৮৩ টাকা
ইউরো ৮৮.০৪ টাকা ৯১.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ আষাঢ়, ১৪৩১, বুধবার, ১৯ জুন, ২০২৪। দ্বাদশী ৫/৫৮ দিবা ৭/২৯। বিশাখা নক্ষত্র ৩১/৮ অপরাহ্ন ৫/২৩। সূর্যোদয় ৪/৫৬/১৭, সূর্যাস্ত ৬/১৯/২২। অমৃতযোগ দিবা ৭/৩৭ গতে ১১/১১ মধ্যে পুনঃ ১/৫১ গতে ৫/২৫ মধ্যে রাত্রি ৯/৫২ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৪ মধ্যে। বারবেলা ৮/১৭ গতে ৯/৫৭ মধ্যে পুনঃ ১১/৩৮ গতে ১/১৯ মধ্যে। কালরাত্রি ২/১৮ গতে ৩/৩৭ মধ্যে। 
৪ আষাঢ়, ১৪৩১, বুধবার, ১৯ জুন, ২০২৪। দ্বাদশী প্রাতঃ ৫/৫২। বিশাখা নক্ষত্র অপরাহ্ন ৪/৩৬। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২২। অমৃতযোগ দিবা ৭/৪২ গতে ১১/১৫ মধ্যে ও ১/৫৫ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৯/৫৫ মধ্যে ও ১২/৩ গতে ১/২৯ মধ্যে। কালবেলা ৮/১৭ গতে ৯/৫৮ মধ্যে ও ১১/৩৯ গতে ১/১৯ মধ্যে। কালরাত্রি ২/১৭ গতে ৩/৩৬ মধ্যে। 
১২ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইউরো কাপ: হাঙ্গেরিকে ২-০ গোলে হারাল জার্মানি

11:28:58 PM

টি২০ বিশ্বকাপ: আমেরিকাকে ১৮ রানে হারাল দঃ আফ্রিকা

11:26:30 PM

ইউরো কাপ: জার্মানি ২ : হাঙ্গেরি ০ (৭৫ মিনিট)

11:10:45 PM

 ইউরো কাপ: জার্মানি ১-হাঙ্গেরি ০ (হাফটাইম)

10:24:30 PM

ইউরো কাপ: জার্মানি ১-হাঙ্গেরি ০ (২৩ মিনিট)

09:59:45 PM

ইউরো কাপ: জার্মানি ০ : হাঙ্গেরি ০ (৫ মিনিট)

09:41:41 PM