Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

শ্বাসকষ্টের রোগীদের কেন
বাড়তি সতর্কতা জরুরি?

পরামর্শে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিক্যাল কনসালটেন্ট ডাঃ প্রণব মজুমদার।

দেশে সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ), ব্রঙ্কিয়াল অ্যাজমার মতো শ্বাসকষ্টের অসুখে আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের একাংশ প্রায় বছরভরই শ্বাসকষ্টে ভোগেন। মুশকিল হল, এই ধরনের মানুষগুলি করোনায় আক্রান্ত হলে তাঁদের ক্ষেত্রে রোগ জটিল হওয়ার আশঙ্কা সুস্থ সবল মানুষের তুলনায় অনেকটাই বেশি।
আসলে সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমার মতো রোগ থাকলে শরীরের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ব্যবস্থা সামান্য হলেও দুর্বল হয়ে পড়ে। যে কোনও জীবাণু সহজেই আক্রমণ হানতে পারে। একইভাবে এই কারণে আক্রান্তদের দেহে নোভেল করোনা ভাইরাসের বাসা বাঁধার আশঙ্কাও থাকে বেশি। তবে শুধু শ্বাসকষ্টের সমস্যাই নয়, সুগার, উচ্চ রক্তচাপ, কিডনির অসুখ, ক্যান্সার সহ যে কোনও ক্রনিক রোগেও করোনার আশঙ্কা বাড়ে। তাই দীর্ঘদিনের শ্বাসকষ্ট থাকার পাশাপাশি অন্য রোগ থাকলে আরও বেশি সতর্ক থাকতে হবে।
কী বলছে সাম্প্রতিক সমীক্ষা?
শ্বাসকষ্টের রোগীর করোনা থেকে সমস্যা জটিল দিকে মোড় নেওয়ার আশঙ্কাও থাকে অনেকটাই বেশি। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, যেখানে সাধারণভাবে করোনায় মৃত্যুহার ২.৩ শতাংশের কাছাকাছি, সেখানে সিওপিডি আক্রান্তদের মৃত্যুহার প্রায় ৬.৩ শতাংশের আশপাশে। ফলে বুঝতেই পারছেন, এই রোগীদের মধ্যে কোভিড কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে!
কেন শ্বাসকষ্টের রোগীদের বাড়তি সতর্কতা জরুরি?
আগেই বলেছি এই ধরনের রোগ থাকলে এমনিতেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। শরীর জীবাণুর সঙ্গে সঠিকভাবে লড়াই করে উঠতে পারে না। দ্বিতীয়ত, করোনা মূলত ফুসফুসে আক্রমণ করছে। এক্ষেত্রে শ্বাসকষ্টের রোগীর ফুসফুস এমনিতেই দুর্বল থাকে। এই অবস্থায় করোনাও হানা দিলে সমস্যা জটিল হওয়ার আশঙ্কা বহুগুণ। তাই সবদিক থেকেই একজন শ্বাসকষ্টের রোগীকে সবসময় সতর্ক থাকতে হবে।
করোনা না সাধারণ শ্বাসকষ্ট, বুঝবেন কীভাবে?
সাধারণত শ্বাসকষ্টে আক্রান্ত বহু রোগীর প্রায়ই শ্বাস নিয়ে তীব্র সমস্যা হয়। আবার করোনার অন্যতম উপসর্গও শ্বাসকষ্ট। অনেকেরই প্রশ্ন, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, না করোনার জন্য হচ্ছে, বুঝব কী করে? উত্তর হল— সাদা চোখে শুধুমাত্র শ্বাসকষ্টের উপসর্গ দেখে করোনা না ক্রনিক রোগের সমস্যা, বোঝার উপায় নেই। তবে শ্বাসকষ্টের পাশাপাশি জ্বর থাকলে, করোনা হয়েছে বলে আশঙ্কা করা হয়। এক্ষেত্রেও সমস্যা রয়েছে। অন্য ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ থেকেও জ্বর ও শ্বাসকষ্ট হতে পারে। তাই একমাত্র নির্ভরযোগ্য উপায় হল করোনা পরীক্ষা। এই রিপোর্টের ফলাফলই বলে দেবে ওই ব্যক্তি করোনা আক্রান্ত কি না।
কখন সাবধান?
সিওপিডি’র রোগীর শ্বাসকষ্ট হওয়া খুব স্বাভাবিক। এক্ষেত্রে প্রাথমিকভাবে বরাবরের সঙ্গী ইনহেলার নিতে হবে। তাতেও সমস্যা না কমলে বা বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া করোনার অন্যান্য উপসর্গ যেমন— জ্বর, কাশি, গলা ব্যথা, পেট খারাপ ইত্যাদি লক্ষণ থাকলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সতর্ক থাকুন
বহু সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমার রোগীকে বছরভর ওষুধ বা ইনহেলার নিতে হয়। তাঁদের এ সময়ও চিকিৎসকের পরামর্শমতো ওষুধ- ইনহেলার চালু রাখতে হবে। ডায়াবেটিস, প্রেশারের মতো অন্য কারণে ওষুধ খেতে হলে তা বন্ধ করলে চলবে না। এছাড়া অন্য সকলের মতোই শ্বাসের রোগীর সমস্যায় ভোগা ব্যক্তিদের করোনা প্রতিরোধের তিন নিয়ম মানতে হবে—  মাস্ক পরা  অন্যের থেকে ৬ ফুট দূরত্ব রাখা  নির্দিষ্ট সময় অন্তর সাবান দিয়ে ভালো করে হাত ধোওয়া বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা। রোগ প্রতিরোধের সমস্ত চেষ্টা সত্ত্বেও করোনা আক্রান্ত হলে আতঙ্কিত হবেন না। নির্দিষ্ট সময়ে চিকিৎসা শুরু হলে সিংহভাগ মানুষই সুস্থ হয়ে যান।
লিখেছেন সায়ন নস্কর
23rd  July, 2020
ধূমপান ছাড়ুন এখনই 

পরামর্শে ন্যাশনাল অ্যালার্জি অ্যাজমা ব্রঙ্কাইটিস ইনস্টিটিউট-এর মেডিক্যাল ডিরেক্টর, বিশিষ্ট চেস্ট স্পেশালিস্ট ডাঃ আলোকগোপাল ঘোষাল।  বিশদ

মনের জোর জিতিয়ে দিয়েছে 

 করোনা ভাইরাস। নাম শুনলেই আঁতকে ওঠেন অনেকে। চোখের সামনে ভেসে ওঠে বিশ্বজুড়ে মহামারীর ছবি। আমি কিন্তু প্রথম থেকেই করোনা ভাইরাসকে বিন্দুমাত্র ভয় পাইনি। বিশদ

 সকালে হাঁটাহাঁটি করা যাবে?

অনেকেই প্রশ্ন করছেন, করোনা অতিমারীর সময়ে মর্নিং ওয়াকে যাওয়া উচিত হবে কি না। সেক্ষেত্রে আমার উত্তর, অবশ্যই সকালে হাঁটা যাবে। তবে কতকগুলি নিয়ম মানতে হবে।
বিশদ

করোনা জয়ী
যুদ্ধজয় হয়েছে, এবার প্লাজমাদান

একে আপদকালীন পেশা, তায় আবার সেমি ইমার্জেন্সি ওয়ার্ডে কাজ! তবু দরকারি সব সাবধানতা ছিল বইকি! আসলে আমাদের পেশার কিছু বাধ্যবাধকতা থাকে। যখন তখন সদ্যোজাত কোনও শিশুর অস্ত্রোপচারের দরকার পড়তে পারে। 
বিশদ

06th  August, 2020
ভ্রূণে কি সংক্রমণ ছড়ায়? 

পরামর্শে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এসএনসিইউ-এর ইনচার্জ ডাঃ দীনেশ মুনিয়া।  বিশদ

06th  August, 2020
করোনার মধ্যে প্রেগন্যান্সি
কীভাবে সতর্ক থাকবেন?

সন্তান আসছে, এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে! কিন্তু করোনা মহামারীর জন্য খুশির পাশাপাশি উদ্বেগ কিছু কম নেই পরিবারের সদস্য ও ভাবী মায়ের মধ্যে। এই সময় কী কী সাবধানতা নেওয়া উচিত? বিস্তারিত আলোচনা করলেন স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার (মধ্যমগ্রাম)-এর কর্ণধার স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সুপ্রজননবিদ ডাঃ দেবলীনা ব্রহ্ম। 
বিশদ

06th  August, 2020
করোনা কি দ্বিতীয়বার হতে পারে? 

উত্তরবঙ্গের এক বাসিন্দা নাকি একবার করোনা থেকে সেরে ওঠার পর আবার করোনা পজিটিভ হয়েছেন! এই খবর চাউর হওয়ার পর থেকে রাজ্যবাসীর দুশ্চিন্তা বেড়েছে।
বিশদ

30th  July, 2020
‘প্রেসক্রিপশন ছাড়া কোভিড
পরীক্ষায় অনুমতি দিক সরকার’ 

এখনও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনও ল্যাবরেটরিতে টেস্ট করা যাচ্ছে না। যে এলাকার ভৌগলিক সীমানা বড়, সংক্রমণও বেশি, সেখানে টেস্টিং বুথ করা হলে ও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া টেস্টের ব্যবস্থা হলে সুবিধা হয়।  
বিশদ

30th  July, 2020
করোনা অসুর হলে ইচ্ছাশক্তিই মা দুর্গা! 

রণজ্যোতি রায়: বিশ্বে অদেখা এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন অগণিত মানুষ। আমিও সেই যুদ্ধের সৈনিক হই। জিতেও ফিরি। আর জয়ী হওয়ার পর বুঝলাম, আতঙ্কই হচ্ছে এই ভাইরাসের মূল শক্তি। আতঙ্ক যদি না থাকে, তাহলে করোনাকে পরাজিত করতে মানুষকে প্রাণপাত করতে হবে না।  
বিশদ

30th  July, 2020
 গোষ্ঠী সংক্রমণ
কীভাবে সামলানো সম্ভব?

করোনা শুরুর পর মাঝেমধ্যেই ভেসে উঠছিল দুটি শব্দ—‘কমিউনিটি ট্রান্সমিশন’ বা ‘গোষ্ঠী সংক্রমণ’। ফের চাপা পড়ে যাচ্ছিল শব্দের ভিড়ে। বর্তমানে এই শব্দযুগল নিয়েই তোলপাড় চলছে বিদেশে-দেশে, রাজ্যে-রাজ্যে। এর অর্থ কী, কতটা চিন্তার, কীভাবে সামলানো সম্ভব, চিকিৎসা ইত্যাদি বহু বিষয়ে আলোচনা করলেন  অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড পাবলিক হেল্থ-এর অধ্যাপিকা ডাঃ মধুমিতা দুবে এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সুগত দাশগুপ্ত।
বিশদ

23rd  July, 2020
ফ্রিজে কি করোনা
ভাইরাস থাকতে পারে?

করোনা-হানার দিনগুলোয় বদলে গিয়েছে বেঁচে থাকার রোজনামচা। দৈনিক ব্যবহারের জিনিসপত্র নিয়েও তৈরি হয়েছে সংশয়। সকাল-বিকেল আপনার নিত্যসঙ্গী ফ্রিজ নিয়েও সম্প্রতি শুরু হয়েছে আতঙ্ক। হোয়াটসঅ্যাপ খুললেই করোনা ও ফ্রিজের সুসম্পর্কের মেসেজ প্রায় সকলের চোখে পড়ছে। দাবি করা হচ্ছে, করোনা নাকি ফ্রিজের ঠান্ডায় দিব্য থাকতে পারে!
বিশদ

23rd  July, 2020
 ফিসারে হোমিওপ্যাথি

 রেকটামের দেওয়ালের পাতলা প্রথম আস্তরণ ফেটে বা ছিঁড়ে ক্ষতের সৃষ্টি হলে অ্যানাল ফিসার বলা হয়। মলত্যাগের সময় ব্যথা ও রক্তক্ষরণ এই রোগের অন্যতম লক্ষণ। কোষ্ঠকাঠিন্য, দীর্ঘস্থায়ী লুজ মোশন ও সন্তান জন্মদানের সময় অ্যানাল ফিসার হয়। বিশদ

23rd  July, 2020
 করোনা জয়ী
মেঘ কাটবে, মানুষ জিতবে
অরুণ গিরি, পুলিসকর্মী

 করোনা সংক্রমণের আশঙ্কা কমাতে শারীরিক দূরত্ব মানতে হবেই। কিন্তু করোনা হওয়ার পর বুঝলাম, ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে, বরং সামাজিকভাবে একে অপরের পাশে থাকা কতটা জরুরি এই সময়ে। মানসিকভাবে ইতিবাচক না থাকতে পারলে এই লড়াইয়ের শুরুতেই কয়েক ধাপ পিছিয়ে পড়তে হয়।
বিশদ

23rd  July, 2020
 করোনা সংক্রান্ত জরুরি
ফোন নম্বর ও ওয়েবসাইট

   রাজ্য স্বাস্থ্য দপ্তর-www.wbhealth.gov.in
 কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক-www.mohfw.nic.in
 ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-www.icmr.gov.in
 বিশ্ব স্বাস্থ্য সংস্থা-www.who.int বিশদ

23rd  July, 2020
একনজরে
 চেন্নাইয়ে জন্মেছিলেন দুই বোন। নিজেদের সংস্কৃতি এবং পরিচয়ের যোগ রাখতে কমলা এবং তাঁর বোন মায়ার ‘সংস্কৃত’ নাম রেখেছিলেন তাঁদের মা। ছোটবেলায় কমলার জীবনের অনেকটা অংশ ...

আবাসনের নীচেই পাওয়া গেল বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকার নারকেলডাঙা মেন রোডের একটি আবাসনে। মৃতের নাম রামকিশোর কেজরিওয়াল (৭৩)। তিনি ...

 সরাসরি স্কুল-কলেজে গিয়ে ক্লাস করা সম্ভব না হলেও অনলাইনে ক্লাসের উপর জোর দিয়েছে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। ...

 কলকাতার নামীদামি, সরকারি-বেসরকারি অন্তত ১৭টি হাসপাতাল তাদের বর্জ্য পদার্থ (বায়ো-মেডিক্যাল ওয়েস্ট) নিয়ম মেনে সরাচ্ছে না। এমনকী তরল বর্জ্য পরিশোধনেও ব্যাপক গাফিলতি রয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মরতদের উপার্জন বৃদ্ধি পাবে। শরীর-স্বাস্থ্য ভালোই যাবে। পেশাগত পরিবর্তন ঘটতে পারে। শিল্পী কলাকুশলীদের ক্ষেত্রে শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব হাতি দিবস
১৮৪৮: সাহিত্যিক তথা ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তর জন্ম
১৮৮৮: টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ডের জন্ম
১৮৯৯: ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম
১৯১০: আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মৃত্যু
১৯১১: সমাজসেবিকা ও রাজনীতিবিদ ড.ফুলরেণু গুহর জন্ম
১৯২৬: কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জন্ম
১৯৩২: পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ কৃষ্ণকমল ভট্টাচার্যর মৃত্যু
১৯৩৩: অভিনেত্রী বৈজয়ন্তীমালার জন্ম
১৯৩৬: স্বাধীনতা সংগ্রামী ভারতের বিপ্লববাদের জননী হিসাবে পরিচিতা মাদাম কামার মৃত্যু ।
১৯৪৬: ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলেসের মৃত্যু
১৯৬৩: অভিনেত্রী শ্রীদেবীর জন্ম
১৯৭৫: পাক ক্রিকেটার শোয়েব আখতারের জন্ম
১৯৮৭: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্ম
২০১৮: রাজনীতিবিদ তথা প্রাক্তন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৯৪ টাকা ৭৫.৬৫ টাকা
পাউন্ড ৯৫.৭৫ টাকা ৯৯.১৪ টাকা
ইউরো ৮৬.১০ টাকা ৮৯.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৩,৩১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫০,৫৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫১,৩৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, নবমী ১৯/১৬ দিবা ১২/৫৯। রোহিণীনক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১৬/২৬, সূর্যাস্ত ৬/৬/২৩। অমৃতযোগ রাত্রি ১২/৪৯ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৮ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৮ মধ্যে। বারবেলা ২/৫৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২৮ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, নবমী দিবা ৯/৪৫। রোহিণীনক্ষত্র রাত্রি ৩/২৫। সূর্যোদয় ৫/১৫, সূর্যাস্ত ৬/৯। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১ মধ্যে ও ১০/২২ গতে ১২/৫২ মধ্যে। কালবেলা ২/৫৬ গতে ৬/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/৪২ গতে ১/৬ মধ্যে।
 ২২ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মরতদের উপার্জন বৃদ্ধি পাবে। বৃষ: গৃহে শুভ কাজ হবে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
বিশ্ব হাতি দিবস১৮৪৮: সাহিত্যিক তথা ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তর জন্ম ১৮৮৮: ...বিশদ

07:03:20 PM

২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২,৯৯৭
গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৯৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের ...বিশদ

09:45:41 PM

মুম্বইয়ে বাড়ির একাংশ ভেঙে মৃত ১, জখম ৪
মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। ঘটনায় মৃত্যু হয়েছে ...বিশদ

07:38:59 PM

প্রধানমন্ত্রী হিসাবে নয়া রেকর্ড মোদির
অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দিন মসনদে থাকার রেকর্ড গড়লেন ...বিশদ

07:34:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৮৩৫ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় ৫,৮৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ...বিশদ

06:51:17 PM