Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

 ভারতের সাধনা, শাস্ত্র, সংস্কৃতি সবই
শ্রীকৃষ্ণ মহিমায় পুষ্ট, বিকশিত
চৈতন্যময় নন্দ

জন্মাষ্টমী পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর নামে উৎসর্গীকৃত দিন। বিগত বহু শতাব্দী ধরে এইদিনে শ্রীকৃষ্ণের জন্মকাহিনী আবর্তিত হয়ে আসছে আমাদের এই ভারতবর্ষে। এই মহিমান্বিত তিথির মহারাত্রিতে গোলোকের হরি নেমে এসেছিলেন ধরণীর ধুলায়। দ্বাপর যুগের শেষভাগে অন্ধকার দুর্যোগে মথুরায় কংসের কারাগারে নরশরীরে ভগবান শ্রীকৃষ্ণরূপে এই ভূমাপুরুষের পুণ্য অবতরণ হয়েছিল—এ ইতিহাসের স্মৃতি আমাদের উদ্বুদ্ধ করে, জাগিয়ে তোলে। স্বীয় জন্ম কর্মের রহস্য ও অবতারের উদ্দেশ্য এবং কার্য সম্বন্ধে শ্রীকৃষ্ণ স্বমুখে মন্তব্য করে বলেছেন, ‘সাধুগণের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্মসংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমার এই দিব্য জন্ম ও কর্ম যিনি তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করে পুনর্বার জন্ম প্রাপ্ত হন না। তিনি আমাকেই লাভ করেন।’
ভারতবর্ষীয় ধর্মচিন্তার পটভূমিতে বৃন্দাবনবিহারী পার্থসারথি শ্রীকৃষ্ণের পরম শুভ জন্মজয়ন্তী তাই বৈশিষ্ট্যমণ্ডিত ও সমন্বয় ধর্মিতায় অনুস্যূত। সামাজিক জীবনে প্রতিপালিত। স্মরণাতীতকাল থেকে আজও শ্রীকৃষ্ণজন্মাষ্টমী উৎসব আমরা মহাসমারোহে সম্পাদন করে চলেছি।
অখিলরসামৃতসিন্ধু ও গোপীজনবল্লভ শ্যামসুন্দরের পুণ্য আবির্ভাব তিথিতে যে রূপটি আমাদের নয়নপথে উদিত হয়, তা হল তাঁর দিব্য জন্ম ও কর্মের মাধুর্যমণ্ডিত ও মহিমাময় রূপ। শ্রীহরি যখন নবরূপে অবতীর্ণ হন তখন তিনি কখনও অংশ, কখনও আবার অংশের অংশ রূপে লীলা করে থাকেন। কিন্তু কৃষ্ণ মূর্তি তাঁর স্বাধীন ও পূর্ণতমরূপ। অন্যান্য অবতার শ্রীকৃষ্ণের অংশ বা কলা—‘এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ম্।’ তাঁর ঐশ্বর্য অনন্ত। আর মাধুর্য বর্ণনাতীত। তিনি সকলের চিত্ত আকর্ষণ করেন তাই তিনি ‘কৃষ্ণ’। তিনি সবার হৃদয় হরণ করেন ও সমস্ত কিছু অমঙ্গল নাশ করেন সেইজন্য ‘শ্রীহরি’। তিনি নরের অয়ন বলেই ‘নারায়ণ’ সর্বব্যাপক সেজন্য কৃষ্ণই ‘বিষ্ণু’। কৃষ্ণ সর্বভূতে বিরাজমান তাই তাঁর নাম ‘বাসুদেব’। তিনি এক এবং অদ্বিতীয় ব্রহ্ম। তিনি নিজেকে জগৎরূপে পরিবৃত করে আছেন। শ্রীকৃষ্ণ অপেক্ষা শ্রেষ্ঠ পরমতত্ত্ব অন্য কিছু নেই। শ্রীকৃষ্ণের দেহে চরাচর সমগ্র জগতের অধিষ্ঠান। সকলের ধ্যেয় বস্তু হয়ে যুগে যুগে তাঁর মহিমা বন্দিত হয়েছে। ‘না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি চায়।’ আমাদের সাধনা, শাস্ত্র, সংস্কৃতি, সভ্যতা, সমাজ, সাহিত্য, সঙ্গীত, শিল্প সবকিছুই কৃষ্ণমহিমায় পরিপুষ্ট ও বিকশিত। কৃষ্ণের স্বরূপের উপাসনা বিচিত্র ও বিবিধ রূপে প্রচারিত ও সমাদৃত হয় বিভিন্ন প্রান্তে, বিভিন্ন যুগে। কৃষ্ণচরিত্র আলোচনা প্রসঙ্গে ঋষি বঙ্কিমচন্দ্র বলেছেন, ‘গ্রামে গ্রামে কৃষ্ণের মন্দির, গৃহে গৃহে কৃষ্ণের পূজা, প্রায় মাসে মাসে কৃষ্ণোৎসব। উৎসবে উৎসবে কৃষ্ণযাত্রা। কণ্ঠে কণ্ঠে কৃষ্ণগীত, কাহারও গায়ে দিবার বস্ত্রে কৃষ্ণনামাবলি। কাহারও গায়ে কৃষ্ণনাম ছাপ, কেহ কৃষ্ণনাম না লিখিয়া কোন পত্র বা কোন লেখাপড়া করেন না। ভিখারি ‘রাধে কৃষ্ণ’ না বলিয়া ভিক্ষা চায় না। কোনো ঘৃণার কথা শুনিলে ‘রাধে কৃষ্ণ’। কৃষ্ণ এদেশে সর্বব্যাপক।’
মহাভারতে নরদেহধারী এই পুরুষোত্তম বহুলভাবে আলোচিত ও বিচিত্র উপস্থাপনায় বিবৃত। এখানে শ্রীকৃষ্ণ মহান রাষ্ট্রনায়ক, বিনম্রজনের সংরক্ষক, শান্তির পূজারি, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের মূল নিয়ামক এবং গীতাকার পার্থসারথি রূপে বিঘোষিত। আর শ্রীমদ্ভাগবতের দৃষ্টিকোণে তিনি অপ্রাকৃত নবীন মদন, প্রেম ও ভক্তিরসের অখণ্ডমূর্তি, শ্রীরাধার প্রাণনাথ ও সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ। সনাতনধর্মের সমস্ত সম্প্রদায়ের কাছে এই গোপীজন মনোহারী পরব্রহ্ম ও সর্বলোক মহেশ্বর। স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘শ্রীকৃষ্ণই সকল সম্প্রদায়ের কাছে ধর্মের প্রবেশের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। মনঃশক্তি এবং প্রচণ্ড কর্মপ্রবণতার কী অপূর্ব বিকাশ। ... শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে উপদেশ দিচ্ছেন। তিনিই শ্রেষ্ঠ যোগী ও জ্ঞানী।’
যিনি অরূপ হয়েও বহুরূপী, সেই আশ্চর্যকর্মা ভারতের প্রাণপুরুষ তিনি কিন্তু এলেন ছোট হয়ে। আঁধারে, অনাড়ম্বরে। কোনও আশ্রম-মঠ-মন্দির বা তীর্থক্ষেত্রে নয়, এলেন এক নিপীড়ক ভোগাশক্ত নৃপতির কারাগারে। তাঁর জন্ম ও কর্ম প্রাকৃত নয়, দিব্য একথা শ্রীভগবান ব্রজেন্দ্রনন্দন স্পষ্টই বলেছেন, ‘জন্ম কর্ম চ মে দিব্যম্।’ উল্লেখ্য, শ্রীকৃষ্ণের জন্মকালের কথা সুনিপুণভাবে বর্ণিত পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ভাগবতের ভাবালোকেই সমগ্র ভারতের শ্রীকৃষ্ণজন্মাষ্টমী উৎসব উৎসারিত।
দানবরাজ কংসের অত্যাচারে জগৎ প্রপীড়িত। মাতা দেবকী ও পিতা বসুদেব নির্দয় কংসের কারাগারে বন্দি। সকাতরে প্রার্থনা করছেন তাঁরা। ‘হে পতিতপাবন, শ্রীমধুসূদন! তুমি ধরাধামে অবতীর্ণ হও। আসুরিক অত্যাচার ও অনাচারে আজ লক্ষ কোটি নরনারী নির্যাতিত। নিপীড়িত ও সন্তপ্ত। তুমি আজ কোথায়? তুমি এই ত্রিতাপ-জ্বালা হতে জীবকুলকে উদ্ধারের জন্য পুনরায় নরদেহে অবতরণ কর।’ তাঁদের সেই মর্মভেদী কাতর প্রার্থনায় ভাদ্রমাসের কৃষ্ণাষ্টমীর সেই অন্ধকারাচ্ছন্ন মহারাত্রিতে দুর্যোগের ঘনঘটায় অন্তর্যামী বৈকুণ্ঠপতি ভগবান শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে দেবকীর কোল আলো করে আবির্ভূত হলেন এই মর্তধামে।
দেবকী-বসুদেব দেখলেন, সেই শিশু অত্যন্ত অদ্ভুত। ‘তমদ্ভুতং বালকম্।’ চার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্মশোভিত। কমল নয়ন এই বালকের সুন্দর বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন। গলদেশে কৌস্তুভমণি, পরনে পীতবাস। নবীন মেঘের মতো অঙ্গকান্তি। মাথায় মণিখচিত মুকুট। কর্ণে কুণ্ডল। অতি উজ্জ্বল চন্দ্রহার, কেয়ূর ও কঙ্কণাদি অলঙ্কারের দীপ্তিতে সেই শিশুর সর্বাঙ্গ সুশোভিত ও সমুজ্জ্বল।
চতুর্ভুজ নারায়ণকে পুত্ররূপে দেখে বসুদেব ও দেবকী হলেন সচকিত। কারাগৃহ তখন আলোয় আলোকিত। সেই মুহূর্তে ভুলে গেলেন তাঁদের অপত্য স্নেহ। শ্রীহরির দিব্যদর্শনে ভগবৎভাবে বিভোর হয়ে তাঁরা শ্রীভগবানের দিব্যস্তুতি করতে লাগলেন। দেবকীর প্রার্থনায় ভগবান তাঁর ঐশ্বরিকতা সংবরণ করে প্রকৃত শিশুর রূপ ধারণ করলেন এবং বসুদেবকে নির্দেশ দিলেন তাঁকে নিয়ে নন্দগোপের ঘরে রেখে আসতে। এরূপ আদেশ পেয়ে বসুদেব শিশুসন্তানকে স্কন্ধে নিতেই আপনা আপনিই লৌহশৃঙ্খলে আবদ্ধ কপাটের দরজা খুলে গেল। মায়ার প্রভাবে প্রহরীরা তখন নিদ্রাবিষ্ট। অজস্র বর্ষণের মধ্যে বসুদেব নিঃশব্দে চললেন গোকুলের দিকে। উপনীত হলেন যমুনা তীরে। সামনে উত্তাল তরঙ্গ। অন্ধকার রজনীর আকাশে মুহুর্মুহু গুরুগুরু গর্জন। আতঙ্কিত বসুদেবের চিন্তা, সদ্যোজাত শিশুপুত্রকে নিয়ে তরঙ্গ-বিক্ষুব্ধ ভয়াবহ যমুনা অতিক্রম করবেন কী প্রকারে? মহানাগ অনন্তদেব তাঁর সহস্র ফণা বিস্তার করে ছাতার মতো আচ্ছাদন করে দিল বসুদেবের মাথায়। বৃষ্টি থেকে রক্ষা পেয়ে তিনি দেখলেন এক শৃগালী যমুনায় হেঁটে পার হয়ে যাচ্ছে। ভাবলেন, তবে যমুনায় চর পড়েছে। তাই তৎক্ষণাৎ শৃগালরূপধারিণী মায়ার নির্দিষ্ট পথে তাঁকে অনুসরণ করে বসুদেব অতি সহজভাবে দুরতিক্রম যমুনা পার হয়ে পৌঁছলেন গোকুলের নন্দালয়ে। সেখানে নন্দ-প্রকোষ্ঠে প্রবেশ করে তিনি দেখলেন দ্বারে প্রহরী, নন্দরাজা, মা যশোমতী সবাই গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগে তিনি স্বীয় পুত্রকে একান্তে যশোদা মায়ের পাশে শুইয়ে দিয়ে মহামায়াস্বরূপিনী যশোদাগর্ভসম্ভূতা শিশুকন্যাটিকে বক্ষে উঠিয়ে নিলেন এবং পূর্বের মতো যমুনা পার হয়ে কংসের অন্ধকার কারাগৃহে উপনীত হলেন। এরপর সেই দেবীরূপিণী কন্যাকে দেবকীর কোলে অর্পণ করলেন। অতঃপর যোগমায়ার সহায়তায় কোনও বিঘ্ন না ঘটে আপনা থেকেই কারাগারের দ্বার রুদ্ধ হয়ে বসুদেব দেবকী আবার শৃঙ্খলে বদ্ধ হলেন।
এদিকে পরের দিন প্রভাতে মা যশোদা দেখলেন অনন্য সাধারণ পরম রমণীয় এক সুন্দরতম পুত্র। শিশুর রূপমাধুর্যে সবাই বিমুগ্ধ। আনন্দে মুখর নন্দালয়ে শুরু হল মহোৎসব। যা আজও চিরাচরিত্র ‘নন্দোৎসব’ নামে।
—‘কৃষ্ণের যতেকলীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি স্বরূপ।’ —শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
 লেখক হিন্দুশাস্ত্রবিশারদ। মতামত ব্যক্তিগত
11th  August, 2020
পরীক্ষার জন্য এই দীর্ঘ
প্রতীক্ষা তীব্র যন্ত্রণার
হারাধন চৌধুরী

একে লকডাউেনর ডিপ্রেশন, তার উপর এই নিত্য দ্বন্দ্ব। শিক্ষা বিভাগের কর্ণধাররা নিজেদের বুকে হাত রেখে বলতে পারবেন, আজকের পরিস্থিতিতে পড়লে তাঁদের কী দশা হতো? শিক্ষা তো যৌথ তালিকার বিষয়। তাহলে এমন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের এতটা অভাব ঘটল কী কারণে?
বিশদ

অন্ধকারের অন্তরেতে
অশ্রুবাদল ঝরে
সন্দীপন বিশ্বাস

 আবার একটা স্বাধীনতা দিবসের সামনে দাঁড়িয়ে আছি আমরা। কয়েক দিন পরই সারাদেশ এই করোনার মধ্যেও মেতে উঠবে উন্মাদনায়। পতাকা তোলা, বীর সেনানীদের স্মরণের মধ্য দিয়ে আমরা দিনটি পালন করব। জাতীয়তাবোধের আবেগে রোমাঞ্চিত হব। বিশদ

12th  August, 2020
মোদি সরকারের জাতীয় শিক্ষানীতি
২০২০ কেন বিপজ্জনক

তরুণকান্তি নস্কর

জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যে ভূমিকা পালন করছে তা নজিরবিহীন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তাঁদের মাথায় যে নতুন একটি জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করার চিন্তা কাজ করছে তা বোঝা যায়। ২০১৫ সালের জানুয়ারি থেকেই নানা কথাবার্তা শোনা যাচ্ছিল।
বিশদ

12th  August, 2020
পরিষেবা আর ব্যবসায়
কিছু ফারাক তো আছে!
শান্তনু দত্তগুপ্ত

মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন, বাস বা ট্যাক্সিভাড়া হোক ফ্লেক্সিবল। মানে, তেলের দামের সঙ্গে ভাড়াও ওঠানামা করবে। তখন অবশ্য কেউ তাতে সাড়া দেননি। আর এখন চলছে ভাড়া বৃদ্ধির জন্য কান্নাকাটি। তাঁরা ভাবছেন না... লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহারা।
বিশদ

11th  August, 2020
মনমোহন সিংয়ের পরামর্শও
উপেক্ষা করছে সরকার
পি চিদম্বরম

 ৩ আগস্ট, ২০২০। দ্য হিন্দু। প্রবীণ চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে ড. মনমোহন সিং একটি নিবন্ধ লিখেছেন। বিষয়: ভারতীয় অর্থনীতির পুনরুজ্জীবন। তাতে তিনটি অভিমুখ ছিল: সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো।
বিশদ

10th  August, 2020
নতুন জাতীয় শিক্ষানীতির হাত ধরে
সমগ্র স্কুলশিক্ষা কোন দিকে যাচ্ছে
অরিন্দম গুপ্ত

এই প্রথম জাতীয় আয়ের ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। এটি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘদিনের দাবি। এটি হতে চলেছে। এর চেয়ে স্বস্তি ও আনন্দের খবর আর কী হতে পারে?
বিশদ

10th  August, 2020
রাম রাজনীতির উত্তরাধিকার
হিমাংশু সিংহ

রামমন্দির নির্মাণ শেষ হলে এদেশের গেরুয়া রাজনীতির সবচেয়ে মোক্ষম অস্ত্রটাও কিন্তু রাতারাতি ভোঁতা হতে বাধ্য। যে স্বপ্নকে লালন করে তিন দশক দিনরাত পথচলা, তার প্রাপ্তি যেমন মধুর, তেমনই সঙ্গত কারণেই প্রশ্ন, এর পর কী? বিশদ

09th  August, 2020
দল বদলের জেরে কুশীলবরাই হয়ে যান পুতুল
তন্ময় মল্লিক

রাজনীতিতে দল বদল খুবই স্বাভাবিক ঘটনা। তবে, যাঁরা দল বদলান, তাঁরা ‘ঘরের ছেলে’র মর্যাদা হারান। গায়ে লেগে যায় ‘সুবিধাবাদী’ তকমা। পরিস্থিতি বলছে, তাতে রাজনীতির কুশীলবরা‌ই হয়ে যান হাতের পুতুল। বিশদ

08th  August, 2020
রামমন্দিরের পর হিন্দুত্ববাদী
রাজনীতি কোন পথে?
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি কি উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই উচ্চারণ করেছেন একাধিকবার ‘জয় সিয়ারাম’ ধ্বনি? উগ্র হিন্দুত্ব থেকে এবার কি অন্য নতুন এক সমন্বয়ের হিন্দুত্বে ফিরতে চান তিনি? সনাতন ভারতবর্ষ আশা করবে, হিন্দুত্ববাদী রাজনীতিকে তিনি আগামীদিনে চালিত করবেন সহিষ্ণুতা, বহুত্ববাদ আর ঐক্যের পথে।
বিশদ

07th  August, 2020
ক্রীড়া ও বিনোদন অর্থনীতি:
কী ভাবছে সরকার?
হারাধন চৌধুরী

 ১০০ বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, সেই লাল-হলুদ ঝড়ের নাম ইস্টবেঙ্গল। এই স্লোগানের সঙ্গে বাঙালি বহু পরিচিত। গত ১ আগস্ট, ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্ণ হল। যে-কোনও ক্ষেত্রে সেঞ্চুরির গরিমা কতটা সবাই জানেন। ক্রীড়ামোদী বাঙালি মূলত দুই শিবিরে বিভক্ত—ইস্টবেঙ্গল, মোহনবাগান।
বিশদ

06th  August, 2020
সবুজ হচ্ছে জঙ্গলমহলের প্রকৃতি ও মানুষ
সন্দীপন বিশ্বাস

জঙ্গলমহল হাসছে। এই কথাটা একসময় বহু ব্যবহৃত শব্দবন্ধের মতো হয়ে গিয়েছিল। তারপর সেটা নিয়ে বিরোধীদের বিদ্রুপ করা শুরু হল। কিন্তু এটা ঠিক, ২০১১ সালের আগে যে জঙ্গলমহলের চোখে জল ছিল, তা আর ফিরে আসেনি।
বিশদ

05th  August, 2020
 সমাজ ব্যর্থ হলে অসহায় মানুষের
পাশে দাঁড়াবার রাজনীতিই কাম্য
শুভময় মৈত্র

কোভিডাক্রান্ত ফুসফুসে সাহস জোগাতে সরকারের সহযোগিতায় দলমত নির্বিশেষে আরও কিছুটা উদ্যোগ জরুরি। দ্রুততার সঙ্গে সে কাজ না-হলে আম জনতা বিপদে পড়বে। সমাজ অকৃতকার্য হলে অ্যাম্বুলেন্সে উঠতে না-পেরে অসুস্থের মৃত্যু রুখতে হবে নিঃসহায়ের রাজনীতিকেই।
বিশদ

05th  August, 2020
একনজরে
 কলকাতার নামীদামি, সরকারি-বেসরকারি অন্তত ১৭টি হাসপাতাল তাদের বর্জ্য পদার্থ (বায়ো-মেডিক্যাল ওয়েস্ট) নিয়ম মেনে সরাচ্ছে না। এমনকী তরল বর্জ্য পরিশোধনেও ব্যাপক গাফিলতি রয়েছে। ...

 চেন্নাইয়ে জন্মেছিলেন দুই বোন। নিজেদের সংস্কৃতি এবং পরিচয়ের যোগ রাখতে কমলা এবং তাঁর বোন মায়ার ‘সংস্কৃত’ নাম রেখেছিলেন তাঁদের মা। ছোটবেলায় কমলার জীবনের অনেকটা অংশ ...

 সরাসরি স্কুল-কলেজে গিয়ে ক্লাস করা সম্ভব না হলেও অনলাইনে ক্লাসের উপর জোর দিয়েছে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। ...

ওড়িশার সেই লাল গাঁজা এখান থেকে ম্যাটাডর, ছোট গাড়িতে লোড হয়ে চলে যাচ্ছে বিহার, উত্তরপ্রদেশের মতো ভিন রাজ্যে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মরতদের উপার্জন বৃদ্ধি পাবে। শরীর-স্বাস্থ্য ভালোই যাবে। পেশাগত পরিবর্তন ঘটতে পারে। শিল্পী কলাকুশলীদের ক্ষেত্রে শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব হাতি দিবস
১৮৪৮: সাহিত্যিক তথা ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তর জন্ম
১৮৮৮: টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ডের জন্ম
১৮৯৯: ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম
১৯১০: আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মৃত্যু
১৯১১: সমাজসেবিকা ও রাজনীতিবিদ ড.ফুলরেণু গুহর জন্ম
১৯২৬: কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জন্ম
১৯৩২: পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ কৃষ্ণকমল ভট্টাচার্যর মৃত্যু
১৯৩৩: অভিনেত্রী বৈজয়ন্তীমালার জন্ম
১৯৩৬: স্বাধীনতা সংগ্রামী ভারতের বিপ্লববাদের জননী হিসাবে পরিচিতা মাদাম কামার মৃত্যু ।
১৯৪৬: ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলেসের মৃত্যু
১৯৬৩: অভিনেত্রী শ্রীদেবীর জন্ম
১৯৭৫: পাক ক্রিকেটার শোয়েব আখতারের জন্ম
১৯৮৭: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্ম
২০১৮: রাজনীতিবিদ তথা প্রাক্তন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৯৪ টাকা ৭৫.৬৫ টাকা
পাউন্ড ৯৫.৭৫ টাকা ৯৯.১৪ টাকা
ইউরো ৮৬.১০ টাকা ৮৯.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৩,৩১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫০,৫৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫১,৩৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, নবমী ১৯/১৬ দিবা ১২/৫৯। রোহিণীনক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১৬/২৬, সূর্যাস্ত ৬/৬/২৩। অমৃতযোগ রাত্রি ১২/৪৯ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৮ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৮ মধ্যে। বারবেলা ২/৫৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২৮ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, নবমী দিবা ৯/৪৫। রোহিণীনক্ষত্র রাত্রি ৩/২৫। সূর্যোদয় ৫/১৫, সূর্যাস্ত ৬/৯। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১ মধ্যে ও ১০/২২ গতে ১২/৫২ মধ্যে। কালবেলা ২/৫৬ গতে ৬/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/৪২ গতে ১/৬ মধ্যে।
 ২২ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মরতদের উপার্জন বৃদ্ধি পাবে। বৃষ: গৃহে শুভ কাজ হবে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
বিশ্ব হাতি দিবস১৮৪৮: সাহিত্যিক তথা ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তর জন্ম ১৮৮৮: ...বিশদ

07:03:20 PM

২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২,৯৯৭
গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৯৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের ...বিশদ

09:45:41 PM

মুম্বইয়ে বাড়ির একাংশ ভেঙে মৃত ১, জখম ৪
মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। ঘটনায় মৃত্যু হয়েছে ...বিশদ

07:38:59 PM

প্রধানমন্ত্রী হিসাবে নয়া রেকর্ড মোদির
অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দিন মসনদে থাকার রেকর্ড গড়লেন ...বিশদ

07:34:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৮৩৫ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় ৫,৮৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ...বিশদ

06:51:17 PM