সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
উপকরণ: একটা লম্বাটে কাচের বোতল একটু সরু মুখের, হাল্কা গরম জল, একটা পুরনো জামা থেকে কেটে নেওয়া বেল্ট, মোমবাতি।
পদ্ধতি: প্রথমে বালতিতে গরম জল নাও। তাতে অল্প লিকুইড সাবান গুলে নাও। এবার কাচের বোতলটা এই জলে সারা রাত ভিজিয়ে রেখে দাও। সকালে বোতলটা জল থেকে তুলে নাও। দেখবে ভেতর থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার বোতলের গায়ে লেগে থাকা কাগজটা একটা চামচ দিয়ে কুরে কুরে তুলে ফেল। ব্যস, বোতল বাইরে থেকেও পরিষ্কার হয়ে যাবে। এরপর এই বোতলের মুখের কাছে বেল্টটা বেঁধে একটা সুন্দর বো তৈরি করে নাও। পারলে বেল্ট দিয়ে একটা ফুল তৈরি করে সেটাকে বোতলের গলার কাছে লাগিয়ে দাও। এবার বোতলের মুখে মোমবাতি লাগিয়ে দাও। তাহলেই তৈরি হয়ে যাবে হাতে তৈরি বাহারি মোমদানি। চাইলে কাচের বোতলের গায়ে রং দিয়ে নানা ধরনের নকশাও করতে পার।