Bartaman Patrika
সাম্প্রতিক
 

করোনার নোটবুক 

লুডোর নেশা, আক্রান্ত ৩১
লকডাউনে আড্ডা মারা যাচ্ছে না। একঘেয়েমি কাটাতে তেলেঙ্গানায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে লুডো খেলতেন এক মহিলা। তা করতে গিয়েই তিনি ৩১ জনকে করোনায় ঘায়েল করেছেন। সংক্রমণ ছড়াচ্ছে তাসের আসর থেকেও। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় তাসের আসরে এক ট্রাকচালকের থেকে একসঙ্গে ২৪ জন আক্রান্ত হয়েছেন। শহরের আরও এক তাসের আড্ডায় সংক্রামিত হয়েছেন ১৬ জন।

গাড়িতেই এটিএম
পাহাড় মহম্মদের কাছে না এলে মহম্মদকেই পাহাড়ের কাছ যেতে হয়। লকডাউনে এমনই হয়েছে এটিএমগুলির সঙ্গেও। মানুষ বাড়ি থেকে বেরতে পারছে না। তাই এবার ভ্রাম্যমাণ এটিএম পরিষেবা চালু করছে ব্যাঙ্কগুলি। মুম্বই, দিল্লির পর কলকাতাতেও এই ব্যবস্থা চালু করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক এবং অ্যাক্সিসও পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে।

১৮ দিনেই বন্ধুত্ব শেষ
হুঁশিয়ারির পর আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল ভারত। তারপরেই নজিরবিহীনভাবে গত ১০ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বন্ধু’ নরেন্দ্র মোদির ব্যক্তিগত এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ট্যুইটার হ্যান্ডল ফলো করা শুরু করে হোয়াইট হাউস। কিন্তু সেই বন্ধুত্বও টিকল মাত্র ১৮ দিন। তারপর শুধু মোদি নয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসকেও ট্যুইটারে আনফলো করে দিয়েছে ট্রাম্পের কার্যালয়। কারণটা অবশ্য এখনও সরকারিভাবে স্পষ্ট করা হয়নি।

ট্রাম্প ও রামদেবের টোটকা
করোনাকে খতম করার টোটকা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাবা রামদেব। দু’টিই অনবদ্য। ট্রাম্পের দাওয়াই ছিল, জীবাণুনাশক ইনজেকশন দিয়ে ফুসফুস পরিষ্কার করা বা অতিবেগুনি আলো ঢুকিয়ে করোনা তাড়ানো। পরে অবশ্য তিনি বলেন, ‘মজা করছিলাম।’ রামদেব অবশ্য আরও এককাঠি উপরে। তাঁর টোটকা, নাক দিয়ে দু’ফোটা সর্ষের তেল শ্বাসনালীতে ঢাললেই বাপ বাপ বলে পালাবে করোনার জীবাণু। পেটের অ্যাসিডেই পুড়ে মরবে ভাইরাস।


উত্তরপ্রদেশ থেকে হিমালয়
লকডাউনে কমেছে বায়ুদূষণ। আকাশ ঝকঝকে। ফলে নতুন করে উন্মোচিত হচ্ছে প্রকৃতি। ক’দিন আগেই পাঞ্জাবের জলন্ধর থেকে হিমালয়ের ধৌলাধর পর্বতের ছবি ধরা পড়েছিল ক্যামেরায়। এবার উত্তরপ্রদেশের সাহারানপুর থেকেও দেখা গেল হিমালয়। বাড়ির ছাদ থেকে তোলা সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। রমেশ পান্ডের মতো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সেই ছবি শেয়ার করেছেন।

কিমাশ্চর্যম
তিনি করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন। এই গুজবে উত্তাল হয়েছিল বিশ্ব। তিনি উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উন। এক সংবাদমাধ্যম তো তাঁর মৃতদেহের ছবিও দেখায়। তাঁর উত্তরসূরি নিয়েও গুঞ্জন শুরু হয়। যদিও শেষ পর্যন্ত, শুক্রবার ‘শত্রুদের মুখে ছাই’ দিয়ে প্রকাশ্যে আসেন কিম জং উন।

বিয়ে বাহার
লকডাউনে বিয়ের ধুম কিন্তু কম নেই। কেউ অনলাইনে বিয়ে করছে, কারও থানায় চারহাত এক হচ্ছে, পুলিশের গাড়িতে বিয়ে করে ফেরার ঘটনাও ঘটেছে। এক টিভি তারকা তো বাড়ির ছাদে বিয়ে করেছেন। নিউ ইয়র্কে ভিডিও কলে বিয়ের অনুমতি দিয়েছেন গভর্নর। তবে, সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের খাতৌলির বাসিন্দা আহমেদ। অ্যাম্বুলেন্স ভাড়া করে বাবাকে রোগী সাজিয়ে দিল্লি গিয়ে তিনি বিয়ে করেন। তাঁরা বাড়িও ফেরেন অ্যাম্বুলেন্সে। কিন্তু প্রতিবেশীদের চোখে ধুলো দেওয়া তো সহজ নয়। তাঁরাই পুলিসে খবর দিয়ে দেন।

সামাজিক দূরত্ব মানছে ওরা
লকডাউন, কিন্তু মানুষ বাইরে বেরিয়েছেই। সামাজিক দূরত্ব না মানার ছবিটাও দেখা গিয়েছে। বাজারে মানুষ নির্দিষ্ট গোল দাগ এড়িয়ে গেলেও কুকুরদের দেখা গিয়েছে তা মানতে। বাঁদরদেরও সামাজিক দূরত্ব বজায় রাখার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুও তা ট্যুইট করেছেন। অরুণাচলের ভালুকপংয়ে তোলা হয়েছে বাঁদরদের নির্দিষ্ট দূরত্ব মেনে তরমুজ ও কলা নিয়ে খাওয়ার এই দৃশ্যটি। আর অন্যদিকে, সাধারণ মানুষকে এই সামান্য কথাটা বোঝাতে হিমশিম খাচ্ছে পুলিস-প্রশাসন।

বিগ বি-র বাড়িতে বাদুড়
করোনা পিছু ছাড়ছে না বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের। লকডাউনে বাড়িবন্দি গোটা বলিউড। সকলের থেকে দূরত্ব বজায় রাখলেও বাদুড়ের থেকে লুকিয়ে থাকতে পারছেন না তিনি। বিগ বি-র বাড়ি ‘জলসা’র চারতলায় তাঁর ঘরে ঢুকে পড়ে একটি বাদুড়। অনেক চেষ্টার পর সেটিকে বের করা হয়। চীনে নাকি বাদুড় থেকেই ছড়িয়েছে ভাইরাস। তাই মজা করেই ট্যুইটারে বিগ বি লেখেন, করোনা তো পিছু ছাড়ছেই না।

বাঁচতে ছাতা
থুতু থেকে ছড়াচ্ছে করোনা। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার অভিনব উপায় বের করেছে কেরল ও ওড়িশার কয়েকটি জেলা। তা আর কিছুই নয়, ছাতা। ছাতা ব্যবহার করলে শারীরিক দূরত্ব বজায় থাকবে বলেই মনে করছেন প্রশাসন। প্রথমে কেরলের আলাপুঝায় একটি পঞ্চায়েত এই নিয়ম চালু করে। পরে ওড়িশার গঞ্জাম জেলায় এই মডেল বাধ্যতামূলকভাবে চালু করা হয়েছে। জেলাশাসক একটি কার্টুন ট্যুইট করে দেখিয়েছেন, ছাতা থাকলে দু’জনের দূরত্ব প্রায় দেড় মিটার হয়।


ঘরে বসেই লাইভ নাটক
করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য অভিনব উদ্যোগ নিল ‘স্থালন্তর’ নাট্যগোষ্ঠী। ফেসবুক লাইভে তারা একটি নাটকের আয়োজন করেছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রত্যেক অভিনেতা এই নাটকে অংশ নেবেন। অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর নির্দেশনায় ‘লকডাউন ডায়েরিজ’ শীর্ষক নাটকটি দর্শকরা ফেসবুকে দেখতে পাবেন। সৌপ্তিক ছাড়াও এই নাটকের বিভিন্ন চরিত্রে রয়েছেন রণিতা দাস, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, মধুরিমা দাশগুপ্ত, দীপক হালদার ও সায়ক সমাদ্দার। এই উদ্যোগ থেকে সংগৃহীত অর্থ করোনা ত্রাণ তহবিলে দান করা হবে।

নিয়ম ভেঙে ইফতার, আক্রান্ত পাক স্পিকার
গত সোমবার নিয়ম ভেঙে ইফতার পার্টি করেছিলেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সর। তারপরেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর ছেলে ও মেয়ের শরীরেও সংক্রমণ ছড়িয়েছে। এরপরেই হোম-কোয়ারেন্টাইনে চলে যান আসাদ। তাঁর ইফতারে আসা অনেকেই আক্রান্ত হয়েছেন। এরপরেই দেশের নাগরিকদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন স্পিকার। চোর পালালে বুদ্ধি তো বাড়েই!

করোনায় কেয়ার ইমোজি
করোনার কারণে মানুষ সোশ্যাল মিডিয়া নির্ভর। পরিস্থিতি বিবেচনা করে নতুন রিঅ্যাকশন ইমোজি আনল ফেসবুক। আর এই ইমোজি নিয়েই ঝড় উঠেছে। কারণ, ধীরে ধীরে এই আপডেট দিচ্ছে সংস্থাটি। তাই যারা ফেসবুকে তা দেখতে পাচ্ছেন না, তাঁরা শোরগোল শুরু করেছেন। কীভাবে কেয়ার ইমোজি পাওয়া যাবে জানতে সার্চ শুরু হয়েছে গুগলেও।

রেডিওতে গল্প পাঠে রাসকিন বন্ড
লকডাউনের দিনগুলোতে প্রসার ভারতীর উদ্যোগে অল ইন্ডিয়া রেডিওতে প্রখ্যাত সাহিত্যিক রাসকিন বন্ডের ছোট গল্পের একটি সিরিজ সম্প্রচারিত হচ্ছে। ১ মে থেকে সেই গল্পগুলো পাঠ করছেন স্বয়ং লেখক। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘বন্ডিং ওভার রেডিও’। ভিন্ন স্বাদের গল্প যেমন— আত্মজীবনীমূলক, ভূতের গল্প, রূপকথার গল্প, বোর্ডিং স্কুলজীবনের গল্প, পশুপাখি কেন্দ্রিক বা পারিবারিক গল্প তাঁর নিজস্ব ভঙ্গিতে পাঠ করবেন রাসকিন বন্ড।
লেখক তাঁর মুসৌরির কটেজে বসে টেলিফোনের মাধ্যমে এই গল্পগুলোর পাঠ রেকর্ড করিয়েছেন। আশা করা যায়, এই গল্পগুলো তরুণ-তরুণীদের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হবে। রেডিওতে প্রতিদিন সকাল ৭টা ১০ এবং রাত ১০টা ১০ ছাড়াও, প্রসার ভারতীর মোবাইল অ্যাপেও শোনা যাবে গল্পগুলি।

ঘরে বসেই দেখা যাবে চলচ্চিত্র উৎসবের ছবি
পরিবর্তিত পরিস্থিতিতে ডকুমেন্টারি এবং ফিচার ফিল্ম অনলাইনে দেখার ব্যবস্থা করে দিল ধরমশালা এবং মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তারা। ধরমশালা চলচ্চিত্র উৎসবে দেখানো ছবিগুলো সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে দেখা যাবে। দুই সপ্তাহ অন্তর এই তালিকা আপডেট করা হবে। তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক এমি পুরস্কার প্রাপ্ত ছবি ইমাদ বার্নাট এবং গাই ডেভিডি পরিচালিত ‘৫ ব্রোকেন ক্যামেরাস’। আর মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তারা তনুজা চন্দ্র পরিচালিত ডকুমেন্টারি ‘আন্টি সুধা আন্টি রাধে’ ছবিটি অনলাইনে দেখার ব্যবস্থা করেছেন। তবে এক্ষেত্রে বিনামূল্যে নয়। ৫৫ টাকা দিয়ে অনলাইনেই টিকিট কাটতে হবে।

‘লড়ে যাও’
নেটফ্লিক্সের ‘মানি হেইস্ট’ ওয়েবসিরিজের সৌজন্যে এখন নেটিজেনদের মুখে মুখে ‘বেলা চাও’। আসলে ইতালির এই লোকগানের উৎপত্তি মোটেও ওয়েবসিরিজ নয়। ইতালিতে ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে এক সময় এই গানের সুর কণ্ঠে তুলেছিলেন মানুষ। ‘বেলা চাও’ হয়ে উঠেছিল সারা পৃথিবীর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সুর। এবার বাংলার ৩৬ জন তরুণ শিল্পী ‘বেলা চাও’-এর সুরে এই অস্থির সময়ে যে সব পেশার মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের উদ্দেশ্যে অভিবাদন জানিয়ে একটি গান গাইলেন। এই শিল্পীদের মধ্যে রয়েছেন সৌরসেনী মৈত্র, তৃণা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, পূজারিণী ঘোষ, সায়ন্তনী গুহ ঠাকুরতা, স্বস্তিকা দত্ত প্রমুখ। বাংলায় নাম ‘লড়ে যাও’। গানটি প্রযোজনা করছে টিভিওয়ালা মিউজিক স্টেশন।

মাইনে হবে না
লকডাউনের বাজারে মাইনে কাটা যাচ্ছে স্বয়ং মুকেশ আম্বানির! এটা অবশ্য রিলায়েন্স কর্তা নিজেই ঠিক করেছেন। গোষ্ঠীর হাইড্রোকার্বন ব্যবসায় মন্দার জেরে বছরে ১৫ লক্ষ টাকার উপর বেতনধারী কর্মীদের ১০ শতাংশ, সিনিয়র এগজিকিউটিভদের ৩০ থেকে ৫০ শতাংশ কাটা হচ্ছে। চেয়ারম্যান মুকেশ নিজে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১১ বছর ধরে তাঁর বেতন ছিল বছরে ১৫ কোটি।
03rd  May, 2020
করোনা নোটবুক 

অবিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, নতুন পরিকল্পনায় ছাত্ররা সোম, বুধ আর শুক্রবার স্কুলে আসবে। আর শিক্ষকরা মঙ্গল, বৃহস্পতি, শনি। আর সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না।  
বিশদ

24th  May, 2020
করোনা নোটবুক 

করোনা যাবে না
করোনা হয়তো আর কোনওদিনই যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিজ্ঞানী, থেকে ভারতের স্বাস্থ্যমন্ত্রক—সকলের মুখে এখন একটাই কথা। করোনাকে নিয়েই বাঁচা শিখতে হবে। পরিষ্কার থাকতে হবে. সামাজিক দূরত্ব, মাস্ক পরাই একমাত্র বাঁচার রাস্তা। প্রতিষেধক মিললে সুবিধা হবে। কিন্তু এই রোগকে নির্মূল করা যাবে না। এইডসের মতোই করোনাকে নিয়েই থাকতে হবে। করোনা মুক্ত পৃথিবী এখনও সোনার পাথরবাটিই!
বিশদ

17th  May, 2020
করোনা নোটবুক 

লকডাউনে বেশি করে খান চিজ, ফ্রেঞ্চ ফ্রাই
করোনা আতঙ্ক। লকডাউন। তার মধ্যেই ফ্রান্সের মানুষজনকে এখন বেশি করে চিজ খাওয়ার অনুরোধ করা হয়েছে। দেশীয় দুগ্ধশিল্পকে বাঁচাতেই এই উদ্যোগ। কারণ করোনা অধ্যায়ে ফ্রান্সে চিজ বিক্রি কমেছে অনেকটাই। 
বিশদ

10th  May, 2020
লকডাউন অমান্য? ওড়ালেন ভিকি 

শেষে কি না ভিকি কৌশলের উপর মিথ্যা অপবাদ! গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে একটা খবর ছড়িয়েছিল। সেই খবরে বলা হচ্ছিল যে, ভিকি লকডাউনের নিয়ম অমান্য করেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন।  
বিশদ

26th  April, 2020
পায়ে পায়ে 

তোমাকে অভিবাদন...। ছোঁয়াচ বঁাচিয়ে চলুন। এটাই এখন নয়া দুনিয়াদারি। কাজেই হাতে হাত নয়। বরং পায়ে পা দিয়েই চলুক অভিবাদন।  
বিশদ

26th  April, 2020
পোষ্য বিড়ালেও করোনা ভাইরাস

দিনকয়েক আগে আমেরিকার ব্রঙ্কস চিড়িয়াখানায় বাঘ ও সিংহের করোনায় সংক্রামিত হওয়ার খবর মিলেছিল। আর এবার পোষ্য জীবের শরীরেও ভাইরাস থাবা বসাল। নিউ ইয়র্কের দু’টি গৃহপালিত বিড়ালের করোনা পজিটিভ ধরা পড়েছে।  
বিশদ

26th  April, 2020
চুমু খেয়ে কারখানা খুলল চীনে
 

দেশ করোনা মুক্ত। দুশ্চিন্তা শেষ। সবকিছু স্বাভাবিক, তার প্রমাণ দিতে আজব সেলিব্রেশন করল চীনের এক কারখানা। 
বিশদ

26th  April, 2020
করোনার পাশে টম হ্যাঙ্কস 

নাম করোনা। তাই স্কুলে বিদ্রূপ ও হেনস্তার শিকার হতে হয়েছিল অস্ট্রেলিয়ার আট বছরের এক বালককে। করোনায় আক্রান্ত হওয়া সস্ত্রীক হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের স্বাস্থ্যের খোঁজ নিতে চিঠি দিয়েছিল কুইন্সল্যান্ডের করোনা ডি ভ্রিয়েস।  
বিশদ

26th  April, 2020
মৃতের সংখ্যা গুনতেও ভুল 

মৃতের সংখ্যা কমাচ্ছে চীন। বার বার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষপর্যন্ত তা মেনে নিল বেজিং। তাঁদের অবশ্য যুক্তি, গণনাতেই ভুল ছিল। প্রথম দিকে উহানের হাসপাতালগুলি উপচে পড়ছিল। 
বিশদ

26th  April, 2020
তেলের দাম শূন্য 

বলা ভালো শূন্যেরও নীচে। লকডাউন চলায় বিভিন্ন দেশের তৈলশোধনাগারগুলি পূর্ণ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চাহিদাও কার্যত শূন্য। এর জেরেই গত সোমবার রাতে আমেরিকায় ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মে মাসের আগাম দর নেমে এসেছিল শূন্য ডলারের নীচে।  
বিশদ

26th  April, 2020
চীনা কিট ফেল 

চীনের জিনিস সস্তা হলেও, টেকসই নয়। এই প্রবাদ তো পুরনো। করোনা পরীক্ষার কিটের ক্ষেত্রেও সেকথাই সত্যি হল। চীন থেকে ৭ লক্ষ আরটিপিসিআর কিট এসেছে। পরীক্ষায় দেরি হওয়া নিয়ে প্রথমে কিটের গলদের কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ। 
বিশদ

26th  April, 2020
কবিতা পাঠে সোহিনী 

অভিনেত্রী সোহিনী সরকার কবিতা পড়তে বড্ড ভালোবাসেন। যাকে বলে, রীতিমতো বাংলা কবিতার চর্চা। অন্যতম প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বিকেলবেলার সূর্যের কমলা আলোতে আকাশ ছেয়ে গিয়েছে। সোহিনীর হাতে ‘নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা’। বাড়ির ছাদে উঠে তিনি সেই বই থেকে একটি কবিতা পাঠ করলেন।  
বিশদ

26th  April, 2020
নীচ দিয়ে ঢুকতে পারে করোনা, ভাইরাল পাক মন্ত্রী
 

নীচ দিয়ে ঢুকতে পারে করোনা ভাইরাস! পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিশেষ পরামর্শদাতা ডঃ ফিরদৌস আশিক আওয়ানের মতে, পা দিয়েও ঢুকে যেতে পারে করোনা। 
বিশদ

26th  April, 2020
করোনার মধ্যে গরিব থেকে ধনী
 

না, গরিব তিনি সত্যিই ছিলেন না। মুকেশ আম্বানির কথাই বলছি। কিন্তু লকডাউনের জেরে সম্পত্তি কমে গিয়েছিল তাঁর। তাঁকে টপকে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা হয়ে উঠেছিলেন এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি।  
বিশদ

26th  April, 2020
একনজরে
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের অঙ্কের শিক্ষককে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম শুভব্রত দত্ত। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় তার আদি বাড়ি। বর্তমানে সে বর্ধমান শহরের শাঁখারিপুকুর এলাকায় বরফকলের কাছে থাকে। ...

মহম্মদ ইউনুসের নেতৃত্বে তদারকি সরকার গঠনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে অভিযোগ। এই অবস্থায় আক্রান্তরাও একত্রিত হতে শুরু করেছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে ইসকনের অন্যতম সংগঠক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ঘিরে। ...

সোনার দাম একলাফে অনেকটাই বেড়েছে। কিন্তু সোনা কেনার প্রতি আগ্রহ একেবারেই কমেনি। ধনতেরসে মালদহ জেলার সবস্তরের মানুষ সাধ্যমতো সোনা কিনেছেন। ধনতেরস উপলক্ষ্যে মালদহ জেলাজুড়ে ২০০ ...

একদিকে পুজো দেওয়ার, অন্যদিকে পুজো দেখার ভিড়। বৃহস্পতিবার বিকেল গড়াতেই জনকোলাহল আছড়ে পড়ল হুগলির বিভিন্ন জনপদের মন্দিরে, মণ্ডপে। আলোকমালায় সুসজ্জিত রাজপথে ছিল থইথই ভিড়। রাত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ভেগান দিবস
১৫১২: সিস্টিন চ্যাপেল এর ছাদের চিত্রাঙ্কন যা মাইকেলেঞ্জেলো এঁকেছেন, জনগনের জন্য প্রথমবারের মত উম্মুক্ত করে দেয়া হয়
১৬০৪: উইলিয়াম শেক্সপিয়ার এর ট্রাজেডী ওথেলো প্রথমবার মঞ্চস্থ হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে
১৬১১: উইলিয়াম শেক্সপিয়ার রোম্যান্টিক কমেডি টেমপেস্ট প্রথমবার মঞ্চস্থ হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে
১৮০০: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস হলেন দেশটির প্রথম রাষ্ট্রপতি যিনি দি এক্সিকিউটিভ ম্যানসন এ থাকা শুরু করেন (পরবর্তীকালে যার নাম হয় হোয়াইট হাউস)
১৮৫৮: ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে
১৮৬৪: পোস্ট অফিসের মাধ্যমে প্রথম মানি অর্ডার পদ্ধতি চালু
১৮৭৩: নাট্যকার দীনবন্ধু মিত্রের মৃত্যু
১৮৮০: কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু
১৯১৫: বাংলা ক্রিকেটের জনক সারদারঞ্জন রায়ের জন্ম
১৯৫০: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৫০: নোবেল জয়ী পদার্থবিদ রবার্ট লাফলিনের জন্ম
১৯৫৬: বাংলা ভাষা আন্দোলন (মানভূম) এর ফলস্বরূপ মানভূমের একটা অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করে
১৯৫৬: ভারতে রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ মোতাবেক মহীশূর রাজ্য বর্তমানে কর্নাটক, কেরালা ও মধ্যপ্রদেশ রাজ্যের আত্মপ্রকাশ ও পুনর্গঠন হয়
১৯৭৩: মহীশূর রা্জ্যের নাম বদলে কর্ণাটক হয়
১৯৭৩: অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের জন্ম
১৯৭৪: ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬১ টাকা ৮৪.৭০ টাকা
পাউন্ড ১০৭.৫২ টাকা ১১০.৪৫ টাকা
ইউরো ৮৯.৯৯ টাকা ৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৯,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪। অমাবস্যা ৩১/২০ রাত্রি ৬/১৭। স্বাতী নক্ষত্র ৫৪/২৫ রাত্রি ৩/৩১। সূর্যোদয় ৫/৪৪/৫০, সূর্যাস্ত ৪/৫৫/৪০। অমৃতযোগ প্রাতঃ ৬/২৯ মধ্যে পুনঃ ৭/১৪ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৩/২৬ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৭ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১১ মধ্যে পুনঃ ৪/৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩৩ গতে ১১/২০ মধ্যে। কালরাত্রি ৮/৮ গতে ৯/৪৪ মধ্যে। 
১৫ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪। অমাবস্যা সন্ধ্যা ৫/৯। স্বাতী নক্ষত্র রাত্রি ৩/২৬। সূর্যোদয় ৫/৪৬, সূর্যাস্ত ৪/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৪ মধ্যে ও ৭/২৭ গতে ৯/৩৬ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৩৭ মধ্যে ও ৩/২০ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৩৯ গতে ৯/১১ মধ্যে ও ১১/৫০ গতে ৩/২২ মধ্যে ও ৪/১৫ গতে ৫/৪৬ মধ্যে। বারবেলা ৮/৩৩ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৫ মধ্যে। 
২৮ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বন্ধ গঙ্গোত্রী মন্দির
শনিবার বন্ধ হল গঙ্গোত্রী ধাম। শীতের মরশুমের আগে মন্দিরের দরজা ...বিশদ

09:32:39 AM

প্রয়াত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল

11:39:32 PM

মুম্বইয়ের গোরেগাঁওতে একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

10:47:00 PM

হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ার সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি

10:25:00 PM

উত্তরপ্রদেশের সাদাতগঞ্জে একটি কারখানায় আগুন, অকুস্থলে দমকল

10:08:00 PM

জম্মু ও কাশ্মীরের উধমপুরের মারগানা জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড

09:48:00 PM