Bartaman Patrika
গল্পের পাতা
 

পিশাচ সাধু
ধারাবাহিক উপন্যাস, পর্ব   ৭
জয়ন্ত দে

দারোগা বাড়ির নিমন্ত্রণে ক্যাপ্টেন হঠাৎ উদয় হল কেন? এ প্রশ্ন সহজের মনে অবিরাম ঘুরপাক খাচ্ছে। নচের সঙ্গে কথা বলে মনে হল, ক্যাপ্টেনকে সেদিন দারোগা বাড়িতে পাঠিয়েছিল পরমেশ্বরের পার্টনার শঙ্কর। সহজের কাছে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে পুরো স্কিমটা। এদিকে, ক্যাপ্টেনের ভবিষ্যদ্বাণীর আতঙ্ক থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না নচে। তারপর...

 ঠাকুরমার চিৎকারে ঘুম ভেঙে গেল সহজের। এমন সময়ে কোনওদিনই তার ঘুম ভাঙে না। এই সময়টা তার কাছে সাতসকাল। একতলা থেকে তালগোল পাকিয়ে অসহ্য চিৎকার উঠে আসছে। সে মাথার নীচের থেকে বালিশ নিয়ে মাথার ওপর চাপা দিল। কিন্তু তাতেও আওয়াজ কমল না! 
ঠাকুরমার চিৎকারের একবার তাকিয়েছিল সে। ঘরের জানলা ভরে আলো।  কাল রাতে সে জানলার পর্দা টানতে ভুলে গিয়েছে নির্ঘাত। ফলে আলো আর শব্দ দুটোই তার ঘরের ভেতর এখন গম গম করছে। 
সহজ ঘুরে শুলো।
দোতলা এই বাড়ির নীচের তলায় চারজন মানুষ চারটে দ্বীপ গড়ে বসে আছে। সহজ আর মিমি দোতলার বাসিন্দা। তারা খুব প্রয়োজন না পড়লে নীচের দ্বীপপুঞ্জে নামে না। একতলাটা যেন তাদের এ-বাড়ির ঢোকা আর বেরিয়ে যাওয়ার রাস্তায় পড়ে, এমনভাবেই তারা দু’টি ভাই বোন এখানে জুটি বেঁধে থাকে। একতলার বাসিন্দারা মাঝেমধ্যে নানা প্রশ্ন উত্তর নিয়ে ওপরে উঠে আসে। নইলে তিনজন কাজের লোকই দোতলার সঙ্গে একতলার সমন্বয় রক্ষা করে। এ-বাড়ির এটাই অলিখিত নিয়ম। বন্ধুবান্ধবরা এলে তারা চুপচাপ ওপরে উঠে আসে। একতলা থেকে চা, জলখাবার আসে। কোনও মানুষ আসে না।
এই বাড়িটা বহুত পুরনো। যদি কোনওভাবে এখানে একটা বটচারা শিকড় আঁকড়ে স্থায়ী হতে পারত, তাহলে এতদিনে সে বটবৃক্ষ হতো। সহজ জানে সেটা হয়নি, হবেও না। সহজ দেখেছে তাদের এত পুরনো বাড়ি, তবু এই বাড়ির কোথাও একটাও বটগাছের চারা বের হয়নি। কারণ একটাই, এ-বাড়িতে কোনওদিন কাক-পক্ষী বসেনি। কাক-পক্ষী যে বটবৃক্ষের বীজ বহন করে এনে এখানে ফেলবে তার উপায় নেই। তারা এ-বাড়ির ওপর চক্কর কেটে উড়ে গেছে। কারণ শব্দব্রহ্ম!
আগাগোড়া এই শব্দব্রহ্মের মালকিন সহজের ঠাকুরমা, বাসবী।
ছোটবেলা থেকে সহজ দেখেছে ঠাকুরমার দাপট। দপ দপে পা ফেলা তার হাঁটা। কপালে লাল বড় সিঁদুরের টিপ। গলায় মোটা একটা বিছে হার, হাতে সোনার পেটি চুড়ির ঝনঝন আওয়াজ। পান থেকে চুন খসলেই তিনি চিৎকার করে ওঠেন। সারা বাড়িতে তিনটে কাজের লোক, সর্বদা তিনি তাদের শিক্ষা দিচ্ছেন। তবু তারা ক্ষণে ক্ষণে ভুল করছে, পান থেকে চুন ফেলছে। তারা এত বোকা যে কী ভুল করেছে তাও তারা ভালো করে বুঝতে পারত না। ঠাকুরমা তাদের প্রতি মুহূর্তে শিক্ষা দিতেন, কিন্তু তারা পাশ ফিরেই সেই শিক্ষাকে অশিক্ষায় পরিবর্তন করত।
সেই অবস্থা কিছুমাত্রায় পরিবর্তন হয়নি।
এ বাড়ির সব চেয়ে ভুল করা মানুষটা হলেন সহজের ঠাকুরদা। তবে তিনি একটা ঘরে নিজেকে বন্দি রাখেন। ওই ঘরে না গেলে তাঁর সঙ্গে দেখা হওয়ার নয়। একজনই তাঁর ঘরে যায়, সে অচল। অচল এ বাড়ির খুবই পুরনো লোক। আগে অনেক কাজকর্ম করত। এখন বয়সের ভারে পারে না। সে রিটায়ার্ড লাইফ কাটাচ্ছে এখানে। তার কাজ ঠাকুরদা যে বেঁচে আছেন এই খবরটা নিত্য আনা। আর তাঁকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্য আর চাহিদামাফিক কিছু জিনিসপত্র আদানপ্রদান করা। সহজ ঠাকুরদার ঘরে মাঝেমধ্যেই যায়। আর রোজ ঠাকুরমার কর্কশ কণ্ঠস্বরে দিন শুরু করে।
ঠাকুরমাকে কতদিন ধরে একইরকম দেখছে সহজ। 
সহজের মা কস্তুরী। সহজের যা মনে পড়ে, তার মা ছিল খুব শান্ত আর চুপচাপ। সারাদিন সে পড়ে আছে ঠাকুরঘরে। সহজের ঠাকুমা বাসবীর একঘর ঠাকুর। এই ঠাকুরের দেখভাল বাসবী যতদিন পেরেছেন করেছেন। কিন্তু যেদিন তাঁর মনে হল, আর নয় এবার ঠাকুরঘর সামলাক ছেলের বউ, সেদিনই তিনি ডেকে নিয়ে কস্তুরীর হাতে ঠাকুরঘরের চাবি তুলে দিলেন। সহজ ছোট, আর মিমি তখন একটু বড় হয়েছে।
এ বাড়ির ঠাকুরঘর সর্বদা খুব সুরক্ষার মধ্যে থাকে। এই সুরক্ষার প্রধান বিষয়টি হল একজন মানুষ ওই ঘরে চব্বিশঘণ্টা থাকা। রাতে সন্ধ্যারতি শয়নপর্ব মিটলে ভারী কাঠের দরজায় তিনখানা তালা পড়ে। চাবি জমা হয় বাসবীর কাছে।
ঠাকুরঘরের দায়িত্ব পেয়েই কস্তুরীকে সাতসকালেই স্নান করে ঢুকে যেতে হয় ঠাকুরঘরে। সেখানে বেলা দেড়টা পর্যন্ত নানাবিধ কাজ। দেড়টার পর তালা পড়ে দরজায়। আবার সন্ধ্যা নামলেই আরেক পর্ব। সব মিলিয়ে কস্তুরীর সারাটা দিনই চলে যায় পুজোআচ্চায়। 
তার মা কবে যে ঠাকুরঘরে ঢুকে হারিয়ে গিয়েছে টের পায়নি সহজ আর মিমি। টের পেল যখন তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। পুরো ছোটবেলাটাই তাদের কেটেছে কাজের লোকের কাছে। তারাই স্নান করাত, খেতে দিত। সকালের ঠাকুরঘরের পর্ব মিটলেই দুপুরের খাওয়া, একটু ঘুম। সন্ধে লাগলেই কস্তুরী আবার ঠাকুরঘরে ঢুকে যায়। তখনও লম্বা সময়। ওই ঘরে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের প্রায় সব দেবদেবীই আছেন। মিমি বলে— দেবতাদের হেডকোয়ার্টার!
সহজ অনেক আগে নিয়ম করে হেডকোয়ার্টারে যেত। সকাল-সন্ধে। এখন যায় না। যাবে কী এখানে এলে বার বার তার মনে হয় এই ঘর তার মাকে কেড়ে নিয়েছে। সমস্ত শৈশবটা সে মাকে পায়নি। ঠাকুরমা এ বাড়ির সবচেয়ে বড় দায়িত্ব তার মাকে দিয়েছে, আর তার মা জীবনপাত করে নিষ্ঠার সঙ্গে তা পালন করেছে। তার ওপর সারা বছর জুড়ে আছে নানারকম পুজো পার্বণ!
মাকে দেখে সহজের মনে হয়, মা যেন মা নয় এক টুকরো চন্দন কাঠ! প্রতিদিন যাকে ছোট পিঁড়িতে ফেলে ঘষা হয়। ঘষতে ঘষতে চন্দন কাঠের মতো মা শীর্ণ হয়ে গিয়েছে। তবু মায়ের কাছে এলে সুগন্ধ পায় সহজ। মিমিও পায়।
কোনও কোনওদিন রাতে মায়ের সঙ্গে দেখা হয় সহজের। বিছানায় মরার মতো পড়ে আছে। সহজ কাছে যেতেই ধড়ফড় করে উঠে বসে। সহজ কতবার বলেছে, ‘এ বাড়ির সবকিছু করার জন্য এতগুলো কাজের লোক, নয় আর একটা লোক রাখো— তোমাদের ঠাকুরের সেবা করার জন্য। তুমি এবার ওই ঘর থেকে বেরিয়ে এসো মা।’
সহজের কথায় কস্তুরী হাসে। ‘ঠাকুরের কাজ বাইরের লোক দিয়ে হয় রে বোকা!’
‘কেন হয় না? একটা মেয়ে রাখো, আর দু’বেলা বামুন ঠাকুর ডেকে নাও। ঝামেলা মিটিয়ে ফেলো।’
‘ছিঃ! ঝামেলার কী আছে।’ কস্তুরী কথাটা বলে, কিন্তু তার গলার স্বরে যেন জোর থাকে না।
সহজ বলে, ‘লাস্ট তুমি এই ঠাকুরঘর ছেড়ে কবে বেরিয়েছ?’
‘আমি কি চব্বিশঘণ্টা ঠাকুরঘরে থাকি নাকি?’
‘চব্বিশঘণ্টা ঠাকুরঘরে থাকো না, কিন্তু ওই ঠাকুরঘরের চক্করে বাড়ির বাইরে বেরুতে পার না।’
সহজের কথায় ম্লান হাসে কস্তুরী। ‘কোথায় আর যাব?’
‘কোথায় যাবে মানে, প্রথমে তুমি ছাদে যাবে। রোদে গিয়ে বসবে। দেখতে তো শ্বেতচন্দন কাঠের মতো ফ্যাসফেসে হয়ে গিয়েছ। কতদিন তোমার গায়ে রোদ্দুর লাগে না, তুমি জানো।’
কস্তুরী হেসে বলে, ‘তোর যত বোকা বোকা কথা।’
সহজ বোকা হয়ে এ বাড়িতে থাকে। কিছুতেই সে চালাক হতে পারে না। চালাক হওয়ার চেষ্টাও করে না। তার বাবা খুব চালাক মানুষ। ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্সের নামী ল’ইয়ার। বাবার সম্পর্কে যতদূর শুনেছে সম্বুদ্ধ মিত্র নাকি খুবই ধুরন্ধর। তার চেম্বারে সর্বদা মক্কেলেরা এসে হত্যে দিয়ে পড়ে থাকে। তবে সম্বুদ্ধ মিত্র বাড়িতে কোনও হুজ্জতি রাখেন না। যা কিছু সব চেম্বারে। সেখানে রাত দশটা পর্যন্ত কাটান। বাড়ি ফেরেন পৌনে এগারোটা নাগাদ। আবার বাড়ি থেকে বেরিয়ে যান ঠিক ন’টা। তিনি সে অর্থে কারও সঙ্গে কথা বলেন না। তবে দরকার পড়লে সব বিষয়েই তিনি হাজির থাকেন। আর সংসারের যাবতীয় কিছুতে তাঁর দৃষ্টি তীক্ষ্ণ। নাহলে একদিন রাতে সহজের ঘরে ঢুকে সটান বললেন, ‘শুনলাম, তুমি নাকি লোকাল কিছু লুম্পেনদের সঙ্গে মেলামেশা করো?’
‘লুম্পেন কী না জানি না। তবে হ্যাঁ লোকাল কিছু ছেলেদের সঙ্গে মিশি।’
‘লোকাল ছেলে হলে আমি তোমাকে কিছু বলতাম না, ওদের নামে নানা রিপোর্ট আছে।’
‘তোমাকে আমার নামে রিপোর্টটা কে করল?’
‘সেটা তোমার জানা খুব জরুরি নয়।’
‘না, আমার জানা দরকার, কে ওদের লুম্পেন ভাবল?’
‘ভাবাটা ভুল নয়, আমি একজনের কাছ থেকে তোমার খবরটা পেয়েছি। তারপর সত্যি কি না, মানে তুমি তাদের সঙ্গে মেশো কি না, তারা কারা, সব খবরই নিয়েছি। নিয়েই তোমাকে বলছি, ওরা লুম্পেন। আর ওদের সঙ্গে তুমি যথেষ্টই মেলামেশা করো! কেন? তোমার কি আর বন্ধু নেই?’
‘আছে, কিন্তু তারা সবাই ব্রেড বাটার আর ভাত চিকেনের মানুষ। তাদের গল্প নেই।’
‘মানে?’
‘ওই যে বললাম, তাদের গল্প নেই। আর যা গল্প আছে, তা তৈরি করা গল্প। আমি গল্পের জন্য ওদের সঙ্গে মিশি।’
‘গল্পের জন্য মেশো? মানে ওদেরকে নিয়ে গপ্প লিখবে? ওরা তোমার সাবজেক্ট!’ সম্বুদ্ধ মিত্র কিছুক্ষণ থুতনি ঝুলিয়ে দাঁড়িয়েই রইলেন। ‘তাহলে, তাহলে তুমি এখনও লেখক হওয়ার স্বপ্ন দেখছ? আমার জীবনের লক্ষ্য রচনায় ছোটবেলায় যেটা লিখতে বড়বেলাতেও সেটা করতে চাইছ?’
‘আমি লেখক হতে চাইছি না, লিখতে চাইছি।’
‘ওটা কি প্রফেশন হিসেবে নিতে চাইছ? আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে, যাদের ইনকাম ট্যাক্সে লেখালিখির টাকা যোগ হয়। তার মধ্যেও দু’জন বেশ নামী। কিন্তু একজন একসময় খবরের কাগজে চাকরি করতেন, একজন সরকারি অফিসার। কেন চাকরির কথা বললাম— তার কারণ বাংলাভাষায় লেখালিখি করে জীবননির্বাহ করা যায় না বলেই আমার মনে হয়। তাঁরা চাকরি করতে করতে লিখেছেন। লেখক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন তাদের রয়্যালিটির একটা বড় অংশের টাকা ট্যাক্সেবল। ক্রিয়েটিভ রাইটারদের তিনলক্ষ টাকা ওই খাতে ছাড় আছে—।’
সম্বুদ্ধ মিত্রকে থামিয়ে সহজ বলল, ‘আমি লেখক হতে চাইছি না, লিখতে চাইছি—।’
‘এ তো ভাবের ঘরে চুরি! তুমি নিজের কাছে পরিষ্কার নও। দেখো, রচনার খাতায় লেখা আর জীবনখাতায় সেটা বাস্তব করে ফেলা সহজ নয়। তবে তোমাকে আমি বাধা দেব না। চেষ্টা করো। বেস্ট অব লাক! শোনো, যে কাজে  অর্থ নেই, সে কাজে সম্মানও নেই। আর একটা কথা মাথায় রেখো— গল্প লিখতে গিয়ে নিজেই যেন গল্প হয়ে যেও না।’ 
সম্বুদ্ধ মিত্র পিছন ফিরে চলে যাচ্ছিলেন, সহজ বলল, ‘বাবা, আমি ভাবছি গল্পটা এই বাড়ির থেকে শুরু করব।’
‘এই বাড়ির থেকে!’ বিস্মিত হলেন সম্বুদ্ধ। ‘এ বাড়িতে গল্প কোথায়— তোমার কথায় ব্রেড বাটার বা ভাত চিকেনের মানুষ নাহলেও এ বাড়ির সবাই খুব সাধারণ। আটপৌরে। বলতে পার, ডাল ভাতের মানুষ!’
‘তা কেন এ বাড়ি নীচের তলার সবাই এক একটা চরিত্র— যেমন তুমি!’
‘আমি! আমি খুব সাধারণ! আমার মধ্যে তোমার লেখার মতো মেটিরিয়াল কোথায়? গল্প কোথায়? আমি দুটো বিয়ে করে টানাপোড়েনে নেই, আমার কোনও পরকীয়া নেই, রাতে মদ খেয়ে এসে মাতলামি করি না, আমি কোনও ক্রাইম করিনি। আমি একদম সাদামাটা একজন মানুষ।’
‘হ্যাঁ, ঠিক, এসব তোমার নেই। তুমি গড়পরতা ভালোমানুষ।’
সহজের কথা শুনে সম্বুদ্ধ হাসলেন। ‘তাহলে কী হল? প্রথম যে চরিত্রটা ধরলে সেটাই ফেল, কোনও গল্প নেই।’
‘কে বলল নেই? একটা গোটা ট্যাঁকশালের গল্প আছে।’
‘মানে?’
‘ট্যাঁকশাল। মিন্ট। যেখানে টাকা ছাপানো হয়।’
‘তুমি কি আমাকে ট্যাঁকশাল বলছ!’
‘ট্যাঁকশাল পছন্দ হচ্ছে না। ঠিক আছে, আমি বরং একটা রোবটের কাহিনি লিখি।’
‘তুমি আমাকে রোবট বলছ! রোবটের মতো কাজ করে যাই—।’
সহজ হাসে, ‘না, কর্ম তো ধর্ম! কাজের জন্য তোমাকে রোবট বলব কেন?’
‘তাহলে? কোন রোবটের কাহিনি লিখবে?’
‘আমি একটা রোবটের কাহিনি লিখব— যে কোনওদিন চন্দনের সৌরভ পায়নি। সে জানলই না, একটা চন্দন কাঠ কীভাবে পাথরের বুকে ঘষতে ঘষতে ক্ষয়ে গেল। তবু শেষটুকু তার সৌরভ থাকবে। কারণ সে চন্দন কাঠ! যার সুগন্ধ কোনওদিন রোবট পাবে না।’
‘রাবিশ! গাঁজা খাচ্ছো না কি!’
(চলবে)
04th  April, 2021
ছোট গল্প
সম্ভবামি যুগে যুগে

 

মহাপ্রস্থানের পথে অর্জুনের পতনের পর ভীম ও যুধিষ্ঠির আরও উত্তরদিকে এগিয়ে গেলেন। সেই বরফে ঢাকা শ্বেত প্রান্তরে মৃত্যুর অপেক্ষা করতে করতে অর্জুনের মন আসন্ন স্বর্গ না নরক এই দুর্ভাবনার  থেকেও শেষজীবনের পরাজয় ও হতাশায় আচ্ছন্ন হয়ে রইল। তিনি চিরকালের শৌর্যাভিমানী। বিশদ

25th  April, 2021
পিশাচ সাধু
পর্ব  ১০

তেত্রিশ দিন হয়ে গেল অথচ সহজের জীবনে ক্যাপ্টেনের করা ভবিষ্যদ্বাণী মিলল না। পরমেশ্বরের কথা শুনে ক্যাপ্টেনকে ফোন করে সহজ বলে দিল, ‘আপনি ফ্লপ! আপনার ভবিষ্যদ্বাণী ফ্লপ!’ সেদিন রাতেই বাড়ি ফিরে বাবার কাছ থেকে সহজ জানতে পারল, তার নামে একটি অফিসিয়াল চিঠি এসেছে। তারপর... বিশদ

25th  April, 2021
পিশাচ সাধু

 

হঠাৎ বর্ণিনীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায় সহজের। বনির গন্তব্য বিচিত্রদার বাড়ি। সহজকে সঙ্গী করে বনি। জনগণের স্বার্থে লড়াই করতে গিয়ে বহুবার পেটানি খাওয়া বিচিত্র ঘোষাল বিশ্বাস করে, এ দেশে একদিন বিপ্লব হবেই। কথায় কথায় বিচিত্রদাও সহজকে সাবধান করে দেয়, সে যেন পিশাচ সাধুর পাল্লায় না পড়ে। বিশদ

18th  April, 2021
মিষ্টু
উৎপল দাস

রিমা ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরে। এ পৃথিবীতে কেউ নেই যে তার অবস্থা বোঝে। মিষ্টুকে বিদায় না করতে পারলে যেন ওর শান্তি নেই।  বিশদ

11th  April, 2021
পিশাচ সাধু
জয়ন্ত দে
ধারাবাহিক উপন্যাস, পর্ব   ৮

সহজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় পরমেশ্বর শান্ত গলায় বলেছিল— বিচিত্রদা সেই বিরল মানুষ যারা এখনও মনে করে বিপ্লব হবে। কখন হবে, কীভাবে হবে কেউ জানে না, শুধুমাত্র একটা স্ফুলিঙ্গ। সেই স্ফুলিঙ্গ থেকে দাবানল হয়ে যাবে। বিশদ

11th  April, 2021
বিদিশা কি ভানুমতী?
আশিস ঘোষ

বেশি কথা বা শব্দ, আলো এখন ভালো লাগছে না। বিদিশাকে বলতেই, ও টিউব লাইট নিভিয়ে জিরো পাওয়ারের নীল আলো জ্বালিয়ে দিল। জানলার পর্দা হাওয়ায় উড়ছে। বাইরের রাস্তায় গাড়ির শব্দ। বিদিশা আমার দিকে চেয়ে আছে। কিছুই বলছে না। বিশদ

04th  April, 2021
দহ
হামিরউদ্দিন মিদ্যা

ঘুম-জড়ানো চোখেই ধড়ফড় করে উঠে দাঁড়াল নুরু। মাটি থেকে গামছাটা তুলে, ধুলো ঝেড়ে কোমরে বাঁধল। বাঁ-হাতে নিল পাচন লাঠিটা। গোরু-মোষের দলটা সামনেই চড়ছে। মোষগুলোর দিকে চেয়ে দেখল, নিবারণ ঘোষের লেজকাটা মোষটা নেই। বুকটা ছ্যাঁৎ করে উঠল নুরুর। পাগলের মতো ছুটতে লাগল দহের দিকে। বিশদ

28th  March, 2021
পিশাচ সাধু
ধারাবাহিক উপন্যাস  পর্ব   ৬
জয়ন্ত দে

সহজের একটিমাত্র টিউশন টিকে আছে। মনোতোষ স্যারের কোচিং ক্লাস সে ছেড়ে দিয়েছে। সৃজনীকে পড়ানোর সময় মুখ ফস্কে সহজ বলে ফেলে, তার ভাগ্য খুলতে আর ঊনত্রিশ দিন বাকি। অথচ, প্রেমিকা বর্ণিনীকেও সে ক্যাপ্টেনের ভবিষ্যদ্বাণী নিয়ে কিছু বলেনি। এদিকে, সহজকে পরমেশ্বর সাবধান করে, ‘পিশাচের ফাঁদের পড়িসনি।’ তারপর... বিশদ

28th  March, 2021
ভুল ফোন
কৌশানী মিত্র

ছেলেটি নরম। মেয়েটি কঠিন। ছেলেটির চোখে সারাক্ষণ জল টলটল করছে। আসলে জন্মানোর পর শুধু লড়াই করতে করতে দু-দণ্ড বসে কাঁদতে পারেনি কোনওদিন। এখন যেটুকু যা আছে তাইই ইমনের সামনে উপুড় করে দিতে পারলে যেন বেঁচে যায়। বিশদ

21st  March, 2021
পিশাচ সাধু
ধারাবাহিক উপন্যাস, পর্ব   ৫
জয়ন্ত দে

নচে রেগে গিয়ে ক্যাপ্টেনকে রিকশসুদ্ধু খালে ফেলে দেওয়ার সুপারি দিল নেত্রকে। স্ত্রীকে নিয়ে নেত্রর রিকশয় উঠলেন ক্যাপ্টেন। রিকশ এগতে থাকে আর স্বামীকে একের পর এক অনুযোগ করতে থাকে বঁড়শি। তারপর... বিশদ

21st  March, 2021
পিশাচ সাধু
জয়ন্ত দে

পিশাচ সাধু ভবিষ্যদ্বাণী করেছেন সহজের। নচেও তার ভবিষ্যৎ জানতে চায়। সাধু বলেন, ‘তুই অপঘাতে মরবি।’ শুনে প্রচণ্ড ক্ষিপ্ত নচে। তারপর... বিশদ

14th  March, 2021
তন্ত্রমন্ত্র
সৌমিত্র চৌধুরী

ঠক ঠক ঠক। অন্ধকার ঘর। মিনিট পাঁচেক হল কারেন্ট চলে গিয়েছে। নিজের বিছানায় চাদর মুড়ি দিয়ে বসে আছি। তবুও মশার কামড়। স্বস্তিতে বসতেও পারছি না। তার মধ্যে দরজায় টোকা।  বিশদ

14th  March, 2021
পিশাচ সাধু
জয়ন্ত দে 

দারোগাবাড়ির ঠেকে সহজকে দেখে হঠাৎই ক্যাপ্টেন বেমক্কা বলে বসলেন— ‘তুই ভুল করেছিস পরি! এ ছেলে সহজ নয়, এ ছেলে কেন তোর এখানে? বড্ড ভুল করছিস!’ পরমেশ্বর অবাক হয়ে জানতে চাইল, ‘কেন, কী ভুল করলাম ক্যাপ্টেন?’ তারপর... 
বিশদ

07th  March, 2021
পিশাচ সাধু 
জয়ন্ত দে

পরমেশ্বরের সঙ্গে দারোগা বাড়ির ভূতুড়ে ঠেকে এসেছিল সহজ। হুল্লোড়ের মাঝে সেখানে হঠাৎই হাজির হলেন ক্যাপ্টেন। যিনি নিজেকে পিশাচ সাধু বলেন। তিনি সহজকে দেখে বললেন, তুই এখানে কেন? তারপর... 
বিশদ

28th  February, 2021
একনজরে
আরামবাগের মানুষ মুখ ফেরালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় থাকবে। মানুষের পাশে থেকে কাজ করার গতি থামবে না। এমনটাই দাবি আরামবাগ মহকুমার তৃণমূল নেতৃত্বের। এবার ...

নৌকাডুবি পদ্মায়। বালি ভরা নৌকার ধাক্কায় ডুবে গেল যাত্রী বোঝাই নৌকা। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিস। সোমবার সকাল ৭টা নাগাদ শিবচর উপজেলার মাদারিপুরে ঘটনাটি ঘটে।  ...

ভারতে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। আর তার ফলে অক্টোবরে-নভেম্বরে দেশের মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। কিন্তু টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী ...

২০১৬ সাল থেকে পাঁচ বছর মন্ত্রীহীন ছিল মালদহ জেলা। এবার তৃণমূল কংগ্রেস জেলায় ভালো ফল করায় মালদহবাসী আশায় বুক বাঁধছেন। জেলার অন্তত এক, দু’জন বিধায়ক ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্মানরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন। শত্রুর সঙ্গে সম্মানজনক সমঝোতা। বাড়ি ঘর বাহন কেনার যোগ। কর্মে সংস্থাগত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯৯: বৃটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতানের মৃত্যু
১৮৪৯:- বাঙালি নাট্যকার, সঙ্গীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৮৬: হে মার্কেট স্কোয়ার হিংসা: শিকাগো, ইলিনয় সহ বিভিন্ন শহরে শ্রমিক মিছিল ছত্রভঙ্গ করতে সচেষ্ট পুলিসকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, ৮ জনের মৃত্যু, আহত ৬০, জনতাকে লক্ষ্য করে পুলিসের গুলি
১৯১৯: চার মে আন্দোলন: ভার্সাই চুক্তির প্রতিবাদে চীনের বেজিংয়ে তিয়েন আন মেন স্কোয়ারে ছাত্র জমায়েত
১৯৫৩: ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কার পেলেন আর্নেস্ট হেমিংওয়ে
১৯৫৯: প্রথম গ্র্যামি পুরস্কার দেওয়া হল
১৯৭৯: ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন মার্গারেট থ্যাচার  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৯ টাকা ৭৪.৯০ টাকা
পাউন্ড ১০০.৮৬ টাকা ১০৪.৩৭ টাকা
ইউরো ৮৭.৬৮ টাকা ৯০.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৭, ৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫, ২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫, ৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯, ২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯, ৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ বৈশাখ, ১৪২৮, মঙ্গলবার, ৪ মে ২০২১। অষ্টমী ২০/৩৬ দিবা ১/১১। শ্রবণা নক্ষত্র ৮/২০ দিবা ৮/২৬। সূর্যোদয় ৫/৬/১৩, সূর্যাস্ত ৬/০/৩৭। অমৃতযোগ দিবা ৭/৪১ গতে ১০/১৭ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩৪ মধ্যে পুনঃ ৩/২৫ গতে ৫/৯ মধ্যে। রাত্রি ৬/৪৫ মধ্যে পুনঃ ৮/৫৮ গতে ১১/১১ মধ্যে পুনঃ ১/২৫ গতে ২/৫৩ মধ্যে। বারবেলা ৬/৪৩ গতে ৮/২০ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/২৩ গতে ৮/৪৬ মধ্যে।  
২০ বৈশাখ, ১৪২৮, মঙ্গলবার, ৪ মে ২০২১। অষ্টমী সন্ধ্যা ৫/৪৮। শ্রবণা নক্ষত্র দিবা ১/৫। সূর্যোদয় ৫/৭, সূর্যাস্ত ৬/২। অমৃতযোগ দিবা ৭/৩৭ গতে ১০/১৪ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৬ মধ্যে ও ৩/২৯ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৬/৪৯ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২২ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৬/৪৪ গতে ৮/২০ মধ্যে ও ১/১১ গতে ২/৪৮ মধ্যে। কালরাত্রি ৭/২৫ গতে ৮/৪৮ মধ্যে।  
২১ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোনও
বাবা, মা ও বোনের পর এবার নিজেরও করোনা আক্রান্তের রিপোর্ট ...বিশদ

09:13:50 PM

হলদিয়ায় পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
খাল থেকে এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ...বিশদ

06:58:00 PM

দেশে এবার সিংহরাও আক্রান্ত করোনায় !
মানবদেহের পর এবার দেশে সিংহদের দেহেও করোনা থাবা বসিয়েছে বলে ...বিশদ

05:16:13 PM

রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজির সঙ্গে বৈঠকে মমতা
সৌজন্যমূলক সাক্ষাৎ ও কোভিড নিয়ে বৈঠকের জন্য রাজ্য পুলিসের ডিজি, ...বিশদ

05:07:00 PM

১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু রাজ্যে
দেশজুড়ে ভ্যাকসিনের আকালের মধ্যেই রাজ্যে শুরু হয়ে গেল ১৮ ঊর্ধ্বদের ...বিশদ

04:50:36 PM

করোনায় আক্রান্ত প্রকাশ পাড়ুকোন
করোনায় আক্রান্ত ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। গত শনিবার ...বিশদ

04:48:24 PM