Bartaman Patrika
বিকিকিনি
 

মিনি গার্ডেন পরিচর্যা

 হিমেল ছোঁয়া বাতাসে। এই মরশুমে গাছের যত্ন কীভাবে করবেন?

একমুঠো সবুজ তরতাজা আভাসের খোঁজে এখন অনেকেই নিজেদের ব্যালকনিতে যত্ন সহকারে তৈরি করছেন ছোট্ট একফালি ‘মিনি  গার্ডেন’। প্রতিদিন ব্যস্ততার ভিড়ে নেমে পড়ার আগে চায়ের কাপে আলগোছে চুমুকের মৌতাত। আর চোখের সামনে রংবেরঙের আবরণে ঘেরা সবুজের গালিচা— এই যুগলবন্দি দৈনিক ক্লান্তিকে নিমেষে ভুলিয়ে দেওয়ার জন্য একেবারে অব্যর্থ। শুধু ব্যালকনিতেই নয়, রান্নাঘরের কার্নিশ লাগোয়া স্ল্যাবে কিংবা অফিস ডেস্কেও সযত্নে লালিত হয়ে চলেছে রকমারি চারাগাছ। স্বল্প যত্নেই সবুজ পাতার ভিড়ে উঁকি দিচ্ছে গোলাপি কিংবা হলুদ রঙের ছোট্ট ফুল। এখন বিভিন্ন শুভ অনুষ্ঠানের স্মারক কিংবা উপহারস্বরূপও তুলে দেওয়া হচ্ছে ছোট্ট চারাগাছ। সব গাছেরই উপযুক্ত পরিচর্যা দরকার। বাড়িতে ‘মিনি গার্ডেন’ তৈরি করার শখ থাকলে আপনি নিজেই সঠিকভাবে যত্ন করতে পারবেন। তবে ফুলগাছ ও অন্যান্য চারাগাছ পরিচর্যায় কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে।
• উপযুক্ত স্থান 
বারান্দার যেখানে আপনার শখের বাগান করবেন বলে চিন্তাভাবনা করছেন, আগে সেই জায়গাটি ভালো করে নিরীক্ষণ করে নিন। সেখানে ঠিকঠাক আলো-বাতাস খেলে কি না, দেখে নেওয়া প্রয়োজন। ফুলগাছের পরিচর্যায় সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা, বাড়ির দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম কোণ। মৃদুমন্দ বাতাসের পাশাপাশি,  প্রখর সূর্যরশ্মিও এই অংশে অপেক্ষাকৃতভাবে কম পৌঁছায়, কাজেই অতিরিক্ত রৌদ্রতাপে ফুলগাছের পাতাগুলি অকালে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই স্পাইডার প্ল্যান্ট এবং স্ট্রেপ্টোকার্পাস জাতীয় ইন্ডোর প্ল্যান্টগুলিকে এমন জায়গায় রাখা যায়। ফুলের চারাগাছ পরিচর্যার জন্য দিনের বেলায় ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় ২২-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি ফুলের চারা জানালার পাশে ঠান্ডা জায়গায় রাখতে পারেন। আলোর সঙ্গে সঙ্গে  ফুলগাছের যত্নে উপযুক্ত আর্দ্রতাও প্রয়োজন। বাড়িতে যদি হিউমিডিফায়ার থাকে, সেক্ষেত্রে সেটি চারাগাছের আশপাশের আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধিতেও সহায়ক হতে পারে। মোটামুটি ৬০ থেকে ৭০ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখা বাঞ্ছনীয়।
• পরিমিত  জল
 চারার সঠিক পরিচর্যায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়টি হল পরিমিত জলের ব্যবহার। অতিরিক্ত সূর্যরশ্মির মতোই মাত্রাতিরিক্ত জলের ব্যবহারেও ফুলগাছ এবং অন্যান্য  চারাগাছেরও বৃদ্ধি বাধা পায়। গাছে জল দেওয়ার আগে একবার টবের মাটি ছুঁয়ে দেখে নিন জল দেওয়ার প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা! মাটি খুব বেশি আর্দ্র থাকলে একদিন অন্তর নিয়ম করে জল দেওয়া যেতে পারে। কোনও কোনও ক্ষেত্রে গাছের প্রকৃতি এবং ধরন অনুসারেও জলের মাত্রার হেরফের হয়ে থাকে। যেমন ঠান্ডা  পরিবেশে বেড়ে ওঠা চারাগাছের তুলনায় উষ্ণ এবং শুষ্ক পরিবেশে বাড়তে থাকা চারাগাছের অতিরিক্ত জলের প্রয়োজন হয়। একইভাবে ফুল এবং পাতায় ভরপুর কোনও গাছের যে পরিমাণ জলের প্রয়োজন, সেই তুলনায় ফুলবিহীন বা ক্যাকটাস, অথবা বিরল পাতাযুক্ত কোনও গাছে জল অনেকটাই কম লাগে। তাই যে সব গাছে প্রয়োজনীয় জলের পরিমাণ কম বলে মনে  হবে, সেই গাছের পাতায় প্রতিদিন একটু একটু করে জল স্প্রে করে দিতে পারেন, এতে পাতা সজীব থাকবে।
• সঠিক টব বা পাত্র  
সেরামিক টবেই যে শুধু গাছ লাগাতে হবে এমনটা কিন্তু নয়। ব্যবহারের সুবিধার্থে প্লাস্টিক টবও ব্যবহার করতে পারেন। কিন্তু যে কোনও টব ব্যবহারের আগে তার  উপযুক্ত জলনিকাশি ব্যবস্থাও যাচাই করে নেওয়া প্রয়োজন। গাছের গোড়ায় যেন কোনওভাবেই জল জমে না থাকে। টবের তলার মাটিতেও জল জমে থাকা উচিত নয়,  সেক্ষেত্রে গাছের শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়া উপযুক্ত আয়তনের টব ব্যবহারে গাছের বৃদ্ধিও ত্বরান্বিত হয়। কাজেই জবা এবং মাধবীলতা  জাতীয় যে সকল গাছ দ্রুত বড় হয়ে ফুলে ভরে ওঠে, সেই চারাগুলোকে প্রথম থেকেই সঠিক আয়তনবিশিষ্ট পাত্রে রোপণ করা বিশেষ প্রয়োজন।
• জৈব সার
 পোকামাকড়, পিঁপড়ের হাত থেকে গাছ বাঁচাতে রাসায়নিক সার ব্যবহার না করে প্রয়োজনীয় জৈব সার দিন। নিম তেল কিংবা জলের সঙ্গে সঠিক জৈব সার মিশিয়ে  গাছের গোড়ায় বা পাতায় স্প্রে করলে ফল মেলে। চা পাতাও গাছের গোড়ায় দিতে পারেন। অনেক ক্ষেত্রেই তা জৈব সারের কাজ করে। টবের মাটিতে সপ্তাহে একদিন  করে ইউরিয়া-পটাশ সমৃদ্ধ জৈব সার ব্যবহার করুন। খেয়াল রাখবেন সার যেন কোনওভাবেই গাছের গোড়ায় প্রবেশ না করে। বাড়িতে যদি গোলাপ চারা থাকে তাহলে  অতিরিক্ত সতর্কতা চাই। অক্টোবর থেকে গোলাপ গাছের পরিচর্যা শুরু করলে নভেম্বর-ডিসেম্বরে মধ্যে গোলাপ ফুলের রকমারি বাহার দেখতে পাবেন। আলো, বাতাস  এবং জলের পাশাপাশি গোলাপ গাছে জৈব সার প্রয়োগের সময়ও নির্দিষ্ট মাপ অনুযায়ী করতে হয়। ১০০ মিলিগ্রাম পচা খোল, ৫ লিটার জলে মিশিয়ে তবেই ব্যবহার  করুন। সাতদিনের বাসি পচা খোল ব্যবহার না করাই ভালো। তাতে ছত্রাক সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।
• আগাছা  নির্মূল
  শীতে রুক্ষ-শুষ্ক পরিবেশে গাছের পাতায় ধুলোর মলিন আস্তরণ পড়ে। একইসঙ্গে গাছের পাতা বিবর্ণও হয়ে পড়ে। তাই গাছের পাতায় জল স্প্রে করার পাশাপাশি  সঠিক সময়ে বিবর্ণ পাতা কিংবা অন্যান্য আগাছা নির্মূল করে ফেলা প্রয়োজন। শুকনো পাতা দিয়ে টবের মাটি ঢেকে রাখতে পারেন, শীতকালে মাটির আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে ফলপ্রসূ হয়।
• অনুপস্থিতিতে যত্ন
 বারান্দাভর্তি রকমারি গাছ ফেলে রেখে দূরে কোথাও বেড়াতে যেতে মন কেমন করছে? বাড়ির এই অবলা সদস্যদের জলখাবারের বন্দোবস্তও আগেভাগে সেরে রাখতে পারেন। একটি বড় পাত্র বা গামলা জলে ভর্তি করুন, তার উপর গাছের টবগুলো বসিয়ে দিন। খেয়াল রাখবেন, টবের নিকাশি ব্যবস্থা যেন উপযুক্ত হয়। এছাড়াও বড় কোনও বোতলে জল এবং প্রয়োজনীয় সার ভর্তি করে বোতলের মুখটা বন্ধ করেই টবের মাটিতে উপুড় করে দিন। তাতেও বেশ চুঁইয়ে চুঁইয়ে জল মাটিতে পড়বে। মাটির আর্দ্রতা বজায় রাখবে এবং আপনার শখের গাছগুলো তরতাজা থাকবে। বাড়িতে না থাকলে কখনওই চারাগাছগুলো সরাসরি সূর্যালোকের সংস্পর্শে রেখে যাবেন না। 
উপাসনা সরকার
16th  November, 2024
সফর শেষে বাড়ির যত্ন

বেশ কয়েকদিন পর বন্ধ থাকা বাড়িতে ফিরে কীভাবে তরতাজা করবেন গৃহকোণ? রইল সাধারণ পরামর্শ। বিশদ

23rd  November, 2024
ঘরের কাছেই ঘাটশিলা

বাঙালি পর্যটকদের মনে ঘাটশিলা এক ভিন্ন নস্টালজিয়া তৈরি করে। পাহাড় আর হ্রদের মাঝে মেঠো প্রকৃতি তো মনোরম বটেই। বাড়তি আকর্ষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতভিটে। বিশদ

23rd  November, 2024
 টুকরো  খবর

রান্নাঘরের ভোল বদল করতে প্রেস্টিজ নিয়ে এল নতুন চার মডেলের কিচেন চিমনি। প্রোভো ৯০০, এজ ৯০০, জারা ৯০০, জেন ৬০০ এই চারটি মডেলের আধুনিক নকশা ও প্রযুক্তির অটোক্লিন চিমনি বাজারজাত করল কিচেন অ্যাপ্লায়েন্সের জগতে বিগত ৭৫ বছর ধরে জনপ্রিয় এই ব্র্যান্ড। বিশদ

23rd  November, 2024
ওড়িশার সোনালি সৈকত

প্রকৃতিবান্ধব সমুদ্র সৈকত, গোল্ডেন বিচ। ওড়িশার নবতম সংযোজন এটি। সাগরের উচ্ছ্বাস ও স্নিগ্ধ রূপ দুই-ই ধরা পড়েছে বর্ণনায়।  
বিশদ

16th  November, 2024
ঘরে বসে রোজগার: বাটিক

বাটিকের কাজ করে শাড়ি, কুর্তা, বেডকভার বা টেবিল ক্লথ বানাচ্ছেন অনেকে। সেসব বিক্রি করে হয়ে উঠছেন রোজগেরে। কীভাবে?
বিশদ

16th  November, 2024
 টুকরো খবর

ইমামি আর্ট গ্যালারিতে শুরু হল ইন্দো-সুইস শিল্পীদের চিত্রপ্রদর্শনী। মোট ১১জন শিল্পীর ছবিতে সেজে উঠেছে এই গ্যালারির দ্বিতীয় ও তৃতীয় তল। ‘দেয়ার আর টাইডস ইন দ্য বডি’ এই শিরোনামে প্রদর্শনীটি পরিবেশন করছেন চিত্র তত্ত্বাবধায়ক ডামিয়ান ক্রিস্টিঙ্গার।
বিশদ

16th  November, 2024
বেড়ানোর ব্যাগে জরুরি জিনিস

কোন কোন জিনিস থাকবে ট্রলিতে? কী কী খেয়াল করতে হবে গোছগাছের আগে? বিশদ

09th  November, 2024
গঙ্গার ঘাট আর মন্দিরময় বারাণসী

বেনারসে বহমান গঙ্গা আর তার ঘাটের ইতিহাস এই ভ্রমণের অনবদ্য অঙ্গ। পুরাণের গল্প যেন উঠে আসে বর্ণনায়। বিশদ

09th  November, 2024
 টুকরো  খবর

বেড়াতে যাওয়ার প্রথম আকর্ষণ যদি হয় দেশ দেখা, তাহলে ভালো হোটেল বা রিসর্টের থাকা অবশ্যই দ্বিতীয় আকর্ষণ। আর সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই ভেকেশনের পাশাপাশি স্টেকেশনও এখন বেড়ানোর এক উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছে। বিশদ

09th  November, 2024
ভাই বোনের অফবিট উপহার

ভাই বা বোনের জন্য শ্রেষ্ঠ উপহার ভালোবাসা আর আশীর্বাদ। তবু গিফটের কথাও তো ভাবতে হবে! রইল তারই হদিশ। বিশদ

02nd  November, 2024
মনোরম মুন্নার

নীলগিরি পাহাড়ের কোলে গড়ে ওঠা তামিলনাড়ুর চিরকালের পরিচিত শৈলশহর উটি-র খুব কাছেই রয়েছে প্রকৃতির আর এক অপরূপ স্বর্গরাজ্য। মুন্নার! সত্যি বলতে কী, প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে তিলে তিলে গড়ে তুলেছে কেরলের এই চিরসবুজ পাহাড়ি শহরটিকে। বিশদ

02nd  November, 2024
 টুকরো  খবর

আয়ুর্বেদিক টুথপেস্ট ব্র্যান্ড ডাবর ইন্ডিয়া লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ডাবর মেসওয়াকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি। সংস্থার দাবি, ডাবর মেসওয়াকে রয়েছে ভেষজ মেসওয়াকের বিশুদ্ধ নির্যাস যা ৭০টিরও বেশি মুখের সমস্যা ও বিশদ

02nd  November, 2024
টুকরো খবর 

প্রাক দীপাবলিতে ধনতেরস উপলক্ষ্যে সেজে উঠেছে চন্দ্র অ্যান্ড সন্সও। সোনার দাম বেড়েছে গত কয়েক বছরে অনেকটাই। তবু মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে হাল্কা গয়না থেকে ভারী গয়নার নানা সম্ভার মিলবে এখানে। বিশদ

26th  October, 2024
ছন্দে ফিরুক শরীর ও মন

অর্ধেক মাস উৎসবে কেটে গেল। অনেক উৎসবের আয়োজন এখনও বাকি। তবু তারই মাঝে কাজে ফিরছি আমরা ক্রমশ। আর কাজে ফেরা মানেই নিজের অনিয়মিত জীবনকে নিয়মের রুটিনে বেঁধে ফেলা। পুজোর দেদার মজার পর কাজে ফিরতে মোটে চায় না মন। তখন কী করবেন? মনোবিদ রোহিত মেহতা জানালেন উৎসব শেষ হলেই মনকে একটু একটু করে ট্রেন করতে হবে। তার কয়েকটা উপায় আছে।  বিশদ

19th  October, 2024
একনজরে
শনিবার ৩৫তম প্রতিষ্ঠা দিবস পালন করল ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (এনআইওএস)। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ...

নিজের বুথে দলকে জেতানোর দায়িত্ব নিতে হবে। কোনও অজুহাত শোনা হবে না। দিন-রাত পড়ে থাকতে হবে বুথ আঁকড়ে। মাদারিহাটে বিজেপির ‘গড়’ ভাঙতে কর্মীদের এমনই নির্দেশ দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। আর তাতেই হল বাজিমাত। ...

ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশ। গত ২৪ ঘণ্টায় কুরাম জেলায় আলিজাই ও বাগান জনগোষ্ঠীর মধ্যে হিংসার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৭ জনের। ...

কাটোয়া মহকুমার সতীপীঠ গুলির সঙ্গে সংযোগ করতে উদ্যোগী হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শনিবার আবার কেতুগ্রামের অট্টহাস সতীপীঠে সরকারি বাস পরিষেবা চালু করল এসবিএসটিসি। কলকাতার পুণার্থীরা যাতে সতীপীঠে আসতে পারেন সে উদ্দেশ্যে এদিন অট্টহাসে বাস চালু করা হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৪: বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামার মৃত্যু
১৬৩৯: ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন।
১৭১৫: টেমস নদীর জল জমে বরফ হয়ে যায়
১৭৫৯: ভিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়
১৮০০: ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা
১৮৩১: ব্রিটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন
১৮৫৯: চার্লস ডারউইনের লেখা ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’ প্রকাশিত হল
১৮৮৮: মার্কিন সাহিত্যিক ডেল কার্নেগির জন্ম
১৯২৬:পণ্ডিচেরিতে প্রতিষ্ঠিত হয় শ্রীঅরবিন্দ আশ্রম
১৯৩১: অভিনেতা রবি ঘোষের জন্ম
১৯৩৫: অভিনেতা ও চিত্রনাট্যকার সেলিম খানের জন্ম
১৯৪৪: অভিনেতা ও পরিচালক অমল পালেকরের জন্ম
১৯৪৫: অর্থনীতিবিদ মন্টেক সিং আলুওয়ালিয়ার জন্ম
১৯৫৫: ইংল্যান্ডের ক্রিকেটার ইয়ান বথামের জন্ম
১৯৬১: লেখিকা এবং সমাজকর্মী অরুন্ধতী রায়ের জন্ম
১৯৮১: অভিনেত্রী সেলিনা জেটলির জন্ম
১৯৮৬: ফুটবলার সুব্রত পালের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৭ টাকা ৮৫.৪১ টাকা
পাউন্ড ১০৪.৫৫ টাকা ১০৮.২৭ টাকা
ইউরো ৮৬.৮৯ টাকা ৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ অগ্রহায়ণ,১৪৩১, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪। নবমী ৪০/৫৩ রাত্রি ১০/২০। পূর্ব ফাল্গুনী নক্ষত্র ৪০/৪৫ রাত্রি ১০/১৭। সূর্যোদয় ৫/৫৯/১৪, সূর্যাস্ত ৪/৪৭/২৬। অমৃতযোগ প্রাতঃ ৬/৪২ গতে ৮/৫৩ মধ্যে পুনঃ ১১/৪৫ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৫০ গতে ১/৩৬ মধ্যে পুনঃ ২/২৯ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/২১ গতে ৪/৫ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১২/৪৪ মধ্যে। কালরাত্রি ১/১ গতে ২/৪০ মধ্যে। 
৮ অগ্রহায়ণ,১৪৩১, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪। নবমী রাত্রি ১১/৫৮। পূর্ব ফাল্গুনী নক্ষত্র রাত্রি ১২/৪০। সূর্যোদয় ৬/১, সূর্যাস্ত ৪/৪৭। অমৃতযোগ দিবা ৬/৫৮ গতে ৯/৫ মধ্যে ও ১১/৫৪ গতে ২/৪৩ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ৯/১৯ মধ্যে ও ১২/০ গতে ১/৪৭ মধ্যে ও ২/৪১ গতে ৬/২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৬ গতে ৪/৮ মধ্যে। বারবেলা ১০/৪ গতে ১২/৪৫ মধ্যে। কালরাত্রি ১/৪ গতে ২/৪৩ মধ্যে। 
২১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বৈভব আরোরাকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল কেকেআর

11:54:47 PM

মানব সুথারকে ৩০ লক্ষ টাকায় কিনল গুজরাত টাইটান্স

11:05:00 PM

কার্তিকেয়া সিংকে ৩০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস

11:04:00 PM

নিলামে আনসোল্ড রইলেন পীযূস চাওলা

11:03:00 PM

ময়াঙ্ক মার্কেণ্ডেকে ৩০ লক্ষ টাকায় কিনল কেকেআর

11:02:00 PM

করণ শর্মাকে ৫০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স

11:01:00 PM