Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মমতা আবেগ হারিয়ে দিল চক্রান্তকে
হিমাংশু সিংহ

৬-০, এই স্কোরলাইনের সঙ্গে ময়দানের ফুটবল প্রিয় বাঙালির অন্তরঙ্গ যোগ। ছোটবেলায় ইস্ট বেঙ্গল কিংবা মোহন বাগানের সঙ্গে  বালিপ্রতিভার খেলা হলে এই একপেশে ফলাফলই ছিল দস্তুর। বাংলার উপ নির্বাচনে এই পরিণামের তাৎপর্য একটাই, রাজ্যের মানুষ বিরোধীদের আর বিশ্বাসই করে না। অনেক কাঠখড় পুড়িয়ে, রাজ্য, দেশ, বিশ্বজুড়ে মমতার সরকার ও বাংলার বদনাম করেও জনসমর্থনের ছিটেফোঁটাও ফিরে পেতে ব্যর্থ বামেরা। একদা বামেদের গড় মাদারিহাটে নির্দল প্রার্থীর অর্ধেক ভোট পেতেও হিমশিম খেতে হয়েছে আরএসপিকে। শোচনীয় হাল বিজেপি’রও। বিষাক্ত নেতিবাচক প্রচার যে ব্যুমেরাং হয়েছে শহর থেকে গ্রামে, উত্তর থেকে দক্ষিণে, এই সার সত্যটা বুঝলেই মঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে আগস্ট মাস থেকে নাগাড়ে কুৎসা ও অপপ্রচারের জবাব দিয়েছে বাংলার মানুষ। মমতা আবেগের ভোটে শুধু বিরোধীরা পরাজিতই হয়নি, ৬টি কেন্দ্রেই ব্যবধান বেড়েছে লাফিয়ে। কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ, আবার কোথাও আগের সমস্ত রেকর্ড ভেঙে জয় হয়েছে মমতার উন্নয়ন ও লক্ষ্মীর ভাণ্ডার সহ একঝাঁক জনমুখী প্রকল্পের। বামেদের জামানত জব্দ হয়েছে একাধিক আসনে। মাদারিহাটে বিজেপি’র জেতা আসনেও শুরু থেকেই যেমন গেরুয়াকে পিছনে ফেলে ঝড় উঠেছে। তেমনি শহর ঘেঁষা নৈহাটিতেও ব্যবধান দ্বিগুণকেই ছাড়ায়নি, এ যাবৎ সমস্ত  রেকর্ড ভেঙে দিয়েছে। তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া—কোথাও এক মুহূর্তের জন্য মনে হয়নি বিরোধীরা প্রতিযোগিতায় আছে। নৈহাটিতে নকশাল দাঁড় করিয়ে দ্বিতীয় হওয়ার স্বপ্নও মাঠে মারা গিয়েছে আলিমুদ্দিনের কর্তাদের। সিতাই ও হাড়োয়ায় জয় এসেছে লক্ষাধিক ভোটে। বাংলার বুকে বামেদের টানা ৩৪ বছরের অপশাসনের শাপমুক্তি এবারও হল না। রক্তক্ষরণ চলছেই। মানুষ তাঁদের যে ক্ষমা করতে রাজি নয়, এটা জানাই ছিল। সেই হতাশা থেকেই তাঁরা খড়কুটো আঁকড়ে ধরতে শুধু আইএসএফ নয়, এই নির্বাচনে নকশালদের সঙ্গেও জোট বেঁধেছিল। শূন্যের কলঙ্ক তাতেও ঘুচল না। চূড়ান্ত হতাশা থেকেই অগত্যা কম পয়সার ‘পিকে’র খোঁজ শুরু হয়েছে। যদি ছাব্বিশের লড়াইয়ে অন্তত জামানত বাঁচানোর পরামর্শটা মেলে!
বাংলার রাজনীতিতে ‘অডম্যান’ দলবদলু নির্ভর সাম্প্রদায়িক বিজেপি দক্ষিণবঙ্গ তো বটেই দ্রুত পায়ের তলার মাটি খোয়াচ্ছে উত্তরবঙ্গেও। সিতাই গেল, মাদারিহাটও রইল না। মেদিনীপুরে সিপিআই প্রার্থীর জামানত জব্দ হয়েছে। আসলে উত্তরের মানুষ গেরুয়া দলের বাংলা ভাগের চক্রান্ত মেনে নেয়নি। চা বাগানের শ্রমিক ক্ষিপ্ত তাঁর প্রতিশ্রুতিপূরণের কোনও চেষ্টাই করেনি মোদির বিজেপি। উল্টে বিভাজনের বিষ ঢেলে বাংলার আর্থসামাজিক কাঠামোকে দুর্বল করার চক্রান্ত হয়েছে পদে পদে। এই নির্বাচন আর একটা কাজও করেছে সচেতনভাবে। রাজ্যের ত্রিমুখী লড়াইয়ের পরিবেশকে চতুর্মুখী করে দিয়েছে। কংগ্রেস আলাদা লড়লে ভোট ভাগাভাগি বাড়বে বই কমবে না। এরকম চললে ১৬ মাস পর যে বিধানসভা ভোটের লড়াই হবে তাতে বিরোধীদের অবস্থা আরও শোচনীয় হবে।
১৪ আগস্ট মধ্যরাতে রাত দখলের উৎসাহ দেখে এ রাজ্যের বামপন্থীরা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখা দোষের নয়, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার খোয়াব মোটেই স্বাস্থ্যকর নয়। মাঠে ময়দানে বিচার চাওয়ার আড়ালে ফিসফাস শুরু হয়েছিল, এবার আবার আলিমুদ্দিনের চকমেলান প্রাসাদে বুঝি নহবত বসবে, সানাই বাজবে। ঠিক যেমন বসত এগারো সালের আগে রোজ। ব্যবসায়ী, গোমস্তা এবং হার্মাদদের সেই ত্র্যহস্পর্শে যেন আচমকা দোলা। জাস্টিস ওয়ালারা রব তুললেন ক্ষমতা বদলের। বাংলার শ্রেষ্ঠ ‘উৎসব’ দুর্গাপুজো পর্যন্ত বন্ধের। আর মোদি অমিত শাহ না এলে যে বঙ্গ বিজেপির প্রচার জমে না, তাঁরা প্রমাদ গুনতে শুরু করলেন। কারণ রামের ভোটে বামেরা কোপ বসালে গেরুয়া শিবির যে চিৎপটাং। সেই অঙ্কেই গত লোকসভা ভোটে বিজেপি’র আসন ১৮ থেকে কমে ১২ হয়েছে। আরও কিছুটা ভোট কাটাকুটি হলে আসন সংখ্যা আর দু’অঙ্কেরও থাকবে না। সেক্ষেত্রে আগামী বিধানসভায় বিজেপি’র আসন তিরিশেরও নীচে চলে যাবে। আর বামেরা অক্ষয় শূন্য বুকে নিয়েই নতুন দিনের সাধনায় মগ্ন হবে। 
তবু এতকিছুর পরও রাম ও বামের শিক্ষা হয় না। সাড়ে তিন মাস রাজ্য কাঁপিয়ে, হাজারো উস্কানি দিয়েও রাম বাম দুই শিবিরই শূন্যের গেরো কাটাতে পারল না। আর জি কর কাণ্ডে এক তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গত আগস্ট মাস থেকে দেশ কাঁপানো আন্দোলনের পরেও মরা গাঙে বান তো এলই না, নিদেনপক্ষে বর্ষার জমা জলে ছিপ ফেলে ল্যাটা মাছ ধরার মতো পরিস্থিতিও তৈরি হল না। অথচ একটা দুঃখজনক ঘটনা নিয়ে কাকদ্বীপ থেকে কোচবিহার, নাগরিক আবেগকে উস্কে দেওয়ার হীন চেষ্টা কম হয়নি। মুখে বিচার চাইলেও সেই আন্দোলনের লক্ষ্য ছিল ক্ষমতা বদল। রাত, ভোর, দুপুর দখলকে স্বাধীনতা আন্দোলনের চেয়েও মহান ও পবিত্র জনজাগরণ হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা জারি ছিল পুরোদমে। সঙ্গে তথ্য যাচাই না করে ক্রমাগত মিথ্যের বেসাতি। এক বিখ্যাত (পড়ুন কুখ্যাত!) ডাক্তার বলে বসলেন ১৫০ গ্রাম সিমেন মিলেছে। ভুঁইফোড় নেতানেত্রীরা আওয়াজ তুললেন, ‘দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। তবু ভাটার টানে মজে যাওয়া বাম ও রামের পুকুরে সামান্য স্রোত পর্যন্ত দেখা গেল না। বরং যেই রাজনীতির কারবারিরা ওই আন্দোলনকে ভোট রাজনীতির বাঁকে ফেলে জনসমর্থন যাচাইয়ের চেষ্টা শুরু করলেন এরাজ্যের মানুষ রণেভঙ্গ দিলেন। তারই পরিণাম উপ নির্বাচনের একপেশে ফল, ৬-০।
বাংলার ফল নিয়ে বিরোধীদের এই স্বপ্নভঙ্গ নতুন নয়। ১৯ মে ২০১৬, ২ মে ২০২১, ৪ জুন ২০২৪ এবং অবশেষে ২৩ নভেম্বর ২০২৪। এই দিনগুলি দুর্গাপুজোর অষ্টমী, সরস্বতী পুজো, দেওয়ালি কিংবা রামনবমীর উৎসবের স্মৃতি বয়ে আনে না। দু’শো নাচনকোঁদনের পর ভোটের ফলে বিরোধীদের হারের মাইলফলক মাত্র! মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বড় কম হয়নি। এগারো সালের ঐতিহাসিক পালাবদলের পাঁচ বছর পর কংগ্রেস ও সিপিএম জোট বেঁধেও কিচ্ছু করতে পারেনি। তারপর থেকেই এ রাজ্যে গেরুয়া রাজনীতির অনুপ্রবেশের চেষ্টা হলেও তা কোনওবারই হালে পানি পায়নি। সতেরো সালে মুকুল রায়কে বের করে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। ফলপ্রসূ হয়নি কাঁথির ব্যর্থ যুবরাজের চক্রান্তও। ইডি, সিবিআই কোমর বেঁধেও কিচ্ছুটি করতে পারেনি। মহারাষ্ট্রে বিজেপি’র জয়, ঝাড়খণ্ডে সোরেনের জয় কিংবা ওয়েনাড়ে জিতে সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কার প্রবেশের চেয়েও মমতার এই জয় কম তাৎপর্যপূর্ণ নয়।
এবার ৬টি কেন্দ্রের উপ নির্বাচন নিঃসন্দেহে একটা ক্ষোভ বিক্ষোভের পরে বাড়তি আকর্ষণ গড়ে তুলেছিল। নানা মহল থেকে এটিকে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সেমি ফাইনাল হিসেবে দেখানোরও চেষ্টা হয়েছিল। উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট নিয়ে যেমন আকর্ষণ ছিল তেমনি মেদিনীপুর ও বাঁকুড়ার তালডাংরার রাজনৈতিক সমীকরণ নিয়েও কম আলোচনা হয়নি। কিন্তু প্রমাণ হল, শহরের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীরা ভোটযন্ত্রে শেষ কথা বলেন না। ফেসবুকও জনমত নির্ধারণ করে না। শেষ কথা বলে সাধারণ মানুষ। আরও নির্দিষ্ট করে বলতে গেলে গরিব খেটে খাওয়া মানুষ। তাঁরা বাংলার বিরুদ্ধে চক্রান্ত চায় না, বদনামও চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। গ্রাম বাংলায় এমন একটা পরিবারও নেই যেখানে মমতার একঝাঁক প্রকল্পের অন্তত একটিও ঢোকেনি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, বিধবা ভাতা, বাংলার আবাস, সমব্যথী— কী নেই।
বিধানসভা নির্বাচন আর ১৫-১৬ মাস দূরে। আগের সপ্তাহেই লিখেছিলাম, এমন ছন্নছাড়া পরজীবী বিরোধী শিবির দেখিনি। এটা মানতেই হবে, শাসক দলের নিচুতলার বিরুদ্ধেও নানা অভিযোগ আছে, পদে পদে ইস্যুরও কমতি নেই। পুলিসের ভূমিকায় তাঁর অসন্তোষের কথা প্রকাশ্যে বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু বাজির মশলা মজুত থাকলেও তা ফাটানোর লোক কোথায়? একটা গ্রহণযোগ্য মুখ নেই। সেলিম হালিম অধিকারীরা এবার ষড়যন্ত্র থামিয়ে বাংলার কথা একটু বলুন। এই ফল থেকেই স্পষ্ট বলা যায়, সওয়া এক বছর পেরিয়ে আগামী ছাব্বিশ সালের মে মাসের গ্রীষ্মের অপরাহ্ণে আবার নবান্ন দখলের জনসমর্থনের চাবিকাঠিটা অনায়াসে পেয়ে যাবেন তৃণমূল নেত্রী। পরপর চারবার। তাঁর সামনে শুধু জ্যোতি বসু। সিপিএমের বিলিতি জমিদার কমিউনিস্ট। কালীঘাটের আটপৌরে সাধারণ ঘরের মেয়ে কিন্তু এখানেও জিতে গেলেন। অদম্য সাহস আর মানুষের পাশে ৩৬৫ দিন থাকার মন্ত্রেই তিনি আর একটা ‘মাইলস্টোন’ ছোঁয়ার অপেক্ষায়। নব্য ‘পিকে’ খোঁজা সিপিএম কিংবা মোদি-অমিত শাহের ডেলি প্যাসেঞ্জারি নির্ভর গেরুয়া শিবির রাতদিন এক করেও মমতার ভাবমূর্তিতে কালি লেপতে ব্যর্থ। একবার নয় বার বার। নিশ্চিতভাবে বাংলার মানুষ ১৬ মাস পরেও মমতা আবেগেই আস্থা রাখবে।
ত্রুটি সংশোধনই যখন লক্ষ্য
তন্ময় মল্লিক

দু’বছর আগে আবাস যোজনার তালিকা তৈরির সময়েও সামনে এসেছিল বিস্তর অনিয়ম। পাকা বাড়ির, এমনকী চারতলা বিল্ডিংয়ের মালিকের নাম ছিল আবাসের তালিকায়। বাদ পড়েছিলেন দুঃস্থরা। এখন সার্ভে চলছে সেই আবাসেরই। এবারও দুঃস্থের তালিকায় জায়গা করে নিয়েছে কোটিপতি ও বহুতলের মালিকরা। বিশদ

23rd  November, 2024
বাজেটের টাকাগুলো সব যাচ্ছে কোথায়?
সমৃদ্ধ দত্ত

মাত্রাছাড়া দূষণ হলে কার ক্ষতি? যারা সরকারের সব কথা মান্য করে তাদের। অর্থাৎ ভোটের সময় ভোট দেয়। কেনাকাটা অথবা আয় করার সময় ট্যাক্স দেয়। আইনশৃঙ্খলা মেনে চলে। সোজা কথায় জনগণ। আর কাদের লাভ? এয়ার পিউরিফায়ার, মাস্ক, নিবুলাইজার এবং অ্যান্টি অ্যালার্জিক ওষুধ কোম্পানিদের। বিশদ

22nd  November, 2024
হিটলারের ক্রিকেট দর্শন!
মৃণালকান্তি দাস

টানা পাঁচ দিন খেলার পর একটি টেস্ট ম্যাচ ড্র হতে পারে? পাঁচ দিন ধরে বাইশজন মানুষ মাঠে দৌড়াদৌড়ি করার পরেও একটি ম্যাচের কোনও মীমাংসা হয়নি, এটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি অ্যাডলফ হিটলার! বিশদ

21st  November, 2024
অবসরের দোরগোড়ায়?
শান্তনু দত্তগুপ্ত

‘কোনো সাম্রাজ্যই তো আজ পর্যন্ত টেঁকেনি... যে সাম্রাজ্য যতই বড় হ’ক। কিন্তু একবারের মতো যে সত্যকার রাজা হতে পেরেছে চিরকালের মতো সে বেঁচে রইল।’ —ঋণশোধ, রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্য সত্যিই এক ভয়ানক বস্তু। এতটুকু আঁচ পেলেই ক্ষমতাকে তাড়া করা শুরু হয়ে যায়। বিশদ

19th  November, 2024
মহারাষ্ট্রের অর্থনীতিকে বাঁচান
পি চিদম্বরম

বর্তমান মহারাষ্ট্র রাজ্যটি কংগ্রেস পার্টির তৈরি। বম্বে প্রদেশ থেকে মহারাষ্ট্র নামক রাজ্যের সৃষ্টি হয় ১৯৬০ সালের ১ মে। সেখানে সেদিন থেকে এপর্যন্ত মোট ২০ জন মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন (ওই পদে কয়েকজন একাধিকবার বসেছেন ধরে নিয়ে)। 
বিশদ

18th  November, 2024
বিরোধীদের এমন ছত্রভঙ্গ চেহারা কবে দেখেছি?
হিমাংশু সিংহ

শতাব্দীর সেরা প্রহসন বোধ হয় একেই বলে! রাজ্যের তাবৎ বিরোধী শক্তির আজন্ম স্বপ্ন মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠে না। কালীপুজোর রাত এলে ফাটে না একটা বাজিও। দেড় ফুটের চেয়ে উপরে ওঠে না তুবড়ির ঝিলিক দেওয়া ফুল!
বিশদ

17th  November, 2024
আত্মবিশ্বাস নেই বলেই প্রহসনের গাওনা!
তন্ময় মল্লিক

বাংলায় একটা কথা চালু আছে, ‘সস্তার তিন অবস্থা’। সস্তার জিনিস ভালো হয় না, বেশিদিন চলে না, তাই আর্থিক ক্ষতি হয়। দিল্লির বিজেপি নেতারা সম্ভবত এই প্রবাদটি জানেন না। জানলে একটা মিসড কল দিয়ে সদস্য হওয়ার সহজ রাস্তাটা পরিহার করতেন।
বিশদ

16th  November, 2024
ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন
দ্রৌপদী মুর্মু (ভারতের রাষ্ট্রপতি)

তাঁর আকাঙ্ক্ষাগুলি—স্বাধীনতা, ন্যায়বিচার, পরিচয় এবং মর্যাদা—আমাদের দেশের তরুণদের অনুপ্রাণিত করে। ইতিহাসের প্রতিটি প্রেক্ষাপট আমাদের মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম দিয়েছে। তাঁদের অনন্য প্রতিভা দিয়েই ভারতের চেতনার প্রকাশ করেছেন তাঁরা। বিশদ

15th  November, 2024
এক দশকের অপমান
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি সর্বদাই নতুন কিছু করে দেখাতে পছন্দ করেন। বিশেষ করে তাঁর পছন্দের সবজেক্ট অথবা প্রিয় হবি হল, নেহরু গান্ধী পরিবারের প্রধানমন্ত্রীদের আমলে ভারতে যা কিছু হয়েছে, সেগুলি বদলে দেওয়া। সম্পূর্ণ নতুন একটি যুগের সূচনা করা। যাকে মহাকাল আখ্যা দেবে মোদিযুগ। বিশদ

15th  November, 2024
ট্রাম্পের জয়, বাংলাদেশের ভয়!
মৃণালকান্তি দাস

তিনি ঘোষিত ‘ঘোর ট্রাম্প বিরোধী’। অন্তত ২০১৬ সালে তাই ছিলেন। সেই বছর প্যারিসে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘ট্রাম্পের জয় সূর্য গ্রহণের মতো। কালো দিন আসছে। তা যেন আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল না করে দেয়।’ সেই মহম্মদ ইউনুস এখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। বিশদ

14th  November, 2024
শতবর্ষে সঙ্গীতের ‘জাদুকর’ সলিল চৌধুরী
সন্দীপন বিশ্বাস

সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন সলিল চৌধুরী। খুব ইচ্ছে তাঁর লেখা কয়েকটা গান যেন ‘হেমন্তদা’ রেকর্ড করেন। সলিল তাঁকে ভারতীয় গণনাট্য সঙ্ঘের জন্য বাঁধা কয়েকটি গান শোনান। সেই গান শুনে হেমন্ত বললেন, ‘না, এখন এই গান রেকর্ড করা যাবে না। বিশদ

13th  November, 2024
একটি রায় ও তার রাজনৈতিক স্বার্থ
শান্তনু দত্তগুপ্ত

সমাজতন্ত্র। এই একটি শব্দ নিয়ে গেরুয়া শিবিরের অ্যালার্জি চিরকালের। ১৯৭৬ সালে, সংবিধানের ৪২তম সংশোধনীতে ‘সমাজতন্ত্র’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দু’টি প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বলে যুক্ত হয়েছিল। এই ‘উদ্যোগে’র পুরোধা কে ছিলেন? ইন্দিরা গান্ধী। আর সময়টা ছিল জরুরি অবস্থার।
বিশদ

12th  November, 2024
একনজরে
ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশ। গত ২৪ ঘণ্টায় কুরাম জেলায় আলিজাই ও বাগান জনগোষ্ঠীর মধ্যে হিংসার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৭ জনের। ...

গত ৯ নভেম্বর আইএসএলে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গল। দীর্ঘ বিরতির পর আগামী ২৯ নভেম্বর সাউল, ক্লেটনদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। অর্থাৎ প্রায় ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের ছবি এডিট করে বসিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার কলকাতার বিধাননগরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে ওই ব্যক্তি। ...

কসবা রোডের এক বহুতলে অস্বাভাবিক মৃত্যু হল এক অশীতিপরের। তাঁর নাম প্রভারানি বসাক (৮৯)। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ ফ্ল্যাট থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই বৃদ্ধাকে। পরে তাঁকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৪: বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামার মৃত্যু
১৬৩৯: ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন।
১৭১৫: টেমস নদীর জল জমে বরফ হয়ে যায়
১৭৫৯: ভিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়
১৮০০: ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা
১৮৩১: ব্রিটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন
১৮৫৯: চার্লস ডারউইনের লেখা ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’ প্রকাশিত হল
১৮৮৮: মার্কিন সাহিত্যিক ডেল কার্নেগির জন্ম
১৯২৬:পণ্ডিচেরিতে প্রতিষ্ঠিত হয় শ্রীঅরবিন্দ আশ্রম
১৯৩১: অভিনেতা রবি ঘোষের জন্ম
১৯৩৫: অভিনেতা ও চিত্রনাট্যকার সেলিম খানের জন্ম
১৯৪৪: অভিনেতা ও পরিচালক অমল পালেকরের জন্ম
১৯৪৫: অর্থনীতিবিদ মন্টেক সিং আলুওয়ালিয়ার জন্ম
১৯৫৫: ইংল্যান্ডের ক্রিকেটার ইয়ান বথামের জন্ম
১৯৬১: লেখিকা এবং সমাজকর্মী অরুন্ধতী রায়ের জন্ম
১৯৮১: অভিনেত্রী সেলিনা জেটলির জন্ম
১৯৮৬: ফুটবলার সুব্রত পালের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৭ টাকা ৮৫.৪১ টাকা
পাউন্ড ১০৪.৫৫ টাকা ১০৮.২৭ টাকা
ইউরো ৮৬.৮৯ টাকা ৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ অগ্রহায়ণ,১৪৩১, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪। নবমী ৪০/৫৩ রাত্রি ১০/২০। পূর্ব ফাল্গুনী নক্ষত্র ৪০/৪৫ রাত্রি ১০/১৭। সূর্যোদয় ৫/৫৯/১৪, সূর্যাস্ত ৪/৪৭/২৬। অমৃতযোগ প্রাতঃ ৬/৪২ গতে ৮/৫৩ মধ্যে পুনঃ ১১/৪৫ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৫০ গতে ১/৩৬ মধ্যে পুনঃ ২/২৯ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/২১ গতে ৪/৫ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১২/৪৪ মধ্যে। কালরাত্রি ১/১ গতে ২/৪০ মধ্যে। 
৮ অগ্রহায়ণ,১৪৩১, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪। নবমী রাত্রি ১১/৫৮। পূর্ব ফাল্গুনী নক্ষত্র রাত্রি ১২/৪০। সূর্যোদয় ৬/১, সূর্যাস্ত ৪/৪৭। অমৃতযোগ দিবা ৬/৫৮ গতে ৯/৫ মধ্যে ও ১১/৫৪ গতে ২/৪৩ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ৯/১৯ মধ্যে ও ১২/০ গতে ১/৪৭ মধ্যে ও ২/৪১ গতে ৬/২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৬ গতে ৪/৮ মধ্যে। বারবেলা ১০/৪ গতে ১২/৪৫ মধ্যে। কালরাত্রি ১/৪ গতে ২/৪৩ মধ্যে। 
২১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বৈভব আরোরাকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল কেকেআর

11:54:47 PM

মানব সুথারকে ৩০ লক্ষ টাকায় কিনল গুজরাত টাইটান্স

11:05:00 PM

কার্তিকেয়া সিংকে ৩০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস

11:04:00 PM

নিলামে আনসোল্ড রইলেন পীযূস চাওলা

11:03:00 PM

ময়াঙ্ক মার্কেণ্ডেকে ৩০ লক্ষ টাকায় কিনল কেকেআর

11:02:00 PM

করণ শর্মাকে ৫০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স

11:01:00 PM