কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
ওই চায়ের দোকানকার শেখ খাইরুল ইসলাম বলেন, কোলেপুকুরে একটি চায়ের দোকান চালাই। তারজন্য টাকা চাওয়া হচ্ছিল। তা দিতে অস্বীকার করায় খানাকুল-১ পঞ্চায়েতের প্রধান তৃণমূলের বাদশা শা’য়ের এক অনুগামী এসে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যায়। সেখানে দু’জন মিলে গালিগালাজ, মারধর করে। খানাকুল গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ জানিয়েছি। তাঁর আরও অভিযোগ, দলের অন্য গোষ্ঠীর লোকেরাও আমার চায়ের দোকানে এসে বসত। সেই আক্রোশও রয়েছে। ফলে আমি এখন আতঙ্কে রয়েছি। পুলিস তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। প্রধান বলেন, মিথ্যা ঘটনা। পরিকল্পনা করে আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে। আমার কোনও অনুগামী নেই।