কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
মাথাভাঙায় পাইকারি বাজারে আলুর দাম বেশি নেওয়া হচ্ছে। ফলে খুচরো বাজারেও দাম বেড়েছে। শনিবার মহকুমা শাসক আধিকারিকদের নিয়ে মাথাভাঙা বাজারে অভিযান করেন। তাঁরা দামের সঙ্গে সব্জির মানও যাচাই করেন। মহকুমা শাসক নবনীত মিত্তল বলেন, বাজারে এদিন অভিযান চালানো হয়েছে। একটি দোকানে আমাদের সামনেই দাম বেশি নেওয়া হচ্ছিল। দোকানদারকে এনিয়ে জিজ্ঞেস করতেই তর্ক জুড়ে দেন। ওই দোকানের ট্রেড লাইসেন্স ঠিক নেই। আরএমসি’র ট্যাক্স রসিদও নেই। আলু বেআইনিভাবে মজুত করে রাখা ছিল। দোকানটি সিল করে দেওয়া হয়েছে। মাথাভাঙা ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জীব পোদ্দার বলেন, গোপাল সাহার দোকান সিল করা হয়েছে শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
গোপাল সাহা বলেন, এদিন মহকুমা শাসক দোকানে এসে নথিপত্র দেখতে চান। আমার ছেলে কাগজপত্র রেখেছে। ও না থাকায় সময় চেয়েছিলাম। কিন্তু মহকুমা শাসক কোনও কথা না শুনেই দোকান সিল করে দিয়েছেন। ট্রেড লাইসেন্সের টাকা এদিনই জমা দিয়েছি। আরএমসির ট্যাক্স অল্প বাকি রয়েছে, শীঘ্রই দিয়ে দেব। নিজস্ব চিত্র