কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, অর্কপ্রভ আমাদের স্কুলের কৃতী ছাত্র। সে প্রত্যেকটি সেকশনে প্রথম হয়েছে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে দ্বাদশ স্থান পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। সে মাধ্যমিকেও নজরকাড়া সাফল্য পেয়ে মুখ উজ্জ্বল করবে।
অর্কপ্রভ বলেন, চলতি বছরে ২৩ সেপ্টেম্বর অঙ্ক ও বিজ্ঞানের উপর ওই পরীক্ষা হয়। শুক্রবার ফল প্রকাশ হলে জানতে পারি দ্বাদশ হয়েছি। স্কুলের ও টিউশনের শিক্ষকরা সাহায্য করেন। বড় হয়ে বিজ্ঞানী হতে চাই।
তার বাবা মা অংশুমান পাল ও শুক্লা পাল বলেন, ছেলে সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। ওর এই সাফল্য ভালো লাগছে। ওর ইচ্ছেমতো বিজ্ঞানী হওয়ার কাজে সকলেরই সহযোগিতা কাম্য। -নিজস্ব চিত্র