Bartaman Patrika
বিকিকিনি
 

ফ্যাশনে কুর্তি

শাড়ি না হয় অষ্টমীর অঞ্জলি ও দশমীতে মাকে বরণের জন্য তোলা রইল। কখনও বা নবমীর রাতেও। বাকি দিনগুলো? সাজে বৈচিত্র্য আনতে কিন্তু মন দিতে হবে কুর্তি বা লেহেঙ্গার দিকেও। শহর ও শহরতলির কোন কোন দোকানে কেমন পোশাক মিলবে? খোঁজ দিলেন মনীষা মুখোপাধ্যায়।

পুজোর সাজে শাড়িই শেষ কথা নয়। বরং ফ্যাশনিস্তাদের পছন্দের তালিকায় এবার পুজোয় কুর্তি, চুড়িদার ও লেহেঙ্গাও রয়েছে। নকশাদার নানারকম কুর্তি এবার পুজো ফ্যাশনে ইন। ইউ, ভি, বোট কাটিং, উল্টো ভি, স্ট্রেট প্যাটার্ন— এমন নানা কাটিংয়ের কুর্তি এবার খুব চলছে। চাহিদা আছে ঘের দেওয়া কুর্তিরও। হাতার ডিজাইনেও এবার নতুনত্ব বেশ চোখে পড়ার মতো। ঢিলেঢালা হাতা যেমন রয়েছে, তেমনই আছে কার্ভ স্লি­ভ বা বেল স্লিভ। গলার কাটিংয়ে বোট নেক যেমন আগের বছর খুব জনপ্রিয় হয়েছিল, তেমন এবছর আবার সেমি বোট নেক, পোর্ট্রেট, সেট ইন স্লি­ভ নেক ফ্যাশনে ইন। এমনিতে কুর্তির বাজারে কটন ও রেয়নের চাহিদা চিরকালই ঊর্ধ্বমুখী। তবে এবার এদের পাশাপাশি নেট দেওয়া জর্জেটের চলও বেড়েছে। সালোয়ার স্যুটের ক্ষেত্রে বাঁধনির চাহিদা এবছর আবার বেড়েছে।
মনের মতো কুর্তির খোঁজ কোথায় পাবেন? কোন দোকানে ঢুঁ মারলে পছন্দের সালোয়ার স্যুট মিলবে সহজেই? ‘বিকিকিনি’-র পাতায় রইল সেসবের খবর।
খাদি সিল্ক এম্পোরিয়াম: ভারতীয় উপমহাদেশের ফ্যাশনে ‘খদ্দর’ বরাবরই আলাদা কদর পায়। এখানকার জলবায়ুর জন্য সুতি বা খাদি কাপড় এতটাই আরামদায়ক হয় যে ফ্যাশন ডিজাইনাররাও তাঁদের নানা নকশার বুননে খাদি কাপড়কে আলাদা গুরুত্ব দেন। শহরের বুকে খাদিবস্ত্র কেনাকাটা করার অন্যতম সেরা বিপণী খাদি সিল্ক এম্পোরিয়াম। এবছর পুজোর কথা মাথায় রেখে এরা নিজেদের ঢেলে সাজিয়েছে। স্লিভলেস, হাফ ও ফুল স্লিভ নানারকম কুর্তা এখানে পাবেন। এবছর পুজোয় একটু বড় ঝুলের কুর্তার চাহিদা বেশি। তাই খাদি সিল্ক এম্পোরিয়ামও তাদের সম্ভার সেভাবেই সাজিয়েছে। সুতি ও খাদি এই দুই মেটেরিয়ালকে একসঙ্গে রেখ এখানকার ডিজাইনাররা আকর্ষণীয় নানা কাটিংয়ের কুর্তা বানিয়েছেন। ভালো লাগবে মালয়েশিয়া খাদি কটন লং ড্রেস। কলার ও পকেটওয়ালা এমন কুর্তা একবার দেখলেই পছন্দ হতে পারে। দাম ঘোরাফেরা করবে ৯৮০ থেকে ১২০০-র মধ্যে। ৩৬ থেকে ৪৪ পর্যন্ত মাপে মিলবে। কোনও কোনও নকশা ৪৬ মাপেও পাবেন। খাদির নিজস্ব ডিজাইনাররা এবার কিছু লং ড্রেস বানিয়েছেন। তার কোনওটা ফ্রিল দেওয়া, কোনওটা আবার দু’রকম কাপড়ের মিক্স অ্যান্ড ম্যাচ নকশার। ছিমছাম দেখতে হাফ স্লিভ কুর্তিও রয়েছে এই তালিকায়। দাম পড়বে ১০০০-১২০০ টাকা। খাদির কটন কামিজও পছন্দ করতে পারেন। এখানেও মিক্স অ্যান্ড ম্যাচ নকশা পাবেন। এক্ষেত্রে বাজেট রাখুন ৮০০-১১৫০ টাকা। কাঁথাস্টিচের কাজ যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য খাদি বরাবরই নিত্যনতুন নকশায় কাঁথাকাজের সমাহার রাখে। কটনের উপর নকশিকাঁথার কাজ চাইলে খরচ হবে ৭১৫-৮৫০ টাকা। এবছর এদের আর এক আকর্ষণ পিওর সিল্ক প্রিন্টেড কামিজ। যে কোনও অনুষ্ঠান বা নিমন্ত্রণবাড়ির সাজের জন্য এই পোশাক খুব উপযুক্ত। ১২৫০-১৫০০ বাজেট কম হলে এই ধরনের কুর্তা কিনতে পারেন। আবার র-সিল্কের উপর মটকা প্রিন্টেড কুর্তিগুলোও খুব চোখ টানে। বাজেট একটু বেশির দিকে হলে নিতেই পারেন। দাম পড়বে ২২০০-২৫০০ টাকা। পুজোর কেনাকাটার মরশুমে প্রতিদিন দোকান খোলা। কোভিডবিধি মেনেই চলছে কেনাকাটা।
(শপ নং : জি ৯৫-৯৭, সিআইটি কমপ্লেক্স, দক্ষিণাপণ মার্কেট। যোগাযোগ : ৯৪৩৩২৪৫৬১২)
রেণি: ফ্যাশন সচেতন যাঁরা, রেণি তাঁদের সকলেরই খুব কাছের এক ব্র্যান্ড। সেলেব থেকে সাধারণ মানুষ সকলের পছন্দের তালিকায় থাকে এরা। বিভিন্ন রুচি ও বয়সের ক্রেতার কথা মাথায় রেখে এখানকার ডিজাইনাররা পোশাকের নকশা আঁকেন, বোনেন। তসর, চান্দেরি, ইক্কত, কটন সহ বিভিন্ন মেটেরিয়ালের উপর নজরকাড়া নকশা ও কাটিংয়ে পোশাক প্রস্তুত করে রেণি। এবারের পুজোও তার ব্যতিক্রম নয়। সুতি ও ইক্কতের মেলবন্ধনে আরামদায়ক কুর্তি চাইলে খরচ পড়বে ১৪০০ টাকা। এমন ইক্কত কুর্তির দাম শুরু ১২০০ টাকা থেকে। হাফ স্লিভ এই কুর্তি যে কোনও চেহারা ও কমপ্লেকশনে খুব ভালো মানাবে। উৎসবের মেজাজ ধরে রাখতে সোনার রং এবার পোশাকে ঠাঁই দিতে চেয়েছে রেণি। চলেছে সেই রঙের উপর নানা কাটিং ও নকশা। চান্দেরি মেটেরিয়ালের উপর কখনও মেরুন ও সোনালি রঙের এমব্রয়ডারির কনট্রাস্ট, কখনও বা পিচরঙা কাপড়ে সাদা সুতোর কাজ করা কলকা মোটিফ, কোনও কোনও পোশাকে আবার হলুদ-সবুজ রঙের জমিতে সোনালি রঙের চান্দেরি কাজ। রেণির এবছরের পুজো কালেকশনের এই কুর্তিগুলো সত্যিই আকর্ষণীয়। দাম ঘোরাফেরা করবে ৩০০০-৫৫০০ টাকার মধ্যে। যাঁরা সাদা রং পছন্দ করেন তাঁদের কথা মাথায় রেখে সাদার উপর গোল্ডেন চান্দেরি কাজের একটি লং ড্রেসও তৈরি করেছে রেণি। ভালো লাগতে পারে সেটিও। এর দাম ৩০০০ টাকা। চান্দেরি কামিজের দামও শুরু ৩০০০ টাকা থেকে। এছাড়াও শোরুমে আরও নানা মনকাড়া নকশার কুর্তা পাবেন।
(১৮৪২, রাজডাঙা মেন রোড, কসবা, কলকাতা ৭০০১০৭। যোগাযোগ: ৯২৩০৫১৮৯৩৬)
অমৃত বস্ত্রালয়: কলকাতা ছেড়ে একটু জেলার দিকে এগলে বস্ত্র ব্যবসায় অমৃত বস্ত্রালয় বেশ জনপ্রিয়। মূলত শাড়ির জন্য বিখ্যাত হলেও এদের দোকানে সালোয়ার স্যুট  ও লেহেঙ্গার আলাদা কদর রয়েছে। পুজোর চাহিদার কথা মাথায় রেখে লেহেঙ্গার ক্ষেত্রে এরা নানারকম নকশায় নিজেদের সাজিয়েছে। সিল্ক, ভেলভেট, বেনারসি ও নেট কাপড়ের বিভিন্ন মনকাড়া নকশার লেহেঙ্গা এখানে পাবেন। দামও মধ্যবিত্তের পকেটসই। লেহেঙ্গায় এদের এতই ভ্যারাইটি যে মাত্র ১২০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত নানা রেঞ্জে এই পোশাক পাবেন। সালোয়ার স্যুটের ক্ষেত্রেও দামের একটা বড় রেঞ্জ পাবেন। কটন ও চান্দেরি সিল্কের কাপড়ে বিভিন্ন নকশা পাবেন এখানে। কম বাজেটের সালোয়ার স্যুটেও বাহারি নকশা পাবেন। দাম শুরু ৪২৫ টাকা থেকে। এরপর নকশা ও মেটেরিয়ালের উপর দাম ওঠানামা করবে। তবে একটু বেশি বাজেটের নকশার দিকে ঝুঁকলে দাম পড়বে ২০০০ টাকা। 
(৫৪১, জিটি রোড, মল্লিকফটক, হাওড়া ময়দান। যোগাযোগ : ০৩৩-২৬৩৮৫৯৮৫/ ২৬৩৭৩৪৬০) 
বসকো: হাওড়া পেরিয়ে আর একটু এগলেই হুগলি। এই জেলার অন্যতম সেরা বস্ত্রবিপণী চুঁচুড়ার বসকো। পুজোর মরশুমে তারাও চাহিদা বুঝে নানা নকশার কুর্তির সম্ভার রেখছে। সুতি ও রেয়ন দু’ধরনের মেটেরিয়ালের উপরই কুর্তি রয়েছে। পাবেন চান্দেরি কাজেরও। রেয়ন ও কটনের মিশেলে জমকালো নকশার কুর্তি চাইলে তাও মিলবে। এমন কুর্তি পছন্দ হলে বাজেট রাখুন ৮৫০ টাকার আশপাশে। এখানে দামের নানা রেঞ্জ রয়েছে। প্রতি বছরই এরা মধ্যবিত্তের পকেট বুঝে নানা বাজেটের কুর্তি রাখে। এবছরও তার ব্যতিক্রম নয়। 
সাধারণত ৭০০-৮০০ টাকা রেঞ্জে কটন ও রেয়নের নানা মনকাড়া নকশার কুর্তি এখানে  পাবেন। হাতার নকশায় বৈচিত্র্য আনবে এমন কটন কুর্তি মিলবে ৯০০-৯৫০ টাকা বাজেটের মধ্যেই। চাইলে এতে 
ফ্রিলও পাবেন। ছিমছাম নকশার স্ট্রেট প্যান্ট ও তার সঙ্গে কনট্রাস্ট করে জমকালো নকশার কটন কুর্তির সেট মিলবে ৯০০-১০০০ টাকা বাজেটের মধ্যে। এছাড়াও কুর্তি-প্যান্টের নানা সেট বিভিন্ন নকশায় প্রস্তুত করেছে এরা। দাম পড়বে ২০০০ টাকার মধ্যে। পুজোয় তাই শহরতলির ফ্যাশনিস্তারাও পোশাকে কলকাতাকে টেক্কা দিতে প্রস্তুত বসকোর মতো বিপণীগুলোর সৌজন্যে। 
(আমড়াতলা লেন, চুঁচুড়া হুগলি। যোগাযোগ: ৯৮৩০১৮০৬০৩) 
18th  September, 2021
পরনে পাঞ্জাবি

পুজোর সাজে ছেলেরাও পিছিয়ে নেই। শাড়ির সঙ্গে পাল্লা দিতে পাঞ্জাবির বাজারও প্রস্তুত। এবছর পুজোর আসরে নজর কাড়তে কেমন পাঞ্জাবি পরবেন? কোথায় মিলবে, দামই বা কেমন? জানালেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

25th  September, 2021
 টুকরো খবর​​​​

টিউটোপিয়া-র রিলে রেস: সম্প্রতি একটি অভিনব রিলে রেসের আয়োজন করেছিল শিক্ষা সংক্রান্ত অ্যাপ টিউটোপিয়া। গত ১৬ সেপ্টেম্বর ২১ পল্লি, বালিগঞ্জ ফাঁড়ি থেকে ভোর সাড়ে ৫টায় শুরু হয় এই রেস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সোহিনী সরকার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গায়িকা অঙ্কিতা চক্রবর্তী প্রমুখ। বিশদ

25th  September, 2021
প্রদর্শনী সংবাদ

ইমামি আর্ট-এ অভিনব চিত্রপ্রদর্শনী: ইমামি আর্টে অভিনব চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটির নাম: ‘ইক্সও-স্টেনসিয়াল -এআই মিউজিংস অন দ্য পোস্টহিউম্যান’। এটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স শিল্পী হর্ষিত আগরওয়ালের একক প্রদর্শনী। বিশদ

25th  September, 2021
 টুকরো  খবর

কলকাতায় সৌন্দর্য প্রতিযোগিতা: লকডাউনে গৃহবন্দি অবস্থায় একঘেয়ে দিন কাটাতে কাটাতে  অনেকেই ক্লান্ত।  এই নিস্তরঙ্গ জীবনে খানিক অন্য ছন্দ আনতে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল এক অভিনব প্রতিযোগিতা। নাম: মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া ২০২১। নিউটাউনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন একাধিক রাজ্য থেকে আসা প্রতিযোগীরা। বিশদ

18th  September, 2021
পুস্তক  
সমাচার  

২০০৯ সালে লোকসভা নির্বাচনে মোটা খরচ হয়েছিল ১৪৮৩ কোটি টাকা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে খরচটা বেড়ে দাঁডায় ৩৪২৬ কোটি টাকায়। ‘দ্য হিন্দু’ এই মর্মে একটি খবর প্রকাশ করেছিল ২০১৪ সালে। এটা ছিল নির্বাচন করতে গিয়ে সরকার যা খরচ করেছে তার হিসেব। বিশদ

18th  September, 2021
পুজোর শাড়ি রংবাহারি

পুজো সামনেই। চলছে জমিয়ে কেনাকাটা। দোকানে দোকানে উপচে পড়ছে ভিড়। কোন দোকানে কেমন শাড়ির নকশা এল? দামই বা কত? জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

11th  September, 2021
 টু  ক  রো  খ ব র

স্মার্ট টিভি: সম্প্রতি বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থা হায়ার ইন্ডিয়া একটি অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির সিরিজ বাজারজাত করেছে। সিরিজটির নাম অ্যান্ড্রয়েড এলইডি টিভি এস৮। এতে ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চির দু’টি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি পাওয়া যাবে। বিশদ

11th  September, 2021
পিলি ট্যাক্সির দেবী আরাধনা

অস্ত্র হাতে অসুরদলনী দুর্গা কি শুধুই মৃণ্ময়ী মূর্তি? আমাদের পথে প্রান্তরে সমাজের নানা স্তরে যেসব মানুষ নিত্য তাদের বেঁচে থাকার সংগ্রামের মাঝেও নতুন কিছু সৃষ্টি করার পথে অবিচল, দুর্গা তো তাঁরাও। নারীর সঙ্গে আদি শক্তির প্রতীক সেই পুরুষরাও, যাঁরা এই নারীদের চলার পথে পাশে আছেন বা নিজেও ঘরে-বাইরে সবদিক সামাল দিয়েও যুক্ত রয়েছেন কোনও সৃজনশীল কাজে। বিশদ

11th  September, 2021
পুজোর শাড়ি রংবাহারি

বাঙালির সবচেয়ে বড় উৎসব কড়া নাড়ছে দোরগোড়ায়। কিন্তু শাড়ি ছাড়া কি উৎসবের সাজ হয়? তাই কোন দোকানে এবার পুজোর কেমন কালেকশন এল, কার জমি কেমন? বাজেটই বা কত ধরে এগবেন, জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

04th  September, 2021
04th  September, 2021
পুস্তক সমাচার
বাঙালির অস্তিত্ব
রক্ষার সংগ্রাম

শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বেই মৌলবাদীদের হুঙ্কার বড় কদর্য। যখনই তাদের প্রতাপ বেড়েছে তখনই তাদের দাপাদাপিতে বহুত্ববাদী স্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। শুধু ধর্মীয় মৌলবাদই নয়, জাতি, সংস্কৃতি, বর্ণ সব ক্ষেত্রই মৌলবাদীরা গ্রাস করতে চায়। বিশদ

04th  September, 2021
রান্নাঘরে নন স্টিকের জাদু

রান্নায় তেল কম চাই? কিংবা খাবার বানাতে চাই স্বাস্থ্যকর বাসনকোসন? হার্ড আয়োনাইজড ও নন স্টিকের দুনিয়াকে তাহলে আপন করে নিন। নিত্যকাজে কী কী জিনিস না কিনলেই নয়, কোন কোন সংস্থার উপর ভরসা করবেন, দামই বা কত পড়বে? জানালেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

28th  August, 2021
 টুকরো  খবর

কোভিড-১৯-এর কারণে বাড়ি থেকে কাজ করা এবং অনলাইনে পড়াশোনা চালু হওয়ায় মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপের চাহিদা অনেক বেড়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে পাওয়ার ব্যাঙ্কের চাহিদাও ক্রমেই বাড়ছে। সম্প্রতি সিসকা ‘পি১০৩৭বি’ নামে একটি অত্যাধুনিক পাওয়ার ব্যাঙ্ক তৈরি করেছে। তবে বিশদ

28th  August, 2021
পুস্তক  সমাচার
কে কবে ধরা পড়ে

বারোটা প্রেমের গল্পের সংকলন এই বই। প্রেম এমনই এক জিনিস যা কার জীবনে কবে আসবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। জেনে, বুঝে, ইচ্ছে করে প্রেম হয়ও না। তবুও মানুষ গোটা জীবন ধরে খুঁজে ফেরে প্রেম। সেই রকম প্রেম নিয়েই জয়দীপ চক্রবর্তীর লেখা এই গল্পগুলো। বিশদ

28th  August, 2021
একনজরে
করোনা আবহে নেই দুর্গা প্রতিমার বায়না। রোজগারে টান আরামবাগের প্রতিমা শিল্পীদের। কাজ না মেলায় এই বছর কর্মহীন হয়ে পড়েছেন মৃৎশিল্পের সঙ্গে যুক্ত বহু কর্মী। যাঁরা ...

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেতে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া ‘বৈধ’। এমনই ‘সিলমোহর’ দিয়ে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিএসপি বিধায়ক রমাবাঈ পারিহার। শুধু তাই নয়, কত টাকা ...

করোনার বাড়বাড়ন্তের জেরে গত বছর উচ্ছাসে কিছুটা ভাটা পড়লেও এবারে বিষ্ণুপুর মহকুমার তিন জমিদারবাড়ির পুজোয় দর্শনার্থীদের ঢল নামবে। এমনই আশা ব্যক্ত করেছেন জমিদার পরিবারের সদস্যরা। ...

মালদহের চাঁচল থানার পুলিস অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল  সামাদ আলি, মর্তুজা আলি ও সাহেব আলি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। উকিল, মৃৎশিল্পীদের শুভ। সংক্রমণ থেকে শারীরিক অসুস্থতা হতে পারে। আর্থিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক কফি দিবস
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস

১৭২৫- ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের জন্ম
১৮৪১ - ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিতের জন্ম
১৮৯২: প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩২: অভিনেতা মেহমুদের জন্ম
১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়
১৯৪২ - স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শহীদ হন
১৯৭১: ওড়িশা, পশ্চিমবঙ্গে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯৯.৪৫ টাকা ১০২.৯৪ টাকা
ইউরো ৮৪.৭৮ টাকা ৮৭.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী ৩৭/২৭ রাত্রি ৮/৩০। আর্দ্রা নক্ষত্র ৪৪/৪৬ রাত্রি ১১/২৬। সূর্যোদয় ৫/৩০/৫৮, সূর্যাস্ত ৫/২৩/১৪।  অমৃতযোগ দিবা ৬/১৮ মধ্যে পুনঃ ৭/৬ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৩৯ মধ্যে। রাত্রি  ৬/১১ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ৮/৩৭ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৮ গতে ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/৪৭ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী  অপরাহ্ন ৪/৩৭। আর্দ্রা নক্ষত্র রাত্রি ৯/১৮। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৫। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ৭/৫৪ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৩৩ মধ্যে এবং রাত্রি ৬/১ গতে ৬/৫১ মধ্যে ও ৮/৩০ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ  দিবা ৬/২১ গতে ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে ও ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি  ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
২১ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কেন্দ্রীয় বাহিনী বাড়ছে ভবানিপুরে
রাত পোহালেই ভবানিপুরে উপনির্বাচন। তার আগে কেন্দ্র বাহিনী বাড়ানো হচ্ছে ...বিশদ

05:54:46 PM

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
তৃণমূলে যোগ দিলেন লুইজিনহো। আজ, বুধবার গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ...বিশদ

04:49:35 PM

ভারত ও আফগানিস্তানের মধ্যে চালু হোক বিমান পরিষেবা, আর্জি তালিবানের
ফের চালু করা হোক ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা। ...বিশদ

03:02:47 PM

রঘুনাথপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু গবাদি পশুর
গতকাল রাত থেকেই অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জের। যার ...বিশদ

02:33:00 PM

মালদহে ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৩
৩৫১ গ্রাম ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট ...বিশদ

02:17:37 PM

দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুজোর মণ্ডপ
দুর্গাপুর শিল্পাঞ্চলে নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত ...বিশদ

02:07:46 PM