Bartaman Patrika
চারুপমা
 

জামাই  যতনে

কোভিডের মধ্যে যতই মন খারাপ হোক, বাঙালি জীবনের আনন্দানুষ্ঠান কি ভুলে থাকা যায়? জামাইয়ের জন্য মনকাড়া পোশাকের ব্যবস্থা এখন করে ফেলতে পারেন বাড়িতে বসেই। কী ধরনের পাঞ্জাবি তৈরি করছেন ডিজাইনারেরা, রইল তার হদিশ। লিখেছেন অন্বেষা দত্ত।

জামাইরা এবার শ্বশুরবাড়ি কতটা গিয়ে উঠতে পারবেন, সন্দেহ আছে। কোভিড পরিস্থিতি সামলে উঠতে আমাদের সময় লাগছে অনেকটাই। তবু বছরকার এই রেওয়াজ পালন করা না গেলে শাশুড়ির মন যে খুঁতখুঁত করে। বিশেষ করে গত বছরও এই অনুষ্ঠান ঠিকমতো পালন করা যায়নি। তাই মনের কোণে আফসোস জমেই আছে। এবার শাশুড়িদের সহায় হয়েছে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। অনেক জায়গাতেই সুবিধা রয়েছে অনলাইনে অর্ডার করার। তাই ঘরে বসে জামাইয়ের জন্য সেরা পাঞ্জাবিটি অর্ডার দিয়ে পাঠিয়ে দিতে পারেন তাঁর কাছে। তারপর ভিডিও কলেই না হয় সেরে নেওয়া যাবে এবারের জামাই আদর। শাশুড়ির জন্য সেজেগুজে ক্যামেরার সামনে বসে জামাইও বুঝিয়ে দেবেন, তিনি আছেন পাশেই।

কিরো চৌধুরী ‘১০০ পার্ক স্ট্রিট’ ব্র্যান্ডের স্রষ্টা। কিরো জানালেন, ‘এই অনুষ্ঠান সবসময়েই গরমের মধ্যে পড়ে। তাই আরামদায়ক পাঞ্জাবি বানানোর দিকেই মন দিই।’ সঙ্গে এবার খেয়াল রেখেছেন বাজেটের দিকেও। কারণ কোভিড পরিস্থিতিতে সেটা মাথায় রাখতে হবে। মূলত কটন এবং কটন সিল্কের উপরেই তিনি জোর দিয়েছেন। তার মধ্যে কোথাও করেছেন সেল্ফ এমব্রয়ডারি, আবার কোথাও নিজের হাতে করেছেন এমব্রয়ডারি। ‘এগুলো একেবারেই হেভি নয়, পরবর্তীকালেও পরা যাবে সহজেই,’ বললেন তিনি। এবার মন ভালো করতে খুব ভাইব্র্যান্ট কালার বেছেছেন কিরো। তার মধ্যে রয়েছে বটল গ্রিন, অফ হোয়াইটের সঙ্গে গোল্ডেন, ব্ল্যাকের সঙ্গে সিলভার— এমন নানা কম্বিনেশনে কাজ করেছেন তিনি। সঙ্গে খেয়াল রেখেছেন গলার কাটের দিকেও। পরিচিত অঙ্গরাখা স্টাইল যেমন আছে, তেমনই আছে সাইড বাটন স্টাইল। বাঙালিয়ানাও রইল আবার স্টাইলও হল। সঙ্গে কিরো দিচ্ছেন প্লেন কোরা কাপড়ের ধুতি যাতে সাধারণ সরু বর্ডার রয়েছে। এর সাধারণত্বই মুগ্ধ করবে ক্রেতাকে। তাঁর সংগ্রহে আছে বন্ধ গলা বা নেহেরু জ্যাকেট। এই ব্র্যান্ডের এই জিনিসটি খুবই জনপ্রিয়, বললেন ডিজাইনার। ধুতি কুর্তার সঙ্গে এই জ্যাকেট এখন ভীষণ স্মার্ট স্টেটমেন্ট।
ফেসবুকের মাধ্যমে একদিকে যেমন অর্ডার নিচ্ছে ১০০ পার্ক স্ট্রিট, তেমনই আবার কলকাতায় তাঁদের দোকানও খোলা রয়েছে নির্ধারিত সময়বিধি মেনে। একবারে একজনকেই সময় দিচ্ছেন তাঁরা। তার বেশি ক্রেতা একসঙ্গে অ্যালাও করছেন না তাঁরা। এভাবেই কোভিড থেকে সুরক্ষার ব্যবস্থা রেখেছেন।
পাঞ্জাবি নিয়ে নতুন ধরনের পরীক্ষানিরীক্ষা করছেন ডিজাইনার গ্লোরী ঈশ্বরারী। তাঁর ব্র্যান্ড গ্লোরী আর্ট-এর পাঞ্জাবিতে তাই মোটিফের মধ্যে এসেছে শিউলি ফুল, ঝুমকো বা নুপূর, ফুলের কুঁড়ি ইত্যাদি। গ্লোরী জানালেন, তিনি বাঙালি ঐতিহ্য রক্ষার দিকেও মন দিয়েছেন। তাই মাছ, পাখা, পদ্ম, শিউলি তাঁর কাজে ফিরে ফিরে আসে। নিজে হাতে মোটিফ তৈরি করেন তিনি। মূলত খাদি বেসড কটনের উপরেই কাজ তাঁর। গরমে যা আরামদায়ক। খাদির বিভিন্ন রঙে তাঁর সম্ভার সাজানো।

মহামারীতে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সকলেই। ডিজাইনারদের অনেকেই সে কথা মাথায় রেখে বাজেট ফ্রেন্ডলি পোশাক বানানোর চেষ্টা করছেন। সৈকত বন্দ্যোপাধ্যায় তাঁদেরই একজন। তাঁর ব্র্যান্ড ‘সেরিনিটি বাই সৈকত’ বাজেট এবং গরমে দুইয়ের কথা মাথায় রেখে পসরা সাজিয়েছে। সৈকত বললেন, ‘শুধু জামাইষষ্ঠী নয়, সারা বছরই আমরা জোর দিই কটনের উপরেই। কারণ গরমের দেশে সেটাই সবচেয়ে আরামদায়ক।’ এখানে ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে জমিদারি ধাঁচে গোল গলা সাইড ওপেন কাট বা অঙ্গরাখা দুই-ই আছে। দু’তিনটে মেটিরিয়াল মিক্স অ্যান্ড ম্যাচও করে দেন তিনি। যেমন একদিকে অফ হোয়াইট খদ্দর, আর একদিকে ইক্কতের কাপড় মিলিয়ে তিনি ইউনিক লুক দিতে চেষ্টা করেন। ভরসা রাখেন দেশজ জিনিসের উপরেই। আর তাই হাতে বোনা পাঞ্জাবি বা অন্য পোশাকেও তারই প্রতিফলন। সাবেকিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধন ঘটান তিনি। তাঁর ব্র্যান্ডের অন্যতম বিশেষত্ব কাঁথা কাজ। কাঁথার নকশায় একটু বদল এনে লুক পাল্টে দেয় সেরিনিটি। বাংলাদেশের রানের ফোড় যেটা ফাঁস দিয়ে দিয়ে বানানো হয়, তাতেই নতুন ডিজাইন আনছেন তিনি। সামার কালার হিসেবে রেখেছেন অফ হোয়াইট, গ্রিন, লেমন ইয়েলো, ল্যাভেন্ডার ইত্যাদি। যারা একটু বোল্ড কালার চায়, তাদের জন্য সৈকত রাখেন রেড, মেরুন বা ব্রাইট ইয়েলো। একটু পরীক্ষার জন্য হ্যাপি কালার অর্থাৎ ফুশিয়া পিঙ্ক, ফ্লেম অরেঞ্জ এবং ম্যাজেন্টাও ব্যবহার করা হচ্ছে। সৈকত বলেন, ‘এই ধরনের কালার পরতে ছেলেরা এখন যথেষ্ট স্বচ্ছন্দ।’ এমব্রয়ডারি ছাড়া তিনি প্রাধান্য দেন অ্যাসিমেট্রিক কাট ও প্লিটসের উপরে। কখনও গলার সামনে একটু পিনটাক  করা ডিজাইন রাখেন, তাতে তাঁর মনে হয় এগুলো একইসঙ্গে ট্রেন্ডি ও  ক্যাজুয়াল লুক তৈরি করে। সঙ্গে আছে হ্যান্ড ব্লক প্রিন্টেড কুর্তাও। সেখানে কোয়ার্কি    থেকে ট্র্যাডিশনাল— সব মোটিফই থাকে।
জামাইষষ্ঠী এবং আসন্ন ফাদার্স ডে উপলক্ষে নতুন সম্ভারে সেজে উঠেছে জনপ্রিয় ব্র্যান্ড জয়পুর। অনলাইনে তাদের সাইটে গিয়ে দেখে নিতে পারেন চোখজুড়ানো সংগ্রহ। তার মধ্যে যেমন আছে ক্লাসিক ব্লক প্রিন্ট কুর্তা, ডাবু প্রিন্টেড শার্ট, হ্যান্ডস্পান ও হ্যান্ডউভেন শার্ট ও কুর্তা, লিনেন ব্লেজার্স, হ্যান্ডলুম সিল্ক নেহেরু জ্যাকেটস ইত্যাদি অগুনতি অপশন। এই ব্র্যান্ডের রয়েছে নিজস্ব গিফ্ট কার্ডের ব্যবস্থাও। এমন কার্ড ব্যস্ত জামাইয়ের জন্য হতে পারে আদর্শ উপহার। জামাই তাঁর সুবিধে এবং পছন্দমতো পোশাকটি কিনে নিতে পারবেন এক ক্লিকেই।
12th  June, 2021
শাড়ির শোভায়
ওড়িশার পট

আর দু’দিন পরেই রথযাত্রা। সেই পুণ্যলগ্নের সাক্ষী হতে প্রতিবেশী রাজ্য ওড়িশার পটচিত্রকে শাড়িতে সাজিয়ে দিলেন ডিজাইনার সুস্মিতা মান্না।  বিশদ

10th  July, 2021
 জয় জগন্নাথ

কেউ মা দুর্গাকে মানেন, কেউ মা কালী, কেউ কৃষ্ণ, কেউ আবার শিবভক্ত। জগন্নাথ মন টানে বলে নিজেদের সৃষ্টিতে জগন্নাথদেবের ছোঁয়া এনেছেন দু’জন। লিখেছেন অন্বেষা দত্ত। 
বিশদ

10th  July, 2021
ভেজা পায়ে
স্লিপার-ই স্টাইল

কাদা প্যাচপ্যাচে বর্ষায় স্টাইল বজায় রাখবেন কীভাবে? নব্য তরুণীরা কিন্তু হামেশাই এই চ্যালেঞ্জের মুখোমুখি। পোশাকের সৌন্দর্য বজায় রাখতে না হয় ছাতা বা রেনকোট ব্যবহার করাও গেল। কিন্তু জুতো? এখন আর বর্ষাকালেও চিন্তা নেই। বৃষ্টিভেজা বাদল দিনের জুতোয় এখন ট্রেন্ডি লুক। আর বর্ষার জুতোর এই স্টাইল নানা বয়সে মানানসই।  বিশদ

03rd  July, 2021
মনমতো সাজ

বাংলার মাটির ঐতিহ্য শাড়িতে নিয়ে আসেন একজন। আর অন্যজন সবার মাপমতো এবং মনকাড়া পোশাকে সাজিয়ে তোলেন সম্ভার। দুই ডিজাইনারের কথা লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

03rd  July, 2021
বর্ষার রূপ রুটিন

বর্ষা মানেই একগাদা সমস্যা। ত্বকে র‌্যাশ, চুলে খুশকি তো আছেই, সঙ্গে আবার অতিরিক্ত ঘাম। এমন ক্ষেত্রে কেমন যত্ন নেবেন ত্বক ও চুলের? পরামর্শ দিলেন বিউটি থেরাপিস্ট শেহনাজ হুসেন। তাঁর সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী। বিশদ

26th  June, 2021
বর্ষায় পোশাকের যত্ন

বৃষ্টির দিনে বাড়িতে জামাকাপড় শুকোনোর সমস্যা নিয়ে কমবেশি ভুগতে হয় সকলকেই। আধভেজা পোশাকে ফাঙ্গাস জমে যায় চট করে। তারপর তা আলমারিতে তোলা দুষ্কর। কী উপায়ে মিটবে সেই সমস্যা, রইল হদিশ।  বিশদ

19th  June, 2021
‘শেরনি’-র জন্য শাড়ি

গত বছরই শাড়িতে বাঘের মোটিফ দিয়ে জামদানিতে কাজ করেছিলেন দেবযানী বসু রায়চৌধুরী। সেই শাড়িটিতে একটি বসা বাঘ আর একটি হেঁটে যাওয়া বাঘের মোটিফ তৈরি করেছিলেন তিনি। বিশদ

19th  June, 2021
অ্যালিস থেকে আবোল তাবোল

কখনও অ্যালিস, কখনও বা আবোল তাবোলের চরিত্র— শৈশবের নানা অনুষঙ্গ ফিরে ফিরে আসে তাঁর ডিজাইনে। কথা হচ্ছিল দেবযানী বসু রায়চৌধুরী-র সঙ্গে। তাঁর ব্র্যান্ড ‘ঘুড়ি’ পাড়ি দিয়েছে বলিউডেও। লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

19th  June, 2021
অবসরে সৃষ্টিসুখ

কোভিড কেড়ে নিয়েছে জীবনের আনন্দ। দিয়েছে অখণ্ড অবসর। বাড়ির কাজ ক্লান্ত করে, মন চায় আরও কিছু যাতে অবসাদ ঘিরে না ধরে। তেমনই সৃষ্টিতে ডুব দিয়েছেন অনেকে। তাঁদের কথা লিখেছেন অন্বেষা দত্ত।
বিশদ

05th  June, 2021
 গেরস্থালির বন্ধুরা
 

লকডাউনে কাজ বেড়েছে অনেক। অফিসের কাজ সামলে বাসন মাজা, ঘর মোছা, রান্নাঘর-বেসিন পরিষ্কার করতে করতে হাতের ত্বকও জানান দিচ্ছে অযত্ন। কী করলে এইসব কাজ সহজ হবে,  ত্বকও পাবে বাড়তি যত্ন? জানালেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

29th  May, 2021
ফল দেবে ফলে

রোদ্দুর আর প্যাচপ্যাচে গরম। সারাক্ষণ মনে হচ্ছে শরীর থেকে সব জল শুষে নিচ্ছে কেউ। তাই গরমে জলের সমতা রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ। ত্বক এবং শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ ভেতর থেকে ঠিক রাখতে জল খুব জরুরি। গরমে জলের জোগান দিয়ে সাহায্য করতে পারে, এমন দশটি ফল ও তাদের কার্যকারিতা সম্পর্কে জানালেন সঞ্চিতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন অন্বেষা দত্ত।
বিশদ

22nd  May, 2021
ফ্যাশনে স্মরণ
সত্যজিৎ রায়

বরেণ্য চলচ্চিত্র পরিচালক, লেখক হওয়ার পাশাপাশি তাঁর প্রতিভা বহুমুখী। বাঙালির গর্বের আর এক নাম, সত্যজিৎ রায়। তাঁর জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে ফ্যাশন দুনিয়াও। সাজপোশাকে কীভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন এই স্রষ্টা, লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

15th  May, 2021
শাড়িতে
সহজ পাঠ

রবীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসু। বাঙালির দুই আন্তরিক নাম। দু’জনের যৌথ কাজ ‘সহজ পাঠ’ বাংলা ভাষায় শিশুশিক্ষার অন্যতম অবলম্বন। ২৫ বৈশাখের প্রাক্কালে শাড়ির নকশায় সহজ পাঠকে তুলে এনেছেন বাঙালি ডিজাইনাররা। তাঁদের কথা লিখেছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

08th  May, 2021
কাঁথা কথা

শান্তিনিকেতনে আমার কুটিরের দালানে বসে আছেন অসীমা দেবী। বয়স তা প্রায় আশির কাছাকাছি হবে। তাই বলে সেলাইয়ের নেশাটা ছাড়তে পারেননি। তবে এখন আর আগের মতো মাটিতে উবু হয়ে বসে ঘণ্টার পর ঘণ্টা সেলাই করতে পারেন না। চেয়ারে বসেই ছাত্রীদের সেলাই শেখান আজকাল অসীমা। কোলে তার রংবেরঙের সুতোর ঝাঁপি। সূচে সুতো পরানো, হাতে একটুকরো কাপড়। আর সেই কাপড়েই বন্দি করেন কল্পনার জগৎখানা।
বিশদ

01st  May, 2021
একনজরে
পাঁচ বছর পর উদ্ধার হল ঘরছাড়া কিশোরী। দালালচক্রের হাত থেকে তাঁকে রক্ষা করেছে পুলিস। ঘটনায় আব্দুল দিশান মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে চুঁচুড়া থানার ব্যান্ডেলের একটি বাড়ি থেকে ১৭ বছরের ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ...

উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলি বার্টি। অস্ট্রেলিয়ার এই তারকা শনিবার ফাইনালে ৬-৩, ৬-৭ (৪), ৬-৩ সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে। ...

দোকানে হালখাতা সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক স্বর্ণ ব্যবসায়ীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওরে। ...

দলীয় কর্মীর গালে চড় মেরে বিতর্কে জড়ালেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। ঘটনাটি সকলের সামনেই ঘটে। একাধিক ক্যামেরাতেও তা বন্দি হয়। পরে সাংবাদিকদের ভিডিওটি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নানা সুযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জনসংখ্যা দিবস
১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১: মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করল লাল ফৌজ
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৫৬: সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
১৯৬২: প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হল
১৯৬৭: সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
১৯৭২: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হল
১৯৭৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়।
২০০৬: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯জনের মৃত্যু
২০১২: আবিষ্কার হল প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৮৯ টাকা ৭৫.৬১ টাকা
পাউন্ড ১০১.২৩ টাকা ১০৪.৭২ টাকা
ইউরো ৮৬.৯৩ টাকা ৯০.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
10th  July, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭০০
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২০০
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯০০
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ ৬/৫১ দিবা ৭/৪৮। পুষ্যা নক্ষত্র ৫৩/১৭ রাত্রি ২/২২। সূর্যোদয় ৫/৩/১, সূর্যাস্ত ৬/২০/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৯ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৭/৪৬ মধ্যে পুনঃ ১০/৩৮ গতে ১২/৪৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/২১ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/২২ মধ্যে। 
২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ দিবা ৬/৫৮। পুষ্যা নক্ষত্র রাত্রি ২/১৭। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৬/৫১ গতে ৯/২৯ মধ্যে ও ১২/৪৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/৪৭ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে। বারবেলা ১০/৩ গতে ১/২৩ মধ্যে। কালরাত্রি ১/৩ গতে ২/২৩ মধ্যে। 
৩০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাজ্যে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমূখী, কমছে মৃত্যুর সংখ্যাও
গতকালের তুলনায় রাজ্যে আরও বেশ কিছুটা কমল করোনায় দৈনিক সংক্রমণ ...বিশদ

07:36:19 PM

মহিষাদলে শুরু লেত উৎসব
শুক্রবার বিকেলে মহিষাদলে শুরু হল রথের নেত্রদান বা লেত উৎসব। ...বিশদ

05:49:11 PM

তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ গ্রেপ্তার ১
তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ একটি নৌকা বাজেয়াপ্ত। ঘটনায় ...বিশদ

05:44:15 PM

পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি, মাথাভাঙায় তৃণমূলের প্রতিবাদ  মিছিল
মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব ...বিশদ

04:15:00 PM

কোভিড বিধি ভঙ্গ করায় আলিপুরদুয়ারে গ্রেপ্তার ৪ ব্যবসায়ী

04:01:25 PM

শহরে প্যাঙ্গোলিনের আঁশ ও নখ সহ গ্রেপ্তার ২
কলকাতায় একটি বাস থেকে উদ্ধার প্যাঙ্গোলিনের আঁশ ও নখ। ঘটনাস্থল ...বিশদ

03:53:36 PM