Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

পঁচিশের প্রার্থনা
হারাধন চৌধুরী

বিদায় নিল আরও একটি বছর, ২০২৪। আজ, নতুন সালে পা রেখে আমরা বুঝে নিতে চাই—বিদায়ী বছরে কী পেয়েছি আর কী হারিয়েছি এবং আরও কী কী নিতে পারতাম তার ঝুলি থেকে কিন্তু নিতে পারিনি।
প্রথমেই মনে আসে তিনটি উল্লেখযোগ্য নাম—বুদ্ধদেব ভট্টাচার্য, রতন টাটা ও মনমোহন সিং। তাঁদের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। গত পাঁচমাসের ভিতরে তাঁরা একে একে প্রয়াত হয়েছেন। রাজনীতি-প্রশাসন এবং শিল্প-বাণিজ্য জগৎ তাঁদের শূন্যতা বহুকাল অনুভব করবে। এছাড়া দেশজুড়ে ঘটে গিয়েছে অজস্র ঘটনা, দুর্ঘটনা। তাতে অসংখ্য সহনাগরিককে হারাতে হয়েছে আমাদের। বন্ধুত্ব বৃদ্ধির জায়গাতেও ২০২৪ সাল আমাদের হতাশ করেছে। ঐতিহাসিকভাবে একাধিক বন্ধু দেশ বিরূপ হয়েছে আমাদের প্রতি। এত এত ক্ষয়ক্ষতির সবটাই ‘গ্রহের ফের’ ছিল না, বেশিরভাগের জন্য আমাদের ভুল, অপরাগতা কিংবা ব্যর্থতাকেই দায়ী করা চলে। 
তবে প্রাপ্তির ভাঁড়ারও ছোট নয়। ভারতের বহু কৃতীসন্তান দেশে-বিদেশে প্রতিষ্ঠা পেয়েছেন। তাতে ভারতের সুনাম বৃদ্ধি হয়েছে অনেক। বিজ্ঞানের নানা ক্ষেত্রে ভারতের দুর্দান্ত অগ্রগতি চিহ্নিত হয়েছে। তার মধ্যে অবশ্যই রাখতে হবে মহাকাশ বিজ্ঞানকে। ইসরোর হাত ধরে মহাকাশ বিজ্ঞানে ভারত ইতিহাস সৃষ্টি করেছিল ২০২৩-এ। চন্দ্রযান-৩-এর সফল অভিযানের মাধ্যমে চাঁদের কুমেরু অঞ্চলে ভারতই প্রথম পা রাখতে পেরেছে। একইসঙ্গে চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশের (রাশিয়া, আমেরিকা ও চীনের পরেই) স্বীকৃতি পেয়েছি আমরা। এই সাফল্যকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০২৪-এ ব্রতী ছিলেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। ইসরোর পাইপলাইন প্রজেক্টগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ‘গগনযান’। ২০১৮ সালে স্বাধীনতা দিবসে ‘গগনযান-২০২২’ প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রেক্ষিতে ইসরো জানিয়েছিল, তিনজন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে ২০২২ সালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওই মহাকাশযান ছাড়া হবে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিমি উপরে পৃথিবীর কক্ষপথে মহাকাশচারীরা অবস্থান করবেন তিনদিন। অবশেষে সমুদ্র উপকূলের কোনও স্থানে তাঁদের নিরাপদ অবতরণের ব্যবস্থা করা হবে। প্রকল্পটি সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ভারতই নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে নভশ্চর প্রেরণকারী চতুর্থ দেশের স্বীকৃতি পাবে। কিন্তু প্রযুক্তি বিষয়ক অত্যন্ত কঠিন এই চ্যালেঞ্জে ভারত এখনও চূড়ান্তভাবে সফল হয়নি। নিষ্ঠাবান ভারতীয় বিজ্ঞানীরা তাঁদের সাধনায় অবিচল। আশা করা যায়, এই গর্বের প্রকল্পে ভারত ২০২৫-এ আরও অনেকটাই অগ্রসর হতে পারবে। 
পশ্চিমে পাকিস্তান, পুবে বাংলাদেশ। এছাড়া আশপাশে আছে আফগানিস্তান, মালদ্বীপ, মায়ানমার, শ্রীলঙ্কা ও নেপালের মতো নানা মাপের দেশ। বস্তুত এই প্রতিবেশী দেশগুলির কোনোটিতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত নয়। সর্বক্ষণের গদির লড়াই এমন কদর্য হয়ে আছে যে দেশগুলির নাগরিকরা জানে না, পরদিন সকালে ঘুম থেকে উঠে কার হুকুম তামিল করতে বাধ্য হবে তারা। কবে কার গলা কাটা যাবে, এই ভয় নিয়েই রাতে ঘুমোতে যায় অনেকে। এরকম এক ভয়াবহ পরিবেশ পরিস্থিতির মধ্যেও ২০২৪-এ আমরা দেশে নতুন নির্বাচিত সরকার পেয়েছি। নিশ্চয় আরও ভালো মানের সরকারের প্রত্যাশা অনেকের ছিল, কিন্তু যা পেয়েছি তাকে ছোট‍ করে দেখার সুযোগ নেই। 
নরেন্দ্র মোদির নেতৃত্বে এটা তৃতীয় এনডিএ সরকার। প্রথম দুটি সরকারে বিজেপি ছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। তাদের গুরুঠাকুর হল আরএসএস। ওই হিন্দুত্ববাদী সংগঠনের এজেন্ডা পূরণ করতে নেমেই গত এক দশকে মোদি সরকার অনেক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। তার জন্য দেশকে যা মূল্য দিতে হয়েছে তা অপরিমেয়। বিশেষ করে নষ্ট হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বেড়েছে ধনবৈষম্য ও রাজনৈতিক দুর্নীতি। অযোধ্যায় রামমন্দির আন্দোলন দিয়েই জাতীয় রাজনীতিতে প্রথম নজর কেড়েছিল বিজেপি। পরবর্তী ইতিহাস অনেক অশান্তির ও সুদীর্ঘ এবং তা সকলেরই জানা। গত ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠাসহ অযোধ্যায় মন্দিরের উদ্বোধন করেন মোদি স্বয়ং। তার কয়েকমাসের মধ্যে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি এবং মোদিকে রামমন্দির কোনও ডিভিডেন্ড দেয়নি। উল্টে কেন্দ্রে শক্তিক্ষয় হয়েছে বিজেপির। ২০২৪-এ হ্যাটট্রিক করেও মন খারাপ মোদির, কেননা, এবার তাঁর সরকারের ভাগ্য সমর্পিত তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেড সুপ্রিমো নীতীশ কুমারের হাতে। 
তবুও কি ক্ষান্ত হবে উগ্র হিন্দুত্ববাদীরা? ভারতের একজনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যত্রতত্র মসজিদের নীচে হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেতে চায় না। এবার অন্তত বন্ধ হোক সম্ভল কাণ্ড। আর চাই না এখলাক, বিলকিস বা সিদ্দিক কাপ্পানের জীবনে নেমে আসা একটিও দুর্ভাগ্য। ভক্তি হল ভিতরের সত্য। তাহলে রামভক্তি প্রদর্শনের নামে যাকে তাকে পাকড়ে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হবে কেন? এতে যে ভগবান রামচন্দ্রকেই ছোট করছে মূর্খরা! কঠোর প্রশাসনের নামে বুলডোজ নীতি এবং এনকাউন্টাররাজেরও আশু অবসান কাম্য। পঁচিশে পৌঁছে গিয়েছেন—মোদিই প্রতিজ্ঞা করুন, চমক সৃষ্টির নেশা ছেড়ে তিনি সুষ্ঠু ও স্বাভাবিক প্রশাসন উপহার দেবেন আমাদের। দল এবং সরকারের মাথা তিনি। মাথা ঠিক কাজ করলে বাকি অঙ্গ-প্রত্যঙ্গও স্বাভাবিক কাজ করবে বলেই ধরে নেওয়া যায়। 
মোদি ক্ষমতাসীন হয়েছেন সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে। সংবিধানে একনায়কতন্ত্রের কোনও স্বীকৃতি নেই। কিন্তু মোদি শুরু থেকেই নিজেকে একনায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া। আর তাঁর এই অন্যায় স্বপ্নের বলি হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। সিঙ্গল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন তত্ত্বের আমদানি এই অগণতান্ত্রিক চিন্তার সূত্রেই। মোদির এই তুঘলকিপনার সবচেয়ে বড় শিকারের নাম পশ্চিমবঙ্গ। ১০০ দিনের কাজ এবং গরিবের জন্য পাকাবাড়ি তৈরির প্রকল্পে বাংলার লক্ষ লক্ষ গরিব পরিবার টানা বঞ্চনার শিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি সরকারকে বিপাকে ফেলতেই এই অন্যায় রাজনীতি। এমনকী, বাংলাকে টুকরো করার খেলাতেও মেতে রয়েছে বিজেপি এবং মোদি সরকার। তাদের এই বোধ কেন হচ্ছে না যে পশ্চিমঙ্গের অখণ্ডতার প্রশ্নে সবাই এককাট্টা? বিজেপি সত্যিই যদি এখানে রাজনীতি করতে চায় তবে বাংলার অখণ্ডতা মেনে নিয়েই তাকে তা করতে হবে। 
২০২৪-এই বাংলাদেশে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। সেখানে বহাল এখন অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার। সব মিলিয়ে কয়েকমাস যাবৎ এক নারকীয় অস্থিরতা গ্রাস করেছে দেশটিকে। পঁচিশের অ্যতম প্রার্থনা বাংলাদেশে গণতন্ত্র। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই ওপার বাংলায়। আগামী নির্বাচনে ওদেশের প্রধান রাজনৈতিক দলগুলির সর্বতোঅংশগ্রহণ জরুরি। কোনও কৌশলে একটিও প্রধান রাজনৈতিক শক্তিকে এড়িয়ে নির্বাচন অনুষ্ঠান প্রহসন বলেই নিন্দিত হবে। এটি আর একান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। এর সঙ্গে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গসহ দেশের সমগ্র পূর্বাঞ্চলের সম্পর্কটি প্রত্যক্ষ। কারণ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেরি হলে সেখানে পাক মদতপুষ্ট উগ্র মুসলিম মৌলবাদী এবং স্বৈরতান্ত্রিক শক্তি অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাতে আরও বিপন্ন হতে পারে সে-দেশের হিন্দুসহ সমস্ত সংখ্যালঘু শ্রেণি। বাংলাদেশে ও পাকিস্তানে হিন্দুসহ সংখ্যালঘু জনতার বিপন্নতার কী প্রভাব বৃহৎ প্রতিবেশী ভারতের উপর পড়ে, তা আমরা জানি এবং এ এক ঐতিহাসিক সত্য। 
শান্তি ফিরুক সুন্দর মণিপুরে এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে। শত্রু নয়, বন্ধুবৃদ্ধি হোক ভারতের, বিশেষ করে চারধারে প্রতিবেশী মহলে বা দক্ষিণ এশিয়ায়। নিছক সংখ্যায় বৃদ্ধি যে কাজের কাজ কিছু নয়, জনসংখ্যায় ‘বিশ্বকাপ’ পেয়েই মালুম হয়েছে আমাদের। অলিম্পিক, বিশ্বকাপ ফুটবল প্রভৃতি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় এই বৃদ্ধি কোনও কাজে আসেনি। আমাদের আগামীর সাধনায় গুরুত্ব পাক বেকারত্ব, দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্তি এবং মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধি। ক্ষুধা, সুখ, স্বচ্ছতা, মিডিয়ার স্বাধীনতা, গণতন্ত্রের মান প্রভৃতি প্রশ্নেও ধারাবাহিক লজ্জা দূর হয় যেন আমাদের। সব রাজ্যের এবং দেশের উন্নয়নের প্রশ্নে পার্টিগুলি যেন সংকীর্ণ দলাদলির ঊর্ধ্বে ওঠার বেনজির দৃষ্টান্ত রাখতে পারে এবার। অতল থেকে উঠে আসার ব্যাপারে দেশকে আরও সুন্দর দিশা দেখাতে পারে যেন আমাদের সকলের প্রিয় বাংলা। পঁচিশের একান্ত প্রার্থনা—সুন্দর বাংলার সঙ্গে অগ্রণী ভারত এবং প্রতিবেশ, সব মিলিয়ে এক বাসযোগ্য পৃথিবী।
01st  January, 2025
হিন্দুত্ব প্রজেক্ট এবং ভারত-ব্র্যান্ডের ক্ষতি
সমৃদ্ধ দত্ত

দেওয়ালজুড়ে সাজানো হয়েছিল লাল রঙের লাভ সাইন আকৃতির বেলুন। শিশু ও বালক বালিকার দল নিজেদের মতো করে এঁকেছিল যিশুর ছবি। সকলেই পরেছিল সান্টাক্লজের লাল সাদা পোশাক। দিদিমণি এবং বাচ্চারা মিলে গা‌ই঩ছিল ক্রিসমাস ক্যারল। বিশদ

রাশিয়ার মসনদে পুতিনের ২৫ বছর
মৃণালকান্তি দাস

সময়টা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন হঠাৎ তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘নতুন রাজনীতিবিদ, নতুন মুখ আর বুদ্ধিদীপ্ত, প্রাণচঞ্চল ও শক্তিশালী নতুন ব্যক্তিদের নেতৃত্বে রাশিয়াকে নতুন শতকে পা রাখতে হবে।’ বিশদ

09th  January, 2025
মোদির পর কে? নিঃশব্দ যুদ্ধ অমিত ও যোগীর
সন্দীপন বিশ্বাস

ডি এল রায়ের ‘সাজাহান’ নাটকে ঔরংজীব যখন ভাইদের হত্যা করে সিংহাসন দখল করলেন, তখনই তাঁর সেই প্রাপ্তির মধ্যেও জেগে উঠল ভয়ঙ্কর এক আতঙ্ক। ঘুমের মধ্যেও যেন তিনি আঁৎকে ওঠেন। বলেন, ‘কে তোমরা? জ্যোতির্ময়ী ধূমশিখার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। বিশদ

08th  January, 2025
বিশ্বাসের পূর্ণকুম্ভে পরীক্ষা হিন্দুত্ব রাজনীতির
শান্তনু দত্তগুপ্ত

চারদিকে শুধুই আখড়া। ছোট, বড়, মাঝারি... পাশ দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে না। থমকে দাঁড়াতেই হবে। শৈব, বৈষ্ণব, শাক্ত... কিছুতেই যে আলাদা করা যায় না! ওই তো কানে আসছে ভজন। আর একটু এগোলে রামচরিতমানস পাঠ শোনা যাবে। আর ভেসে আসবে বেদগান। বিশদ

07th  January, 2025
পরিবর্তনের বীজ বপন মনমোহনেরই হাতে
পি চিদম্বরম

গত ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার চলে গেলেন ডঃ মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৯১ সালের ২১ জুন তিনি অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। সেদিনই তাঁর সঙ্গে আমার যোগাযোগের শুরু। তাঁর প্রয়াণের সঙ্গেই অবসান ঘটল আমাদের মধ্যে সেই সুসম্পর্কের।
বিশদ

06th  January, 2025
বাংলাকে ঘিরে সাম্প্রদায়িক চক্রান্ত বন্ধ হোক!
হিমাংশু সিংহ

‘দুনিয়ার হিন্দু এক হও...।’ বাংলাদেশ ইস্যুতে ফায়দা লুটতে আওয়াজ তুলছেন হতাশ দলবদলু নেতা। বঙ্গ বিজেপি’র যেরকম দিশাহারা অবস্থা, তাতে আর কী-বা করার আছে তাঁর। এই স্লোগান হিন্দু ধর্মের স্বার্থে না ঢাল তরোয়াল ছাড়া ভোট বৈতরণী পার করার বাধ্যবাধকতায়? বিশদ

05th  January, 2025
বিজেপির সদস্যতা অভিযান আসলে জুমলা
তন্ময় মল্লিক

আগে জামাকাপড় কেনাকাটার উপর বছরে একবারই ছাড় দেওয়া হতো। বাংলায় যার নাম ‘চৈত্র সেল’। বিক্রি না হওয়া মালপত্রের সদ্‌গতি করাই ছিল লক্ষ্য। বহু মানুষ চৈত্র সেলের অপেক্ষায় থাকত। কিন্তু এখন? মলে, বড় বড় দোকানে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় সারা বছরই ‘অফার’ দেওয়া হয়। বিশদ

04th  January, 2025
নতুন বছরে বঙ্গীয় বাবুসমাজ আত্মসমীক্ষা করুক
সমৃদ্ধ দত্ত

বঙ্গীয় বাবুসমাজের সবথেকে বড় গর্ব হল, ‘আই নো অল’ মনোভাব। তাদের নিশ্চিত বিশ্বাস যে, তারা সব জানে। বাবুসমাজের প্রিয় শখ হল কারণে অকারণে অন্যদের অসম্মান ও অপমান করা। কারণ তাদের ধারণা অপমান করলেই জয়ী হওয়া যায়। বিশদ

03rd  January, 2025
বাংলাদেশে মৌলবাদের ভয়ঙ্কর বিস্তার
মৃণালকান্তি দাস

হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মৌলবাদের ভয়ঙ্কর বিস্তার টের পেয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল সাহেব বলেছিলেন, ‘বাংলাদেশে কোনও মৌলবাদী শক্তির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষের শক্তির উপর আস্থা রাখি।’ বিশদ

02nd  January, 2025
লোকশিক্ষক রামকৃষ্ণ সদাই কল্পতরু
অতূণ বন্দ্যোপাধ্যায়

একটু খোলামেলা জায়গায় রোগীকে রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তার  সরকার। সেই মতো বাড়ি খোঁজা শুরু হল।  রামচন্দ্র দত্ত কাশীপুর নিবাসী মহিমাচরণ চক্রবর্তীর সাহায্যে খুঁজে পেলেন একটি বাগানবাড়ি। রানি কাত্যায়নীর জামাই গোপাল চন্দ্র ঘোষের বাড়ি। বিশদ

01st  January, 2025
জিএসটি জেনে কী হবে? পপকর্ন খান
শান্তনু দত্তগুপ্ত

আপনি কি এর মধ্যে পপকর্ন খেয়েছেন? খেলেই কিন্তু হল না। বলতে হবে, কোথায় খেয়েছেন। বাড়িতে? নাকি সিনেমা হলে? মাল্টিপ্লেক্স বা সিনেমা হলে খেলে বলুন, কীভাবে কিনেছেন। টিকিটের সঙ্গে? নাকি ইন্টারভ্যালের সময় বেরিয়ে, আলাদাভাবে? বিশদ

31st  December, 2024
সংবিধান বদলের অন্যায্য উদ্যোগ

এবারের লোকসভা নির্বাচনের অব্যবহিত পরে আমার একটি অনুমানের কথা জানিয়েছিলাম যে, বিজেপির নেতৃত্বে এবারের কেন্দ্রীয় সরকারও তার আগের দু’দফার কায়দাতেই দেশ পরিচালনা করে যাবে। লোকসভায় বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবার পায়নি।
বিশদ

30th  December, 2024
একনজরে
ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের তরজা। আর সেই বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে কার্যত ভর্ৎসনার মুখে পড়তে হল। অবশেষে তিনি মামলাটি প্রত্যাহার করতে একরকম বাধ্য হয়েছেন।  ...

অগ্নিকাণ্ডের পর সিউড়ি বড়চাতুরী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মূল ভবনে তালা পড়েছে। অন্য একটি ভবনে চালু রয়েছে শুধু জরুরি বিভাগ ও আউটডোর পরিষেবা। প্রসূতি মায়েদের ডেলিভারিও এই হাসপাতালে বন্ধ রয়েছে। ...

কোচবিহার মেডিক্যালে চলছে হবু ডাক্তারদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা। নকলের অভিনব পথ খুঁজছেন তাঁদের একাংশ! নকলের জন্য এসির ডাক্ট পাইপ ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষার আগে মহারাজ জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজের একটি ঘরের এসির ডাক্ট পাইপের ভিতর থেকে নকল বের করা হয়। ...

কড়া নিরাপত্তার চাদরে মোড়া ভোপাল সেন্ট্রাল জেল। তারপরও জেল চত্বরে উড়ল ‘মেড ইন চায়না’ ড্রোন। নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে কীভাবে ঢুকল সেই ড্রোন? সেই প্রশ্নই এখন প্রশাসনিক আধিকারিকদের কপালে ভাঁজ ফেলেছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬১৬ - রাজদূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন
১৬৪২ - রাজা প্রথম চার্লস সপরিবারে লন্ডন থেকে অক্সফোর্ডে পালিয়ে যান
১৬৯৩- কলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নকের মৃত্যু
১৮৩৯- ভারত থেকে প্রথম চা রপ্তানি হল ব্রিটেনে
১৮৬২ - পিস্তল আবিষ্কারক স্যামুয়েল কোল্টের মৃত্যু
১৮৬৩ - লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়
১৮৮০ – হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীতজ্ঞ তথা বিষ্ণুপুর ঘরানার শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০১ – বিশিষ্ট সরোদ শিল্পী তিমিরবরণ ভট্টাচার্যের জন্ম
১৯০৮ - বিশিষ্ট  সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায়ের (যিনি যাযাবর ছদ্মনামে সুপরিচিত) জন্ম
১৯১১ - জাতীয়তাবাদী সাংবাদিক, সাহিত্যিক ও নাট্য রচয়িতা শিশির কুমার ঘোষের মৃত্যু
১৯২৪ - অভিনেতা ও সঙ্গীতশিল্পী সবিতাব্রত দত্তের জন্ম
১৯৩০ - কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার  বাসু চ্যাটার্জীর জন্ম
১৯৫০ - বিশিষ্ট সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর জন্ম 
১৯৬৮ - চাঁদে মহাশূন্য যানের পদাপর্ণ এবং পৃথিবীতে ছবি প্রেরণ শুরু হয়
১৯৬৮ - "জাপান-বন্ধু ভারতীয়" নামে সুপরিচিত বিশিষ্ট আইনজ্ঞ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রাধাবিনোদ পালের মৃত্যু 
১৯৭২ - পাকিস্তানে বন্দীদশা থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন
১৯৭৪- অভিনেতা হৃত্বিক রোশনের জন্ম
১৯৮২ - সঙ্গীত পরিচালক, গীতিকার ও সঙ্গীতশিল্পী সুধীন দাশগুপ্তর মৃত্যু
২০২০ - দশকের প্রথম 'উল্ফ মুন এক্লিপ্স' দেখা যায়
২০২৪ - ভারতে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ কার্যকরী হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.১০ টাকা ৮৬.৮৪ টাকা
পাউন্ড ১০৪.৪১ টাকা ১০৮.১১ টাকা
ইউরো ৮৭.০৫ টাকা ৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৩০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ পৌষ, ১৪৩১, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫। একাদশী ৯/৫৩, দিবা ১০/২০। কৃত্তিকা নক্ষত্র ১৮/২৮ দিবা ১/৪৬। সূর্যোদয় ৬/২২/৪৯, সূর্যাস্ত ৫/৫/২৯। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ৯/৫৭ মধ্যে পুনঃ ১২/৬ গতে ২/৫৭ মধ্যে পুনঃ ৩/৪০ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৮ গতে ৯/৩১ মধ্যে পুনঃ ১২/১০ গতে ৩/৪৩ মধ্যে পুনঃ ৪/৩৬ গতে উদয়াবধি। বারবেলা ৯/৩ গতে ১১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/২৫ গতে ১০/৪ মধ্যে।
২৫ পৌষ, ১৪৩১, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫। একাদশী দিবা ৯/৩৮। কৃত্তিকা নক্ষত্র দিবা ১/৩৬। সূর্যোদয় ৬/২৫, সূর্যাস্ত ৫/৫। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে ও ৭/৪৯ গতে ৯/৫৭ মধ্যে ও ১২/৫ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৩৮ গতে ৫/৫ মধ্যে এবং রাত্রি ৫/৫৬ গতে ৯/৩০ মধ্যে ও ১২/৩০ গতে ৩/৪৪ মধ্যে ও ৪/৩৭ গতে ৬/২৫ মধ্যে। বারবেলা ৯/৫ গতে ১১/৪৫ মধ্যে। কালরাত্রি ৮/২৫ গতে ১০/৫ মধ্যে।
৯ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
পূর্ণকুম্ভ ২০২৫: প্রয়াগরাজে অনুষ্ঠিত হল মাসান হোলি

10:50:00 PM

দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

10:27:00 PM

অসমে কয়লা খনিতে এখনও চলছে উদ্ধারকাজ

09:48:00 PM

আইএসএল: ম্যাচ ড্র, নর্থ ইস্ট ১-পাঞ্জাব এফসি ১

09:38:00 PM

আইএসএল: নর্থ ইস্ট ১-পাঞ্জাব এফসি ১ (৮৪ মিনিট)

09:13:00 PM

১২ এবং ১৯ জানুয়ারি এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো বন্ধ
আগামী ১২ ও ১৯ জানুয়ারি গঙ্গাবক্ষের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ...বিশদ

09:03:12 PM