কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
দোকান মালিক জানান, আগের দিন রাত ৮টা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। রাতে দুষ্কৃতীরা শাটার এবং ভিতরের দরজার তালা ভেঙে দোকানে ঢুকেছে। তারা আলমারি ভেঙে সোনা ও রুপোর গয়না চুরি করে পালিয়ে গিয়েছে। তিনি বলেন, দোকানের ভিতরে ও বাইরে দু’টি সিসি ক্যামেরা থাকলেও দুষ্কৃতীরা সেগুলি ভেঙে দিয়েছে। অনুপবাবুর দাবি, চুরি যাওয়া অলঙ্কারের আনুমানিক দু’লক্ষ টাকা। উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব বলেন, দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। নিজস্ব চিত্র