কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
বনগাঁ মহকুমায় প্রায় ৯২ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। যার মধ্যে ২০ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। বুধবার আংরাইল সীমান্ত পরিদর্শনে যান বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। সীমান্ত ঘুরে তিনি দাবি করেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে না দেওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করা যাচ্ছে না। তবে বাসিন্দাদের অনেকেরই দাবি, প্রায় দু’বছর আগে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। অনেকে টাকা পেয়েও গিয়েছেন। আংরাইল সীমান্তে বেশ কয়েক শতক জমি রয়েছে অভিষেক মণ্ডলের। তিনি বলেন, দু’বছর আগে প্রায় ৬৬ শতক জমি সরকার অধিগ্রহণ করেছে। জমির প্রাপ্য টাকাও পেয়েছেন তিনি। তাঁর দাবি দ্রুত কাজ শুরু হোক।
আংরাইলের বাসিন্দা অলোককুমার মণ্ডল বলেন, তাঁর প্রায় ২৫ শতক জমি সরকার অধিগ্রহণ করেছে। বছরখানেক আগে জমির টাকা পেয়েছি। কিন্তু এখনও সেই জমি চিহ্নিত হয়নি। কাঁটাতারের বেড়া না হলে বুঝতে পারছি না, কতটা জমি অবশিষ্ট থাকবে। বাসিন্দারা চাইছেন, দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া হোক। তাঁদের অভিযোগ, বেড়া না থাকায় বিএসএফ রাস্তার উপর পাহারা দেয়। ফলে বিএসএফের অনুমতি নিয়ে জমিতে চাষ করতে যেতে হয়। বিভিন্ন সময় নানা সমস্যায় পড়তে হয় তাঁদের। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হলে জমিতে যেতে বিএসএফের অনুমতি লাগবে না।