Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও। যে কেপটাউনে একসময় গৃহস্থালির ব্যবহারে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার জল খরচ হতো, তা কমিয়ে ২৫ কোটি লিটারের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তাতে কি বিপর্যয় ঠেকানো যায়? শুধু কেপটাউন নয়, জলসঙ্কট আজ গোটা বিশ্বে এতটাই ভয়াবহ যে, অদূর ভবিষ্যতে এই জলের জন্যই না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়!
জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে ২০১৮-র আগের তিন বছর কেপটাউন-সহ গোটা পশ্চিম কেপ প্রদেশে বৃষ্টি হয়েছিল নামমাত্র। শহরবাসীর দৈনন্দিন চাহিদা মেটানো ও ক্রমবর্ধমান নগরায়নের ফলে ২০১৮-র জানুয়ারি মাসে এসে বোঝা গিয়েছিল, জলের ভাঁড়ারে রীতিমতো টান পড়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে কেপটাউন পুরসভা ঘোষণা করে, তিন মাস পরে কেপ টাউনবাসীকে তারা আর জল সরবরাহ করতে পারবে না। ১২ মে, ২০১৮ দিনটিকে চিহ্নিত করা হয়েছিল ‘ডে-জিরো’ হিসেবে। অর্থাৎ ওই দিনের পরে শহরের কোনও কল থেকে আর জল পড়বে না। গোটা বিশ্ব এই খবরে স্তব্ধ, কেপটাউনবাসী বিভ্রান্ত ও সন্ত্রস্ত— এর পরে কী হবে?
পুরসভা হিসেব করে বলেছিল, প্রত্যেক শহরবাসীকে দৈনিক জলের ব্যবহার ৫০ লিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তার মধ্যে পুরসভা থেকে মিলবে ২৫ লিটার পর্যন্ত। একটা গাইডলাইন বানানো হয়েছিল জনগণের সুবিধার্থে। এই গাইডলাইন পোস্টারের আকারে ছড়িয়ে পড়েছিল রাস্তাঘাট, স্কুল-কলেজ, অফিস, দোকানপাট, শপিংমল সর্বত্র। প্রতি ১০-১৫ মিনিট অন্তর এফএম রেডিও, টেলিভিশনে সচেতনতা-প্রচার। এগিয়ে এসেছিল যুবসমাজ। ছড়িয়ে দিয়েছিল নতুন ট্যাগলাইন: #ওয়াটারওয়াইজ। জলজ্ঞানী। কে কীভাবে ‘জলজ্ঞানী’ হয়ে কতটা জল বাঁচাতে পারে, সেই সব ধ্যান-ধারণা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিশ্চিত আপনি ভাবছেন, এ তো কেপটাউনের গল্প। এসব জেনে লাভ কী?
যাঁরা এই প্রশ্ন তুলে জলসঙ্কটকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাঁদের ভয়াবহ ভবিষ্যতের কথা শুনিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব জিওগ্রাফি’। চলতি বছরে তাদের গবেষণাপত্রে দাবি করেছে, প্রবল গরম ও খরার মুখোমুখি হতে চলেছে বিশ্বের ৯০ শতাংশ জনসংখ্যা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘নেচার সাসটেনেবিলিটি’ পত্রিকায়। জলহাওয়া বিচার করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রবল গরমে স্থলভাগে জলসঙ্কট দেখা দেবে। অর্থাৎ জমিতে জলের ভাগ কমবে। খরা তৈরি হবে অবধারিতভাবে। অক্সফোর্ডের গবেষক লুইস স্লেটার জানিয়েছেন, এ ভাবে চললে সমাজের জন্য তা বিপজ্জনক। প্রভাব পড়বে বাস্তুতন্ত্রে। ধাক্কা খাবে অর্থনীতি। এবং শেষে তৈরি হবে সামাজিক বৈষম্য। গরিব মানুষ আরও গরিব হবেন। গ্রামীণ এলাকাগুলিতে ক্ষতি হবে বেশি। শুধু তাই-ই নয়, জলসঙ্কট ‘কার্বন সিঙ্ক’-এর ক্ষমতা হ্রাস করবে। ‘কার্বন সিঙ্ক’ হল অরণ্য, সমুদ্র বা অন্যান্য প্রাকৃতিক পরিবেশ, যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারে। ফলে সে দিক থেকেও পৃথিবীর বাতাসে বিপদ ঘনাবে।
বিশ্বব্যাঙ্কের রিপোর্টও বলছে, আগামী কয়েক দশকে ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহ এত তীব্র হয়ে উঠবে যে কার্যত ধ্বংসের সম্মুখীন হবে নাগরিক জীবন। তাপমাত্রা সহনশীলতার সীমা ছাড়ানোর ফলে এক একটি জনবহুল এলাকা হয়ে পড়বে বসবাসের অযোগ্য। ‘ক্লাইমেট ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন ইন্ডিয়াজ কুলিং সেক্টর’ শীর্ষক ওই রিপোর্টে বলা হয়েছে পরিবেশের উষ্ণায়ন ও তাপপ্রবাহের ফলে বৈষম্য থেকে বিপুল জীবনহানির আশঙ্কা রয়েছে। ভারতের কিছু এলাকায় তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছতে পারে যেখানে কোনওভাবেই আর মানিয়ে নিতে পারবে না মানুষ। পাশাপাশি, তীব্র খরা পরিস্থিতির আশঙ্কাও রয়েছে পুরো মাত্রায়। এখানেই শেষ নয়! খোদ ভারতের নীতি আয়োগের এক রিপোর্টে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে ২১টি ভারতীয় শহরে ভূগর্ভস্থ জলের ভাণ্ডার শেষ হয়ে যাবে। যার মধ্যে রয়েছে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে অন্তত ১০ কোটি মানুষ। ২০৩০-এ দেশের ৪০ শতাংশ মানুষ পানীয় জলের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
তবু আমরা নির্বিকার! আফ্রিকার দেশগুলিতে ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের টলাতে পারেনি। উষ্ণায়নের কারণে বিশ্বজুড়ে ধ্বংসাত্মক সাইক্লোনের বাড়বাড়ন্ততেও আমরা টলব না বলে স্থির প্রতিজ্ঞ। অভিজ্ঞতা তো অন্তত সেটাই বলে। তবুও আমরা অবাধে গাছ কাটছি। আর প্রকৃতি হারাচ্ছে তার কার্বন শোধনের ফিল্টার। যা বাড়াচ্ছে সমুদ্রের তাপ, গরম হচ্ছে পৃথিবী, গলছে হিমবাহ, বাড়ছে বন্যা এবং ধ্বংস হচ্ছে সম্পদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্লাসগোর পরিবেশ রক্ষা নিয়ে আন্তর্জাতিক বৈঠক কপ ২৬-এ প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, ভারত ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণের ক্ষেত্রে ‘নিট জিরো’ হয়ে উঠবে। এর মোদ্দা কথা, আমরা যা কার্বন নিঃসরণ করব তা সবুজের আচ্ছাদন ফিল্টার করে উঠতে পারবে। এটা করতে কার্বন নিঃসরণ কমাতে হবে, বাড়াতে হবে সবুজের আচ্ছাদন। কিন্তু যে হারে গাছ কাটা এখনও চলছে তাতে এই লক্ষ্যমাত্রা আমরা আদৌ ছুঁতে পারব কি না সন্দেহ। কিন্তু এর তোয়াক্কা করে কে? কারই বা এত সময় আছে? আমরা সবাই জিডিপি-তে বুঁদ। সেনসেক্সে আচ্ছন্ন। আসলে আমরা বাঁচছি আজকের জন্য। কালকের জন্য নয়। আগামীর কথা ভাবার সময় কোথায়? ভারতে ‘সবুজ বিপ্লবের’ জনক এম এস স্বামীনাথনের ভাষায় যা ‘ইকোলজিক্যাল সুইসাইড’!
গত বছরে গরমের মরশুমে তীব্র তাপপ্রবাহে পুড়েছে ইউরোপের বিস্তীর্ণ অংশ। কোথাও নদী পুরোপুরি শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে, তো কোথাও ভয়ঙ্কর দাবানলে পুড়েছে বনাঞ্চল আর তার সংলগ্ন বসতি। সম্প্রতি আবহাওয়া নিয়ে প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক রিপোর্ট বলছে, গত পাঁচশো বছরে এমন ভয়াবহ খরা দেখেনি গোটা মহাদেশ। আগামী কয়েক বছরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আগে থেকেই সতর্ক করে রাখছেন পরিবেশ বিজ্ঞানীরা। কম বৃষ্টিপাতের জন্য ব্যাহত হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। তীব্র দাবদাহের ফলে মানুষের মৃত্যুর ঘটনা বাড়ছে। বহু এলাকায় খরা আর দাবানলের ফলে আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েক হাজার ইউরোপবাসী। খরা পরিস্থিতি তৈরি হয়েছে মূলত ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লুক্সেমবুর্গ, মলডোভা, নেদারল্যান্ডস, সার্বিয়া, পর্তুগাল, ব্রিটেন, স্পেন, রোমানিয়ার মতো দেশে।
আমেরিকার অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ও টেক্সাস টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যৌথ গবেষণা জানাচ্ছে, তাপপ্রবাহের তীব্রতা তো বাড়বেই। তার সঙ্গে এবার বাড়বে ‘হড়পা খরা’ (ফ্ল্যাশ ড্রট)-র ঘটনা, তীব্রতাও। আগের চেয়ে হড়পা খরা আরও ঘন ঘন হবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল-সহ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া আর উত্তর আমেরিকার মধ্যাঞ্চলে। এই গ্রীষ্মে দু’তিন দিনের মধ্যেই মাটি ফেটে চৌচির হয়ে যাবে। ফুটিফাটা মাটিতে কোনও ফসল উৎপাদনই সম্ভব হবে না। ফলে, ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হবে ভারত-সহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মূলত কৃষিনির্ভর দেশগুলির। ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হবে উত্তর আমেরিকার মধ্যাঞ্চলের স্টেটগুলিরও। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার কমিউনিকেশন্স’-এ। হড়পা বান যেমন কোনও দিনক্ষণ মেনে, আগেভাগে ইঙ্গিত দিয়ে হয় না, হড়পা খরাও তেমনই। আগে এই ধরনের খরা বিশ্বের কোথাও নজরে পড়েনি বিজ্ঞানীদের। কিন্তু গত দু’দশক ধরে এই ঘটনা পরিলক্ষিত হচ্ছে। হড়পা খরা খুব চটজলদি হয়। আর তা হয় একেবারেই আকস্মিক ভাবে। পাঁচ থেকে সাত দিনের মধ্যে কোনও বিশাল এলাকার মাটি ফেটে চৌচির হয়ে যায়। সেই মাটিতে আর কোনও ফসলই ফলানো সম্ভব হয় না।
শুধু বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াই নয়, প্রকৃতির ভয়ঙ্কর ধাক্কা এসে লেগেছে রবীন্দ্র সরোবরেও। দক্ষিণ কলকাতার ‘ফুসফুস’ রবীন্দ্র সরোবর আজ বিপন্ন। সরোবরের জলস্তর যেভাবে হু হু করে নামছে, তাতে আশঙ্কিত পরিবেশবিদরা। বর্তমানে সরোবরের একাংশে চর পড়ে ঘাস জন্মেছে। গত এক বছর ধরে তেমন বৃষ্টি না হওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবরের জল এই ভাবে শুকিয়ে গেলে বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার আশঙ্কা। ফুসফুস যদি বিকল হয়, তবে শরীর কি সুস্থ থাকতে পারে? কে কাকে বোঝাবে, অপচয় যথেচ্ছ হলে কুবেরের ভাণ্ডারও নিঃশেষ হয়। কলকাতার জলসঞ্চয়ের অবস্থাও সেই রকম। গত কয়েক বছর ধরে সংবাদে প্রকাশ, কলকাতার ভূগর্ভস্থ জলস্তর উদ্বেগজনক হারে নামছে, এবং প্রস্থে কমছে গঙ্গা। অর্থাৎ, তলে তলে শুকচ্ছে শহর। তীব্র জলসঙ্কট শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। নির্জলা কেপটাউনের মতো কবে ‘ডে-জিরো’ ঘোষণা হবে, তার অপেক্ষায় মহানগরবাসী!
01st  June, 2023
নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
কাশ্মীরে শ্মশানের শান্তি
মৃণালকান্তি দাস

পাক-অধিকৃত কাশ্মীরে মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের অন্যতম শারদাপীঠ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এক সময়ে সেই শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হতো কাশ্মীরের তিতওয়াল গ্রাম থেকে। বিশদ

25th  May, 2023
ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক
সন্দীপন বিশ্বাস

মোদি সরকারের কফিনে প্রথম পেরেকটি মেরে দিল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যটি চূর্ণ বিচূর্ণ করে দিল মোদি ম্যাজিকের শূন্যগর্ভ অহঙ্কার।
বিশদ

24th  May, 2023
রাজনীতি যখন মার্কেটিং
শান্তনু দত্তগুপ্ত

সাবানের বিজ্ঞাপন। আটের দশকের শেষে দূরদর্শনে খেলা বা সিনেমা দেখার ফাঁকে উদয় হতো তার। সেই সময়ের নামজাদা কোনও নায়িকা, তিনি সাবান মাখছেন, আর সুন্দর হয়ে উঠছেন।
বিশদ

23rd  May, 2023
ক্ষমতার কেন্দ্রীকরণকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন
পি চিদম্বরম

বলা হয় যে ‘দুর্ভাগ্য একা আসে না।’ ৭ মে, ২০২৩ থেকে শুরু হওয়া সপ্তাহটি বিজেপির জন্য ছিল নির্দয়। ১১ মে সুপ্রিম কোর্ট দুটি রায় দেয়। দুটিই পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এবং তারা উভয়েই সংবিধানের মূল বিধানগুলি ব্যাখ্যা করেছিলেন।
বিশদ

22nd  May, 2023
মোদি সরকারের তুঘলকি কাণ্ড!
হিমাংশু সিংহ

আবার ধোঁকা, আবার সস্তা চমক। সৌজন্যে বিজেপি সরকার। এবার মাত্র ৬ বছর আগে ছাপানো মোদি জমানারই অসামান্য কীর্তি নতুন ২ হাজার টাকার নোট বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বলে দিল, ওই নোটের নাকি বয়স হয়েছে, মেয়াদ শেষ। তাই সার্কুলেশন থেকেই তুলে নেওয়া হচ্ছে। বিশদ

21st  May, 2023
একনজরে
এগরায় বিস্ফোরণের জেরে সমস্ত জেলায় শুরু হয়েছে বেআইনি বাজি আর বিস্ফোরক ধরার অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। এগুলি নিষ্ক্রিয় করার খরচ চেয়ে বিভিন্ন জেলা থেকেই তালিকা আসছে রাজ্য পুলিস ডিরেক্টরেটে। ...

মার্কিন বায়ুসেনা অ্যাকাডেমির স্নাতকদের সমাবর্তন চলছে। কলোরাডোর সেই মঞ্চে হাজির প্রেসিডেন্ট জো বাইডেন। একে একে স্নাতকরা এসে তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন। সেই সময়েই হঠাৎ ছন্দপতন। ...

হাওড়া ময়দান এলাকায় নতুন শাখা খুলল লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। ভট্টনগর, লিলুয়া, বামনগছি, বেলগাছিয়ার পর এবার হাওড়ার প্রাণকেন্দ্রে নিজেদের শাখা তৈরি করল তারা। এটি লিলুয়া কো-অপারেটিভ ...

রুহ আফজা শরবত প্রস্তুতকারক সংস্থা হামদর্দ ল্যাবরেটরিজ লিমিটেডের অধীন হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন সম্প্রতি অভিযোগ করে, তাদের শরবতের একপ্রকার নকল হচ্ছে। দিল আফজা নাম দিয়ে একটি পণ্য বাজারে এসেছে, যা দেখতে ঐতিহ্যবাহী রুহ আফজার বোতলের মতোই। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সামাজিক কল্যাণকর্মে সামাজিক স্বীকৃতি আর সন্মান। গৃহ পরিবেশে চাপ। আর্থক প্রগতি বজায় থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব সাইকেল দিবস
১৭৮৯: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।
১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম
১৯১৫: ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯১৯: টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর (চট্টোপাধ্যায়) জন্ম
১৯২০: বাংলা সাহিত্যের ইতিহাসবিদ তথা গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: রাজনীতিক এম করুণানিধির জন্ম
১৯৩৬: ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ।
১৯৪৬ : ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।
১৯৪৭ : বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করে।
১৯৫৩: মনোবিদ গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু
১৯৬১:  রথীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: ভাষা বিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
১৯৮৬: টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম
২০১৩: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু
২০১৬: মার্কিন বক্সার মহম্মদ আলির মৃত্যু
২০২০: বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগরের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬৮ টাকা ৮৩.৪২ টাকা
পাউন্ড ১০১.০০ টাকা ১০৪.৪৩ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
02nd  June, 2023
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
02nd  June, 2023

দিন পঞ্জিকা

১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী ১৯/৪৩ দিবা ১২/৪৯। স্বাতী নক্ষত্র ৪/৫৩ দিবা ৬/৫৩। সূর্যোদয় ৪/৫৫/৩০, সূর্যাস্ত ৬/১৩/১৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৪০ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে। 
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী দিবা ১১/৩। স্বাতী নক্ষত্র প্রাতঃ ৫/২৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৬ মধ্যে। 
১২ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মেট্রোয় ঝাঁপ যুগলের, বন্ধ পরিষেবা
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ ...বিশদ

07:26:00 PM

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮

06:35:00 PM

অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? প্রশ্ন অভিষেকের

04:39:07 PM

রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:37:22 PM

এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:34:27 PM

দু'দশকে এত বড় রেল দুর্ঘটনা ঘটেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:30:59 PM