Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক
সন্দীপন বিশ্বাস

মোদি সরকারের কফিনে প্রথম পেরেকটি মেরে দিল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যটি চূর্ণ বিচূর্ণ করে দিল মোদি ম্যাজিকের শূন্যগর্ভ অহঙ্কার। সেই সঙ্গে দক্ষিণ ভারতে সাফ হয়ে গেল বিজেপি। এভাবেই একে একে শূন্যতায় ভরে উঠছে প্রধানমন্ত্রীর সাধের স্বপ্ন। ভেবেছিলেন হিন্দুত্বের মৌলবাদী শক্তি দিয়ে সারা ভারতে উড়িয়ে দেবেন গেরুয়া নিশান। কিন্তু এখন মাত্র কয়েকটা রাজ্যেই টিকে রয়েছে বিজেপি। তাই গেল গেল রব উঠেছে অন্দরে। ঝোড়ো হাওয়ায় মোদিজি পপাত ধরণীতল হওয়ার আশঙ্কার প্রহর গুনছেন। হাতে আর বেশি সময় নেই। ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে ২৪-এর ভোট। ছত্রখান শিবিরের মধ্যে বসে তাই নতুন করে ঘুঁটি সাজানোর পরিকল্পনা শুরু করেছেন মোদিজি অ্যান্ড কোম্পানি। তারই প্রথম পদক্ষেপ হল কিরেন রিজিজুকে সরিয়ে দেওয়া। আগামী দিনে দেশের অর্থনীতির ভেঙে পড়ার দায়ভার নির্মলা সীতারামনের ঘাড়ে চাপিয়ে তাঁকেও সরিয়ে দেওয়া হতে পারে। ২০২৪-এর আগে মোদিজি শুদ্ধকরণ ব্রত পালন করতে শুরু করেছেন। এই ব্রতের লক্ষ্য হল, বাকিরা সব দোষী, আমি ক্লিন। বিজেপি বিশ্বাস করে, মোদিজির এই ক্লিন ভাবটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে, বিজেপি হারবেই। তাই একে একে দলের নেতাদের শূলে চড়ানোর প্ল্যান চলছে। 
তবে কোনও প্ল্যানই কাজ করবে বলে মনে হয় না। কেননা, বিজেপির বাক্সে ভোট আসে একমাত্র মোদিজির মুখ দেখে, সেই মুখের মাহাত্ম্যই যদি  নষ্ট হয়ে যায়, তাহলে প্রোপাগান্ডা করে কোনও লাভ হবে বলে মনে হয় না। কেননা ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক!
সাহিত্যিক সাদাত হাসান মান্টো সেই কবে বলে গিয়েছেন, ‘খালি পেট কা মজহব রোটি হোতা হ্যায়।’ অর্থাৎ ভুখা পেটের একমাত্র ধর্ম হল রুটি। সেই রুটির বদলে মোদিজি ক্ষুধার্ত মানুষের পাতে মন্দির, রাম, হনুমান চালিশা, ঘৃণা, জাতপাত এইসব দিতে চাইলেন। বিজেপি নিজেদের ব্যর্থতাকে জাতিবিদ্বেষের উস্কানি দিয়ে ঢাকতে চাইল। কিন্তু তা হতে পারে না। মানুষ এইসব পলিসিকে প্রত্যাখ্যান করবেনই। সেই প্রত্যাখানের প্রথম প্রহর চলছে। কেননা হিন্দুরাও এই ধর্মবিদ্বেষটা পছন্দ করছেন না। সেটা বুঝিয়ে দিয়েছে হিমাচল প্রদেশ ও কর্ণাটক। আর এখানেই মোদিজির ভয়টা একলাফে অনেকখানি বেড়ে গিয়েছে। হিমাচল প্রদেশে হিন্দু জনসংখ্যা কত? পঁচানব্বই শতাংশ। কর্ণাটকে হিন্দু জনসংখ্যা কত? চুরাশি শতাংশ। তাও বিজেপিকে হারতে হল। হিন্দুত্বের ইস্যু঩কেই ছিঁড়ে ফেলে দিলেন হিন্দুরা। কুশিক্ষার অন্ধ তামসিকতায় ভারতকে ঢেকে ফেলার চক্রান্তকে গণতান্ত্রিক উপায়ে বাতিল করে দেওয়ার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাতেই হয়। 
আরও একটা সত্যকেও নির্মমভাবে বুঝিয়ে দিয়েছে এই নির্বাচন। সেটা হল কর্ণাটক রাজ্যের মানুষ বিশ্বাস করেছেন, সিবিআই, ইডি দিয়ে বিরোধীদের মৃগয়া করার খেলা মোদির পক্ষে অত সহজ হবে না। কেন? তার উত্তর ডি কে শিবকুমার। এবারে কর্ণাটকে কংগ্রেসের বিজয় পতাকা ওড়ানোর অন্যতম কাণ্ডারী তিনি। বিজেপির ড্রামাবাজিটা একটু দেখা যাক। ২০১৭ সালের ২ আগস্ট সাতসকালে শিবকুমারের বাড়িতে ঝাঁপিয়ে পড়লেন আয়কর দপ্তরের অফিসাররা। রাজ্যের ৬৭টি বাড়িতে ৮০ ঘণ্টা ধরে তল্লাশি চালালেন ৩০০ জন অফিসার। অফিসাররা সব মিলিয়ে হিসাব বহির্ভূত ৩০০ কোটি টাকা উদ্ধার করলেন। ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর শিবকুমারকে হিসাব বহির্ভূত অর্থ সংগ্রহ এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল। তিহার জেলে ৫০ দিন কাটানোর পর জামিন পেয়ে বেরিয়ে এসেছিলেন শিবকুমার। মোদি সরকার ভেবেছিল, দুর্নীতির কাদা ছিটিয়ে শক্তিশালী বিরোধী মুখকে লড়াইয়ের ময়দান থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু তা হয়নি। উল্টে শিবকুমার, সিদ্ধারামাইয়ার তাণ্ডবে বিজেপিই মাঠের বাইরে। গেরুয়া বাহিনীর ৩০ জন প্রার্থীর জামানতই বাজেয়াপ্ত হয়েছে। তাহলে ধ্রুবসত্যটা কী দাঁড়াল? রাজ্যের মানুষ বিশ্বাস করেছিলেন, শিবকুমারের গ্রেপ্তার ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ক্ষমতার সুযোগে মোদি সরকার বিরোধীদের পিছনে ইডি, সিবিআই লেলিয়ে অপদস্থ করতে চাইছে, কলঙ্কিত করতে চাইছে। তাই ভোটের বাক্সে মানুষ যোগ্য জবাব দিয়েছেন। ২০১৮-র ভোটে কনকপুরা কেন্দ্রে শিবকুমার জয়ী হয়েছিলেন ৮০ হাজার ভোটে। এবার তিনি জিতেছেন ১ লক্ষ 
২২ হাজার ভোটে। বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থানে থাকলেও তিনি ভোট পেয়েছেন মাত্র ৯.৩ শতাংশ। গণতন্ত্রে এর থেকে যোগ্য ও উপযুক্ত জবাব আর কিছু হতে পারে না। সমস্ত হিংসা, ঘৃণা, উস্কানি, 
ধর্মান্ধতা, বেরোজগারির বিরুদ্ধে আগামী ২০২৪-এ একটাই জবাব হতে পারে, সেটা হল কেন্দ্রে সরকার বদলের শপথ। দেশ বাঁচানোটাই এখন দেশবাসীর কাছে বড় পরীক্ষা। 
সুতরাং ‘দাবাং’ নেতা মোদির এটাও ভয় যে, বিরোধী শিবিরে সিবিআই, ইডির ঝড় তুলে জনমত আদায় করা যাচ্ছে না। উল্টে পাল্টা প্রতিক্রিয়া হিসাবে বিজেপির প্রতি বিদ্বেষ বাড়ছে জনগণের। এটা ঠিক, মানুষ বুঝতে পারছেন, এই খেলা একটা রাজনৈতিক প্রতিহিংসার জাল বিছানো ছাড়া আর কিছুই নয়। সব রাজ্যেই বিরোধীদের পিছনে দৌড় করানো হচ্ছে ইডি, সিবিআইকে। এই খেলা পশ্চিমবঙ্গেও বিজেপির আরও ক্ষতি করবে। বিজেপি যত বেড়ে খেলবে, ততই তার পায়ের নীচ থেকে মাটি সরে যাবে। কেননা, মানুষ বুঝে গিয়েছেন, কার অঙ্গুলিহেলনে সংস্থাগুলি কাজ করে, কার নির্দেশে চরিতার্থ হয় এইসব খেলা। আসলে ওই সংস্থাগুলি যেন সরকারের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার অস্ত্র মাত্র। মোদিজি নিজেও বুঝছেন, সার্জিক্যাল স্ট্রাইক ব্যুমেরাং হচ্ছে।  
এবার আসা যাক কিরেন রিজিজু প্রসঙ্গে। কতবড় ধাক্কা খেয়ে রিজেজুকে সরাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী? যে কারণে তাঁকে মোদি আইনমন্ত্রী করেছিলেন, সেই কাজে তিনি সফল হননি। আইনমন্ত্রী নিজেই সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে চলে গিয়েছিলেন। বারবার তাঁর ঔদ্ধত্যমূলক মন্তব্য বুঝিয়ে দিচ্ছিল, তিনি দেশের প্রধান বিচারপতিরও যেন ওপরে। বেশ কয়েকটি ইস্যুতে সেই সংঘাত প্রকাশ্যে এসে গিয়েছিল। মোদির সবুজ সঙ্কেত ছাড়া যে রিজিজু এসব বলেছেন, তা মনে হয় না। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সরকারের বিরুদ্ধে গিয়েছে। ‘কাঠপুতলি’ নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা একচেটিয়া মোদির হাত থেকে সরে গিয়েছে। ২০২৪-এর আগে বিজেপির কাছে এটা একটা বিরাট ধাক্কা। তাই সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের সম্পর্ক আরও তলিয়ে যাক, সেটা চাননি মোদিজি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মেয়াদ আগামী বছরের নভেম্বর পর্যন্ত। নির্বাচনের সময় তিনিই থাকবেন প্রধান বিচারপতি পদে। তাই অনেকটা ডিফেন্সিভ খেলে মোদি রিজিজুকে সরিয়ে ‘ভাবিজি পাঁপড়’ খ্যাত মেঘাওয়ালকে নিয়ে এলেন। 
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু রায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই গিয়েছে। অনেকগুলি রায়ে মুখ পুড়েছে মোদি সরকারের। কেজরিওয়ালের ক্ষমতা কাড়তে মোদিজি অর্ডিন্যান্স জারি করেছিলেন, দিল্লিতে শেষ কথা বলবেন রাজ্যপাল। সেই অর্ডিন্যান্সকে খরিজ করে দিয়েছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। একাধিক মামলায় চন্দ্রচূড়ের রায় সরকারের বিপক্ষে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয় বিজেপির অন্দরে। তাই রিজিজুকে ‘বলি’ দিয়ে চন্দ্রচূড়ের সঙ্গে সখ্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। কেননা খেলা তাঁর হাতে বাইরে। 
আর একটা খেলার দিকে নজর দেওয়া যাক। সামনেই আরও কয়েকটি বিধানসভার ভোট। সেখানেও কোথাও কোথাও পরাজয় নিশ্চিত বুঝেই মোদিজি অন্য চাল দিতে শুরু করেছেন। সেই চালের একটি অঙ্গ হল দু’হাজার টাকার নোট বাতিল। একদিন কালাধন নির্মূল করতে পাঁচশো, হাজার টাকা বাতিল করে দু’হাজার টাকার নোট চালু করেছিলেন মোদিজি। আবার কালাধন নির্মূল করার যুক্তি দেখিয়ে দু’হাজার টাকার নোট বাতিল করলেন। সহজ প্রশ্ন হল, পাঁচশো, হাজার টাকার নোটে যদি কালাধন তৈরি হয়, তাহলে কি দু’হাজারি নোটে কালাধন হতে পারে না? অর্থনীতিবিদরা বলছেন, আরও বেশি হতে পারে। তখন মানুষকে ভুল বোঝাতে বলা হয়েছিল, এই নোটে চিপ লাগানো আছে। ভক্তরা বলেছেন, মাটির নীচে পুঁতে রাখলেও ঠিক জানতে পারবে সরকার, ইডি। আজ তো এই নোট বাতিলের সিদ্ধান্ত স্পষ্ট করে দিল, সেদিনের পুরো খেলাটাই একটা চিপ গেম ছিল। এখন তদন্ত করে দেখা দরকার, সেদিন হঠাৎ করে দু’হাজার টাকা চালু করায় লাভ কার হয়েছিল? নাকি সবটাই মোদিজির ভুল সিদ্ধান্তের নতিজা? মোদিজি পঞ্চাশ দিন চেয়েছিলেন। বলেছিলেন, অর্থনীতি বদলে দেবেন। পারেননি। ছাতি চাপড়ে বলা একটা প্রতিশ্রুতিও তিনি রাখতে পারেননি।  
কিন্তু মোদি ভক্তরা এসব মানতে রাজি নন। তাঁরা বারবার মানুষকে বিভ্রান্ত করতে গলা ফুঁড়ে চিৎকার করে বলে যাচ্ছেন, ২০১৬ সালের মতোই এবার ২০০০ টাকার নোট বাতিল করে মোদিজি ফের সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। ভক্তরা জানেন না, পুরোপুরি অসত্যের উপর সাজানো বিজেপির এই সৌধ ২০২৪-এর আসল সার্জিকাল স্ট্রাইকেই ধূলিসাৎ হবে।
24th  May, 2023
নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
কাশ্মীরে শ্মশানের শান্তি
মৃণালকান্তি দাস

পাক-অধিকৃত কাশ্মীরে মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের অন্যতম শারদাপীঠ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এক সময়ে সেই শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হতো কাশ্মীরের তিতওয়াল গ্রাম থেকে। বিশদ

25th  May, 2023
রাজনীতি যখন মার্কেটিং
শান্তনু দত্তগুপ্ত

সাবানের বিজ্ঞাপন। আটের দশকের শেষে দূরদর্শনে খেলা বা সিনেমা দেখার ফাঁকে উদয় হতো তার। সেই সময়ের নামজাদা কোনও নায়িকা, তিনি সাবান মাখছেন, আর সুন্দর হয়ে উঠছেন।
বিশদ

23rd  May, 2023
ক্ষমতার কেন্দ্রীকরণকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন
পি চিদম্বরম

বলা হয় যে ‘দুর্ভাগ্য একা আসে না।’ ৭ মে, ২০২৩ থেকে শুরু হওয়া সপ্তাহটি বিজেপির জন্য ছিল নির্দয়। ১১ মে সুপ্রিম কোর্ট দুটি রায় দেয়। দুটিই পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এবং তারা উভয়েই সংবিধানের মূল বিধানগুলি ব্যাখ্যা করেছিলেন।
বিশদ

22nd  May, 2023
মোদি সরকারের তুঘলকি কাণ্ড!
হিমাংশু সিংহ

আবার ধোঁকা, আবার সস্তা চমক। সৌজন্যে বিজেপি সরকার। এবার মাত্র ৬ বছর আগে ছাপানো মোদি জমানারই অসামান্য কীর্তি নতুন ২ হাজার টাকার নোট বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বলে দিল, ওই নোটের নাকি বয়স হয়েছে, মেয়াদ শেষ। তাই সার্কুলেশন থেকেই তুলে নেওয়া হচ্ছে। বিশদ

21st  May, 2023
একনজরে
রুহ আফজা শরবত প্রস্তুতকারক সংস্থা হামদর্দ ল্যাবরেটরিজ লিমিটেডের অধীন হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন সম্প্রতি অভিযোগ করে, তাদের শরবতের একপ্রকার নকল হচ্ছে। দিল আফজা নাম দিয়ে একটি পণ্য বাজারে এসেছে, যা দেখতে ঐতিহ্যবাহী রুহ আফজার বোতলের মতোই। ...

এগরায় বিস্ফোরণের জেরে সমস্ত জেলায় শুরু হয়েছে বেআইনি বাজি আর বিস্ফোরক ধরার অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। এগুলি নিষ্ক্রিয় করার খরচ চেয়ে বিভিন্ন জেলা থেকেই তালিকা আসছে রাজ্য পুলিস ডিরেক্টরেটে। ...

৫জি সুবিধাযুক্ত ‘এফ২৩’ মোবাইল নিয়ে এসেছে ওপো। ২৪ হাজার ৯৯৯ টাকার এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি এবং অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জিং ব্যবস্থা। সংস্থাটির দাবি, এই ফোনে মাত্র ১৮ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। ...

হাওড়া ময়দান এলাকায় নতুন শাখা খুলল লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। ভট্টনগর, লিলুয়া, বামনগছি, বেলগাছিয়ার পর এবার হাওড়ার প্রাণকেন্দ্রে নিজেদের শাখা তৈরি করল তারা। এটি লিলুয়া কো-অপারেটিভ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সামাজিক কল্যাণকর্মে সামাজিক স্বীকৃতি আর সন্মান। গৃহ পরিবেশে চাপ। আর্থক প্রগতি বজায় থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব সাইকেল দিবস
১৭৮৯: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।
১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম
১৯১৫: ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯১৯: টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর (চট্টোপাধ্যায়) জন্ম
১৯২০: বাংলা সাহিত্যের ইতিহাসবিদ তথা গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: রাজনীতিক এম করুণানিধির জন্ম
১৯৩৬: ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ।
১৯৪৬ : ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।
১৯৪৭ : বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করে।
১৯৫৩: মনোবিদ গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু
১৯৬১:  রথীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: ভাষা বিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
১৯৮৬: টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম
২০১৩: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু
২০১৬: মার্কিন বক্সার মহম্মদ আলির মৃত্যু
২০২০: বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগরের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬৮ টাকা ৮৩.৪২ টাকা
পাউন্ড ১০১.০০ টাকা ১০৪.৪৩ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
02nd  June, 2023
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
02nd  June, 2023

দিন পঞ্জিকা

১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী ১৯/৪৩ দিবা ১২/৪৯। স্বাতী নক্ষত্র ৪/৫৩ দিবা ৬/৫৩। সূর্যোদয় ৪/৫৫/৩০, সূর্যাস্ত ৬/১৩/১৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৪০ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে। 
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী দিবা ১১/৩। স্বাতী নক্ষত্র প্রাতঃ ৫/২৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৬ মধ্যে। 
১২ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মেট্রোয় ঝাঁপ যুগলের, বন্ধ পরিষেবা
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ ...বিশদ

07:26:00 PM

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮

06:35:00 PM

অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? প্রশ্ন অভিষেকের

04:39:07 PM

রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:37:22 PM

এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:34:27 PM

দু'দশকে এত বড় রেল দুর্ঘটনা ঘটেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:30:59 PM