Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

তন্ময় মল্লিক: কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান। তৃণমূল কংগ্রেসের ‘নবজোয়ার’ কর্মসূচিকে ঘিরে এমন সব মন্তব্যে মশগুল বাংলা, মায় সোশ্যাল ঩মিডিয়াও। বৈদ্যুতিন চ্যানেলের সান্ধ্য আড্ডায় বিরোধীরা সামাজিক মাধ্যমের মন্তব্য আওড়ে তৃপ্তির লম্বা ঢেঁকুরও তুলছেন। বিরোধীরা যখন শাসক দলের সমালোচনায় ব্যস্ত তখন তৃণমূল ‘নবজোয়ার’ কর্মসূচিকে সামনে রেখে সেরে ফেলছে নতুন প্রজন্ম তৈরির কাজ। প্রতিটি রোড শোয়ে যুবকদের বিপুল উপস্থিতি, আর তারুণ্যের উচ্ছ্বাস তারই ইঙ্গিত বলে  মনে করছে রাজনৈতিক মহল।
লড়াই, আন্দোলন, সংগ্রামের জন্য লাগে মেরুদণ্ডের জোর। যুবসমাজ হল রাজনৈতিক দলের শিরদাঁড়া। তরুণরাই আগামীর ভবিষ্যৎ। যে দলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও অংশগ্রহণ যত বেশি তার ভবিষ্যৎ তত উজ্জ্বল। যুবসমাজ মুখ ফিরিয়ে নিলে সেই দলের স্থায়িত্ব নিয়েই দেখা দেয় সংশয়। তারুণ্যের উচ্ছ্বাস না থাকলে সেই দল হয়ে যায় বদ্ধ জলাশয়। অস্তিত্ব কোনও রকমে টিকে থাকলেও তা কাজে লাগে না। তাই কেউ ফিরেও তাকায় না।
শত চেষ্টা সত্ত্বেও বাংলার রাজনীতিতে ধর্ম, জাতপাত সেভাবে কখনও থাবা বসাতে পারেনি। তাই ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে বারবার গুরুত্বপূর্ণ হয়েছে পরিষেবা ও সরকার বিরোধী আন্দোলন। সেইসব আন্দোলনই সাফল্য পেয়েছে, যার নেতৃত্বে ছিল যুব সমাজ। ইতিহাস অন্তত তেমনটাই বলে।
১৯৬০ দশকের মাঝামাঝি সময় বাংলা মুখরিত হয়েছিল একটি স্লোগানে, ‘তোমার নাম আমার নাম/ ভিয়েতনাম ভিয়েতনাম।’ শুধু রাজনৈতিক কর্মসূচিতেই নয়, সাধারণ মানুষের মুখে মুখে ফিরত এই স্লোগান। ভিয়েতনাম তখন একইসঙ্গে ফরাসি উপনিবেশবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল। তাই ভিয়েতনাম হয়ে উঠেছিল মানুষের আবেগ। সেই আবেগকে সামনে রেখে বামেরা বঙ্গে বাড়িয়ে নিয়েছিল তাদের প্রভাব। 
তেমনই এক পরিস্থিতিতে বাংলার ছাত্র রাজনীতিতে পা রেখেছিলেন দুই তরুণ তুর্কি। একজন প্রিয়রঞ্জন দাশমুন্সি, অন্যজন সুব্রত মুখোপাধ্যায়। তাঁদের লড়াইয়ে উত্তাল হয়েছিল বাংলার যুব সমাজ। রাজনীতিতে জন্ম হয়েছিল প্রিয়-সুব্রত জুটির। তাঁদের দুর্বার আন্দোলন কেড়ে নিয়েছিল বামেদের পালের হাওয়া। বামপন্থীদের তখন প্রবল দাপট। তারই মধ্যে ১৯৭১ সালে বাংলার রাজনীতিতে ঘটে যায় দু’টি নজিরবিহীন ঘটনা। ঘটনা না অঘটন, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে, দু’টি ঘটনাই পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।
সেবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে প্রিয়রঞ্জন দাশমুন্সি স্বাধীনতা সংগ্রামী গণেশ ঘোষকে হারিয়ে দিয়েছিলেন। আর মাত্র ২৫ বছর বয়সে অধ্যাপক জ্যোতির্ময় ভট্টাচার্যকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। পরের বছর ফের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জিতে  সুব্রতবাবু হয়েছিলেন সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী। ১৯৭২ থেকে ’৭৭ সাল পর্যন্ত বাংলার কংগ্রেস শাসন ছিল ঘটনাবহুল। দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা।
ইন্দিরা গান্ধীর জারি করা ‘কালা কানুন’কে হাতিয়ার করে বাংলার দখল নিয়েছিল বামেরা। তবে, সেক্ষেত্রে আন্দোলনের চেয়েও গুরুত্ব পেয়েছিল রাজনৈতিক কৌশল। জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তর মতো নেতারা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তবে, আন্দোলনের সামনের সারিতে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তীর মতো নেতারাও। সেই সময় তাঁরা ছিলেন সিপিএমের নতুন প্রজন্ম। অথচ ক্ষমতায় বসে তাঁরাই বেমালুম ভুলে গেলেন নতুন প্রজন্ম তৈরির কথা। 
প্রায় সাড়ে তিন দশক বাংলাকে শাসন করেছে বামেরা। এই সময়কালের মধ্যে প্রচুর ছাত্র ও যুবক বাম রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাঁদের অনেকের সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শিতা পূর্বসূরিদের থেকে কোনও অংশে কম ছিল না। তা সত্ত্বেও নতুন মুখ তৈরি হয়নি। বলা ভালো, সিপিএমের শীর্ষ নেতৃত্ব সেটা চায়নি। ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়ে তাঁদের উঠতে দেয়নি। তাই আশিতে পৌঁছেও বিমান বসুকে এখনও হাঁটতে হয় বামেদের মিছিলে।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন তখন তিনি যুব কংগ্রেসের নেত্রী। তাঁর একের পর এক আন্দোলন নড়িয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকারের ভিত। কংগ্রেসের মধ্যে থেকেও সিপিএমের বিরুদ্ধে তাঁর লড়াই ছিল আপসহীন। তাই তিনি হয়ে উঠেছিলেন লড়াইয়ের মূর্ত প্রতীক। তিনি তৃণমূল না গড়লে বামেদের ক্ষমতায় থাকার রেকর্ড গড়ার আসল কারণটা প্রকাশ্যে আসত না। তাঁর জন্যই উদ্ঘাটিত হয়েছিল ‘সেটিং’ রহস্য।
ঘোষণার আগে পর্যন্ত কেউ ভাবতেও পারেননি নবজোয়ারের মতো একটা ম্যারাথন কর্মসূচি তৃণমূল নিতে পারে। বিরোধীরা প্রথম দিকে অভিষেকের এই কর্মসূচিকে কোনও গুরুত্বই দিতে চাইছিল না। কেউ নাক সিঁটকে ছিলেন, কেউ প্রশ্ন তুলেছিলেন খরচ নিয়ে। অনেকে ভেবেছিলেন, মাঝপথেই রণে ভঙ্গ দেবেন অভিষেক। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। ইডি তাঁকে ডাকার পর নবজোয়ার কর্মসূচির জনজোয়ার কার্যত তুফানে পরিণত হয়েছে।
এই কর্মসূচির উদ্দেশ্য পঞ্চায়েত ভোটের জন্য ‘মানুষের প্রার্থী’ খুঁজে বের করা। তারজন্য বুথ থেকে জেলা স্তরের নেতাদের সঙ্গে কথা বলছেন। প্রার্থী বাছাইয়ের জন্য নেওয়া হচ্ছে ভোট। তা নিয়ে কোথাও কোথাও বিশৃঙ্খলা হচ্ছে। সবাই ভোট দিতে পারছে না। কোনও কোনও গোষ্ঠী ব্যালট পেপার কেড়ে নিচ্ছে। ভোটিং সিস্টেম নিয়ে সমালোচনার আরও অনেক জায়গা আছে। এখনও লক্ষ লক্ষ মানুষ ভোট দেন স্রেফ প্রতীক চিহ্ন দেখে। প্রার্থীর নাম তাঁরা পড়তে জানেন না। কিন্তু এই ভোটে ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে টিক দিতে হচ্ছে। ফলে নিরক্ষররা থেকে যাচ্ছেন প্রার্থী বাছাই প্রক্রিয়ার বাইরে।
খুঁজলে এমন ত্রুটি হয়তো আরও বেরবে। কিন্তু তাতে তৃণমূলের উদ্দেশ্যটা মিথ্যে হয়ে যাবে না। প্রতিটি কর্মসূচিতেই আছড়ে পড়ছে যুবকদের উচ্ছ্বাস। রোড শোয়ে বয়ে যাচ্ছে জনস্রোত। অভিষেক যেখান দিয়ে গিয়েছেন প্রতিটি রাস্তার ধারে মানুষের লম্বা লাইন। জনসভায় মহিলাদের বিপুল উপস্থিতি প্রমাণ করে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব এখনও অটুট। তবে, এসব দেখে কেউ বলতেই পারেন, সবটাই ‘অর্গানাইজড’। পেশাদারি সংস্থার সাজানো চিত্রনাট্য। তাহলেও একটা কথা মেনে নেওয়া ভালো, ডিসিপ্লিনের প্রশ্নে যে কোনও দলকে চ্যালেঞ্জ জানানোর জন্য তৈরি তৃণমূল। তা না হলে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা হাজার হাজার মানুষকে দাঁড় করিয়ে রাখা অসম্ভব।
নবজোয়ার কর্মসূচিতে সমালোচনাযোগ্য ঘটনা যেমন ঘটছে, তেমনই ধরা পড়ছে মনে জায়গা করে নেওয়ার মতো কিছু ছবিও। কোথাও অভিষেককে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন অসহায় নিঃসন্তান মা। কোথাও প্রতিবন্ধী যুবক রাস্তায় বসে শোনাচ্ছেন তাঁর কষ্টের কথা। তবে অনেকে বলছেন, এর মধ্যে একটি ছবি খুবই অর্থবহ। বছর দু’য়েকের ছোট্ট শিশুকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন অভিষেক। সামনে ও পিছনে অগনতি মানুষের মিছিল। কতটা পথ পেরলে তবে পথিক হওয়া যায়, সেটা জানা নেই। তবে, রাজনীতিতে এভাবেই মজবুত হয় নতুন প্রজন্মের ভিত। 
লড়াইয়ের সিঁড়ি বেয়ে নবান্নের চোদ্দতলায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নতুন মুখের গুরুত্ব ও প্রয়োজনটা তিনি জানেন। সেই কারণে বামেরা যে কাজটা সাড়ে তিন দশকেও করতে পারেনি, সেটাই তিনি শুরু করে দিয়েছেন। 
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল দলটা উঠে যাবে’, এমন প্রচার বিরোধীরা শুরু করে দিয়েছিল জোরকদমে। উদ্দেশ্য ছিল, তৃণমূল দলের ভবিষ্যৎ সম্পর্কে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা। ভবিষ্যৎ অনিশ্চিত হলে সবাই ‘নৌকা’ ছেড়ে পালাতে চায়। সেটা রাজনৈতিক দলই হোক বা প্রতিষ্ঠান। ‘নবজোয়ার’ হল তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির গেমপ্ল্যান ভেস্তে দেওয়ার মোক্ষম ‘মাস্টারপ্ল্যান’।
দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
কাশ্মীরে শ্মশানের শান্তি
মৃণালকান্তি দাস

পাক-অধিকৃত কাশ্মীরে মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের অন্যতম শারদাপীঠ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এক সময়ে সেই শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হতো কাশ্মীরের তিতওয়াল গ্রাম থেকে। বিশদ

25th  May, 2023
ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক
সন্দীপন বিশ্বাস

মোদি সরকারের কফিনে প্রথম পেরেকটি মেরে দিল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যটি চূর্ণ বিচূর্ণ করে দিল মোদি ম্যাজিকের শূন্যগর্ভ অহঙ্কার।
বিশদ

24th  May, 2023
রাজনীতি যখন মার্কেটিং
শান্তনু দত্তগুপ্ত

সাবানের বিজ্ঞাপন। আটের দশকের শেষে দূরদর্শনে খেলা বা সিনেমা দেখার ফাঁকে উদয় হতো তার। সেই সময়ের নামজাদা কোনও নায়িকা, তিনি সাবান মাখছেন, আর সুন্দর হয়ে উঠছেন।
বিশদ

23rd  May, 2023
ক্ষমতার কেন্দ্রীকরণকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন
পি চিদম্বরম

বলা হয় যে ‘দুর্ভাগ্য একা আসে না।’ ৭ মে, ২০২৩ থেকে শুরু হওয়া সপ্তাহটি বিজেপির জন্য ছিল নির্দয়। ১১ মে সুপ্রিম কোর্ট দুটি রায় দেয়। দুটিই পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এবং তারা উভয়েই সংবিধানের মূল বিধানগুলি ব্যাখ্যা করেছিলেন।
বিশদ

22nd  May, 2023
মোদি সরকারের তুঘলকি কাণ্ড!
হিমাংশু সিংহ

আবার ধোঁকা, আবার সস্তা চমক। সৌজন্যে বিজেপি সরকার। এবার মাত্র ৬ বছর আগে ছাপানো মোদি জমানারই অসামান্য কীর্তি নতুন ২ হাজার টাকার নোট বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বলে দিল, ওই নোটের নাকি বয়স হয়েছে, মেয়াদ শেষ। তাই সার্কুলেশন থেকেই তুলে নেওয়া হচ্ছে। বিশদ

21st  May, 2023
একনজরে
৫জি সুবিধাযুক্ত ‘এফ২৩’ মোবাইল নিয়ে এসেছে ওপো। ২৪ হাজার ৯৯৯ টাকার এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি এবং অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জিং ব্যবস্থা। সংস্থাটির দাবি, এই ফোনে মাত্র ১৮ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। ...

থাইল্যান্ড ওপেনে দুরন্ত ফর্মে লক্ষ্য সেন। শুক্রবার ছেলেদের সিঙ্গলসে মালয়েশিয়ার লিয়ং জুন হাওকে স্ট্রেট গেমে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছলেন তিনি। ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১১। ...

এগরায় বিস্ফোরণের জেরে সমস্ত জেলায় শুরু হয়েছে বেআইনি বাজি আর বিস্ফোরক ধরার অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। এগুলি নিষ্ক্রিয় করার খরচ চেয়ে বিভিন্ন জেলা থেকেই তালিকা আসছে রাজ্য পুলিস ডিরেক্টরেটে। ...

হাওড়া ময়দান এলাকায় নতুন শাখা খুলল লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। ভট্টনগর, লিলুয়া, বামনগছি, বেলগাছিয়ার পর এবার হাওড়ার প্রাণকেন্দ্রে নিজেদের শাখা তৈরি করল তারা। এটি লিলুয়া কো-অপারেটিভ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সামাজিক কল্যাণকর্মে সামাজিক স্বীকৃতি আর সন্মান। গৃহ পরিবেশে চাপ। আর্থক প্রগতি বজায় থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব সাইকেল দিবস
১৭৮৯: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।
১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম
১৯১৫: ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯১৯: টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর (চট্টোপাধ্যায়) জন্ম
১৯২০: বাংলা সাহিত্যের ইতিহাসবিদ তথা গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: রাজনীতিক এম করুণানিধির জন্ম
১৯৩৬: ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ।
১৯৪৬ : ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।
১৯৪৭ : বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করে।
১৯৫৩: মনোবিদ গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু
১৯৬১:  রথীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: ভাষা বিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
১৯৮৬: টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম
২০১৩: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু
২০১৬: মার্কিন বক্সার মহম্মদ আলির মৃত্যু
২০২০: বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগরের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬৮ টাকা ৮৩.৪২ টাকা
পাউন্ড ১০১.০০ টাকা ১০৪.৪৩ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
02nd  June, 2023
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
02nd  June, 2023

দিন পঞ্জিকা

১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী ১৯/৪৩ দিবা ১২/৪৯। স্বাতী নক্ষত্র ৪/৫৩ দিবা ৬/৫৩। সূর্যোদয় ৪/৫৫/৩০, সূর্যাস্ত ৬/১৩/১৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৪০ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে। 
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী দিবা ১১/৩। স্বাতী নক্ষত্র প্রাতঃ ৫/২৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৬ মধ্যে। 
১২ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মেট্রোয় ঝাঁপ যুগলের, বন্ধ পরিষেবা
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ ...বিশদ

07:26:00 PM

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮

06:35:00 PM

অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? প্রশ্ন অভিষেকের

04:39:07 PM

রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:37:22 PM

এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:34:27 PM

দু'দশকে এত বড় রেল দুর্ঘটনা ঘটেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:30:59 PM