Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ভারতীয় অর্থনীতি নিয়ে বৃথা অহঙ্কার
পি চিদম্বরম

পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশকে আলোকিত করার জন্য এবং গোয়া ও মণিপুর থেকে প্রশংসিত হওয়ার জন্য এটি উত্তর আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হতে চেয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই রাজ্যগুলিতে। যাই হোক, এটি শেষমেশ একটি উল্কাপিণ্ডে রূপান্তরিত হয়েছিল। ৭-৮ জানুয়ারি ঝলমল করেছিল ঘণ্টা কয়েকের জন্য। এবং, সেটি অদৃশ্য হয়ে গিয়েছিল  দিন শেষ হওয়ার আগেই। 
৭ জানুয়ারি জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) তরফে ২০২১-২২ সালের জাতীয় আয়ের প্রথম অগ্রিম অনুমান প্রকাশ করা হয়। যেটাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেট (এফএই) অফ ন্যাশনাল ইকাম। এই সংক্রান্ত প্রেস রিলিজের কেন্দ্রবিন্দু ছিল ৯.২ শতাংশ সংখ্যাটি। এনএসও আন্ডারলাইন করেছে যে ২০২১-২২ (৯.২ শতাংশ) স্থির মূল্যে আনুমানিক মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হিসেবটা নেওয়া হয়েছে ২০২০-২১ (-৭.৩ শতাংশ) সংকোচনের পরিপ্রেক্ষিতে। সরকারের মুখপাত্রদের মতে, আমরা ২০২০-২১ সালে এই পতন মুছে ফেলব এবং ২০১৯-২০ সালের তুলনায় ১.৯ শতাংশের মতো বৃদ্ধি রেকর্ড করব। এটা যদি সত্য প্রমাণিত হয় তবে আমি হব সবচেয়ে সুখী মানুষ। (বিশ্ব ব্যাঙ্কের অনুমান ৮.৩ শতাংশ।)
হায়, এমনটি অকাল উদযাপন হয়ে যাবে। ২০১৯-২০ সালের স্থির মূল্যে জিডিপির পরিমাণ ছিল ১৪৫,৬৯,২৬৮ কোটি টাকা। ২০২০-২১ সালে, মহামারীর কারণে, জিডিপির পরিমাণ কমে হয়েছিল ১৩৫,১২,৭৪০ কোটি টাকা। ২০১৯-২০ সালে জিডিপির যে পরিমাণ ছিল, আমরা যখন সেটি অতিক্রম করতে পারছি শুধু তখনই বলতে পারব যে পতনচিহ্নটি মুছে ফেলা গিয়েছে এবং আমরা ২০১৯-২০-র শেষে যেখানে ছিলাম সেখানে ফিরে এসেছি। এনএসও-র হিসেব অনুসারে, সেই ফলাফল সম্ভবত ২০২১-২২ সালে মিলবে; আবার অনেক পর্যবেক্ষকের মতে, এটি সম্ভব নয়। কোভিড ১৯ এবং তার নতুন ভ্যারিয়েন্ট রক্তচক্ষু দেখানোর ফলে সংশয় আরও গভীর হয়েছে ।

সাফল্যের লক্ষ্যে দৌড়
আসুন, ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেটের দিকে আরও ভালো করে তাকাই। এনএসও অনুসারে, জিডিপি ১৪৫,৬৯,২৬৮ কোটি থেকে সামান্য পরিমাণ (১,৮৪,২৬৭ কোটি) বা ১.২৬ শতাংশ বাড়বে। পরিসংখ্যানের বিচারে অঙ্কটি নগণ্য। যদি কোনও একটি জিনিস ভুল হয়ে যায় তবে ‘প্রজেক্টেড এক্সেস আউটপুট’ কিন্তু হাওয়া হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি নাগরিকদের ব্যক্তিগত খরচাপাতি সামান্য কমে যায় কিংবা কয়েকটি বাজারে রপ্তানি ব্যাহত হয় অথবা বিনিয়োগ কিছুটা বিলম্বিত হয়, তাহলে অনুমিত ‘অতিরিক্ত’ অদৃশ্য হয়ে যাবে। আমরা সর্বাধিক যেটা আশা করতে পারি তা হল, ২০২১-২২ সালে, স্থির মূল্যে জিডিপি সমান হবে এবং সেটা ১৪৫,৬৯,২৬৮ কোটি টাকার নীচে নামবে না। এই সংখ্যা বা সাফল্য অর্জনের অর্থ এটাই দাঁড়াবে যে, ভারতীয় অর্থনীতির আউটপুট লেভেল (অর্থাৎ উৎপন্ন পণ্য ও পরিষেবার পরিমাণ), দু’বছর পরে, ২০১৯-২০ সালের মতোই হবে। এজন্য মহামারী এবং অদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানাই। 
ভারত আজকের বিশ্বের সবচেয়ে দ্রুত গতির অর্থনীতি, কিংবা তেমনটাই হবে এমন অহঙ্কার করার কোনও যোগ্যতা নেই। জিডিপি ঝপ করে পড়ে গিয়েছে, তাই উত্থানটি চমকপ্রদ মনে হয়েছে! জিডিপি যদি আরও দুম করে পড়ে যেত, উত্থানটি আরও দর্শনীয় বা চমকপ্রদ লাগত! জিডিপি সমতল রেখে ভারতের অর্থনীতি দু’বছরে রেকর্ড করবে (-)৭.৩ শতাংশ এবং (+)৯.২ শতাংশ। অন্যদিকে, চীনের তরফে +২.৩ শতাংশ এবং +৮.৫ শতাংশ হার রেকর্ড করার এস্টিমেট দেওয়া হয়েছে। তাহলে ভাবতে হচ্ছে, কোন দেশের অর্থনীতির অগ্রগতি হয়েছে এবং কোন দেশ বৃথা অহঙ্কার করে যাচ্ছে?

গড় ভারতীয়রা আরও গরিব হবে
এনএসও-র সংখ্যাও দেখাচ্ছে যে ২০১৯-২০ সালের তুলনায় গড় ভারতীয় ২০২০-২১ সালে বেশি দরিদ্র ছিল এবং ২০২১-২২-এ আরও বেশি দরিদ্র হয়ে যাবে। নাগরিকরা ২০১৯-২০ সালে যে পরিামণ টাকা খরচ করেছিলেন, এই দু’বছরে তার তুলনায় কম অর্থ খরচ করেছেন এবং আরও কম খরচ করবেন। তিন বছরে স্থির মূল্যে মাথাপিছু আয় এবং মাথাপিছু ভোগ ব্যয় এইরকম:

এছাড়াও অন্যান্য উদ্বেগজনক সূচক রয়েছে। সরকারি ব্যয় যথেষ্ট পরিমাণে বাড়ানোর আর্জি ছিল। তা সত্ত্বেও ২০২০-২১ সালে চূড়ান্ত সরকারি মূলধনী ব্যয় (জিএফসিই) পূর্ববর্তী বছরের তুলনায় মাত্র ৪৫,০০৩ কোটি টাকা বাড়ানো হয়েছিল। একইভাবে, ২০২১-২২ সালে এই ব্যয় আগের বছরের তুলনায় মাত্র ১,২০,৫৬২ কোটি টাকা বেশি হবে। বিনিয়োগও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ২০১৯-২০ সালে অর্জিত স্তরের তুলনায় ২০২০-২১ সালে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন যৎসামান্য পরিমাণ (১,২১,২৬৬ কোটি টাকা) এগবে। একটি মহামারী-বিধ্বস্ত অর্থনীতির পক্ষে এই অগ্রগতি মোটেই যথেষ্ট নয়। 

বাস্তব অনুধাবন
মানুষের কথাবার্তায় আলোচনায় অবশ্য জিডিপির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গ্যাস, ডিজেল ও পেট্রলের দাম। বেকারত্ব নিয়ে উদ্বেগ রয়েছে। সিএমআইই-র হিসেবে, শহুরে বেকারত্বের হার ৮.৫১ শতাংশ এবং গ্রামীণ বেকারত্বের হার ৬.৭৪ শতাংশ। তবে বাস্তবটা আরও ভয়াবহ! ‘চাকরি’-তে নিযুক্ত অনেক ব্যক্তি ‘ছদ্ম বেকার’ হয়ে পড়েছেন। উদ্বেগ রয়েছে ডাল, দুধ, রান্নার তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে। শিশুদের শিক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে। গ্রামীণ ভারতে এবং দেশের শহুরে দরিদ্র অঞ্চলগুলিতে গত দু’বছরে ছোট ছেলেমেয়েরা কোনও রকম পড়াশোনার সুযোগ পায়নি। শঙ্কা রয়েছে নিরাপত্তার প্রশ্নে। উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলির বেশিরভাগ মিশ্র সম্প্রদায় দেশলাই বাক্সের মতো রয়েছে। যেকোনও মুহূর্তে জ্বলে ওঠার ভয় পাচ্ছে। আগুন একবার লাগলেই দাবানলের আকার নিতে পারে। ভাষণে ঘৃণাবর্ষণ, ডিজিটাল মাধ্যমের অপব্যবহার, ট্রোল করা এবং বিশেষভাবে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ নিয়ে মানুষ উদ্বিগ্ন। মহামারী এবং করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়েও মানুষ ভীষণ ভয়ে আছে। 
জনগণের প্রকৃত উদ্বেগকে ক্ষমতাসীন ব্যক্তিরা গুরুত্ব দেন না। বিভিন্ন নির্বাচনী যুদ্ধের ভিতরেই মোক্ষ খুঁজে নিয়েছেন তাঁরা। আর এই কার্যক্রমে নেমে তাঁরা ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, অসমাপ্ত ব্রিজের উদ্বোধন করে দিচ্ছেন, উদ্বোধন করে দিচ্ছেন ফাঁকা হাসপাতালগুলিও। এই সূত্রে তাঁরা দাবি করছেন, বাকিটাও ঠিক হয়ে যাবে। এটাই হয়ে উঠছে তাঁদের প্রতিদিনের স্লোগান। এটা পরাবাস্তব। ভারত সবচেয়ে দ্রুত গতির অর্থনীতি—এই অহঙ্কারটিও একটি পরাবাস্তব।
লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
17th  January, 2022
কাশ্মীর দখলের নতুন চক্রান্ত!
মৃণালকান্তি দাস

জম্মুতে জয়ধ্বনি। কাশ্মীর থমথমে। দ্বিজাতিতত্ত্বের প্রবল প্রকোপে যখন ভারতীয় উপমহাদেশীয় ভূখণ্ড ভেঙে দু’টুকরো হচ্ছিল, সেই সময় ‘দুই জাতি’র কাল্পনিক দ্বন্দ্বের জাঁতাকলের মাঝখানে পড়ে গিয়েছিল যে কয়েকটি অঞ্চল, তার মধ্যে কাশ্মীরের পরিস্থিতিই ছিল সবচেয়ে জটিল।
বিশদ

মেরুদণ্ড বাঁচাবার লড়াই
হারাধন চৌধুরী 

অর্থনীতি ধুঁকছে। তির গতি নিয়েছে দারিদ্র। আর যেসব ক্ষতির পরিমাপ টাকার অঙ্কে অসম্ভব, সেটাই হয়তো সবচেয়ে বড়। ... শিক্ষা যদি মেরুদণ্ড হয়ে থাকে, তবে আমাদের আজকের সমস্যা ও লড়াইটা মেরুদণ্ড বাঁচাবার।  
বিশদ

19th  January, 2022
বিজেপির খিচুড়ি রাজনীতি
শান্তনু দত্তগুপ্ত

ঘটনাটা লকডাউন শুরুর ঠিক পরের। ২০২০ সালের এপ্রিলের ১০ তারিখ। উত্তরপ্রদেশের কুশীনগরের এক কোয়ারেন্টাইন সেন্টার। রান্নার লোক আসেনি বলে গ্রামপ্রধান লীলাবতী দেবী নিজেই কোমর বেঁধে নেমে পড়েছিলেন। ভেবেছিলেন, জনা পাঁচেকের রান্না... একাই সামলে দিতে পারব। বিশদ

18th  January, 2022
উত্তরপ্রদেশ মোদির
ওয়াটারলু হবে না তো!
হিমাংশু সিংহ

গত এপ্রিলে যখন কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে মিরাট থেকে শাহাজাহানপুর, অযোধ্যা থেকে বারাণসী, তখন এক যুবক ক্রমাগত ছুটছেন উত্তরপ্রদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দলিত আর পিছড়ে বর্গের মানুষের ঘরে ঘরে। কোনওকিছুতেই যেন ভ্রুক্ষেপ নেই তাঁর। বয়স ৪৮।
বিশদ

16th  January, 2022
বিজেপির গেম প্ল্যানে জল
ঢেলে দিল সুপ্রিম কোর্ট
তন্ময় মল্লিক

প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং কার গাফিলতিতে ফিরোজপুরের ঘটনা তার যথাযথ তদন্ত চায় সুপ্রিম কোর্ট। দেশের মানুষের সামনে সত্যিটা তুলে ধরতে চায়। তাই গঠন করেছে তদন্ত কমিটি। এই কমিটি যেমন বিজেপির তোলা প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্তের অভিযোগ খতিয়ে দেখবে, তেমনি তদন্তের আতসকাচের নীচে যাচাই হবে এসপিজির সেদিনের ভূমিকাও। সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল, তদন্তের অজুহাতে রাজনীতি আর চলবে না।
বিশদ

15th  January, 2022
সার্বিক টিকাকরণ ও কোভিড
স্বাস্থ্যবিধিতেই বাগ মানবে ওমিক্রন
মৃন্ময় চন্দ

গোটা পৃথিবীর রাতের ঘুম কেড়েছে ওমিক্রন। সংক্রমণ লাগামছাড়া, ডেল্টার তুলনায় ৩৫ শতাংশ বেশি। মানবশরীরে ডেল্টার তুলনায় পাঁচগুণ দ্রুতগতিতে বংশবিস্তার শুরু করে ওমিক্রন। ওমিক্রনের ‘আরনট’ বর্তমানে ১০-এর (ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন, ১৭ ডিসেম্বর ২০২১) বেশি। হাম বা মিজলস-এর মতোই ছোঁয়াচে ওমিক্রন। বিশদ

15th  January, 2022
দেশের যে সমস্যাগুলি
আড়ালে থেকে যাচ্ছে
সমৃদ্ধ দত্ত

লস অ্যাঞ্জেলেস টাইমসের এডিটোরিয়াল পেজ এডিটর সিউয়েল চ্যান বলেছিলেন, ইন্টারনেটের মাধ্যমে, কেবল নিউজের মাধ্যমে জন্ম হচ্ছে নন স্টপ ওপিনিয়ন মেশিনের।
বিশদ

14th  January, 2022
স্বামীজি ধর্মের নামে কারবার ঘৃণা করতেন
মৃণালকান্তি দাস

 

ছেলেবেলায় বাবার বৈঠকখানায় সব গড়গড়ার নল মুখে নিয়ে জাত যায় কী করে, পরীক্ষা করতে চেয়েছিলেন।
বাবা বিশ্বনাথ দত্তের রসুইখানার বাবুর্চিও ছিলেন মুসলিম।
বিশদ

13th  January, 2022
নেমে আসুক সেই
উজ্জ্বল জ্যোতিষ্কের আলো
সন্দীপন বিশ্বাস

যে ভারত গড়ার স্বপ্ন স্বামীজি দেখেছিলেন, সেই ভারতকে আজ খুঁজে পাওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই মহামানব নরেন্দ্রর বাণীকে জীবনে ও কর্মে আত্মস্থ করতে পারেননি। বারবার তাঁর কথায় স্বামীজির প্রতি ভক্তির প্রকাশ দেখা যায় বটে, কিন্তু কর্মে তাঁর অবস্থান একেবারে বিপরীত মেরুতে। বিগত কয়েক বছরে তাঁর শাসন দক্ষতার নিদর্শন বুঝিয়ে দিয়েছে, যে ভরসা মানুষ তাঁর উপর করেছিলেন, সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ।
বিশদ

12th  January, 2022
মহামারীর ব্যবসা
শান্তনু দত্তগুপ্ত

শিয়ালদহ স্টেশন। রাত ৯টা ৩৭ মিনিট। তীব্র হর্নে কেঁপে উঠল শিয়ালদহ সাউথ। লাস্ট ক্যানিং লোকাল ছেড়ে যাচ্ছে। আর ব্যাগ কাঁধে পিছন পিছন ছুটছেন এক বৃদ্ধ। বছর ৬৫ বয়স। এই ট্রেনটা বেরিয়ে গেলে রাতটা কাটাতে হবে প্ল্যাটফর্মেই। তাই ছুটছেন তিনি। কোনওমতে শেষ কামরার রডটা ধরলেন। বিশদ

11th  January, 2022
বেলাগাম গোঁড়ামি
পি চিদম্বরম

প্রথমে ওরা কমিউনিস্টদের জন্য এসেছিল, এবং আমি প্রতিবাদ করিনি—
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপরে তারা সমাজতন্ত্রীদের জন্য এসেছিল, এবং আমি প্রতিবাদ করিনি—
কারণ আমি সমাজতন্ত্রী নই।
বিশদ

10th  January, 2022
বাংলারই রিপ্লে দেখছি পাঞ্জাবে...
হিমাংশু সিংহ

আপাতভাবে বিরোধীরা হীনবল হলেও আন্দোলন আর প্রতিবাদের নতুন চালিকা শক্তি আজ কৃষকরা। যাঁদের সামনে মাথা ঝোঁকাতে হয়েছে সর্বশক্তিমানকেও। পার্লামেন্টে গরিষ্ঠতা থাকা সত্ত্বেও। সেই পথ ধরেই শ্রমিক, সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁদের হক বুঝে নিতে চাইছে। লোকসভা ভোটের দু’বছর আগে এই বার্তা মোটেও শুভ সঙ্কেত নয় নোট বাতিলের ব্যর্থ নায়কের পক্ষে!
বিশদ

09th  January, 2022
একনজরে
য়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আদিবাসী এক ব্য঩ক্তিকে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতী। ঝুপড়ি দোকানে বসে থাকার সময় গুলিতে ঝাঁঝরা করে দিয়ে পায়ে হেঁটেই এলাকা ...

বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। পাল্লা কিছুটা হলেও ভারি রোহিত শর্মার দিকে। ইতিমধ্যে টি-২০ এবং ওয়ান ...

আগামী তিন বছরের রাজ্যে আসছে ২ হাজার ইলেকট্রিক বাস। যার মধ্যে চলতি বছরের মাঝামাঝি ৫০০ ইলেকট্রিক বাস চলে আসবে। এই বাসগুলিকে সচল রাখতে প্রয়োজন পর্যাপ্ত চার্জিং স্টেশন। সেই লক্ষ্যে বুধবার কসবার পরিবহণ ভবনে বৈঠকে বসেছিলেন বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিম। ...

নিম্ন দামোদর উপত্যকায় বন্যা পরিস্থিতি ঠেকাতে সেচ উন্নয়ন প্রকল্পের বড় অংশের কাজ চলতি বছরের জুলাই মাসের মধ্যেই শেষ হবে। অর্থাৎ আগামী বর্ষার আগেই কাজ শেষ হয়ে যাবে। এর ফলে উপকৃত হবেন হাওড়া ও হুগলি জেলার লক্ষাধিক মানুষ।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শত্রু বৃদ্ধি হলেও কর্মে উন্নতি ও কর্মস্থলে প্রশংসা লাভ। অর্থকর্মে উন্নতি হবে। সন্তানের ভবিষ্যৎ উচ্চ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) যাত্রা শুরু
১৮৯২ - আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়
১৯৩৪ - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু
১৯৭২: নতুন রাজ্য হল অরুণাচল প্রদেশ ও মেঘালয়
১৯৮৪ - বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলারের মৃত্যু
১৯৯৩: মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মৃত্যু
১৯৯৫ - তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষাকল্পে ৮৪ টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৮৪ টাকা ৭৫.৫৬ টাকা
পাউন্ড ৯৯.৮৭ টাকা ১০৩.৩৩ টাকা
ইউরো ৮৩.০৭ টাকা ৮৬.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ মাঘ, ১৪২৮, বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২। দ্বিতীয়া ৪/১৭ দিবা ৮/৬। অশ্লেষা নক্ষত্র ৫/৪ দিবা ৮/২৪। সূর্যোদয় ৬/২২/৫২, সূর্যাস্ত ৫/১২/২০। অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/৪৩ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/২৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪৮ গতে ১/২৭ মধ্যে। 
৬ মাঘ, ১৪২৮, বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২। দ্বিতীয়া দিবা ৭/১৫।  অশ্লেষা নক্ষত্র দিবা ৮/৮। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১১। অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ১০/৪৩ গতে ১২/৫৬ মধ্যে। কালবেলা ২/৩০ গতে ৫/১১ মধ্যে। কালরাত্রি ১১/৪৯ গতে ১/২৮ মধ্যে। 
১৬ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ফালাকাটায় মেয়েকে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে
 

বৃহস্পতিবার সকালে ফালাকাটার জটেশ্বরের কুটিরপাড়ায় নিজের শিশু কন্যাকে ধারালো অস্ত্র ...বিশদ

02:47:45 PM

কোতুলপুরে খুনের অভিযোগে ৭ ব্যক্তিকে সাজা বিষ্ণুপুর মহকুমা আদালতের
কোতুলপুরের খিরী গ্রামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে ৭ ব্যক্তিকে যাবজ্জীবন ...বিশদ

02:41:37 PM

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ক্যাম্পাসে মহিলাকে পিষে দিল গাড়ি
বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ক্যাম্পাসে একটি গাড়ি মহিলাকে পিষে ...বিশদ

02:37:50 PM

বাঁকুড়ার ছাতনায় হাতির হানায় মৃত্যু এক বৃদ্ধের, জখম ৩

02:32:53 PM

দিল্লি হিংসায় সাজা ঘোষণা
দিল্লি হিংসার মামলায় প্রথম সাজা ঘোষণা হল। এদিন অভিযুক্ত দীনেশ ...বিশদ

01:42:52 PM

গোরক্ষপুরে যোগীর বিরুদ্ধে লড়বেন চন্দ্রশেখর আজাদ
সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই লড়াইয়ে নামছেন উত্তর প্রদেশের দলিত নেতা তথা ...বিশদ

01:37:35 PM