Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

উত্তরপ্রদেশ মোদির
ওয়াটারলু হবে না তো!
হিমাংশু সিংহ

গত এপ্রিলে যখন কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে মিরাট থেকে শাহাজাহানপুর, অযোধ্যা থেকে বারাণসী, তখন এক যুবক ক্রমাগত ছুটছেন উত্তরপ্রদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দলিত আর পিছড়ে বর্গের মানুষের ঘরে ঘরে। কোনওকিছুতেই যেন ভ্রুক্ষেপ নেই তাঁর। বয়স ৪৮। প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন দশ বছর আগে। মাত্র ৩৮ বছর বয়সে। ২০১২ সালে। এক দশক পর আবার কি সেই সমাপতনের মুখে দাঁড়িয়ে জাতীয় রাজনীতির সবচেয়ে নির্ণায়ক রাজ্য। বাবা যাদব কুলপতি মুলায়ম সিংয়ের স্বপ্ন ছিল ছেলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করুক। তাই ভর্তিও হয়েছিলেন মহীশূরের এক বেসরকারি কলেজে। কিন্তু পেশাদার রাজনীতি যাঁর গন্তব্য তিনি যন্ত্র লোহালক্কড় প্রযুক্তি বিজ্ঞানের সাতকাহন নিয়ে কী করবেন! তাঁর মন যে পড়ে জটিল জাতপাতের অঙ্ক কষায়, ওই যাকে বলে স্যোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ক্ষমতা হারানো ইস্তক তাই সেই হারানো দলিত, যাদব-অযাদব, ব্রাহ্মণদের সমর্থন ফিরে পেতে নিরন্তর প্রয়াস চালাচ্ছেন তিনি, অখিলেশ যাদব। সঙ্গে দখলের চেষ্টা করছেন মায়াবতী-কাঁসিরামের অবহেলিত ভোটব্যাঙ্কটাকেও। ওই অঙ্কেই ১৪ এপ্রিল সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের জন্মদিন পালন করছেন ‘দলিত দেওয়ালি’ হিসেবে। আম্বেদকর জয়ন্তীর নতুন নাম দিয়েছেন তাঁদের মনের আরও কাছাকাছি হতে। গড়ে তুলছেন বাবা সাহেব বাহিনী। প্রত্যেক মাসের ৩০ তারিখ পালিত হচ্ছে  ‘হাতরাস কি বেটি স্মৃতি দিবস’। রাজ্যের প্রতিটি জেলায়। রাজপুত সমাজের বিরুদ্ধে জমে থাকা প্রান্তিক মানুষের অসন্তোষকে এভাবেই টেনে বের করে আনছেন তিনি। চরকি পাকের মতো ঘুরছেন। একই মঞ্চে ডেকে নিচ্ছেন কাঁসিরামের বোন স্বর্ণ কাউর আর আম্বেদকরের দুই নাতি প্রকাশ ও যশবন্ত রাওকে। নীরবে দলিত মন জয়ের সলতে পাকানোর এই কাজ চলছে গত এক দেড়বছর ধরে। যখন মোদি ও তাঁর বশংবদ অনুগামীরা বাংলার আপন সংস্কৃতিকে ছত্রখান করার নেশায় মত্ত তখন থেকেই। ধীরে ধীরে। আজ ভোটের আগে ফল ফলতে শুরু করেছে। পদ্ম ছেড়ে দলিতরা দলে দলে সাইকেলে সওয়ার! বাংলায় প্রায় নিশ্চিহ্ন গেরুয়া মর্যাদা এবার কি ধরাশায়ী হবে হিন্দি বলয়েও? রিপ্লে কিন্তু চলছে!
উত্তরপ্রদেশ জুড়ে আজ একটাই প্রতিধ্বনি, চুপচাপ অখিলেশের সাইকেলে ছাপ। দলিত ও ওবিসি, যাদব-অযাদব ভোটারদের মধ্যেও দ্রুত ছড়িয়ে যাচ্ছে এই একটাই ‘মন্ত্র’। হ্যাঁ মন্ত্রই বটে। গত পাঁচ বছর জুড়ে এক রাজপুত মুখ্যমন্ত্রী ও তাঁর অনুগামীদের একাধিপত্য ও অনাচারের ভাঙতে মুসলিম, যাদব-অযাদব, দলিত, ব্রাহ্মণ সবাই দ্রুত সঙ্ঘবদ্ধ হচ্ছে। যোগী ক্ষমতায় আসার পর থেকে একে একে উন্নাও, হাতরাস থেকে শুরু করে লখিমপুর খেরি, বারবার রাজ্যের প্রান্তিক মানুষই আক্রান্ত হয়েছেন। জোটেনি সুবিচার। সেই থেকেই সবার মনে যে চোট পৌঁছেছে, তা ভোটের যন্ত্রে যোগী সরকারকে গদিচ্যুত করতে প্রায় টর্নেডোর আকার নিচ্ছে। সেই অভিঘাতে ভেসে যাচ্ছে ঝাঁ চকচকে জ্যাকেট আর রংবাহারি দশ লাখি পোশাকে প্রধানমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ফিরিস্তি। কোথাও রাস্তা তো কোথাও মন্দির সংস্কারের সদর্প ঘোষণা। এখনও সব প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি, তবু বিপদ বুঝে সব ফেলে গোরক্ষপুরের মঠে রাত কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। ছুটছেন দলিতের ঘরে খিচুড়ি খেতে। এও তো বাংলার পর্ণকুটিরে অমিত শাহের পঞ্চব্যঞ্জন ভোজনেরই ব্যর্থ পুনরাবৃত্তি ছাড়া আর কিছু নয়। 
শোনা যাচ্ছে, শুধু মায়াবতীর দলিত আর ওবিসি ভোটই নয়, বিভিন্ন মঠ মন্দিরের প্রধানরা পর্যন্ত সরকারটার উপর হঠাৎ ক্ষিপ্ত। মায় ব্রাহ্মণরাও। শাসক দলের মাটি ক্রমেই আলগা হচ্ছে বুঝে প্রকাশ্যে তাঁরা সেই অসন্তোষ জানাতেও শুরু করেছেন। বিপদটা এখানেই। শক্তিশালী সবলের বিরুদ্ধে সচরাচর লোকে মুখ খোলে না। কিন্তু যেই জনগণ বুঝে যায় সর্বশক্তিমানের পায়ের তলার মাটি সরছে, অমনি বেরিয়ে আসে ভিতরের চাপা ক্ষোভ আর অসন্তোষ। আঁধি হয়ে সেই ঝড় ওলটপালট করে দেয় সবকিছু। রাজনীতির পরতে পরতে তারই উদাহরণ ছড়িয়ে। উত্তরপ্রদেশেও এক দেড় বছর আগেও যে লড়াইটাকে একপেশে সহজ মনে হচ্ছিল, সেই অঙ্কটাই ক্রমে যেন কঠিন হয়ে যাচ্ছে শাসকের ক্রমাগত দল ভাঙা আর আচমকা দলিত বিদ্বেষের জোড়া ফলায়। মাত্র তিনদিনে তিন মন্ত্রী সহ আটজন বিধায়ক দল ছেড়েছেন। এখানেই শেষ নয়। তালিকাটা দীর্ঘ এবং এই ভাঙন চলতেই থাকবে, এমনই বলছেন ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া নেতারা। সদ্য মন্ত্রিসভা ছাড়া ধরম সিং সাইনি তো বলেই দিয়েছেন, গত দেড় বছর ধরেই সম্পর্কটা  ঠিক ‘সাপে নেউলের’ হয়ে গিয়েছিল। সেই থেকে শুধু সময় খুঁজছিলেন ভোট ঘোষণার। চলতি মাস জুড়েই নাকি এমনটা চলবে। 
বিজেপির বিপদ কিন্তু শুধু দলিত আর ওবিসি ভোট হারানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। সুকৌশলে অখিলেশ তুলে এনেছেন প্রায় বিস্মৃত মণ্ডল রাজনীতিকেও। যোগী-মোদির হিন্দুত্বের তাসের বিরুদ্ধে হঠাৎ সামনে আসা প্রয়াত বিশ্বনাথ প্রতাপ সিংয়ের মণ্ডল রাজনীতির ভূতও ভয় দেখাচ্ছে গেরুয়া শক্তিকে। তার মানে ভয় এবং ভক্তি দুটোই আর বিশেষ অবশিষ্ট নেই যোগী সরকারের উপর। আরও পরিষ্কার করে বললে নরেন্দ্র মোদির ব্যক্তিত্বের উপর। আট ন’মাস আগে বাংলার মানুষ করে দেখিয়েছে। এবার ভারতীয় রাজনীতির নির্ণায়ক অন্যতম বৃহৎ প্রদেশের পালা। সাত দফার ভোট শুরুর ২৪ দিন আগে এই লেখা যখন লিখছি তখন লখনউতে নিজের সরকারের মধ্যেকার অপ্রত্যাশিত বিদ্রোহের জেরে মোদি-যোগী সহ তামাম গেরুয়া শিবির দিশাহারা। কিন্তু এই দলিত বিদ্রোহ একদিনে হয়নি। এবং এমনটা যে অচিরেই ঘটতে চলেছে সেই খবরও লখনউ থেকে দিল্লিতে বিজেপির সাততারা সদর দপ্তরের অন্দরে খুব একটা অজানা ছিল না। 
ভারতবর্ষে ভোট শুধুই কাজের মাপকাঠিতে হয় না, জাতপাতের জটিল সামাজিক কলাকৈবল্যে হয়, তা চিরদিনই ঘোর বিতর্কের বিষয়। কোনও ছোট্ট পরিসরে সেই তর্কের মীমাংসা অসম্ভব। উত্তরপ্রদেশের ভোটে বিচিত্র এই জাতপাতের অঙ্কটা চিরদিনই খুব গোলমেলে। সর্বশেষ জনগণনা অনুযায়ী, ডবল ইঞ্জিন যোগীর রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটব্যাঙ্ক হচ্ছে দলিত ও ওবিসিরা। সেখানে দলিত রয়েছে প্রায় ২১ শতাংশ। আর ওবিসিরা সংখ্যায় মোট জনসংখ্যার ৪৪ শতাংশ। মুসলিম জনসংখ্যা ২০ শতাংশ। এতদিন দলিত ভোটের সিংহভাগ থাকত মায়াবতীর বহুজন সমাজ পার্টির নিয়ন্ত্রণে। কিন্তু মোদি জমানায় দলিত ও ওবিসি ভোটের দখল অনেকটাই বিজেপির হাতে যাওয়ার দরুন ২০১৭ সালের বিধানসভা ভোটে রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ৩২৫টি দখল করে তাক লাগিয়ে দেয় গেরুয়া শক্তি।  কিন্তু এবার সেই অঙ্কের পরিবর্তন হচ্ছে। একদা কাঁসিরাম মায়াবতীর একচ্ছত্র অনগ্রসর শ্রেণির মানুষের আস্থা জমা হচ্ছে অখিলেশের প্রতি। সঙ্গে যে ওবিসি ও যাদব ভোট মোদি জমানায় গেরুয়ামুখী হয়েছিল তাও এবার পথ বদলে সাইকেলে সওয়ার। এই জটিল জাতপাতের রসায়ন চিরদিনই উত্তরপ্রদেশের রাজনীতিকে ভারতের ভোট মানচিত্রে অনন্য স্থান দিয়েছে। এবারও আগামী ১০ মার্চ যখন পাঁচ রাজ্যের নির্বাচনী ফল বেরবে, তখন সেই ভোট রসায়নের অদ্ভুত গতিপ্রকৃতির দিকেই নজর থাকবে সবার। 
সেদিন সবিস্তারে লিখতে হবে মুলায়ম পুত্রের দলিত ও ওবিসি ভোট জয়ের বিশদ বিবরণ। সঙ্গে যাদব ও অযাদবদের আস্থা ফিরে পাওয়ার রসায়ন। যেমন বাংলায় কোটি কোটি টাকা খরচ করে নেতা কিনেও ভোটারের মনের তল খুঁজে পাননি অমিত শাহরা, তেমনি একই জিনিস ঘটছে লখনউ, মিরাট, গোরক্ষপুর থেকে শুরু করে মোদির যত্নের বারাণসীতেও। ঘটা করে এক্সপ্রেসওয়ে’র উদ্বোধন কিংবা নবরূপে কাশীর পবিত্র মন্দিরে প্রবেশের পথের আমূল সংস্কার সত্ত্বেও আচমকা এমনটা যে ঘটবে তা কে জানত। উচ্চবর্ণের জনসমর্থনও যে খুব একটা ভালো জায়গায় নেই সেই খবরও দিল্লির ক্ষমতার অলিন্দে পৌঁছে গিয়েছে। ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টাও চলছে জোরকদমে। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। বাকি মাত্র তিন সপ্তাহের কিছু বেশি। তারপরই উত্তরপ্রদেশের সাত দফার নির্বাচন পর্ব শুরু হয়ে যাবে। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেও ২০১৪, ২০১৭ এবং অবশ্যই ২০১৯ সালের মোদি ম্যাজিক কি সব মুছে ফেলে আবার ভেল্কি দেখাতে পারবে? সম্ভাবনাটা কিন্তু ফিকে হচ্ছে ক্রমশ। 
কোনও অস্ত্রই, বছরের পর বছর ধার ও ভার বজায় রেখে মুশকিল আসান করতে পারে না। নরেন্দ্র মোদিরও সেই দশা হতে চলেছে। একজন প্রধানমন্ত্রী সব কাজ ভুলে সপ্তাহে পাঁচদিন গিয়ে পড়ে রয়েছেন এক অঙ্গরাজ্যের ভোট জিততে। বিজ্ঞাপনটা মোটেই সুখদায়ক নয়। তারপরও ৭২ ঘণ্টায় তিন মন্ত্রী সহ আটজন বিধায়ক শাসক দলের ছত্রছায়া ছেড়ে সাইকেলে সওয়ার। এর থেকে শিক্ষাটা কী? পশ্চিমবঙ্গে মোদি অমিত শাহের অনৈতিক কর্মকাণ্ডেরই কি জবাব মিলছে সুদূর লখনউয়ের ভুলভুলাইয়ার অন্দরে।
১৮ জুন, ১৮১৫ তারিখটা আমাদের সবার জানা। আজ থেকে দু’শো বছর আগে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা। লখনউয়ে যোগীরাজ খতম হলে নরেন্দ্র মোদির দিল্লির তখতও যে নড়বড়ে হয়ে যাবে তা বলাই বাহুল্য। উত্তরপ্রদেশের গাঁ থেকে শহরে ঝড় তুলে দিয়েছেন মুলায়ম পুত্র। গোরক্ষপুর থেকে হিন্দুত্বের পোস্টার বয়কে দাঁড় করিয়ে আর নরেন্দ্র মোদি বারাণসীতে ঘাঁটি গেড়ে কি বাঁধের ভাঙন রুখে দিতে পারবেন? অযোধ্যার মন্দির কি বাঁচাতে পারবে গেরুয়া শাসনকে? একবার অখিলেশ সফল হলে দেশের প্রতিটি রাজ্যে মোদি বিরোধী জোটও রাতারাতি সঙ্ঘবদ্ধ হবে। মুষলপর্ব ক্লাইম্যাক্সে পৌঁছবে বিজেপির অন্দরেও। যাঁদের চুপ করিয়ে গুজরাত থেকে নেতা ও অফিসার আমদানি করে এতদিন রাজ্যপাট সামলেছেন প্রধানমন্ত্রী, তাঁরাও কি ছেড়ে দেবেন? শোনা যায়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও নাকি একটা ঠান্ডা দূরত্ব তৈরি হতে শুরু করেছে তাঁর। বনিবনা বিশেষ হচ্ছে না। তাই অপেক্ষা এখন শুধু ১০ মার্চের ফলের। উত্তরপ্রদেশে যোগীরাজ পুনরায় প্রতিষ্ঠা না হলে তখনই বোঝা যাবে বুকের ছাতিটা আসলে ৫৬ না ১৭ ইঞ্চির। ২০২২ সালে নতুন ভারতের আত্মপ্রকাশ হবে, কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু কোনও প্রতিশ্রুতিই তিনি রাখেননি। দ্বিগুণ হয়নি কৃষকের আয়ও। কিন্তু লখনউয়ে অখিলেশ সরকার ক্ষমতায় এলে নিশ্চিতভাবে সম্পূর্ণ হবে ক্ষমতার বৃত্তটা। গেরুয়ামুক্ত উত্তরপ্রদেশ! সেই সঙ্গে দৌড় চব্বিশের মহাযুদ্ধের। সেই নতুন জাগ্রত ভারতের জন্যই অপেক্ষা আপাতত।
16th  January, 2022
কাশ্মীর দখলের নতুন চক্রান্ত!
মৃণালকান্তি দাস

জম্মুতে জয়ধ্বনি। কাশ্মীর থমথমে। দ্বিজাতিতত্ত্বের প্রবল প্রকোপে যখন ভারতীয় উপমহাদেশীয় ভূখণ্ড ভেঙে দু’টুকরো হচ্ছিল, সেই সময় ‘দুই জাতি’র কাল্পনিক দ্বন্দ্বের জাঁতাকলের মাঝখানে পড়ে গিয়েছিল যে কয়েকটি অঞ্চল, তার মধ্যে কাশ্মীরের পরিস্থিতিই ছিল সবচেয়ে জটিল।
বিশদ

মেরুদণ্ড বাঁচাবার লড়াই
হারাধন চৌধুরী 

অর্থনীতি ধুঁকছে। তির গতি নিয়েছে দারিদ্র। আর যেসব ক্ষতির পরিমাপ টাকার অঙ্কে অসম্ভব, সেটাই হয়তো সবচেয়ে বড়। ... শিক্ষা যদি মেরুদণ্ড হয়ে থাকে, তবে আমাদের আজকের সমস্যা ও লড়াইটা মেরুদণ্ড বাঁচাবার।  
বিশদ

19th  January, 2022
বিজেপির খিচুড়ি রাজনীতি
শান্তনু দত্তগুপ্ত

ঘটনাটা লকডাউন শুরুর ঠিক পরের। ২০২০ সালের এপ্রিলের ১০ তারিখ। উত্তরপ্রদেশের কুশীনগরের এক কোয়ারেন্টাইন সেন্টার। রান্নার লোক আসেনি বলে গ্রামপ্রধান লীলাবতী দেবী নিজেই কোমর বেঁধে নেমে পড়েছিলেন। ভেবেছিলেন, জনা পাঁচেকের রান্না... একাই সামলে দিতে পারব। বিশদ

18th  January, 2022
ভারতীয় অর্থনীতি নিয়ে বৃথা অহঙ্কার
পি চিদম্বরম

মানুষের কথাবার্তায় আলোচনায় অবশ্য জিডিপির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গ্যাস, ডিজেল ও পেট্রলের দাম। বেকারত্ব নিয়ে উদ্বেগ রয়েছে। সিএমআইই-র হিসেবে, শহুরে বেকারত্বের হার ৮.৫১ শতাংশ এবং গ্রামীণ বেকারত্বের হার ৬.৭৪ শতাংশ। তবে বাস্তবটা আরও ভয়াবহ! বিশদ

17th  January, 2022
বিজেপির গেম প্ল্যানে জল
ঢেলে দিল সুপ্রিম কোর্ট
তন্ময় মল্লিক

প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং কার গাফিলতিতে ফিরোজপুরের ঘটনা তার যথাযথ তদন্ত চায় সুপ্রিম কোর্ট। দেশের মানুষের সামনে সত্যিটা তুলে ধরতে চায়। তাই গঠন করেছে তদন্ত কমিটি। এই কমিটি যেমন বিজেপির তোলা প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্তের অভিযোগ খতিয়ে দেখবে, তেমনি তদন্তের আতসকাচের নীচে যাচাই হবে এসপিজির সেদিনের ভূমিকাও। সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল, তদন্তের অজুহাতে রাজনীতি আর চলবে না।
বিশদ

15th  January, 2022
সার্বিক টিকাকরণ ও কোভিড
স্বাস্থ্যবিধিতেই বাগ মানবে ওমিক্রন
মৃন্ময় চন্দ

গোটা পৃথিবীর রাতের ঘুম কেড়েছে ওমিক্রন। সংক্রমণ লাগামছাড়া, ডেল্টার তুলনায় ৩৫ শতাংশ বেশি। মানবশরীরে ডেল্টার তুলনায় পাঁচগুণ দ্রুতগতিতে বংশবিস্তার শুরু করে ওমিক্রন। ওমিক্রনের ‘আরনট’ বর্তমানে ১০-এর (ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন, ১৭ ডিসেম্বর ২০২১) বেশি। হাম বা মিজলস-এর মতোই ছোঁয়াচে ওমিক্রন। বিশদ

15th  January, 2022
দেশের যে সমস্যাগুলি
আড়ালে থেকে যাচ্ছে
সমৃদ্ধ দত্ত

লস অ্যাঞ্জেলেস টাইমসের এডিটোরিয়াল পেজ এডিটর সিউয়েল চ্যান বলেছিলেন, ইন্টারনেটের মাধ্যমে, কেবল নিউজের মাধ্যমে জন্ম হচ্ছে নন স্টপ ওপিনিয়ন মেশিনের।
বিশদ

14th  January, 2022
স্বামীজি ধর্মের নামে কারবার ঘৃণা করতেন
মৃণালকান্তি দাস

 

ছেলেবেলায় বাবার বৈঠকখানায় সব গড়গড়ার নল মুখে নিয়ে জাত যায় কী করে, পরীক্ষা করতে চেয়েছিলেন।
বাবা বিশ্বনাথ দত্তের রসুইখানার বাবুর্চিও ছিলেন মুসলিম।
বিশদ

13th  January, 2022
নেমে আসুক সেই
উজ্জ্বল জ্যোতিষ্কের আলো
সন্দীপন বিশ্বাস

যে ভারত গড়ার স্বপ্ন স্বামীজি দেখেছিলেন, সেই ভারতকে আজ খুঁজে পাওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই মহামানব নরেন্দ্রর বাণীকে জীবনে ও কর্মে আত্মস্থ করতে পারেননি। বারবার তাঁর কথায় স্বামীজির প্রতি ভক্তির প্রকাশ দেখা যায় বটে, কিন্তু কর্মে তাঁর অবস্থান একেবারে বিপরীত মেরুতে। বিগত কয়েক বছরে তাঁর শাসন দক্ষতার নিদর্শন বুঝিয়ে দিয়েছে, যে ভরসা মানুষ তাঁর উপর করেছিলেন, সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ।
বিশদ

12th  January, 2022
মহামারীর ব্যবসা
শান্তনু দত্তগুপ্ত

শিয়ালদহ স্টেশন। রাত ৯টা ৩৭ মিনিট। তীব্র হর্নে কেঁপে উঠল শিয়ালদহ সাউথ। লাস্ট ক্যানিং লোকাল ছেড়ে যাচ্ছে। আর ব্যাগ কাঁধে পিছন পিছন ছুটছেন এক বৃদ্ধ। বছর ৬৫ বয়স। এই ট্রেনটা বেরিয়ে গেলে রাতটা কাটাতে হবে প্ল্যাটফর্মেই। তাই ছুটছেন তিনি। কোনওমতে শেষ কামরার রডটা ধরলেন। বিশদ

11th  January, 2022
বেলাগাম গোঁড়ামি
পি চিদম্বরম

প্রথমে ওরা কমিউনিস্টদের জন্য এসেছিল, এবং আমি প্রতিবাদ করিনি—
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপরে তারা সমাজতন্ত্রীদের জন্য এসেছিল, এবং আমি প্রতিবাদ করিনি—
কারণ আমি সমাজতন্ত্রী নই।
বিশদ

10th  January, 2022
বাংলারই রিপ্লে দেখছি পাঞ্জাবে...
হিমাংশু সিংহ

আপাতভাবে বিরোধীরা হীনবল হলেও আন্দোলন আর প্রতিবাদের নতুন চালিকা শক্তি আজ কৃষকরা। যাঁদের সামনে মাথা ঝোঁকাতে হয়েছে সর্বশক্তিমানকেও। পার্লামেন্টে গরিষ্ঠতা থাকা সত্ত্বেও। সেই পথ ধরেই শ্রমিক, সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁদের হক বুঝে নিতে চাইছে। লোকসভা ভোটের দু’বছর আগে এই বার্তা মোটেও শুভ সঙ্কেত নয় নোট বাতিলের ব্যর্থ নায়কের পক্ষে!
বিশদ

09th  January, 2022
একনজরে
শিলিগুড়ি পুরভোটে ‘চরম স্পর্শকাতর’ বুথের সংখ্যা ৮১। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শহরে চরম স্পর্শকাতর বুথের ওই সংখ্যা ধরেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ...

আগামী তিন বছরের রাজ্যে আসছে ২ হাজার ইলেকট্রিক বাস। যার মধ্যে চলতি বছরের মাঝামাঝি ৫০০ ইলেকট্রিক বাস চলে আসবে। এই বাসগুলিকে সচল রাখতে প্রয়োজন পর্যাপ্ত চার্জিং স্টেশন। সেই লক্ষ্যে বুধবার কসবার পরিবহণ ভবনে বৈঠকে বসেছিলেন বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিম। ...

য়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আদিবাসী এক ব্য঩ক্তিকে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতী। ঝুপড়ি দোকানে বসে থাকার সময় গুলিতে ঝাঁঝরা করে দিয়ে পায়ে হেঁটেই এলাকা ...

ফের রাষ্ট্রসঙ্ঘে নালিশ। টেনে আনা হল ডি কোম্পানি, মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ প্রসঙ্গ। ‘৯৩’এর মুম্বই বিস্ফোরণে অভিযুক্তরা পাকিস্তানে পাঁচতারা পরিষেবা আর নিরাপত্তা নিয়ে বসে আছে।’ ঠিক এই ভাষাতেই রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের স্থায়ী রাষ্ট্রদূত টি এস ত্রিমূর্তি পাকিস্তানকে তুলোধোনা করলেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শত্রু বৃদ্ধি হলেও কর্মে উন্নতি ও কর্মস্থলে প্রশংসা লাভ। অর্থকর্মে উন্নতি হবে। সন্তানের ভবিষ্যৎ উচ্চ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) যাত্রা শুরু
১৮৯২ - আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়
১৯৩৪ - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু
১৯৭২: নতুন রাজ্য হল অরুণাচল প্রদেশ ও মেঘালয়
১৯৮৪ - বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলারের মৃত্যু
১৯৯৩: মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মৃত্যু
১৯৯৫ - তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষাকল্পে ৮৪ টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৮৪ টাকা ৭৫.৫৬ টাকা
পাউন্ড ৯৯.৮৭ টাকা ১০৩.৩৩ টাকা
ইউরো ৮৩.০৭ টাকা ৮৬.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ মাঘ, ১৪২৮, বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২। দ্বিতীয়া ৪/১৭ দিবা ৮/৬। অশ্লেষা নক্ষত্র ৫/৪ দিবা ৮/২৪। সূর্যোদয় ৬/২২/৫২, সূর্যাস্ত ৫/১২/২০। অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/৪৩ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/২৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪৮ গতে ১/২৭ মধ্যে। 
৬ মাঘ, ১৪২৮, বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২। দ্বিতীয়া দিবা ৭/১৫।  অশ্লেষা নক্ষত্র দিবা ৮/৮। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১১। অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ১০/৪৩ গতে ১২/৫৬ মধ্যে। কালবেলা ২/৩০ গতে ৫/১১ মধ্যে। কালরাত্রি ১১/৪৯ গতে ১/২৮ মধ্যে। 
১৬ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ফালাকাটায় মেয়েকে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে
 

বৃহস্পতিবার সকালে ফালাকাটার জটেশ্বরের কুটিরপাড়ায় নিজের শিশু কন্যাকে ধারালো অস্ত্র ...বিশদ

02:47:45 PM

কোতুলপুরে খুনের অভিযোগে ৭ ব্যক্তিকে সাজা বিষ্ণুপুর মহকুমা আদালতের
কোতুলপুরের খিরী গ্রামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে ৭ ব্যক্তিকে যাবজ্জীবন ...বিশদ

02:41:37 PM

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ক্যাম্পাসে মহিলাকে পিষে দিল গাড়ি
বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ক্যাম্পাসে একটি গাড়ি মহিলাকে পিষে ...বিশদ

02:37:50 PM

বাঁকুড়ার ছাতনায় হাতির হানায় মৃত্যু এক বৃদ্ধের, জখম ৩

02:32:53 PM

দিল্লি হিংসায় সাজা ঘোষণা
দিল্লি হিংসার মামলায় প্রথম সাজা ঘোষণা হল। এদিন অভিযুক্ত দীনেশ ...বিশদ

01:42:52 PM

গোরক্ষপুরে যোগীর বিরুদ্ধে লড়বেন চন্দ্রশেখর আজাদ
সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই লড়াইয়ে নামছেন উত্তর প্রদেশের দলিত নেতা তথা ...বিশদ

01:37:35 PM