Bartaman Patrika
সম্পাদকীয়
 

আরও এক ব্যর্থতা

সাড়া ফেলে দেওয়া আর জি কর কাণ্ডে ধর্ষণ-খুনের ঘটনার প্রেক্ষিতে তথ্যপ্রমাণ লোপাট ও ষড়যন্ত্র মামলায় ধৃত হাসপাতালের অধ্যক্ষ (প্রাক্তন) ও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে ৯০ দিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পেরে আরও এক ব্যর্থতার নজির গড়ল সিবিআই। মোদি জমানায় শাসকগোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং বিরোধীদের দমনপীড়নে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে অভিযোগ সর্বজনবিদিত। মুদ্রার অন্য পিঠে আবার কোনও ঘটনার তদন্তে এই সংস্থার ব্যর্থতার ইতিহাসও কারও অজানা নয়। তবু আর জি করে একজন তরুণী ডাক্তারের নৃশংসভাবে ধর্ষণ ও খুন হওয়ার ঘটনার ন্যায় বিচার দিতে সিবিআই তার গৌরবোজ্জ্বল অতীত মনে করাবে বলে ভাবা গিয়েছিল। কারণ এই ঘটনার অভিঘাত শুধু রাজ্যে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবলভাবে নাড়া দিয়েছিল। কিন্তু আপাতত যাবতীয় প্রত্যাশায় জল ঢেলে দেশের এক নম্বর তদন্তকারী সংস্থা বুঝিয়ে দিল, কাঠে ঘুণ ধরার মতো এই সংস্থার রন্ধ্রে রন্ধ্রেও ঘুণ ধরে গিয়েছে। সংস্থাটি এখন যেন আক্ষরিক অর্থেই ‘খাঁচাবন্দি তোতাপাখি’ ছাড়া আর কিছু নয়। এ রাজ্যে রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে আর জি করের তদন্তে তাদের ধারাবাহিক ব্যর্থতা ফের সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে সঙ্গত প্রশ্ন তুলে দিল। সিবিআই অবশ্য নিম্ন আদালতে জানিয়েছে, তদন্ত এখনও শেষ হয়ে যায়নি। তারা অতিরিক্ত চার্জশিট জমা দেবে। কিন্তু এই ‘আপ্তবাক্যে’ ভরসা রাখার মতো তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না।
আর জি করের সেমিনার রুমে ওই তরুণী ডাক্তারের মৃতদেহ পাওয়া যায় ৭ আগস্ট। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এক সিভিক ভলেন্টিয়ারকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে কলকাতা পুলিস। তার পরেও কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তের দায়িত্ব পায় সিবিআই। তদন্তে নেমে ১৪ সেপ্টেম্বর হাসপাতালের অধ্যক্ষ ও টালা থানার ওসিকে গ্রেপ্তার করে তারা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি হাতে নেয় মহামান্য সুপ্রিম কোর্ট। সেখানে এ পর্যন্ত সাতটি স্টেটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই দাবি করেছে, ধৃত দু’জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের একাধিক তথ্য পাওয়া গিয়েছে। শিয়ালদার নিম্ন আদালতেও এই একই অভিযোগ তুলে তদন্তকারী সংস্থা বলেছিল, ধর্ষণ খুনের ঘটনা ধামাচাপা দিতে অধ্যক্ষ ও ওসির মধ্যে ফোনে একাধিকবার কথোপকথন হয়। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। মোট ৯০০ ঘণ্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও তারা আদালতে জানায়। তবু বিস্ময়, এমন গুরুত্বপূর্ণ ভূরি ভূরি অভিযোগ যাঁদের বিরুদ্ধে তুলেছে সিবিআই, সেই অভিযোগের ভিত্তিতে সাপ্লিমেন্টারি চার্জশিটই জমা দিতেই পারল না তারা! ফলে ৭ আগস্টের ঘটনার চার মাসেরও বেশি সময় পরেও যা দাঁড়িয়েছে তা হল কলকাতা পুলিসের হাতে গ্রেপ্তার হওয়া সেই সিভিক ভলেন্টিয়ারকেই অপরাধীর তকমা দিয়ে চার্জশিট জমা দিয়েছে তারা। কিন্তু বাকি দু’জনের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় তাঁরা নিয়মমাফিক জামিন পেয়ে গিয়েছেন। এ প্রসঙ্গে আদালতে সিবিআইয়ের আইনজীবী সাফাই দিয়েছেন, তাঁরা সব তথ্যপ্রমাণ এক জায়গায় করতে পারেননি। তাই চার্জশিট জমা দিতে পারলেন না। এও জানিয়ে দিলেন, ধৃত দু’জনকে হেফাজতে নেওয়ার আবেদনও করছেন না তাঁরা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুঁদে অফিসারদের তদন্তে এনে তারপর তথ্যপ্রমাণ লোপাটের গল্প শুনিয়েও চার্জশিট দিতে না পারায় সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। রীতিমতো রহস্যের গন্ধও পাচ্ছেন কেউ কেউ। ন্যায় বিচার দিতে সিবিআই কতটা আন্তরিক সেই প্রশ্ন উঠেছে। আরও প্রশ্ন, তবে কি এই বর্বরোচিত ঘটনায় একমাত্র যুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারই? যা কলকাতা পুলিস প্রথমেই দাবি করেছিল। প্রশ্নের উত্তর আপাতত অধরাই থেকে গেল। সিবিআইয়ের এই ব্যর্থতার পাশাপাশি একাধিক ঘটনায় কিন্তু আলোর সন্ধান দিয়েছে রাজ্য পুলিস। আর জি করের মতোই রাজ্যের দুই প্রান্তে দুটি ধর্ষণ ও খুনের ঘটনায় কার্যত দু’মাসের মধ্যেই তদন্ত করে ফাঁসির সাজা ঘোষণা হয়ে গিয়েছে। জয়নগরের পর ফরাক্কা— এই দুটি ক্ষেত্রে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্য পুলিস অত্যন্ত দক্ষতার সঙ্গে অতি দ্রুততায় তদন্ত করেছে। জয়নগর কাণ্ডে বারুইপুরের বিশেষ পকসো আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিয়েছে। আর মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালত মূল অভিযুক্তকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছে। আর জি কর কাণ্ডে সিবিআইয়ের ‘ব্যর্থতা’ নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল সরব ঠিক তখন রাজ্য পুলিসের এহেন সাফল্য ভিন রাজ্যেও প্রশংসা পাচ্ছে। অনেকেই জানতে চাইছে কী করে এত কম সময়ে তদন্তের কাজ শেষ করে সুবিচার পাওয়ার ব্যবস্থা করতে সফল হল রাজ্য পুলিস? এখন প্রশ্ন একটাই, ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিস যে সাফল্য দেখাতে পারছে তার থেকে কি কোনও শিক্ষা নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই?
15th  December, 2024
অপ্রত্যাশিত

স্বাধীন ভারতের ইতিহাসে সংসদে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে তর্কবিতর্ক, উত্তপ্ত বাক্য বিনিময়, তুমুল হই-হট্টগোল নতুন কিছু নয়। গলায় পোস্টার ঝুলিয়ে, প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে পড়া, স্লোগান, একে অপরের দিকে তেড়ে যাওয়ার ছবিও হামেশাই দেখা যায়। বিশদ

ভর্ৎসনা ও ক্ষমা প্রার্থনা

তির ছুড়েছিলেন বিরোধীদের দিকে। লক্ষ্যভেদ তো হলই না, উল্টে তাতে বিদ্ধ হলেন ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর! কে এই ব্যর্থ ধনুর্ধর? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং!
বিশদ

20th  December, 2024
প্রতিশ্রুতি রক্ষার সংস্কৃতি

নিজ গৃহ বা বাড়িকে ভারতের সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয়নি। তবে প্রত্যেকের একটি বাড়ির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে অন্যান্য মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি রূপায়ণের মাধ্যমে। এছাড়া সুপ্রিম কোর্টের একাধিক রায়েও উপযুক্ত বাসস্থানের অধিকার মেনে নেওয়া হয়েছে। বিশদ

19th  December, 2024
বৈষম্য বৃদ্ধির ব্যবস্থা

পয়লা জুলাই, ২০১৫। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ডিজিটাল ইন্ডিয়া’ স্লোগান শুনিয়েছিলেন। উদ্দেশ্য ঘোষিত হয়েছিল ‘পাওয়ার টু এমপাওয়ার’। বলা হয়েছিল, ভারত সরকারের সমস্ত পরিষেবা ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে সহজলভ্য হবে। তার জন্য ইন্টারনেট সংযোগ এবং অনলাইন পরিকাঠামো বিস্তার লাভ করবে দেশজুড়ে।
বিশদ

18th  December, 2024
‘না খাউঙ্গা’র প্রহসন!

গত দশ বছর ধরে মূলত তিনটি ‘অস্ত্রকে’ সম্বল করে বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক, বংশানুক্রমিক শাসন। কীভাবে শতাব্দী প্রাচীন কংগ্রেস দলে গান্ধী পরিবার বংশপরম্পরায় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, মোদির প্রতিদিনের সমালোচনা মূলত তা নিয়েই। বিশদ

17th  December, 2024
স্বাস্থ্যে স্বস্তি বৃদ্ধি

ইউনিভার্সাল হেলথেকয়ার বা সকল নাগরিকের জন্য স্বাস্থ্য পরিষেবাকে গুরুত্ব দিয়ে থাকে উন্নত কিছু দেশ। তাদের মধ্যে সবচেয়ে অগ্রণী হল নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান,  জার্মানি, অস্ট্রিয়া, কানাডা, ব্রিট‍েন প্রভৃতি।
বিশদ

16th  December, 2024
করদাতারাই ব্রাত্য!

এ যেন গ্রামের পাঠশালা। প্রবল ঝড়-বৃষ্টিতে জীর্ণবাড়ির ভাঙাচোরা দেওয়ালের ফাঁকফোকর দিয়ে জল ঢুকে ভাসিয়ে দেয় শ্রেণিকক্ষ। বাধ্য হয়ে মাস্টারমশাই অসময়ে ছুটির ঘণ্টা বাজিয়ে দেন। আচরণে সেই হতভাগ্য পাঠশালার মতো হলেও এ আসলে পাঠশালা নয়। বিশদ

14th  December, 2024
ভয়াবহ বিচার ব্যবস্থা!

চট্টগ্রাম আদালতে বুধবারও জামিন হল না হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের। সেখানকার একদল মারমুখী আইনজীবীর বাধায় ভেস্তে গিয়েছে তাঁর জামিনের উদ্যোগ। ওইদিন আদালতে তাঁর জন্য আগাম জামিনের আর্জি জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিশদ

13th  December, 2024
সুপ্রিম বার্তা মোদিজিকে

গর্ব না লজ্জা? একই ঘটনাকে কেন্দ্র করে এই বিপরীতধর্মী প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয় বারবার। আর এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিতে এদেশের সরকার বাহাদুরের জুড়ি নেই। যেমন বিনামূল্যের রেশন। ৪ নভেম্বর, ২০২৩। ভোটমুখী ছত্তিশগড়ে দুর্গ এলাকার এক প্রচারসভায় উপস্থিত নরেন্দ্র মোদি। বিশদ

12th  December, 2024
অর্বাচীনের আস্ফালন

হুমকির পর হুমকি! বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই সীমান্তের ওপার থেকে শোনানো হল, তারা ভারতের ‘সেভেন স্টারস’ ছিনিয়ে নেবে। তার মানে, উত্তর-পূর্বাঞ্চলের অসমসহ সাতটি রাজ্য জুড়ে দেবে বাংলাদেশের মানচিত্রে। বিশদ

11th  December, 2024
উজ্জ্বল নয় উজ্জ্বলা

গত প্রায় এগারো বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আশ্বস্ত করতে গিয়ে কখনও বলেছেন, ‘মানুষ মোদির গ্যারান্টিতে আস্থা রাখে, কারণ অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা প্রতিশ্রুতি দেয়।’ নিজের ঢাক পেটাতে গিয়ে কখনও বলেছেন, ‘আমার গ্যারান্টি হল আমার কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যাবসায়ের প্রতিফলন।’ বিশদ

10th  December, 2024
নিকৃষ্টতম জুমলা

২০১৪ সালে ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং ইপিএফ গ্রাহকদের জন্য ন্যূনতম পেনশন ঘোষণা করেছিলেন এক হাজার টাকা।
বিশদ

09th  December, 2024
কঠিন পরীক্ষা

প্রত্যাশার চাপ ছিল সব মহলে। মধ্যবিত্ত ভেবেছিল, ব্যাঙ্ক ঋণে সুদের হার কমলে মাসিক কিস্তির টাকা কম দিতে হবে। তাতে সংসার চালানোর খরচে কিছুটা সুরাহা মিলবে। শিল্প-বাণিজ্য মহল মনে করেছিল, সুদ কমলে উৎপাদন খরচে কিছুটা হলেও সুবিধা মিলবে। বিশদ

08th  December, 2024
মধ্যযুগীয় ভাবনা!

কোনওটার বয়স ৪০০ বছর, কোনটা ৫০০, কোনও-টার হয়তো তারও বেশি। কারও গায়ে ‘ন্যাশনাল মনুমেন্ট’-এর তকমা, কেউ ‘জাতীয় সম্পদ’ হিসেবে পরিচিত, অনেকেই প্রাচীন প্রত্নতত্ত্ব ও চোখ ধাঁধানো স্থাপত্য নিদর্শনের গুণে যুগ যুগ ধরে দেশি-বিদেশি পর্যটকদের কাছে টানছে চুম্বকের মতো। বিশদ

07th  December, 2024
বজ্র আঁটুনি ফসকা গেরো

পিস্তলটা একঝলক দেখামাত্রই চকিতে ঝাঁপিয়ে পড়েছিলেন পুলিসকর্মী যশবীর সিং। সিদ্ধান্ত নিতে বিশেষ সময়ও নেননি তিনি। আর একটু দেরি হলেই শিরোমণি অকালি দল প্রধান এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের শরীর ঝাঁঝরাই হয়ে যেত খালিস্তানি বুলেটে—আর তাও একেবারে স্বর্ণমন্দিরের ভিতরে। বিশদ

06th  December, 2024
হায় বিচারব্যবস্থা!

চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেয়নি বাংলাদেশের আদালত। গত ২৫ নভেম্বর সে-দেশের পুলিস তাঁকে গ্রেপ্তার করে। তার আগেও তাঁর জামিনের আর্জি নাকচ হয়েছে। ফের শুনানি ছিল মঙ্গলবার। তাই চট্টগ্রাম আদালতের দিকে নজর ছিল সারা পৃথিবীর হিন্দুসহ সমস্ত ধরনের গণতন্ত্র প্রিয় মানুষের। বিশদ

05th  December, 2024
একনজরে
সম্প্রতি শহরে তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই সাফল্যকে সামনে এনে প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করলেন, বাংলায় পড়াশোনোর বহর বাড়ছে। সেই কারণেই মেধার বিস্তৃতি সম্ভব হচ্ছে। ...

মাদক কারবার থেকে চোরাচালান। মানব পাচার থেকে জঙ্গি কার্যকলাপ। সবমিলিয়ে ক্রমশ স্পর্শকাতর নেপাল ও ভুটান সীমান্ত। এজন্যই ড্রোন উড়িয়ে নজরদারি চলছে সংশ্লিষ্ট দুই সীমান্তে। একইসঙ্গে ...

শুক্রবার ভোরে কালীগঞ্জের বড়চাঁদঘর পঞ্চায়েতের তেজনগর বাসস্ট্যান্ড এলাকায় একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দোকানের শাটার ভেঙে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার মোবাইল চুরি করে ...

শুক্রবার সকালে স্কুটারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মুজাফফর বিশ্বাস (৪২)। ঘটনাটি ঘটে দেগঙ্গার কামদেবকাটিতে। পুলিস রক্তাক্ত অবস্থায় স্কুটার চালককে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলেও শেষরক্ষা হয়নি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮০১: শিক্ষাবিদ ও সমাজসংস্কারক প্রসন্নকুমার ঠাকুরের জন্ম
১৯১১: প্রতিষ্ঠিত হল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া
১৯৫৯: ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্তের জন্ম
১৯৬৩: অভিনেতা গোবিন্দার জন্ম
১৯৯৮: নোবেলজয়ী অমর্ত্য সেনকে ‘দেশিকোত্তম’ দিল বিশ্বভারতী
২০১২: পরিচালক যীশু দাশগুপ্তের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.১৩ টাকা ৮৫.৮৭ টাকা
পাউন্ড ১০৪.২৭ টাকা ১০৭.৯৮ টাকা
ইউরো ৮৬.৪২ টাকা ৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ পৌষ, ১৪৩১, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪। ষষ্ঠী ১৫/১৫, দিবা ১২/২২। পূর্বফাল্গুনী নক্ষত্র ৫৯/৫৫ শেষ রাত্রি ৬/১৪। সূর্যোদয় ৬/১৬/১৭, সূর্যাস্ত ৪/৫৩/১১। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৯ মধ্যে পুনঃ ৭/৪২ গতে ৯/৪৯ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি। রাত্রি ১২/৫৬ গতে ২/৪৩ মধ্যে। বারবেলা ৭/৩৫ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/১৩ মধ্যে পুনঃ ৩/৩ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৩৩ মধ্যে পুনঃ ৪/৩৬ গতে উদয়াবধি। 
৫ পৌষ, ১৪৩১, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪। ষষ্ঠী দিবা ১/৫৮। পূর্বফাল্গুনী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/১৯, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে ও ৭/৪৯ গতে ৯/৫৭ মধ্যে ও ১২/৫ গতে ২/৫৬ মধ্যে ও ৩/৮ গতে ৪/৫২ মধ্যে এবং রাত্রি ১/৪ গতে ২/৫০ মধ্যে। কালবেলা ৭/৩৮ মধ্যে ও ১২/৫৫ গতে ২/১৪ মধ্যে ও ৩/৩৩ গতে ৪/৫২ মধ্যে। কালরাত্রি ৬/৩৩ মধ্যে ও ৪/৩৮ গতে ৬/২০ মধ্যে।
১৮ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
জার্মানিতে বড়দিনের বাজারে গাড়ি চালিয়ে তাণ্ডব: জখমদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয়

11:29:00 PM

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনা: আমার চরিত্রহনন করা হয়েছে, বললেন অল্লু অর্জুন
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্টের ...বিশদ

11:10:07 PM

ব্রাজিলে ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, হত ৩০

10:41:00 PM

রাজাহুলিতে বৃদ্ধ খুনের অভিযোগে আরও দু’জনকে মালদহের কালিয়াচক থেকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিস

10:20:00 PM

ঝাড়গ্রাম শহরে অজানা জন্তুর আক্রমণে গোরুর মৃত্যু, মিলেছে পায়ের ছাপ

10:03:00 PM

মোহালিতে নির্মীয়মান বিল্ডিং বিপর্যয়: উদ্ধারকাজে যোগ দিল ভারতীয় সেনা

09:50:00 PM