কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
শ্রমমন্ত্রকের তথ্য মোতাবেক, গোটা দেশে রেজিস্টার বিড়ি শ্রমিকের সংখ্যা ৪৯ লক্ষ ৮২ হাজার ২৯৪। দেশের ১৬টি রাজ্যে রয়েছে বিড়ি শ্রমিক। যার মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি। সরকারি তথ্য মোতাবেক সংখ্যাটি হল, ১৮ লক্ষ ২৯ হাজার ২০৩। দেশের মোট বিড়ি শ্রমিক সংখ্যার ৩৬.৭১ শতাংশই রয়েছে বাংলায়। যদিও বেসরকারি মতে, এই সংখ্যাটি অনেক বেশি বলেই তৃণমূলের দাবি। ‘অল ইন্ডিয়া বিড়ি ইন্ডাস্ট্রি ফেডারেশনে’র এক অনুষ্ঠানে হাজির হয়ে বাংলার শ্রমিকদের জন্য সরব হন খলিলুর রহমান, আবু তাহের খান, অসিত মাল, সৌগত রায়ের মতো তৃণমূলের সাংসদরা। বিজেপির বন্ধু হয়েও এই অনুষ্ঠানে হাজির হয়ে বিড়ি শ্রমিকদের উন্নয়নের দাবিতে সওয়াল করেন এনসিপির প্রফুল্ল প্যাটেল।