কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
এমনই এক গ্যারান্টি দেওয়া ‘শো-পিস’ প্রকল্প উজ্জ্বলা যোজনা। এটি গরিব পরিবারকে বিনা খরচে গ্যাসের সংযোগ পাইয়ে দেওয়ার প্রকল্প। অনেক ঢাকঢোল পিটিয়ে ২০১৬ সালে প্রকল্পটি যাত্রা শুরু করেছিল। উদ্দেশ্য ছিল খুবই মহৎ। গ্রামাঞ্চলে কাঠ, কয়লা, গাছের পাতা-ছাল-বাকল দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করেন গৃহিণীরা। কিন্তু এসব উপাদান সংগ্রহ করা অনেকসময় যেমন কঠিন, তেমনই উনুনের ধোঁয়ায় মহিলাদের কষ্ট, শরীরে নানাবিধ রোগের উপসর্গ দেখা দেওয়াও যেন এক নিত্য ঘটনা। অতএব মোদির গ্যারান্টি ছিল, এই হতদরিদ্র পরিবারগুলির হেঁশেলে উজ্জ্বলার হাত ধরে পৌঁছে দেওয়া হবে দূষণহীন চুল্লি। তথ্য বলছে, সূচনাকাল থেকে এ পর্যন্ত ১০ কোটি ৩৩ লক্ষ পরিবারের কাছে পৌঁছে গিয়েছে বিনা পয়সায় গ্যাসের সংযোগ। সঙ্গে কিস্তিতে ওভেন বা চুল্লি কেনার সুযোগ। সরকার এও জানাতে ভোলে না, উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়া গ্রাহকদের ৩০০ টাকা করে ভর্তুকিতে বছরে ১২টি সিলিন্ডার দেওয়া হবে। তার মানে, একটি সিলিন্ডার নিতে খরচ হবে ‘মাত্র’ ৫০০ টাকা। ১২টি সিলিন্ডারের জন্য বছরে ৬ হাজার টাকা খরচ পড়বে। সমাজের অন্তজ শ্রেণির জন্য এমন এক ধামাকাধার প্রকল্প ঘোষণা করে মোদি বাহিনী শোরগোল ফেলে দেয়। মোদির ‘সাফল্যের’ তালিকায় সামনের দিকে জায়গা দেওয়া হয় উজ্জ্বলা প্রকল্পটিকে। এমনকী অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করতে গিয়ে প্রকল্পের এক গ্রাহকের বাড়িতেও পৌঁছে যান প্রধানমন্ত্রী। গরিবের সেই আস্তানায় চা-ও পান করেন তিনি। কিন্তু শুরু থেকেই যে রূঢ় বাস্তবটা পর্দার আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা হয়েছে তাতেই মোদির গ্যারান্টির ফানুস ফুটো হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, গ্যাস সংযোগ নেওয়া মোট গ্রাহকের মধ্যে ২০২৩-’২৪-এর অর্থবর্ষে একটিও সিলিন্ডার না কেনা পরিবারের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার। তার আগের অর্থবর্ষে সংখ্যাটি ছিল ১ কোটি ১৮ লক্ষ ৮৪ হাজার। আবার বছরে মাত্র একটি সিলিন্ডার কিনেছে ২০২৩-২৪-এ এমন পরিবারের সংখ্যা ছিল ১ কোটি ৬৬ লক্ষ ৫২ হাজার। তার আগের দু’বছরে এই সংখ্যাটি ছিল যথাক্রমে ১ কোটি ৫৫ লক্ষ এবং ১ কোটি ৮ লক্ষ।
কারণটা জলের মতো সহজ। আসলে মোদি জমানায় এই প্রান্তিক পরিবারগুলির একটি বা একটিও সিলিন্ডার কেনার আর্থিক সঙ্গতি নেই। উজ্জ্বল প্রকল্পের এই অনুজ্জ্বল, লজ্জার ছবিটা চোখের সামনে থাকার পরও ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’, মোদির গ্যারান্টি, মোদির সাফল্য বলে নির্লজ্জ প্রচার চলছে! আসলে এটাই মোদির ‘বিকশিত’ ভারতের আসল চেহারা। গরিব-মধ্যবিত্তদের জন্য আর্থিক-সামাজিক উন্নয়নের কথা বলে হরির লুটের মতো প্রকল্প চালু করে দেওয়া হয়েছে। কিন্তু তার অধিকাংশই মুখ থুবড়ে পড়েছে। অনেক প্রকল্পের কার্যত কোনও অস্তিত্বই নেই। বেশিরভাগ প্রকল্পের অবস্থাই প্রদীপের নীচে অন্ধকারের মতো। উজ্জ্বলা প্রকল্পে হয়তো আগামী দিনে গ্রাহকের সংখ্যা আরও বাড়বে। প্রচারের ঘনঘটা চললেও তাতে কিন্তু আসল উদ্দেশ্য সফল হবে না। উনুনের ধোঁয়ায় চোখের জলই হয়তো ওই গরিব মহিলাদের ভবিতব্য।