ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
আর তিনিই যখন গোটা গেরুয়া শিবিরের মাথা এবং মুখ, তখন তাঁকে টুকে লেটার মার্কস পাওয়ার চেষ্টাও জারি আছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে। মোদিযুগের রামরাজ্যের মুখ্যমন্ত্রী আবার প্রধানমন্ত্রীকেও দশ গোল দিয়ে চলেছেন। গুরু মারা বিদ্যের প্রয়োগে সিদ্ধহস্ত যাকে বলে! যোগী আদিত্যনাথ আমদানি করেছেন বুলডোজ প্রশাসন। অর্থাৎ, সংবিধান, দেশীয় আইনকানুনের ব্যাপার নেই, মুখ্যমন্ত্রীর ফতোয়াই সবার ঊর্ধ্বে। যোগীর প্রশাসনের কাছে চক্ষুশূল ঠেকল মানেই তা ‘বেআইনি’, অতএব তা বলপ্রয়োগ করে গুঁড়িয়ে দেওয়া হবে। নাগরিকের আর্জি, আপত্তি, এমনকী মামলা-মকদ্দমাও এই একরোখা প্রশাসনকে থামাতে পারবে না। আসলে, এই হুব্বা মার্কা রাজনীতির মাধ্যমে যোগী নিজের ‘দুষ্টের যম আর শিষ্টের পালনকর্তা’র ভাবমূর্তি খাড়া করতে চেয়েছেন। সোজা কথায়, সস্তার হাততালিতেই মোক্ষ খুঁজেছেন তিনি। তাঁকে অনুসরণ করেছেন বিজেপি-শাসিত আরও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। সস্তা হাততালি কুড়োবার লালসা কতটা সংক্রামক, মোদিযুগ তার প্রমাণ রেখেছে। এর বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। তাকে সমর্থন করেছে একাধিক বিরোধী দল। সংশ্লিষ্ট বিধানসভাগুলি এবং সংসদেও ধ্বনিত হয়েছে প্রতিবাদ। কিন্তু ‘হিরোদের’ রোখা যায়নি।
নানা বিষয়ের মতো, এক্ষেত্রেও গণতন্ত্রপ্রিয় মানুষ তাকিয়ে ছিল আদালতের দিকে। তাদের ভরসা ছিল যে, এই অন্যায়ের বিহিত আদালত নিশ্চয় করবে। দেশবাসীর প্রত্যাশা মতোই মুখ খুলেছে শীর্ষ আদালত। ‘বুলডোজার জাস্টিসকে’ ভর্ৎসনা করতে গিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, অভিযুক্ত, এমনকী সাজাপ্রাপ্ত হলেও কারও বাড়ি বা সম্পত্তি সরকার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে পারে না। আদালত সংগত প্রশ্ন তুলে দিয়েছে, সরকার-প্রশাসন বিচার করার কে? তারা বিচারক নয়। আইন এভাবে হাতে নেওয়ার অর্থ, তারা লক্ষ্মণরেখা অতিক্রম করছে। অপরাধের বিচার করবে কেবলমাত্র জুডিশিয়ারি বা বিচারবিভাগ। দেশের আইন সরকারকে সেই ক্ষমতা দেয়নি। বুঝতে বাকি থাকে না যে, শীর্ষ আদালতের এমন অভূতপূর্ব মন্তব্যের নিশানা শাসক বিজেপি। কারণ, বুলডোজার চালিয়ে কিছু নির্মাণ নির্বিচারে গুঁড়িয়ে দেওয়াকেই বিজেপি-শাসিত রাজ্যে সুবিচারের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রবণতা চলছে। এই বুলডোজার জাস্টিসের জনক যোগী আদিত্যনাথ। এই ব্যবস্থাকে ক্রমেই কঠোর শাসনপ্রক্রিয়ার সমার্থক হিসেবে তকমা দেওয়ার একটি তাড়নাও লক্ষণীয়। আর তাই যোগী মডেল অনুকরণ করে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র—বিজেপি শাসিত প্রতিটি রাজ্য সরকারই শাসন ব্যবস্থায় এনেছে বুলডোজার নীতি। গুঁড়িয়ে দিয়েছে বাড়ি, ঘর, দোকান। আর যোগীর নতুন পরিচয়? বুলডোজার বাবা! জমিয়তে উলেমায়ে হিন্দের তরফে-সহ একঝাঁক আবেদনের ভিত্তিতে বুধবার সুপ্রিম কোর্ট বহু ডাবল ইঞ্জিন রাজ্যের উপর রীতিমতো খড়্গহস্ত হয়। আদালত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, এটা কোনও বিচারব্যবস্থাই নয়। অনেকগুলি স্তর পেরিয়ে তবেই এই পর্যায়ে আসতে হয়। অর্থাৎ নোটিস, জরিমানা, মামলা এবং তারপর কাঠামো অবৈধ প্রমাণিত হলে, তা চিহ্নিতকরণ। সব পদ্ধতি ব্যর্থ হওয়ার পরই বুলডোজার ব্যবহারের প্রসঙ্গ। কিন্তু তখনও রাতারাতি কাউকে নিরাশ্রয় করে দেওয়া যায় না। সরকারি প্রশাসন কাউকে দোষী ঘোষণা করতে পারে না, এই অধিকার একান্তভাবেই ন্যস্ত রয়েছে বিচার বিভাগের উপর। বুলডোজ প্রশাসন যে পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত, তাও জানাতে ভোলেনি কোর্ট। আইনের শাসনের বিপরীত এই ব্যবস্থার দায় সংশ্লিষ্ট সরকারি অফিসারদের ঘাড়েও চাপবে বলে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে। বুলডোজ বাবাজিদের আস্ফালন এবার অন্তত বন্ধ হওয়া উচিত। তাঁরা এরপরও যদি তাঁদের রাজনৈতিক গুরুর অন্ধ অনুকরণে যথেচ্ছাচার চালিয়ে যান, তবে বুঝতে হবে—দেশের সংবিধান, আইন এবং বিচার ব্যবস্থার প্রতি গেরুয়া শিবিরের ন্যূনতম শ্রদ্ধা নেই। এমন রাজনীতির কারবারিদের প্রাপ্য মেটাতে গণতন্ত্রপ্রিয় ও স্বাধীনতাকামী দেশবাসী নির্বাচনের মতো উপযুক্ত সময় বেছে নিতে নিশ্চয় ভুল করবেন না।