Bartaman Patrika
সম্পাদকীয়
 

তরুণের স্বপ্নভঙ্গের চেষ্টা

মোদি সরকার চালু করেছে গালভরা জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০। আবার একইসঙ্গে শিক্ষাখাতে এই সরকারের বরাদ্দের পরিমাণ হতাশাজনক—জিডিপির ৩ শতাংশেরও কম! জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে গত সোমবার লখনউতে আয়োজিত এক ন্যাশনাল সিম্পোজিয়াম থেকে এই বিষয়ে খেদ প্রকাশ করা হয়। একাধিক শিক্ষাবিদ বলেন, স্কুলশিক্ষা থেকে উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়ন, গ্রন্থাগারের সম্পদ বৃদ্ধি কিংবা হালফিল প্রযুক্তিগত সহায়তা গ্রহণ প্রভৃতি কোনওটিই এই সামান্য অর্থে সম্ভব নয়। এজন্য কেন্দ্রীয় বরাদ্দ বাড়িয়ে জিডিপির ১০ শতাংশ করার পক্ষেই সওয়াল করেন শিক্ষক সংগঠন লুকাটা প্রেসিডেন্ট। মনোজ পান্ডের সাফ কথা, এনইপি ২০২০ সফল করতেই এটা চাই। কেন্দ্রের কাছে এমন দাবি অবশ্য এই প্রথম নয়, অতীতেও বিভিন্ন ফোরাম থেকে তোলা হয়েছে। দাবি লাগাতার জানানো হয়েছে রাজ্যগুলির তরফেও। এমনকী, জিডিপির ৬ শতাংশ শিক্ষায় বরাদ্দ করার উপর জোর দিয়েছিল এনইপি ১৯৬৮। একই দাবি ছিল এনইপি ১৯৮৬-তেও। বর্তমান এনইপি তারই পুনরাবৃত্তি করেছে। কিন্তু কেন্দ্রের কোনও সরকারই যে এসব বিন্দুমাত্র গ্রাহ্য করে না, তার প্রমাণ শিক্ষাখাতে জাতীয় বরাদ্দের আজও অতিনিম্ন হার (১ লক্ষ ২৫ হাজার ৬৩৮ কোটি টাকা বা জিডিপর ২.৯ শতাংশ)।
তাই বুঝতে অসুবিধা হয় না, শিক্ষাব্যবস্থা সচল রাখতে দেশজুড়ে রাজ্যগুলির কী হিমশিম অবস্থা চলছে। বিশেষত স্কুলশিক্ষার করুণ ছবিটা সামনে এনে দিয়েছিল কোভিড-১৯। মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রাধিকারের তালিকাতেই রয়েছে শিক্ষা। তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মেয়ে এবং আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি। তাদের উপরের ধাপে তুলে আনতে পরিবর্তনের কাণ্ডারী হাতে নিয়েছেন একগুচ্ছ প্রকল্প। তার মধ্যে উল্লেখযোগ্য—কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রভৃতি। এছাড়া মিড ডে মিল তো চলছেই। এই প্রকল্পগুলির মাধ্যমে গত একদশকে কয়েক কোটি ছেলেমেয়ে শিক্ষার আলো দেখেছে। তারা স্কুলশিক্ষার গণ্ডি পেরিয়ে প্রবেশ করেছে উচ্চ শিক্ষাঙ্গনে এবং সম্মানজনক কর্মক্ষেত্রে। এই দায়িত্বপালন কখনও শেষ হওয়ার নয়, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাফল্য—গণ্ডির বাইরে রয়ে যাওয়া পরিবারগুলিকে উৎসাহ ও সাহস জোগাচ্ছে। ফলে প্রতিটি প্রকল্পে বেড়ে চলেছে উপভোক্তার সংখ্যা।
সীমিত আর্থিক ক্ষমতা এবং তীব্র রাজনৈতিক বিরোধিতার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সেই দুরূহ কাজটি করে যেতে হচ্ছে। আর সেখানেই সম্প্রতি চিহ্নিত হয়েছে কিছু ত্রুটি। যেমন দুষ্কৃতী হানা ঘটেছে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে। তার ফলে সোজা কালো হাত পড়েছে ‘তরুণের স্বপ্ন’-এ। সাইবার জালিয়াতরা পড়ুয়াদের ট্যাবের টাকা আত্মসাৎ করার সাহস দেখিয়েছে। তাদের জাল বাংলার কয়েকটি জেলাতেই সীমিত নেই, বিস্তৃত হয়েছে ভিন রাজ্যেও। গুচ্ছ অভিযোগের তদন্তে নেমে পুলিস বুঝেছে—পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা চেইনে বাঁধা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিস ইতিমধ্যেই চারজনকে পাকড়েছে। তাদের মধ্যে তিনজন মালদহের এবং একজন উত্তর দিনাজপুরের বাসিন্দা। রাজ্যজুড়ে আটক করা হয়েছে আরও কয়েকজনকে। ধৃতরা ‘বাংলার শিক্ষা’ পোর্টালে ‘অ্যাকসেস’ নিয়ে নিজেদের লোকজনদের নম্বর ঢুকিয়ে দিয়েছিল। টাকা চলে গিয়েছে সেসব অ্যাকাউন্টেই। ধৃতদের সঙ্গে জামতাড়া গ্যাং যোগের সন্দেহ বাড়ছে। কারণ, টাকা ঢুকেছে কিষানগঞ্জেরও কিছু অ্যাকাউন্টে। পুলিসের সন্দেহ, মালদহের বৈষ্ণবনগর থেকে ধৃত কম্পিউটার ডিপ্লোমাধারী হাসেম আলি এই চক্রের পান্ডা। ধৃত সিদ্দিক হোসেন, মোবারক হোসেন এবং আসিরুল হক কয়েক লক্ষ টাকা হাতিয়েছে। তাদের সঙ্গে রয়েছে বিহার যোগ। ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকজন প্রতারককেও পুলিস খুঁজছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানসহ বিভিন্ন জেলায় বহু প্রকৃত গ্রাহক ট্যাবের টাকা পায়নি। সেসব আত্মসাৎ করেছে এই চক্রটি। এখন খুঁজে দেখা দরকার, প্রতারকরা গত জুলাই থেকে সরকারি পোর্টালের ‘অ্যাকসেস’ নিয়ে বসে আছে কীভাবে! চারমাসেও তা টের পাওয়া গেল না কেন? ভূত সর্ষের ভিতরেই নয় তো? জানা জরুরি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যথার্থই আশ্বস্ত করেছেন, এই মারাত্মক জালিয়াতদের কেউই ছাড় পাবে না। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে (এনআইসি) পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলেছে রাজ্য। এনআইসি ইতিমধ্যেই একটি এসওপি’র প্রস্তাব করেছে। বিষয়টিতে তাঁর প্রশাসনের কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীও। আশা করা যায়, সব টাকা দ্রুত উদ্ধার হবে এবং কঠিন সাজার মুখে পড়বে প্রতিটি জালিয়াত। তবেই পূরণ হবে তরুণের স্বপ্ন। রাজ্যের অন্য প্রকল্পগুলি নিয়েও এই সূত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। না-হলে ফের ব্যাহত হতে পারে রাজ্যজুড়ে চলা সামগ্রিক উন্নয়ন যজ্ঞ।
14th  November, 2024
ভূরি ভূরি ভুয়ো

জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ধুমধামসহকারে রবিবার উদ্বোধন হয়েছিল এমনই গালভরা নামের একটি বেসরকারি সংস্থার। স্পেশালই বটে, তাও আবার মাল্টি! কিন্তু এত গুণপনা কীসে কীসে? আপাতত যা খবর, হাসপাতাল নামে ‘আবির্ভূত’ প্রতিষ্ঠানটির যাবতীয় স্পেশালিটি স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা বাদেই। বিশদ

উপেক্ষা অথবা গলাবাজি

বেঁচে থাকার জন্য প্রথম দরকার খাদ্য। বিপুল জনসংখ্যা সত্ত্বেও, সুজলা সুফলা কৃষিপ্রধান ভারতবর্ষে খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কিন্তু এই সমাজ ক্রমবর্ধমান বৈষম্যে দীর্ণ। তাই হাড়ভাঙা খাটুনির পরও দুর্বল মানুষগুলির ঘরে খিদের অন্ন সবসময় বাড়ন্ত। একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল নাগরিকের ক্ষুধার নিবৃত্তি। বিশদ

20th  November, 2024
ডিজিটালের ফাঁদ!

‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার প্রতারণার এক নতুন অস্ত্র। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পুলিস ও তদন্তকারী আধিকারিকদের কপালে। বিশদ

19th  November, 2024
অস্বস্তির ধারাবাহিকতা

২০ মার্চ, ২০২৩। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন প্রকাশ করেছিল ২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। তাতে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বস্তুত ভারতের মোদি সরকারকে তুলোধোনাই করা হয়। বেআইনিভাবে ও নির্বিচারে হত্যা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাহরণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং ধর্মীয় ও জাতিগত হিংসাবৃদ্ধির মতো গুরুতর অভিযোগগুলিই ছিল প্রধান।
বিশদ

18th  November, 2024
চিরস্থায়ী বন্দোবস্তের কৌশল

লক্ষ্য স্থির। দলীয় এজেন্ডা মেনে ইতিমধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। ঘোষণা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির। চেষ্টায় আছে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর করার।
বিশদ

17th  November, 2024
বেতন ব্যবস্থা চালু হবে?

যত গুড়, তত মিষ্টি। প্রচলিত এই কথাটা একটু পাল্টে অনায়াসে বলা যায়, যত যাত্রী, তত কমিশন। বেসরকারি বাসের ড্রাইভার কনডাক্টরের জন্য ‘কুখ্যাত’ সেই কমিশন প্রথা উঠে গিয়ে এবার কি বেতন ব্যবস্থা চালু হবে?
বিশদ

16th  November, 2024
ভর্ৎসিত বুলডোজ বাবাজিগণ

এতদিন জানা ছিল যে নরেন্দ্র মোদি চমকের মাস্টারপিস। জাতীয় রাজনীতিতে তাঁর পদার্পণ থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নানা সময়ে তাঁর কিছু পদক্ষেপ, দেশবাসী তো বটেই বিশ্ববাসীকে চমকে দিয়েছে। বিশদ

15th  November, 2024
নির্ভয়ে সবার ভোট

কেরল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে উপ নির্বাচনের নির্ঘণ্ট বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের বদলে ওই তিন রাজ্যে উপ নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ২০ তারিখ। সংশ্লিষ্ট রাজ্যগুলির মোট ১৪টি আসনের ভোট একসপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশদ

13th  November, 2024
হাতের পুতুল, নাকি ঠুঁটো!

কোনও রাজ্যে পুলিস যা পারে না, সিবিআই-ইডি তা অনায়াসে করে দেখায়। একটা সময়ে এই দুই তদন্তকারী সংস্থা সম্পর্কে এমনই ‘মিথ’ ছিল। এক যুগ আগেও এই দুই সংস্থার উপর অগাধ আস্থা-ভরসার কথা শোনা যেত রাজনৈতিক দল থেকে আদালতের মুখে।
বিশদ

12th  November, 2024
গুরুতর অভিযোগ

সংসদীয় গণতন্ত্রের প্রধান চাহিদা সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নির্বাচন অনুষ্ঠান। অন্যথায় নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারেও জনমতের প্রতিফলন থাকে না। তাই প্রতিটি নির্বাচনের মুখে একটি প্রশ্ন বারবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে: জাতীয় নির্বাচন কমিশন কি বিতর্কের ঊর্ধ্বে উঠে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে? এবারের লোকসভা নির্বাচনও এই প্রশ্ন এড়াতে পারেনি। প্রশ্নটি উঠেছে ফের।
বিশদ

11th  November, 2024
এ যেন ‘তালিবানি’ পরামর্শ!

রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে পুরুষের একাংশের ‘খারাপ স্পর্শ’ সমাজে এক গভীর অসুখ তৈরি করেছে। এর থেকে বাঁচতে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। ‘ভালো স্পর্শ’, ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে সচেতন করার পাঠ শৈশব থেকেই শেখানো দরকার। বিশদ

10th  November, 2024
দ্বিচারিতা

আগেই নাম উঠেছে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের। এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ডাবল ইঞ্জিনের আরেক রাজ্য অসমের বিরুদ্ধে। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য গোটা দেশে পিএম কিষান সম্মাননিধি প্রকল্প চালু রয়েছে। বিশদ

09th  November, 2024
স্বাগত নতুন ট্রাম্প

ইতিহাস গড়া হল না কমলার। অন্যদিকে, ঐতিহাসিক প্রত্যাবর্তন হল ট্রাম্পের। দুটিই অপ্রত্যাশিত ঘটনা, বিশেষ করে অনেক ভারতবাসীর কাছে। কমলা হ্যারিসের সঙ্গে ভারতের লতায়-পাতায় সম্পর্ক নিয়ে এদেশের কিছু মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছিল, তাঁর প্রতি বাড়তি সহানুভূতি ছিল মার্কিন প্রবাসীদেরও একাংশের। বিশদ

08th  November, 2024
ঋণজর্জর জীর্ণ দেশ

সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) তাদের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্টে জানিয়েছে, পৃথিবীর শীর্ষ দশটি অর্থনীতির তালিকায় গুরুত্বপূর্ণ অদলবদল আসন্ন। আর সেখানে সুখবর থাকছে ভারতের জন্য। আইএমএফের অনুমান, ২০২৫-এ সর্বোচ্চ আসন মার্কিন যুক্তরাষ্ট্রই ধরে রাখবে।
বিশদ

07th  November, 2024
সুখী গৃহকোণের আলো

ভারতই এখন পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ। গৃহ সমস্যায় সবচেয়ে বেশি জর্জরিত দেশটিরও নাম নিঃসন্দেহে ভারত। ‘পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই,/ আমি তো সেই ঘরের মালিক নই’—যখন লিখিত ও গীত হয়, তখন অখণ্ড ভারতে জনঘনত্ব তুলনায় ছিল সামান্যই। বিশদ

06th  November, 2024
নয়া বিপদ

প্রথমে একটি মেসেজ বা ই-মেল। তারপর ফোন। পুলিস, সিবিআই, ইডি বা শুল্ক বিভাগের আধিকারিকের পরিচয় দিয়ে ওপ্রান্ত থেকে বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক অনিয়ম বা নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে। তাই ‘ডিজিটাল গ্রেপ্তার’ জারি হয়েছে। বিশদ

05th  November, 2024
একনজরে
রাজধানীতে শিশুকে অপহরণ। কিন্তু পরে শিশুটি ভিনধর্মের বুঝতে পেরে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে গেলেন এক মহিলা। ঘটনার তদন্তে নেমে পূর্ব দিল্লির কৃষ্ণনগর থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। ...

হুগলি নদীর পাড়ে অবস্থিত একাধিক ফেরিঘাট আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছিল রাজ্য পরিবহণ দপ্তর। এবার দামোদর ও রূপনারায়ণের তীরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেরিঘাট আধুনিকীকরণের উদ্যোগ নিল ওই দপ্তর। ...

পাটগাছের নির্যাস থেকে পানীয় ও পাটের সুতো থেকে বস্ত্র, ব্যাগ এবং পরিবেশবান্ধব নানা জিনিস তৈরির প্রশিক্ষণ দেওয়া হল প্রান্তিক কৃষকদের। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন সংস্থা এনআইএনএফইটি’র উদ্যোগে গয়েশপুরের নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রে বুধবার পাট ও পাটজাত পণ্য নিয়ে প্রশিক্ষণ ও ...

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের আগে চর্চায় পারথের বাইশ গজ। পিচে ঘাস ও বাউন্স, দুই থাকবে। তেমনই ইঙ্গিত মিলেছিল আগেই। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় পিচ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব টেলিভিশন দিবস
১৬৯৪: ফরাসি দার্শনিক ভলতেয়ারের জন্ম
১৭৮৩:  মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে ওড়ে
১৮৭৭: ফোনোগ্রাফ আবিষ্কারের কথা জানালেন থমাস এডিসন
১৯০৪:  শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটকের জন্ম
১৯০৮: বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়
১৯২১: বিশিষ্ট বাঙালি মৎসবিজ্ঞানী ড.হীরালাল চৌধুরীর জন্ম
১৯২৬: অভিনেতা প্রেমনাথের জন্ম
১৯৩৪: অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রুমা গুহঠাকুরতার জন্ম
১৯৩৮: বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেলেনের জন্ম
১৯৪৭ স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সম্বলিত ডাকটিকিট প্রকাশ করা হয়
১৯৭০: নোবেলজয়ী পদার্থবিদ চন্দ্রশেখর বেঙ্কটরামনের মৃত্যু
১৯৭৪: শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তীর মৃত্যু
১৯৯৫: সঙ্গীতশিল্পী সবিতাব্রত দত্তর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৫,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ অগ্রহায়ণ,১৪৩১, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪। ষষ্ঠী ৪৭/৪৮, সন্ধ্যা ৫/৪। পুষ্যা নক্ষত্র ২৪/৮ দিবা ৩/৩৬। সূর্যোদয় ৫/৫৭/১২, সূর্যাস্ত ৪/৪৭/৫২। অমৃতযোগ দিবা ৭/২৪ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ৩/২০ মধ্যে পুনঃ ৪/১৪ গতে উদয়াবধি। বারবেলা ২/৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২২ গতে ১/০ মধ্যে।
৫ অগ্রহায়ণ,১৪৩১, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪। ষষ্ঠী রাত্রি ৮/৪৫। পুষ্যা নক্ষত্র রাত্রি ৭/৫৪। সূর্যোদয় ৫/৫৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ১/১৮ গতে ২/৪২ মধ্যে এবং রাত্রি ৫/৪৫ গতে ৯/১৮ মধ্যে ও ১১/৫৮ গতে ৩/৩৩ মধ্যে ও ৪/২৭ গতে ৬/০ মধ্যে। কালবেলা ২/৬ গতে ৪/৪৮ মধ্যে। কালরাত্রি ১১/২৩ গতে ১/২ মধ্যে।  
১৮ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গণতন্ত্র এবং মানবিকতাই হল প্রধান, গায়ানার সংসদে বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

10:53:00 PM

এ আর রহমানের ডিভোর্স আপাতত হচ্ছে না
আপাতত হচ্ছে না এ আর রহমান-সায়রা বানুর ডিভোর্স। জানালেন তাঁদের ...বিশদ

10:16:00 PM

সকলকে ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমাটি দেখার অনুরোধ রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার

10:06:00 PM

গায়ানার জর্জটাউনে মনুমেন্ট পরিদর্শনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

09:57:00 PM

গায়ানার জর্জটাউনে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

09:30:00 PM

আগরতলায় হেরিটেজ ফেস্টের অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

09:10:00 PM