Bartaman Patrika
সম্পাদকীয়
 

আয়নায় মুখ দেখুন

সত্যি কথা বলা বা তা স্বীকার করে নেওয়া বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিধানে লেখা নেই! দেশের বহু মানুষের এমনই অভিযোগ। গত দশ বছরে তিনি বারবার প্রমাণ করেছেন, ভোটে জেতার জন্য যা বলেন, তা রক্ষা না-করাটাই তাঁর রাজনীতির মূল চাবিকাঠি। দু’বছর আগে, ২০২২ সালে বিরোধীদের ‘ডোল রাজনীতি’ (প্রধানমন্ত্রীর ভাষায় রেউড়ি সংস্কৃতি)-র কড়া সমালোচনা করেছিলেন তিনি। বলেছিলেন, ভোটে জিততে এই নগদ টাকা ছড়ানোর জনমোহিনী রাজনীতির কারণে রাজ্য সরকারগুলির আর্থিক হাল ক্রমশ খারাপ হচ্ছে। এই খয়রাতির রাজনীতি বন্ধ হওয়া উচিত। মোদি এমন জ্ঞানগর্ভ ভাষণ দিলেও দেখা গেল, বিভিন্ন রাজ্যে ভোটে জিততে তাঁর দল বিজেপিও সেই ‘রেউড়ি সংস্কৃতি’র পথেই হাঁটছে! ফলে গত দু’বছর ধরে খয়রাতি নিয়ে আর বিশেষ কিছু বলতে শোনা যাচ্ছে না প্রধানমন্ত্রীকে। কিন্তু ‘ডোল রাজনীতি’ নিয়ে আপাতত মুখ বন্ধ রাখলেও এবার দেখা গেল প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করতে না পারা নিয়ে ফোঁস করেছেন প্রধানমন্ত্রী। এখানেও লক্ষ্য সেই বিরোধীরা। ভোটে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে কর্ণাটকের কংগ্রেস সরকার সেই রাজ্যের মহিলাদের বিনামূল্যে বাস সফরের জন্য ‘শক্তি প্রকল্প’ চালু করেছে। এখন সেই ‘খয়রাতি’তে রাশ টানতে প্রকল্পটি পর্যালোচনা করার কথা জানিয়েছেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী। যা শুনে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কড়া সমালোচনা করে বলেছেন, যে প্রতিশ্রুতি রক্ষা করা যাবে সেটাই মানুষের সামনে ঘোষণা করুন। তাঁর মন্তব্য ছিল, ‘যতটুকু খেতে পারবেন, ততটুকুই মুখে নিন।’ এতেই যেন হাতে চাঁদ পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি! কংগ্রেসের সমালোচনা করে মোদি বলেছেন, এরা যে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করতে পারে না তা ‘বাজেভাবে ফাঁস’ হয়ে গিয়েছে। মহারাষ্ট্র বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেস সভাপতির ওই বক্তব্যকে হাতিয়ার করে হাততালি পেতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
রাজনীতির কারবারিদের মতে, খাড়্গে এই কথা বলে একজন দায়িত্বশীল রাজনীতিকের পরিচয় দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, যে কোনও সরকারেরই নিজেদের আর্থিক সামর্থ্য বুঝে প্রতিশ্রুতি দেওয়া উচিত। ভোটে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে দল ও নেতা-কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কংগ্রেস সভাপতির এই সদর্থক পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত ছিল। কারণ গত দশ বছরে দেশের মানুষকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে তারপর যেভাবে তিনি তা ভঙ্গ করেছেন, তাতে এসব নিয়ে মন্তব্য করার আগে আয়নায় নিজের মুখটা দেখে নিতে পারতেন তিনি। একথা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই যে, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার তাগিদে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি যুবসমাজের সঙ্গে নিদারুণ ঠাট্টা করেছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল ‘আচ্ছে দিন’ আসবে দেশে। বলেছিলেন, বিকশিত ভারতের কথা। দিয়েছিলেন, সবকা সাথ সবকা বিকাশের গ্যারান্টি। কিন্তু তাঁর দু’দফার শাসনের নির্মম পরিণতি হল, দেশের প্রায় প্রতিটি আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যর্থতার নজির গড়েছে মোদি সরকার। তাঁর শাসনে বড়লোক-গরিব লোকের আর্থিক ব্যবধান বৃদ্ধি, সম্পদ বণ্টনে সীমাহীন অসাম্য, অপুষ্টি, ক্ষুধাসূচক, বেকারত্ব, মূল্যবৃদ্ধির সাঁড়াশি চাপে গরিব-মধ্যবিত্তের আধমরা অবস্থা তৈরি হয়েছে। আট বছর আগে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে যে নোটবন্দি করেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তা চূড়ান্ত ব্যর্থ ও হঠকারী সিদ্ধান্ত বলে প্রমাণিত হয়েছে। সুতরাং প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে মোদির নিজেরই কাঠগড়ায় দাঁড়ানো উচিত।
প্রতিশ্রুতিভঙ্গের মতো মোদি জমানায় ধাপ্পাবাজির আরও নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে ‘খয়রাতির’ রাজনীতিতে। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বাংলায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার তৃতীয়বার ক্ষমতায় ফেরার প্রধান অস্ত্র হয়ে উঠেছিল এই প্রকল্প। যা অনুকরণ করে পরবর্তীকালে মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে ‘লাডলি বহেনা’ প্রকল্প চালু করে বাজিমাত করেছিল বিজেপি। এছাড়া দেশের ১১ কোটি কৃষকের জন্য বছরে ৬ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য, ভোটের আগে দেশের ৮০ কোটি মানুষকে রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের ঘোষণা করে সেই খয়রাতির রাস্তায় হাঁটতে হয়েছিল মোদিকে। এখন মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগেও ‘লড়কি বহিন’ প্রকল্পের ঘোষণা করে ভোটে জেতার ছক করেছে বিজেপির জোট সরকার। মুখে বিরোধীদের ‘খয়রাতি’-র রাজনীতির কড়া সমালোচক হলেও বিভিন্ন রাজ্যে খোদ বিজেপি সরকারের এই খয়রাতি বিলির রাজনীতিই চালু থাকায় প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যাস্পদ হয়ে উঠছে না কি? তাই মন্তব্য করার আগে দুবার ভাবা বা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকলেই বোধহয় সম্মান রক্ষা হতো।
03rd  November, 2024
নয়া বিপদ

প্রথমে একটি মেসেজ বা ই-মেল। তারপর ফোন। পুলিস, সিবিআই, ইডি বা শুল্ক বিভাগের আধিকারিকের পরিচয় দিয়ে ওপ্রান্ত থেকে বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক অনিয়ম বা নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে। তাই ‘ডিজিটাল গ্রেপ্তার’ জারি হয়েছে। বিশদ

সময়োচিত, সমুচিত

খালিস্তানি উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জর হত্যার পিছনে ‘ভারতীয় এজেন্ট’ যোগের কোনও উপযুক্ত প্রমাণ তাঁর প্রশাসনের হাতে নেই। অতএব, নিজ্জর হত্যার ইস্যুতে ভারতের হাতে গ্রাহ্য কোনও তথ্য-প্রমাণও তাঁরা তুলে দিতে পারেননি। বিশদ

04th  November, 2024
শব্দের ‘উৎসব’!

দীপাবলি কিংবা বাঙালির কালীপুজো কি শুধুই আলোর উৎসব? ৩১ অক্টোবর মাস শেষের সন্ধ্যা-রাতে বৃহত্তর মহানগরীর অলি-গলি থেকে রাজপথে যে নিরবচ্ছিন্ন নিষিদ্ধ বাজির শব্দদূষণের আস্ফালন দেখা গেল, তাতে উৎসবের সংজ্ঞাটাই বদলে গিয়েছে মনে হওয়াটাই স্বাভাবিক। বিশদ

02nd  November, 2024
কানাডা: অভিযোগ খণ্ডন জরুরি

২০২৩ সালের ১৮ জুন এক গুরুদ্বারের ভিতরেই গুলিতে নিহত হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে অঞ্চলে সে থাকত। কয়েক বছর আগে ভ্যাঙ্কুভারে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থীদের উপর্যুপরি বিক্ষোভ কর্সূচির নেপথ্যে ছিল এই হরদীপ। বিশদ

01st  November, 2024
মাধবী তোমার কে হয়?

দেশে কি শেয়ার বাজার, সেবি ও কেন্দ্রীয় সরকার ত্রয়ীর ‘মনোপলি বাঁচাও’ সিন্ডিকেট কায়েম হয়েছে? তাদের লক্ষ্য কি—কেবল বাছাই করা কর্পোরেট, নির্দিষ্ট কোম্পানি এবং পছন্দের শেয়ারের জন্য মুনাফা নিশ্চিতকরণ? আর সেই নাফা ঘরে তুলবে কি ওই বিতর্কিত সিন্ডিকেটের সদস্যরাই?
বিশদ

31st  October, 2024
পুনর্বিন্যাস ও গেরুয়া কৌশল

চব্বিশের ভোটে নরেন্দ্র মোদি হ্যাটট্রিক করেছেন বটে, কিন্তু মন ভরেনি তাঁর। কেননা, বিজেপি এবং এনডিএ উভয়েরই আসন সংখ্যা উনিশের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। তার ফলে ক্ষতি হয়েছে তাঁর দু’দিক থেকেই—সরকারে বিজেপি এবং মোদির একচ্ছত্র আধিপত্য চলে গিয়েছে, অন্যদিকে লোকসভাতেও দুর্বল হয়ে গিয়েছে বিজেপি তথা এনডিএ। বিশদ

30th  October, 2024
ধারাবাহিক বঞ্চনা

বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এই রোগের জন্ম অবশ্য কংগ্রেস আমলে। মোদি জমানায় বঞ্চনার ইতিহাস যেন অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গ্রামীণ অর্থনীতিতে পরিকাঠামো উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে যে সরকারি প্রকল্পগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার প্রায় সব ক্ষেত্রেই তুচ্ছ অজুহাতে বছরের পর বছর টাকা দেওয়া বন্ধ রেখেছে দিল্লি। বিশদ

29th  October, 2024
কর্মনাশা সংস্কৃতি

কল্প কি আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হবে? আশঙ্কাটি পুরনো। সেটি গভীর হচ্ছে ঘটনাক্রমে, যেন সিলমোহরও পড়ছে একের পর এক। আশঙ্কার কেন্দ্রে ‘মনরেগা’। দেশে এই আংশিক কর্মসংস্থান প্রকল্পের প্রভাব নিয়ে একটি স্বতঃপ্রণোদিত সমীক্ষা করছে নীতি আয়োগ।
বিশদ

28th  October, 2024
কেন এত টালবাহানা?

বছর শেষ হতে আর দু’মাস বাকি। তার মানে, এ বছরেও জনগণনার কাজ শুরুই হচ্ছে না! সরকারিভাবে এই নিয়ে কোনও ঘোষণা না হলেও সহজ পাটিগণিতের হিসাব বলছে, নভেম্বর মাসে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা ভোট রয়েছে, রয়েছে ১৫টি রাজ্যের ৪৭টি আসনের উপ নির্বাচনও। বিশদ

27th  October, 2024
হিন্দুত্বের টোটকা!

মাঝে মাঝেই সুকৌশলে প্রসঙ্গটি উস্কে দেওয়া হয়। আবারও দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে জলঘোলা শুরু হয়েছে। এবং আবারও সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানের মূল কাঠামোর অংশ। বিশদ

26th  October, 2024
বাংলায় দ্রুত ফিরুক মনরেগা

রাজ্যের কয়েক কোটি গরিব মানুষের স্বার্থে বড় পদক্ষেপ করল নবান্ন। কেন্দ্রের দাবিমতো দিল্লিকে ফেরানো হল ১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্প বা মনরেগার বিতর্কিত অংশের টাকা। রাজ্যের লাগাতার ও আন্তরিক চেষ্টাতেই ওই টাকা উদ্ধার হয়েছে। বিশদ

25th  October, 2024
হায় রে ‘স্বচ্ছ ভারত’!

স্বচ্ছতার আন্তর্জাতিক মাপকাঠিতে ভারত বরাবরই তলানিতে পড়ে আছে। কিন্তু কেন? এই প্রশ্ন করার দরকার হয় না আমাদের। কেননা, দেশজুড়ে রকমারি প্রতারণার বহর সম্পর্কে একটি বালকও অবগত। তবে বিস্ময়ের বাঁধ ভাঙছে প্রায় প্রতিদিনই। বিশদ

24th  October, 2024
স্বাস্থ্যকর স্বাস্থ্যব্যবস্থা

অবশেষে উঠল অনশন। রাজ্যের জুনিয়র ডাক্তাররা সোমবার রাতে তাঁদের টানা সতেরো দিনের এই অন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে তুলে নেওয়া হয়েছে মঙ্গলবারের সর্বাত্মক চিকিৎসা ধর্মঘটের ডাক। বিশদ

23rd  October, 2024
সেরা ‘পরিষেবা’

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে গত প্রায় তিন মাস ধরে উত্তাল রাজ্য। সিবিআইয়ের পেশ করা প্রথম চার্জশিটে একজন অভিযুক্তের নাম রয়েছে। বিশদ

22nd  October, 2024
সবার আত্মরক্ষার দাবি

২০২৪-২৫ সালের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ ৯০,৯৮৮ কোটি টাকা। এক দশকে বাজেট বরাদ্দের অঙ্ক ১৬৪ শতাংশ বেড়েছে জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশবাসীর হাততালি কুড়োবার কৌশল নিলেও সচেতন মানুষ তাঁর ডাকে সাড়া দিতে পারেননি।
বিশদ

21st  October, 2024
‘হে মোর দুর্ভাগা দেশ’

একটা করে সকাল হচ্ছে, আর লজ্জার মেঘে ঢাকা পড়ছে ভারতের আকাশ! কিন্তু লজ্জা নেই একমাত্র দেশের শাসকের! টানা তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ১৪২ কোটি মানুষের সামনে ৭ লক্ষ কোটি ডলার অর্থনীতির গাজর ঝুলিয়ে রেখেছেন। ২০৪৭ সালের মধ্যে এ দেশ নাকি ‘উন্নত’ দেশের তকমা পাবে বলে খোয়াব দেখাচ্ছেন। বিশদ

20th  October, 2024
একনজরে
শান্তিনিকেতনে পর্যটক ও নারী সুরক্ষায় আরও একধাপ ইতিবাচক পদক্ষেপ নিল শান্তিনিকেতন থানা। গ্রিন মোবাইল টিম নামের একটি বিশেষ মহিলা সুরক্ষা দল গঠন করল সংশ্লিষ্ট থানা। এর মাধ্যমে ওই মহিলা দল ব্যাটারি চালিত পরিবেশবান্ধব সাইকেলে চড়ে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাবে ...

গত ২৯ অক্টোবর দেশজুড়ে রোজগার মেলার আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। যাঁরা সরকারি চাকরি পাচ্ছেন, তাঁদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই ছিল ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ...

জনসমক্ষে দেশে কড়া পোশাকবিধির প্রতিবাদ করলেন ইরানের আরও এক তরুণী। বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটলেন শুধু অন্তর্বাস পরে। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু দু’দিন কেটে গেলেও ...

বালুরঘাটে ল’কলেজ পাড়ায় নেশার টাকা না পেয়ে খুনের অভিযোগে ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস। পাশাপাশি এক দুষ্কৃতীর বাড়ি থেকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৫৬: পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হেমু পরাস্ত হন
১৭৯৫: বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়
১৮৭০: আইনজীবী এবং রাজনীতিবিদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম
১৮৮৭: স্বাধীনতা সংগ্রামী বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের জন্ম
১৮৯২: বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী জে বি এস হ্যালডেনের জন্ম
১৮৯৩: রবীন্দ্রনাথের পুত্রবধূ ও রথীন্দ্রনাথের স্ত্রী তথা লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ প্রতিমা ঠাকুরের জন্ম
১৯০২: গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়
১৯০৫: অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্ম
১৯১৫: ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতার মৃত্যু
১৯১৮: বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিক বাণী রায়ের জন্ম
১৯৫৫: বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপারের জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরীর মৃত্যু
১৯৮৮: ক্রিকেটার বিরাট কোহলির জন্ম
২০০৬: ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়
২০১১: সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার মৃত্যু
২০১২: যাত্রাসম্রাট শান্তিগোপাল পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৫ টাকা ৮৪.৯৯ টাকা
পাউন্ড ১০৭.৪১ টাকা ১১১.১৯ টাকা
ইউরো ৮৯.৯৮ টাকা ৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৯,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৫,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৪,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৪,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ কার্তিক, ১৪৩১, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪। চতুর্থী ৪৬/১৫ রাত্রি ১২/১৭। জ্যেষ্ঠা নক্ষত্র ৯/৫৫ দিবা ৯/৪৫। সূর্যোদয় ৫/৪৭/৯, সূর্যাস্ত ৪/৫৩/২৬। অমৃতযোগ প্রাতঃ ৬/৩১ মধ্যে পুনঃ ৭/১৬ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/২৯ গতে ৮/২০ মধ্যে পুনঃ ৯/১২ গতে ১১/৪৬ মধ্যে। পুনঃ ১/৩০ গতে ৩/১২ মধ্যে পুনঃ ৪/৫৫ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/২৯ মধ্যে। বারবেলা ৭/১০ গতে ৮/৩৪ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৭ মধ্যে। কালরাত্রি ৬/৩০ গতে ৮/৬ মধ্যে। 
১৯ কার্তিক, ১৪৩১, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪। চতুর্থী রাত্রি ৯/৩৫। জ্যেষ্ঠা নক্ষত্র দিবা ৮/৩৩। সূর্যোদয় ৫/৪৮, সূর্যাস্ত ৪/৫৪। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/২৯ গতে ১১/৩ মধ্যে এবং রাত্রি ৭/২৬ গতে ৮/১৯ মধ্যে ও ৯/১২ গতে ১১/৪১ মধ্যে ও ১/৩৮ গতে ৩/২৪ মধ্যে ও ৫/১০ গতে ৫/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/২৬ মধ্যে। বারবেলা ৭/১১ গতে ৮/৩৫ মধ্যে ও ১২/৪৪ গতে ২/৮ মধ্যে। কালরাত্রি ৬/৩১ গতে ৮/৮ মধ্যে। 
২ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: কাজকর্ম অপেক্ষাকৃত শুভ। বৃষ: যোগাযোগ রক্ষায় সাফল্যের যোগ। মিথুন: মানসিক অস্থিরতা বাড়াবে। কর্কট: ধর্মকর্মে মন। সিংহ: কর্মস্থলে পদোন্নতির ...বিশদ

10:36:38 AM

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত, জানালেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু

10:40:36 PM

ছুরির আঘাতে মারাত্মক জখম সবজি বিক্রেতা
  এক সবজি বিক্রেতার উপর ছুরি নিয়ে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ...বিশদ

11:06:00 PM

পাঞ্জাবের সাঙরুর জেলায় মাঠেই জ্বালানো হল ফসল, ধোঁয়াচ্ছন্ন এলাকা

10:43:00 PM

গুজরাতে নির্মীয়মান রেল ব্রিজের একাংশ ভেঙে পড়ার ঘটনায় ধ্বংসস্তুপের নীচে আটকে ৩ জন শ্রমিক, চলছে উদ্ধারকাজ

10:14:00 PM

আইপিএল ২০২৫-এর নিলামে অংশগ্রহণ করছেন ১৫৭৪ জন প্লেয়ার

09:56:00 PM