Bartaman Patrika
সম্পাদকীয়
 

সময়োচিত বার্তা

সঙ্গটি মোদিযুগের বয়সি। এনিয়ে দেশজুড়ে চর্চা-সমালোচনা শুধু নয়, নিন্দারও ঝড় বয়ে গিয়েছে বার বার। উত্তাল হয়েছে সংসদ। এমনকী, একাধিক মিত্রদেশও সরাসরি মুখ খুলে বাড়িয়েছে আমাদের অস্বস্তি। এই যেমন ২৪ মে, মার্কিন মুলুকে বাইডেন প্রশাসনের তরফে প্রকাশিত এক রিপোর্টে ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপ নিয়ে মোদি সরকারকে নানা প্রশ্নবাণে বিদ্ধ করা হয়েছে। বলা বাহুল্য, ঘরের সমালোচনা-নিন্দেমন্দের মতোই আন্তর্জাতিক প্রতিক্রিয়াও নস্যাৎ করতে ব্যস্ত সরকার বাহাদুর, সর্বশেষ দৃষ্টান্তেও তার ব্যতিক্রম ঘটেনি। উচ্চ এবং শীর্ষ আদালতে, একাধিক মামলার পর্যবেক্ষণেও মোদির প্রশাসনকে ভর্ৎসনা এবং সতর্ক করা হয়েছে। কিন্তু তাতেও গেরুয়া রাজধর্মের বহিরঙ্গে বিন্দুমাত্র বিকার লক্ষ করা যায়নি। অবশেষে দেশের বিচারবিভাগের শীর্ষকর্তা প্রকাশ্যে মুখ খুলে জানিয়ে দিলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সৌন্দর্য বিনষ্টিতে তাঁদের মোটেই সায় নেই। কে কী খাবে, কে কার পুজো করবে—তা অন্যকেউ ঠিক করে দিতে পারে না। সংবিধানই ভারতের প্রত্যেক নাগরিককে এই অধিকার দিয়েছে। নাগরিকদের মৌলিক অধিকারে কোনোরকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। 
শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে সাংবিধানিক নৈতিকতা প্রসঙ্গে এটাই পরিষ্কার করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর সাফ কথা, ‘সাংবিধানিক নৈতিকতার বার্তা এটাই যে বৈচিত্র্যকে গ্রহণ করো এবং সহনশীল হও।’ মোদি জমানায় দেশজুড়ে ধর্মীয় মেরুকরণ ও বিভাজনের রাজনীতির আবহ তৈরি হয়েছে। তার প্রেক্ষিতে দেশের প্রধান বিচারপতির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতা হাইকোর্ট বার লাইব্রেরি ক্লাবের দ্বিশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার শহরে আসেন তিনি। তারপর শনিবার অন্য-এক অনুষ্ঠানে ভাষণ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি মনে করিয়ে দেন, ‘সংবিধানই আমাদের মুক্তচিন্তার অধিকার দিয়েছে। একজন ভারতীয় যেমনভাবে চান তেমনভাবেই ভাবতে পারেন। তাঁর বাকস্বাধীনতা কেড়ে নেওয়া যায় না, অর্থাৎ তিনি যা চান, বলতে পারেন সেটাই। তিনি যাঁকে চান, আরাধনা করতে পারেন তাঁরই। অনুসরণও করতে পারেন তিনি তাঁরই আরাধ্যকে। একজন মানুষ তাঁর রুচি-পছন্দমাফিক খাওয়া-দাওয়া করতে পারেন। এমনকী, তিনি বিয়েও করতে পারেন তাঁঁর পছন্দের মানুষটিকে।’ এই বক্তব্যের মাধ্যমে দেশের বিচারব্যবস্থার সুপ্রিম আসন থেকে এটাই ঘোষিত হল যে, সাংবিধানিক নৈতিকতা লঙ্ঘনের এক্তিয়ার কারও নেই—না বিচারব্যবস্থার, না নির্বাচিত কোনও সরকারের।
শুক্রবারের অনুষ্ঠান থেকে বিচারব্যবস্থার সংস্কারের পক্ষে তাঁর মত জানান প্রধান বিচারপতি। তিনি শনিবার যা বলেছেন, সেটি বস্তুত আরও একধাপ এগিয়ে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘বিচারের ক্ষেত্রে বিচারপতির নিজস্ব চিন্তাধারা থাকতে পারে না; আমরা সকলেই সংবিধানের ভৃত্য; কেউই প্রভু নই।’ এই প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি, ‘মানুষের কাছে আদালত ন্যায়বিচারের মন্দির—নিজেদেরকে সেই মন্দিরের দেবতা ভেবে আমরা ভুল করি—এটা বিপজ্জনক। আমার নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। আমার সামনে আদালতকে কেউ ‘মন্দির’ বললে আপত্তি জানাই। আমি মনে করি, বিচারপতিরা মানুষের সেবকমাত্র।’ এরপরই বিচারপতিদের উদ্দেশে তাঁর বার্তা, ‘অন্যের সম্পর্কে আগাম কোনও ধারণা নিয়ে বিচারকের আসনে বসবেন না। আপনারা সহানুভূতি রাখুন। মনে রাখতে হবে, আমাদের সামনে যাঁরা দাঁড়িয়ে থাকেন, তাঁরা প্রত্যেকে মানুষ। বিচারপতিরা যেন নিজ নিজ সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করেন। সমাজকে নিয়ে সংবিধানের যে মূল উদ্দেশ্য, বিচার করতে হবে সেটা বজায় রেখেই।’ বাইরের ‘কুৎসা’ বা ‘ষড়যন্ত্র’ তত্ত্ব উপেক্ষা করতেই পারে ‘বুলডোজ’ প্রশাসন। কিন্তু দেশের বিচারব্যবস্থার সর্বোচ্চ আসন থেকে যে সময়োচিত বার্তাটি দেওয়া হল, তাকে অগ্রাহ্য করার অবকাশ কোথায়? লাভ জিহাদ, ধর্মান্তরণ, হিজাব বিতর্ক, অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দেওয়ার সুযোগসন্ধান প্রভৃতি থেকে এখনই বেরিয়া আসা উচিত সরকারের। কারণ একটি কল্যাণকামী রাষ্ট্রের কর্মসূচি এসব হতে পারে না। সর্বোপরি, অবাঞ্ছিত কাজে সময় ও উদ্যম এতই নষ্ট হচ্ছে যে, অবহেলিত রয়ে যাচ্ছে ‘সবকা বিকাশ’-এর বাস্তব উদ্যোগ। চড়া মাশুল গুনছে দেশের অর্থনীতি—তাতে সবচেয়ে বেশি কোপ পড়ছে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণির উপর।
01st  July, 2024
যন্ত্রস্থ গেরুয়া শব্দকোষ

নরেন্দ্র মোদি, বিজেপি, আরএসএস, অগ্নিবীর ... এরকম ২৪৬টি শব্দ ছেঁটে দেওয়া হল লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণ থেকে। এগুলি নাকি ‘আপত্তিকর’! তাই এগুলির জায়গা হবে না সংসদের পবিত্র রেকর্ডে। বিশদ

তৎপর হোক রাজভবন

অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। প্রতিটি অন্যায়ের প্রতিকারই কাম্য। সমাজের সুস্থতার জন্য এটি জরুরি। কিন্তু যে মানুষ নিজের দিকে আঙুল তুলতে শেখেনি, ‘অন্যায়’ শব্দের সংজ্ঞাটি সে’ই যদি ঠিক করে দিতে চায়, তার চেয়ে বড় বিপদ কিছু নেই। বিশদ

03rd  July, 2024
পুলিসি রাষ্ট্রের পথে?

বাঘে ছুঁলে আঠারো ঘা। পুলিসে ছুঁলে কত? নরেন্দ্র মোদি তৃতীয় ইনিংসের শুরুতেই বুঝিয়ে দিলেন, এখন থেকে সরকারের সমালোচনা বা বিরোধিতা হলে শেষ কথা বলবে পুলিস। দমনমূলক পদক্ষেপের যে ছবি তাঁর জমানায় গত দশ বছরে বারবার দেখা গিয়েছে, এবার সেই অস্ত্রকে আরও ধারালো করা হয়েছে। সবটাই হবে ‘সাজার বদলে ন্যায়ের ধারণা’ প্রতিষ্ঠার নামে।
বিশদ

02nd  July, 2024
দায় নিন প্রধানমন্ত্রী

ক্ষুদ্র স্বার্থে যে কোনও নির্মাণ কাজের সঙ্গে আপস করলে পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে, সেদিন আরও একবার তার সাক্ষী থাকল দেশ। টানা দাবদাহের পর একদিনের আকাশভাঙা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে শুক্রবার কাকভোরে ভেঙে পড়ল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ। বিশদ

30th  June, 2024
বিড়ম্বনার প্রশংসা 

স্বাধীনতার পর ভারতের শিক্ষাক্ষেত্রে যতগুলি মারাত্মক দুর্নীতি হয়েছে, তার মধ্যে নিট জালিয়াতিকে সবার শীর্ষেই রাখছেন অনেক শিক্ষাবিদ। নব্বই দশকের কুখ্যাত ‘ব্যাপম’ কেলেঙ্কারির কথা মনে রেখেই এই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। বিশদ

29th  June, 2024
বিভাজনের রাজনীতির পরিণাম

সিঁদুরে মেঘের দিকেই একটা তিরচিহ্ন এঁকে দিয়েছে ন্যাসকম। তাদের সর্বশেষ সমীক্ষা রিপোর্টে প্রকাশ, গত অর্থবর্ষের তুলনায় এবার ধসই নামতে চলেছে আইটি এবং উচ্চ বেতনের নিয়োগ ক্ষেত্রে। শিক্ষিত যুব সমাজের সামনে এর চেয়ে বড় দুঃসংবাদ কিছু হতে পারে না। বিশদ

28th  June, 2024
তবে কি ‘অনাচারের’ মাশুল?

জলমগ্ন গর্ভগৃহে দণ্ডায়মান ‘বালক’ রাম! পাঁচ মাস আগে, গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, রামলালার মাথায় ছাদ দিলেন তিনি। এর মধ্য দিয়ে সূচনা হল এক নতুন যুগের। সূত্রপাত হল ‘রাম রাজত্বের’।
বিশদ

27th  June, 2024
রাজধর্মের অনুকরণীয় দৃষ্টান্ত

ভারতের সংসদীয় গণতন্ত্রের বুনিয়াদ নির্বাচিত পঞ্চায়েত এবং পুরসভা দিয়ে গঠিত। আর এই সবগুলির উপর রয়েছে সরকার। সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে জন পরিষেবা নিশ্চিত করাই এই নির্বাচিত প্রতিষ্ঠানগুলির দায়িত্ব।‌ সমস্ত ধরনের নাগরিক পরিষেবা প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা এবং অধিকার।
বিশদ

26th  June, 2024
দুর্নীতির অস্ত্রে নিজেরাই বিদ্ধ!

বিনোদন জগতের একটি শব্দবন্ধ সদ্য অনুষ্ঠিত লোকসভা ভোটে ব্যাপক ‘হিট’ করেছে। ‘ট্রেলার’। কোনও সিনেমা বা সিরিয়াল আসার আগে তার ঝলক বিজ্ঞাপনের মোড়কে তুলে ধরাকে ট্রেলার বলে। লোকসভা ভোটে এ রাজ্যে কমপক্ষে ৩০টি আসন জেতার খোয়াব দেখিয়ে এই ইংরেজি শব্দটি বারবার ব্যবহার করেছেন বঙ্গ বিজেপির নেতারা।
বিশদ

25th  June, 2024
গুজবের নেপথ্যে কারা

মাত্র চোদ্দো বছর আগের কথা। ভূমিকম্পের চেয়ে বেশি ঝাঁকুনিতে কেঁপে উঠেছিল গুয়াহাটি। অল্প কয়েকদিনের মধ্যে খুন হয়ে গিয়েছিল এগারোজন মানুষ! আর এই হত্যা সিরিজ বিশ্লেষণে দেখা গেল যে, প্রত্যেককের মৃত্যুর কারণ মাথায় ভারী বস্তুর আঘাত। বিশদ

24th  June, 2024
‘আই ওয়াশ!’

কেন্দ্র অথবা রাজ্য, যে সরকারই হোক তার শীর্ষ মহল থেকে কোনও প্রতিশ্রুতি, কোনও আশ্বাসবাণী শোনা গেলে মনটা আনন্দে ডগমগ হয়ে ওঠার কথা। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত দশ বছরে দু’দফায় দেশ শাসন করে এমন একটা ভাবমূর্তি তৈরি করেছেন যে এখন তিনি বা তাঁর সরকার কোনও প্রতিশ্রুতি দিলে আশার বদলে আশঙ্কা জাগে মনে। বিশদ

23rd  June, 2024
কেন্দ্রের সৌজন্যে ‘অভাগা’!

মানতেই হবে, নরেন্দ্র মোদি একজন ভাগ্যবান মানুষ। লোকসভা ভোটে সাধারণ মানুষ তাঁকে ‘উচিত’ শিক্ষা দিলেও তিনি কোনওক্রমে টিকে গিয়েছেন। নিজের দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, শরিকদের কাঁধে ভর দিয়ে কুর্সিতে বসেছেন। বিশদ

22nd  June, 2024
পলকা সরকারের নষ্টামি

সংসদীয় গণতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক দল অথবা জোট সরকার তৈরি করে। কিন্তু গঠিত সরকারটি আর সেই দল বা জোটের সম্পত্তি নয়।
বিশদ

21st  June, 2024
যথারীতি দায় এড়াবার খেলা

সবে বছর পেরিয়েছে। ২০২৩-এর ২ জুন বাহানাগায় ঘটেছিল ভারতীয় রেলের ইতিহাসে ভয়াবহতম দুর্ঘটনাগুলির একটি। রেল কর্তৃপক্ষ এবং ওড়িশা সরকারের তথ্য অনুসারে, ২৯৬ জন যাত্রী নিহত হন এবং জখম হন ৬৩৬ জন। আহতদের মধ্যে ১৭৭ জনের আঘাত ছিল গুরুতর।
বিশদ

19th  June, 2024
অযোধ্যা আছে, বাবরি নেই!

প্রায় পাঁচ বছর আগে সুপ্রিম কোর্টের রায়ে অস্তিত্ব হারিয়েছিল। এবার ইতিহাসের পাতা থেকে বাবরি মসজিদের নামটাই মুছে দেওয়া হল! দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়ারা এখন থেকে জানবে, অযোধ্যায় রামমন্দিরের জায়গায় আগে ছিল ‘তিনটি গম্বুজের এক স্থাপত্য’।
বিশদ

18th  June, 2024
ডাক্তারি ভর্তি ফিরুক রাজ্যেই

মে নয়া মোড় নিচ্ছে নিট দুর্নীতি। এবার সামনে এল ভয়াবহ তথ্য। বিহারের আর্থিক দুর্নীতিদমন শাখার (ইওইউ) প্রাথমিক তদন্তে প্রকাশ, প্রশ্নপত্র ফাঁসের জন্য সে-রাজ্যের অনেক পরীক্ষার্থীর কাছ থেকে দালালরা মাথাপিছু নিয়েছে ৩০ লক্ষাধিক টাকা। এই সূত্রে তদন্তকারী সংস্থা শনিবার ন’জন পরীক্ষার্থীকে তলব করেছে।
বিশদ

17th  June, 2024
একনজরে
কালিম্পংয়ে ধস ও নদী ভাঙনে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়ক এখনও স্বাভাবিক হয়নি। বুধবার নতুন করে ধস না নামলেও সংশ্লিষ্ট রাস্তা দিয়ে যানবাহন চলাচল করেনি। ...

১৫ দিনে সাতবার! ফের বিহারে সেতু বিপর্যয়। এবারের ঘটনাস্থল সিওয়ান জেলা। জেলায় কয়েকদিন আগেই ভেঙে পড়েছিল একটি ব্রিজ। সেই ঘটনার রেশ কাটার আগেই বুধবার ভোরে ...

শ্যামপুরের প্রিয়ঞ্জনা জানা, উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথের পর এবার আমতার খড়িয়পের তৃষা মান্না। সম্প্রতি উত্তরাখণ্ডে জাতীয় স্তরের এক যোগাসন প্রতিযোগিতায় সোনার পদক জিতে এনেছে আমতার খড়িয়প ...

ভোট-পরবর্তী হিংসা নিয়ে অবশেষে বিজেপিকে রাজভবনের সামনে শর্তসাপেক্ষে শান্তিপূর্ণ ধর্না কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানিয়েছেন, ১৪ জুলাই সকাল ১০টা থেকে রাজভবনের নর্থ গেট থেকে দশ মিটার দূরে শান্তিপূর্ণ অবস্থান করতে পারবে বিজেপি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৭৬: মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে
১৭৭৬: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা বলে স্বীকৃতি পান জর্জ ওয়াশিংটন 
১৮১৭: স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি গঠিত হয়
১৮২৮: উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন
১৮২৯: লন্ডনে প্রথম বাস চলাচল শুরু
১৮৮১: শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়
১৮৮৬: ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়
১৯০২: স্বামী বিবেকানন্দের প্রয়াণ
১৯০৪: পানামা খালের খনন কাজ শুরু হয়
১৯৩৪: নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরির মৃত্যু
১৯৪৩: সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন
১৯৪৪ - সুভাষচন্দ্র বসুর বর্মাতে স্মরণীয় আহ্বান তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেব
১৯৬৩: স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়ার মৃত্যু
১৯৬৮: টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির জন্ম
১৯৭২: পুনরায় দুই কোরিয়া একত্রী করণের লক্ষ্যে প্রথমবার সরকারিভাবে যৌথ ঘোষণা করা হয়
১৯৮৭: প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন ইমরান খান
২০২২: বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৭০ টাকা ৮৪.৪৪ টাকা
পাউন্ড ১০৪.২৯ টাকা ১০৭.৭৫ টাকা
ইউরো ৮৮.২৩ টাকা ৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ আষাঢ়, ১৪৩১, বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪।  ত্রয়োদশী ২/১৮ প্রাতঃ ৫/৫৫ পরে চতুর্দশী ৫৯/৫৫ শেষরাত্রি ৪/৫৮। মৃগশিরা নক্ষত্র ৫৭/১৮ রাত্রি ৩/৫৫। সূর্যোদয় ৫/০/২৭, সূর্যাস্ত ৬/২১/২৩। অমৃতযোগ দিবা ৩/৪১ গতে অস্তাবধি। রাত্রি ৭/৪ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১২/২ গতে ২/১০ মধ্যে পুনঃ ৩/৩৫ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫/৫৩ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১১/১৪ মধ্যে। বারবেলা ৩/১ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪১ গতে ১/১ মধ্যে। 
১৯ আষাঢ়, ১৪৩১, বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪।  ত্রয়োদশী প্রাতঃ ৫/৩৮ পরে চতুর্দশী শেষরাত্রি ৪/৩৮। মৃগশিরা নক্ষত্র শেষরাত্রি ৪/২১। সূর্যোদয় ৫/০, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৩/৪২ গতে ৬/২৩ মধ্যে এবং রাত্রি ৭/৪ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৪ গতে ২/১২ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৬ মধ্যে ও ৯/২৩ গতে ১১/১৬ মধ্যে। কালবেলা ৩/৩ গতে ৬/২৩ মধ্যে। কালরাত্রি ১১/৪২ গতে ১/১ মধ্যে।  
২৭ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ঝাড়খণ্ডে আগামী ৮ জুলাই বিধানসভার বিশেষ অধিবেশনে আস্থা ভোট

08:03:14 PM

মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের ভিক্ট্রি প্যারেড

07:55:00 PM

শিক্ষা দপ্তরের চুক্তিভিত্তিক শিক্ষা ও শিক্ষাকর্মীদের জন্য সুখবর
রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক শিক্ষা ও শিক্ষাকর্মীদের জন্য ...বিশদ

07:35:19 PM

মেরিন ড্রাইভে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে মুম্বইয়ের পুলিস কমিশনারকে নির্দেশ দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে

07:17:32 PM

মুম্বই বিমানবন্দরে ট্রফি হাতে হার্দিক পান্ডিয়া

06:49:35 PM

মুম্বই বিমানবন্দরে পৌঁছল টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল

06:35:34 PM