Bartaman Patrika
সম্পাদকীয়
 

গেরুয়া কোপে ‘গণতন্ত্র’

একেই বলে গোড়া থেকে উপড়ে ফেলা। তাঁর আমলে ‘দেশের গণতন্ত্র বিপন্ন’ বলে আসমুদ্রহিমাচল সোচ্চার। গত ন’বছরের প্রায় প্রতিদিনই সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষেত্রে কীভাবে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে, তার চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে, মানুষের মুখে মুখে। কিন্তু এত গোলযোগ সইতে পারেন না ‘ভগবান’ নরেন্দ্র মোদি। এবার তাই কোনও রাখঢাক না-করে গোড়া থেকেই গণতন্ত্রের গাছটি কেটে ফেলা হল। মোদি সরকারের অধীন এনসিইআরটি সিদ্ধান্ত নিয়েছে, দশম শ্রেণির স্কুল পাঠ্যে গণতন্ত্র বিষয়ক যে তিনটি অধ্যায় রয়েছে, ছাত্রছাত্রীদের তা আর পড়ার দরকার নেই! সেইসঙ্গে বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদও বাদ দেওয়া হয়েছে পাঠ্যক্রম থেকে। আসলে মোদি, অমিত শাহদের রাজনৈতিক লক্ষ্য খুব পরিষ্কার, দেশের বহুত্ববাদের যে গণতন্ত্র প্রতিষ্ঠিত তার বিপরীতে এক ধর্ম, এক ভাষা, এক চিন্তা, এক ভাষ্য, এক মতের শৃঙ্খলে মানুষকে বেঁধে ফেলা। সোজা কথায়, হিন্দুত্ববাদী একদলীয় গণতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করা। এই আধিপত্যবাদে ভিন্ন মত, স্বাধীনতা, নিরপেক্ষতা বলে কিছু থাকতে পারে না। অতএব, লক্ষ্যে পৌঁছতে দশম শ্রেণির সামাজিক বিজ্ঞানের বই থেকে বাদ গিয়েছে তিনটি অধ্যায়, যেখানে গণতন্ত্র ও বৈচিত্র্য, স্বাধীনতার সময়ে বিভিন্ন জনপ্রিয় আন্দোলন ও ‘গণতন্ত্রের সঙ্কটের’ ইতিহাস রয়েছে। এই সিদ্ধান্তকে ধিক্কার জানালে অবাক হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী অবশ্য পোড়খাওয়া অভিনেতার মতো অবাক করেই চলেছেন! কী বিদেশে, কী দেশের মাটিতে ভারতের গণতন্ত্র নিয়ে বলতে উঠলেই তিনি নিজের মুখটা ঢেকে ফেলেন ‘মুখোশে’। সেই মুখোশের আড়াল থেকে ভাবলেশহীনভাবে বলে চলেন, ভারতের গণতন্ত্র হল ভারতবাসীর ডিএনএ। ভারত গণতন্ত্রের জননীস্বরূপ। গণতান্ত্রিক আদর্শেই আমরা এক পরিবার। দেশ আজ যা কিছু হাসিল করেছে তার পিছনে রয়েছে মানুষ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতা। অথচ বাস্তব সত্য হল, মোদির ‘গণতন্ত্রে’ সংসদ, নির্বাচন কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক, সিবিআই-ইডির মতো একাধিক স্বাধীন সংস্থা একনায়ক প্রধানমন্ত্রীর যেন লেজুড়বৃত্তি করে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, মোদির এই ‘নতুন ভারত’-এর আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়েপিঠে নিতে চাইছে বিজেপি-সঙ্ঘ পরিবার। স্কুলস্তর থেকেই সেই অনুশীলন শুরু হয়েছে। বেছে নেওয়া হচ্ছে ১১ থেকে ১৮ বছর বয়সের পড়ুয়াদের। এর আওতায় পড়ছে প্রায় তেরো কোটি কোমলমতি ছাত্রছাত্রী!
গণতন্ত্রের সঙ্গে নির্বিচারে বলি দেওয়া হচ্ছে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা ও বিজ্ঞানকেও। শুধু স্কুলের উঁচু ক্লাস নয়, একেবারে পঞ্চম, ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যক্রম কাটছাঁট করে ‘বিষ’ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বছরের গোড়ায় ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারও আগে ইতিহাস বই থেকে বাদ পড়েছে মুঘল যুগ। গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের হিন্দুত্ববাদী পরিচয়, আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা, গুজরাত দাঙ্গার ঘটনা, দেশভাগ, ঠান্ডাযুদ্ধ, দারিদ্র্য-শান্তি-উন্নয়নের মতো বিষয় দশম থেকে দ্বাদশ শ্রেণির বই থেকে বাদ দেওয়া হয়েছে। নিচু ক্লাসের সিলেবাস থেকে বাদ পড়েছে খাদ্য, তার উৎস, গণতন্ত্রের মূল কথা, জলবায়ু ও বন্যপ্রাণী বিষয়ক অনুচ্ছেদ। আর এবার গণতন্ত্রের সঙ্গে কাটা পড়ল বিজ্ঞানের মৌলগুলির চরিত্র ও বৈশিষ্ট্য সংক্রান্ত পর্যায় সারণি অধ্যায়। বাদ গিয়েছে শক্তির উৎসের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ও। সরকারের অধীনস্থ সংস্থার মতে, এসব বিষয় হল সিলেবাসের বোঝা, তাই বাদ দেওয়া হয়েছে। অথচ আধুনিক বিশ্বে প্রতিটি দেশের কাছে জলবায়ু ও পরিবেশ নানাভাবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতও এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত নয়। অথচ এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রায় সব অধ্যায়ই বাদ পড়েছে পাঠ্যক্রম থেকে! উদ্দেশ্য স্পষ্ট, আসলে যতই ছেলেমেয়েরা কম জানবে ততই শাসকের সুবিধা।
এদেশে গণতন্ত্র নিয়ে বিজেপি যে প্রচারই করুক, প্রধানমন্ত্রী যে কল্পিত কাহিনিই শোনান—আন্তর্জাতিক মহলে তার কোনও মূল্য নেই। বরং মোদি জমানায় ভারতের গণতন্ত্র যে কার্যত খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে সেই তথ্য উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়। যেমন, রির্পোটার্স উইদাউট বর্ডার্স’ সংস্থার প্রকাশিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সূচকে ২০১৬ সালে ভারতের স্থান ছিল ১৩৩। সেটা ২০২১ সালে নেমে গিয়েছে ১৪২-এ। গতবছর ভারতের স্থান আরও নেমে দাঁড়িয়েছে ১৫০তম স্থানে। আবার ২০২১ সালে আমেরিকার সংস্থা ‘ফ্রিডম হাউস’ ভারতকে ‘মুক্ত গণতন্ত্র’-এর তকমা থেকে ছেঁটে ‘আংশিক মুক্ত গণতন্ত্র’-এর সারণিতে রেখেছে। মোদি সরকারের মুখে ঝামা ঘষে দিয়ে এই সংস্থা ২০২১ সালে বলেছে, গণতান্ত্রিক সূচকে দু’ধাপ নেমে ভারতের স্থান হয়েছে ৫৩ নম্বরে। ভারত এক ‘নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্রে’ পরিণত হয়েছে। এসব তথ্য, পর্যালোচনা অবশ্য শুনতে পান না দেশের ‘হীরক রাজা’। গণতন্ত্রকে দু’পায়ে মাড়িয়ে তিনি নিজের ঢাক পিটিয়েই চলেছেন!
সবচেয়ে উপেক্ষিত স্কুলশিক্ষা

করোনাকালে ছোটদের স্কুলসহ সমস্ত ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। এর জন্য স্কুলপড়ুয়াদেরই সবচেয়ে চড়া দাম দিতে হয়েছে। বহু ছেলেমেয়ের পড়া বন্ধ হয়ে গিয়েছিল। স্কুল খোলার পরেও সব পড়ুয়ার পক্ষে স্কুলে ফেরার সৌভাগ্য হয়নি। বিশদ

02nd  June, 2023
দায় বর্তায় মোদি সরকারের উপর 

বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে কর্ণাটকের মানুষকে হুঁশিয়ার করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস জিতলে রাজ্যে দাঙ্গা বাধবে! অন্য কয়েকটি বিরোধী রাজ্যে দাঙ্গার প্রসঙ্গও টেনেছিলেন তিনি।
বিশদ

01st  June, 2023
ক্ষতি হবে দেশের ক্রীড়ার

হিন্দি বলয়ের রাজনীতিতে হরিয়ানা একটি গুরুত্বপূর্ণ রাজ্য। তুলনায় ছোট এই রাজ্যে ৯০ আসনের বিধানসভা রয়েছে, রয়েছে লোকসভার ১০টি এবং রাজ্যসভার ৫টি আসন।
বিশদ

31st  May, 2023
মোদির ‘গণতন্ত্র’ দেখল দেশ

এমন লজ্জার রবিবার দেখার জন্য দেশের ১৪০ কোটি মানুষ বোধহয় প্রস্তুত ছিলেন না। ভারতকে হিন্দুরাষ্ট্র করতে চায় সঙ্ঘ পরিবার, সেটা নতুন কথা নয়।
বিশদ

30th  May, 2023
একঘরে

বিষয় ‘বিকশিত ভারত’। নয়াদিল্লিতে এই শিরোনামে বৈঠক ডাকা হয় শনিবার। তাতে যোগদানের জন্য দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানায় নীতি আয়োগ। ‘বিকশিত ভারত’ ছিল আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে আলোচনার শিরোনাম।
বিশদ

29th  May, 2023
মানুষ জানতে চায়

একটানা ন’বছর ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বড় ‘সাফল্য’ কী? উত্তরটা সকলেরই জানা, তিনি কোনও প্রশ্নের উত্তর দেন না। তাঁর যোগাযোগ ‘ওয়ান ওয়ে ট্রাফিকের’ মতো। এই সময়ে বারবার তাঁকে জাতির উদ্দেশে ভাষণ দিতে দেখা গিয়েছে। বিশদ

28th  May, 2023
মধ্যমণি

আগামী কাল, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। এবং, এই উপলক্ষ্যে দেশে গণতন্ত্রের সর্বোচ্চ মন্দিরে বিরাট ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে ‘সেঙ্গোল’। সেঙ্গোল জিনিসটা কী, দেশবাসী জেনে গিয়েছেন ইতিমধ্যেই। বিশদ

27th  May, 2023
নতুন বাগাড়ম্বর?

২০১৪ সালের ২ অক্টোবর ‘স্বচ্ছ ভারত মিশন’-এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন তিনি বলেন, একটি স্বচ্ছ ভারতই হতে পারে তাঁর সার্ধশত বার্ষিকীতে মহাত্মা গান্ধীর জন্য সর্বোত্তম শ্রদ্ধার্ঘ্য। তাই ‘স্বচ্ছ ভারত অভিযান’ সফল করার জন্য মোদি সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেন ২০১৯ সালের ২ অক্টোবর। বিশদ

26th  May, 2023
জনতার ‘মন কি বাত’

একজন দেশকে এক সুতোয় জুড়তে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছিলেন। আরেকজন নিজের গদি বাঁচাতে ‘জনসংযোগ’ যাত্রা শুরু করছেন। প্রথমজন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দ্বিতীয়জন যে নরেন্দ্র মোদি তা বোঝা কষ্টকর নয়। গত বছরের ৭ সেপ্টেম্বর দক্ষিণের কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল। বিশদ

25th  May, 2023
শিক্ষায় বেলাইন ডাবল ইঞ্জিন

১৯৪৭ সালের সঙ্গে তুলনা করলে ভারতকে একটি দ্রুতগতির দেশই বলা হবে। কারণ ভারত এবছরই ৩ লক্ষ ৭০ হাজার কোটি মার্কিন ডলার মাপের অর্থনীতি হয়ে উঠবে বলে দাবি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের এক নিবন্ধে।
বিশদ

24th  May, 2023
সাধু সাবধান

সোজা পথে কাজ না-হলে বাঁকা পথ নেওয়ার কথা শোনা যায়। মোদি জমানায় প্রশাসন, শাসক দল বা তার নেতানেত্রীদের কর্তৃত্ব জারি বা ক্ষমতা দখলের জন্য এই চোরাপথ নেওয়ার উদাহরণ অজস্র।
বিশদ

23rd  May, 2023
সামান্য ক্ষতি

আবার নোট ‘বাতিলের’ কোপে ভারতের কোটি কোটি নাগরিক। এবার বাতিল করা হল ২০০০ টাকার গোলাপি নোট। চালু করার মাত্র সাড়ে ছ’বছরের মধ্যে। ২০১৬ সালের ৮ নভেম্বর আচমকা বাতিল ঘোষিত হয়েছিল পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট।
বিশদ

22nd  May, 2023
যস্মিন দেশে যদাচার

নায়ক দামোদর সাভারকর। ইতিহাস ঘাঁটলে মনে হবে কোনও উপন্যাসের রহস্যজনক চরিত্র, যাঁর জীবনের গতিধারা পরতে পরতে বদলেছে। হিন্দুত্ববাদীরা মনে করেন, বীর সাভারকর ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধী-প্যাটেল-নেতাজির মতো প্রথম সারির যোদ্ধা। বিশদ

21st  May, 2023
‘শাস্তি’ দিয়ে দোস্তির বার্তা

বজ্রপাতের মতো আচমকা আইন মন্ত্রক থেকে কিরেন রিজিজুকে সরিয়ে এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করল মোদি সরকার। প্রথমত, গত প্রায় একবছর ধরে দেখা গিয়েছে, সদ্য প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের একাংশের বিরোধ বিতর্ক প্রায় সমস্ত সীমা অতিক্রম করেছে। বিশদ

20th  May, 2023
অবািঞ্ছত তরজা

অবশেষে গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণপদ ওরফে ভানু বাগকেও। পূর্ব মেদিনীপুরে এগরা থানার খাদিকুল গ্রামে একটি বেআইনি বাজি কারখানার মালিক তিনি। মঙ্গলবার দুপুরে সেখানে এক ভয়াবহ বিস্ফোরণে ন’জনের মৃত্যু হয়। গুরুতর জখমও হন কয়েকজন। বিশদ

19th  May, 2023
পুড়েই চলছে দেশের মুখ

সাহস বাড়তে বাড়তে মানুষ দুঃসাহসী হয়ে ওঠে। কিছু দুঃসাহস হঠকারী হয়ে ওঠার প্ররোচনা দেয়। বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির এক আশ্চর্য মিলনভূমিরই নাম ভারত।
বিশদ

18th  May, 2023
একনজরে
৫জি সুবিধাযুক্ত ‘এফ২৩’ মোবাইল নিয়ে এসেছে ওপো। ২৪ হাজার ৯৯৯ টাকার এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি এবং অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জিং ব্যবস্থা। সংস্থাটির দাবি, এই ফোনে মাত্র ১৮ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। ...

মার্কিন বায়ুসেনা অ্যাকাডেমির স্নাতকদের সমাবর্তন চলছে। কলোরাডোর সেই মঞ্চে হাজির প্রেসিডেন্ট জো বাইডেন। একে একে স্নাতকরা এসে তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন। সেই সময়েই হঠাৎ ছন্দপতন। ...

থাইল্যান্ড ওপেনে দুরন্ত ফর্মে লক্ষ্য সেন। শুক্রবার ছেলেদের সিঙ্গলসে মালয়েশিয়ার লিয়ং জুন হাওকে স্ট্রেট গেমে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছলেন তিনি। ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১১। ...

এগরায় বিস্ফোরণের জেরে সমস্ত জেলায় শুরু হয়েছে বেআইনি বাজি আর বিস্ফোরক ধরার অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। এগুলি নিষ্ক্রিয় করার খরচ চেয়ে বিভিন্ন জেলা থেকেই তালিকা আসছে রাজ্য পুলিস ডিরেক্টরেটে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সামাজিক কল্যাণকর্মে সামাজিক স্বীকৃতি আর সন্মান। গৃহ পরিবেশে চাপ। আর্থক প্রগতি বজায় থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব সাইকেল দিবস
১৭৮৯: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।
১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম
১৯১৫: ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯১৯: টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর (চট্টোপাধ্যায়) জন্ম
১৯২০: বাংলা সাহিত্যের ইতিহাসবিদ তথা গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: রাজনীতিক এম করুণানিধির জন্ম
১৯৩৬: ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ।
১৯৪৬ : ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।
১৯৪৭ : বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করে।
১৯৫৩: মনোবিদ গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু
১৯৬১:  রথীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: ভাষা বিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
১৯৮৬: টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম
২০১৩: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু
২০১৬: মার্কিন বক্সার মহম্মদ আলির মৃত্যু
২০২০: বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগরের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬৮ টাকা ৮৩.৪২ টাকা
পাউন্ড ১০১.০০ টাকা ১০৪.৪৩ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
02nd  June, 2023
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
02nd  June, 2023

দিন পঞ্জিকা

১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী ১৯/৪৩ দিবা ১২/৪৯। স্বাতী নক্ষত্র ৪/৫৩ দিবা ৬/৫৩। সূর্যোদয় ৪/৫৫/৩০, সূর্যাস্ত ৬/১৩/১৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৪০ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে। 
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী দিবা ১১/৩। স্বাতী নক্ষত্র প্রাতঃ ৫/২৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৬ মধ্যে। 
১২ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মেট্রোয় ঝাঁপ যুগলের, বন্ধ পরিষেবা
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ ...বিশদ

07:26:00 PM

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮

06:35:00 PM

অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? প্রশ্ন অভিষেকের

04:39:07 PM

রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:37:22 PM

এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:34:27 PM

দু'দশকে এত বড় রেল দুর্ঘটনা ঘটেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:30:59 PM