Bartaman Patrika
সম্পাদকীয়
 

এই বন্‌ধ কার স্বার্থে 

এনআরসি, সিএএ, এনপিআর প্রভৃতি ইস্যুতে প্রতিবাদ আন্দোলনে এখন উত্তাল এই দেশ। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ইস্যুতে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নেই। তাই ইতিমধ্যেই মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে পথে নেমে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রায় একই ইস্যুতে আজ বুধবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস এবং সিপিএমসহ বাম দলগুলি। ধর্মঘট ডেকে প্রতিবাদ জানানোতেই ঘোর আপত্তি তৃণমূলের। বিশেষত, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কাজকর্ম শিকেয় তুলে এদিনের এই বন্‌ধ কার স্বার্থ রক্ষা করবে, সেটাই বড় প্রশ্ন। অতীতে এদেশে অনেক সাধারণ ধর্মঘট হয়েছে। কিন্তু তার জেরে কাজের কাজ বা দাবিপূরণ কতটা হয়েছে তা বলা শক্ত। অথচ, একটি বন্‌ধের কারণে যেভাবে দেশের কোটি কোটি টাকার ক্ষতি হয় তা অপূরণীয়। শুধু তাই নয়, বন্‌ধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ তো হয়ই, সবচেয়ে অসুবিধায় পড়েন গরিব নিম্নবিত্ত বহু মানুষ—যাঁরা দিন আনি দিন খাই করে কাটান। একটা দিনের কাজ হারালে তাঁদের সেইদিনের অন্নের সংস্থানে কী নিদারুণ সমস্যা তৈরি হয় তা কি অনুভব করে বন্‌ধ-সমর্থকরা? কর্মনাশা বন্‌ধের রাজনীতির যৌক্তিকতাটাই এখন প্রশ্নের মুখে। যখন দেশের বেহাল আর্থিক দশা চলছে, রয়েছে ভয়ানক বেকারত্ব, শ্রমিকস্বার্থ পদে পদে ক্ষুণ্ণ হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া—যার ফলে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা, তখন একটি সাধারণ ধর্মঘটের ডাক আদৌ কি দেশের মানুষের স্বার্থবাহী? বিষয়টি ভেবে দেখা প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের নোটবন্দিসহ বিভিন্ন নীতির কারণেই যে মানুষের আজ জেরবার অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। এর জন্য প্রতিবাদের প্রয়োজন আছে। কিন্তু তা কখনোই দেশের অর্থনীতিকে আরও বেহাল করার দিকে ঠেলে দিয়ে নয়। বন্‌ধের জন্য একদিন শিল্প কলকারখানা বন্ধ থাকলে দেশের যে আর্থিক ক্ষতি হবে, তা কি কাম্য?
তাই কেন্দ্রীয় নীতির প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে শামিল হলেও শাসক দল তৃণমূল সংগত কারণেই মনে করছে, ধর্মঘটের মধ্য দিয়ে প্রতিবাদ জানানোর পদ্ধতিটি সঠিক নয়। রাজ্যের কর্মসংস্কৃতি রক্ষার স্বার্থে প্রথম থেকেই ধর্মঘট কর্মবিরতি ইত্যাদির বিরোধী তৃণমূল। আট বছর তারা রাজ্যে ক্ষমতায়। কথায় কথায় বাম আমলের বন্‌ধ কালচার বিলোপের সুফলটিও রাজ্য হাতে হাতে পেয়েছে। এই কারণেই রাজ্যে শিল্পে বিনিয়োগের আগ্রহ বেড়েছে, বেড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প-ব্যবসা। কংগ্রেস আর বামেদের ডাকা বন্‌ধের ইস্যুগুলিকে সমর্থন জানিয়েও মুখ্যমন্ত্রী তাঁর সরকারের অবস্থানটি স্পষ্ট করে দিয়ে বলেছেন, এই বন্‌ধকে সমর্থন করি না। প্রতিবাদ জানানোর এই পদ্ধতি সঠিক নয়। তাই রাজ্যে যাতে বন্‌঩ধের দিন জনজীবন স্বাভাবিক ও সচল থাকে, সেই ব্যাপারে পদক্ষেপ করার জন্য মুখ্যসচিব ডিজিসহ প্রশাসন ও পুলিস কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। খুবই জরুরি হল, রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখা। বন্‌ধ সমর্থক ও বন‌ধ-বিরোধীরা যাতে কোনও হাঙ্গামায় জড়িয়ে না-পড়ে, অর্থাৎ পরিস্থিতি কোনোভাবে অশান্ত না-হয়, সেদিকে লক্ষ রাখাটাই এখন বেশি প্রয়োজন। তাই কেন্দ্র-বিরোধী এই আন্দোলনটি হোক শান্তিপূর্ণ।
সিএএ, এনআরসি ইস্যুতে এমনিতেই দেশের নানা জায়গা এখন অগ্নিগর্ভ। প্রতিবাদে গর্জে উঠেছে ছাত্রদের একটা বড় অংশ। কখনও পুলিস, কখনও-বা গুন্ডা দিয়ে প্রতিবাদী ছাত্রদের কণ্ঠস্বর দমনের চেষ্টা হচ্ছে। দেশে ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থার সময়টাকে বাদ দিলে বিগত কোনও সরকারের আমলেই দেশের এমন অস্থিরতার পরিবেশ দেখেনি ভারতবাসী। যে-দাবিতে আন্দোলন তাতে যদি যৌক্তিকতা থাকে এবং তা যদি বৃহত্তর স্বার্থ রক্ষা করে তাহলে তাকে লাঠি বন্দুকের আঘাতে বা বর্বরোচিত হিংসাত্মক হামলা করে দমানো সম্ভব নয়। যদি তা সম্ভব হতো তা হলে আমাদের দেশ কোনোদিন স্বাধীনই হতো না। এটা ভুললে চলবে না। তাই দাম্ভিকতা ছেড়ে কেন্দ্রীয় শাসকের সংযত হওয়ার সময় এসেছে। মূলত কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদেই এই রাজ্যে পথে নেমেছেন অগুনতি পড়ুয়া। এরই মাঝে জেএনইউয়ের ঘটনায় আক্রান্ত ছাত্রদের উদ্দেশে সহমর্মিতার বার্তা দিতে প্রেসিডেন্সি, যাদবপুরসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ গর্জে উঠেছেন। উত্তপ্ত এমন একটা পরিস্থিতিতে উস্কানিমূলক মন্তব্য করছেন এই রাজ্যের শাসক-বিরোধী দলের কোনও কোনও নেতা যা অবিলম্বে বন্ধ করা দরকার। কেন্দ্রের নীতির পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁদের মন্তব্য আগুনে ঘৃতাহুতি দিচ্ছে যা বাঞ্ছনীয় নয়। উদ্দেশ্য স্পষ্ট। বোঝাই যাচ্ছে এনআরসি, সিএএ ইস্যুতে বেকায়দায় পড়েছে কেন্দ্রের শাসক দল। তাই নতুন ইস্যু তৈরি করে নজর ঘোরানোর কৌশল নিয়েছে তারা, যাতে আন্দোলনকারীরা মূল ইস্যু থেকে সরে যায়। নেমে এসেছে ছাত্রদের উপর দমন-পীড়ন। তাই প্রতিবাদের ইস্যু যখন এক, তখন সেটা মাথায় রেখে সংযত আচরণ করতে হবে আজকের বন্‌ধ-সমর্থক কংগ্রেস, সিপিএম এবং বন্‌ধ-বিরোধী তৃণমূল কংগ্রেসকেও। এমন কোনও দায়িত্বজ্ঞানহীন আচরণ করা তাদের ঠিক হবে না যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তাই শান্তি বজায় রাখাটা জরুরি।  
08th  January, 2020
মৌলিক অধিকারের নবদিগন্ত 

ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। ইন্টারনেট ব্যবহারও মৌলিক অধিকারের থেকে আলাদা নয়। ভারতের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্ট এভাবে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতার পক্ষে সওয়াল করল। দেশের শীর্ষ আদালত বুঝিয়ে দিল, সরকারি সিদ্ধান্তের নামে নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। 
বিশদ

নির্বুদ্ধিতার পরিণাম 

নির্বুদ্ধিতার পরিণাম। নৈহাটির বিস্ফোরণকাণ্ডকে ঠিক এই ভাষাতেই ব্যাখ্যা করা যায়। কারণ বাজি হোক বা বোমা—এ ধরনের বিস্ফোরক নিষ্ক্রিয় করার বিশেষজ্ঞদের কাছ থেকে এরকম ছেলেমানুষি কাজ কি সাধারণ মানুষ আশা করেন?  
বিশদ

11th  January, 2020
আরও একটি নিষ্ফলা ধর্মঘট
দেশের প্রাপ্তি কেবল দুর্ভোগ

 আরও একটা নিষ্ফলা বন্‌ধ বা সাধারণ ধর্মঘট দেখল পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। নিষ্ফলা কারণ, কংগ্রেস এবং বামেদের দাবিমতো বন্‌ধ সর্বাত্মক সফল বলে মেনে নিলেও ধর্মঘট ডাকার উদ্দেশ্য কিন্তু সফল হবে না। কারণ একটা সাধারণ ধর্মঘট বা বন্‌ধ সংশোধিত নাগরিকত্ব আইনকে খারিজ করে দিতে পারবে না।
বিশদ

10th  January, 2020
অসমের শিক্ষা 

সামসুল হক। বয়স সাঁইত্রিশ। পেশায় শিক্ষক। অসমে আঁচলপাড়া গ্রামের স্কুলে। তিনি এনআরসির একজন অফিসার। কিন্তু পরিতাপের বিষয় হল—তাঁর বোন আবিদা সিদ্দিকের নামটি নেই এনআরসি তালিকায়। স্বভাবতই পরিবারটির ঘুম ছুটে গিয়েছে। আবিদার নাম তোলার জন্য সমস্তরকম চেষ্টা করে চলেছে পরিবারটি।  
বিশদ

09th  January, 2020
গৃহস্থের খরচ আরও বাড়ছে 

ফের দুঃসংবাদ। এমনিতেই আলুর দর চলছিল কেজিপ্রতি ৩০ টাকার আশপাশে, পেঁয়াজ ১০০ টাকার আশপাশে। নিত্যপ্রয়োজনীয় এই দুটি জিনিস কিনতে গিয়ে মধ্যবিত্ত নাকানি চোবানি খাচ্ছিলেন। সম্প্রতি এই দুটি জিনিসেরই বাজারদর পড়তির দিকে। কিন্তু সুখ সইল না। 
বিশদ

07th  January, 2020
হারানো জমি উদ্ধারে ট্রাম্প 

ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে খতম করে নিজের হারানো জমি কতটা উদ্ধার করতে পারবেন ট্রাম্প? আমেরিকার রাজনৈতিক মহলে এই চর্চাই এখন শীর্ষে।
বিশদ

06th  January, 2020
শিশুর বাসযোগ্য

 দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল। তারপর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদির লক্ষ্য কী ছিল? দুই সন্তান নীতি। ফলাও করে সেই ঘোষণা লালকেল্লা থেকে করেছিলেন প্রধানমন্ত্রী। ১৩০ কোটি মানুষের দেশ ভারত।
বিশদ

05th  January, 2020
মহতী পদক্ষেপ

 গত লোকসভা নির্বাচনেও দেশে চাকরির সঙ্কট একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। সাধারণত নির্বাচনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক দেশের মধ্যে সর্ববৃহৎ অংশ হিসেবে প্রত্যক্ষভাবে ভোটভাগ্যও নির্ধারণ করে। বিশদ

04th  January, 2020
ফের বাতিলের খাতায় কন্যাশ্রী 

ইংরেজি নতুন বছরে আমরা সকলকে ‘হ্যাপি নিউ ইয়ার’ জানাই। বাংলার নববর্ষে জানাই ‘শুভ নববর্ষ’। শুভেচ্ছা জানানোর উদ্দেশ্য, আপনজনের জন্য শুভ কামনা করা। কারণ নতুন বছরে ভালো কিছু হবে, এমন আশাই আমরা করি। নতুন বছরে সরকার ভালো কিছু ঘোষণা করলে তাকে আমরা ‘উপহার’ হিসেবেই দেখে থাকি। 
বিশদ

03rd  January, 2020
নতুন বছরে একটি সুখবর 

নতুন বছরকে বরণ করে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আছে মহানগরী। পুরনোকে বিদায় জানিয়ে স্বাগত ২০২০। বছরের প্রথম দিনটি জমিয়ে উপভোগ করেছেন সাধারণ মানুষ। ছিল না নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি।  
বিশদ

02nd  January, 2020
কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ই পথ

নতুন বছরের ঠিক আগে নীতি আয়োগ প্রকাশ করল ‘এসডিজি ইন্ডিয়া ইনডেক্স অ্যান্ড ড্যাশবোর্ড ২০১৯-২০ রিপোর্ট’। এই রিপোর্টে বাংলার জন্য একাধিক সুখবর রয়েছে। যেমন স্বাস্থ্যচিত্রে পশ্চিমবঙ্গের স্থান হয়েছে প্রথম দশের ভিতরে—সপ্তম। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সূচকে জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।  
বিশদ

01st  January, 2020
বিরোধী ঐক্যের নতুন দিশা  

পথ দেখাল ঝাড়খণ্ড। বিজেপির বিজয়রথকে যেভাবে ঝাড়খণ্ডের মানুষ থামিয়ে দিয়েছে, তা আগামীদিনে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই রাজ্যে গত রবিবার শপথ নিলেন হেমন্ত সোরেন। তার থেকেও বড় কথা সেই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছিল বিরোধী ঐক্যের একটি বলয়। 
বিশদ

31st  December, 2019
দেশের তেল সংস্থা বেচে লাভ কী

 কার্গিল যুদ্ধের সময় সেনাবাহিনীকে কারা তেল সরবরাহ করেছিল? দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিই সেদিন তেল পৌঁছে দিয়েছিল সামরিক বাহিনীকে। দেশের সীমান্তবর্তী এলাকায় কাদের পাম্প রয়েছে? দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থার। সেই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিই বিক্রির তোড়জোড় শুরু হয়েছে। কারণ কোষাগারে নাকি টাকার অভাব।
বিশদ

30th  December, 2019
আগে দেশের অর্থনীতি,
তারপর নাগরিকত্ব 

২০১৪ সালে বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। নির্বাচনের আগে প্রচারে বাজিমাত করে বিপুল জনাদেশ নিয়ে জয়লাভের পর তাঁর যে স্লোগানটি ব্যাপক হইচই ফেলে দিয়েছিল, তা হল, গুড ডে’স আর কামিং অর্থাৎ ‘আচ্ছে দিন আনে ওয়ালে হ্যায়’।  বিশদ

29th  December, 2019
সঙ্কটেও বাংলা ব্যতিক্রম 

এগিয়ে বাংলা। অন্য অনেক ক্ষেত্রের মতোই আয়কর আদায়ের নিরিখেও সফল রাজ্য পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সরকার স্বীকার করুক বা না-করুক দেশের আর্থিক পরিস্থিতি অতীব করুণ। মানুষ কাজ হারাচ্ছে, কর্মসঙ্কোচন হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে দেশজুড়ে আর্থিক মন্দার চিত্রটিও স্পষ্ট। 
বিশদ

28th  December, 2019
দেশবাসীকে বিভ্রান্ত করছে সরকার

 এই মুহূর্তে দেশবাসী চরম বিভ্রান্তির মধ্যে পড়েছে। আর সেই বিভ্রান্তি সৃষ্টি করেছে স্বয়ং সরকার। যাদের হাতে রয়েছে দেশ পরিচালনার দায়িত্ব। বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সরকারের দুই মাথার কথার মধ্যে সামঞ্জস্য না থাকায়। আইনশৃঙ্খলা রক্ষার কর্তা অমিত শাহ এতদিন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলে এসেছেন, ভারতবর্ষজুড়ে হবে এনআরসি। বিশদ

27th  December, 2019
একনজরে
 বেঙ্গালুরু, ১১ জানুয়ারি: শনিবার ৪৭ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। স্বাভাবিক ভাবেই গোটা বিশ্ব থেকেই অগুনতি শুভেচ্ছা বার্তা পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। ...

 অভিমন্যু মাহাত, নৈহাটি, বিএনএ: দেবক গ্রামের ১৫০টি বাড়িতে মজুত রয়েছে বিস্ফোরক দ্রব্য। পুলিস এখনও গ্রামের একাংশে ঢুকতেই পারেনি। বিস্ফোরক দ্রব্য উদ্ধার হওয়া নিয়ে চিন্তিত পুলিস কর্তারাও। দেবক গ্রামে বিস্ফোরক দ্রব্য মজুত নিয়ে শাসক দল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজাও শুরু ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যস্ত কর্মসূচির মধ্যেও রাজ্যের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দু’টি বণিকসভার প্রতিনিধি দলের সঙ্গে আলাদা করে দেখা করেন তিনি। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের তরফে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, মায়াঙ্ক ...

 পল্লব চট্টোপাধ্যায়, কলকাতা: ‘মধ্যযুগীয় ফরমান’ জারি করে দেবোত্তর ট্রাস্ট পরিচালিত গ্রামীণ হাটের নিলাম করে প্রাপ্য অর্থের ৩০ শতাংশ স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে দিতে বলেছিলেন বসিরহাটের সাব-ডিভিশনাল অফিসার (এসডিও)। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় যুব দিবস
১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম
১৯৩৪: মাস্টারদা সূর্য সেনের ফাঁসি
১৯৫০: কলকাতায় চালু হল চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬২ টাকা ৭২.৭৮ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯৫.২৮ টাকা
ইউরো ৭৭.২৫ টাকা ৮০.৯৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
11th  January, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪০, ৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮, ৫২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯, ১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭, ০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ পৌষ ১৪২৬, ১২ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৩৪/৩৩
রাত্রি ৮/১২। পুষ্যা ১৩/৩৬ দিবা ১১/৫০। সূ উ ৬/২৩/২, অ ৫/৬/১৯, অমৃতযোগ দিবা ৭/৬ গতে ৯/১৪
মধ্যে পুনঃ ১২/৬ গতে ২/৫৮ মধ্যে। রাত্রি ৭/৪৫ গতে ৯/৩২ মধ্যে পুনঃ ১২/১১ গতে ১/৫৭ মধ্যে পুনঃ ২/৫০ গতে উদয়াবধি, বারবেলা ১০/২৪
গতে ১/৪ মধ্যে, কালরাত্রি ১/২৩ গতে ৩/৩ মধ্যে। 
২৬ পৌষ ১৪২৬, ১২ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৩৯/৪৪/২৯ রাত্রি ১০/১৮/৫২। পুষ্যা ১৮/৪৮/৪৯ দিবা ১/৫৬/৩৬। সূ উ ৬/২৫/৪, অ ৫/৫/৫৫, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৩ গতে ২/৫৪ মধ্যে এবং রাত্রি ৭/৪২
গতে ৯/২৮ মধ্যে ও ১২/৯ গতে ১/৫৫ মধ্যে ও ২/৪৯ গতে ৬/২৫ মধ্যে। কালবেলা ১১/৪৫/২৯ গতে ১/৫/৩৬ মধ্যে, কালরাত্রি ১/২৫/২৩ গতে ৩/৫/১৭ মধ্যে । 
মোসলেম: ১৬ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে  
জাতীয় যুব দিবস১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম১৯৩৪: 'মাস্টারদা' সূর্য সেনের ফাঁসি১৯৫০: ...বিশদ

07:03:20 PM

ভদ্রেশ্বরে টোটোচালকের মানিব্যাগ ফেরাল ৫ম শ্রেণীর ছাত্র 
আজ দুপুরে ভদ্রেশ্বরের রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পায় ৫ম শ্রেণীর ...বিশদ

09:57:00 PM

কোচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রের 
রহস্যজনকভাবে কোচবিহারের এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাদ থেকে পড়ে মৃত্যু হল ...বিশদ

06:37:02 PM

বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্ব পেলেন সমিতকুমার দাস

04:56:00 PM

জম্মু ও কাশ্মীরের ত্রালে পুলিসের গুলিতে হত ৩ জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র 

04:12:42 PM