Bartaman Patrika
শিল্প -বাণিজ্য
 

 ৫৭০ কোটি ডলার বিনিয়োগ করে জিওর
১০ শতাংশ শেয়ার কিনে নিল ফেসবুক

নয়াদিল্লি, ২২ এপ্রিল: সম্প্রতি হোয়াটসঅ্যাপ ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছে মোদি সরকার। সেই ডিজিটাল পেমেন্টকে পাখির চোখ করে ভারতে বড়সড় বিনিয়োগ করল ফেসবুক। রিলায়েন্স জিও ভারতে যে জিজিটাল যুগের সূচনা করেছে, তাকে কাজে লাগিয়ে দেশবাসীকে আরও ব্যবসার সুযোগ করে দিতে মুকেশ আম্বানির সংস্থার ৯.৯ শতাংশ শেয়ার কিনে নিলেন ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ। এই পরিমাণ শেয়ার কিনতে ৫৭০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করেছে মার্কিন এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট। যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ।
বুধবার দুই সংস্থার মধ্যে এই চুক্তির কথা এক প্রেস বিবৃতিতে জানিয়েছে জিও। ফেসবুকের তরফে একটি ব্লগ পোস্টেও একই কথা জানানো হয়েছে। এর ফলে, মুকেশের জিও প্ল্যাটফর্ম সংস্থায় অন্য সংস্থার থাকা শেয়ারের নিরিখে শীর্ষস্থান দখল করল ফেসবুক। এ বিষয়ে ফেসবুকে জুকেরবার্গ লিখেছেন, ‘জিওর সঙ্গে হাত মিলিয়ে আমরা ভারতে বিনিয়োগ করছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে আমরা একজোট হয়ে কাজ করতে চলেছি। যাতে ভারতবাসীর সামনে আরও ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরি করে দেওয়া যায়।’ সেইসঙ্গে ভারতে থাকা ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিপুল গ্রাহককে কাজে লাগাতে চাইছেন তিনি। ফেসবুককর্তার কথায়, ‘ভারতের একটা বড় অংশ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে প্রতিভাবান উদ্যোগপতিও রয়েছেন। এই মুহূর্তে জিওর হাত ধরে ভারত ডিজিটাল পরিবর্তনের মাঝপথে পৌঁছে গিয়েছে। অনলাইনের মাধ্যমে কোটি কোটি ভারতবাসীকে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জুড়ে দিতে বড় ভূমিকা নিয়েছে তারা। আর এই ক্ষুদ্র ব্যবসাই যে কোনও দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাই এ ব্যাপারে ওদের আমাদের সাহায্য করা প্রয়োজন।’
অন্যদিকে শরিক হিসেবে ফেসবুককে পাশে পেয়ে মুকেশ আম্বানি বলেছেন, ‘ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এখন ভারতের ঘরে ঘরে। সেইসঙ্গে জিওর পরিষেবাও দেশের একটা বড় অংশের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই দুই শক্তি মিলে যাওয়ায় আমরা নিত্য নতুন পরিকল্পনা করতে পারব। আমাদের লক্ষ্য হল, খুব তাড়াতাড়ি তিন কোটি ব্যবসায়ী সংস্থাকে এই অ্যাপের সঙ্গে যুক্ত করতে। এর মাধ্যমে সরাসরি আর্থিক লেনদেন করা সম্ভব হবে। ঘরে বসেই গ্রাহকরা দোকান থেকে প্রয়োজনীয় জিনিসের অর্ডারও দিতে পারবেন। পাশাপাশি, এর ফলে নতুন কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। আম্বানির কথায়, ‘এই পদ্ধতিতে ছোট ব্যবসায়ীরা আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবেন। সেইসঙ্গে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, মহিলা ও যুব সমাজের উন্নতিতে সাহায্য করবে এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম।’
জিও-ফেসবুকের এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন আর এক শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। তিনি বলেছেন, ‘এই চুক্তিতে শুধু সংশ্লিষ্ট দুই সংস্থা উপকৃত হবে তা নয়, করোনা সঙ্কটের মধ্যে এই চুক্তি সঙ্কট পরবর্তী ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা বিশ্ব যে ব্যবসার জন্য ভারতের মুখাপেক্ষী এটাই তার ইঙ্গিত দিচ্ছে। সাবাস মুকেশ।’ রিলায়েন্স জিও-র অনেকগুলি প্ল্যাটফর্ম আছে। নেট পরিষেবা ছাড়াও জিওর অন্যতম বড় ই-কমার্স হল জিওমার্ট। এ বছরের গোড়াতেই জিওমার্ট চালুর কথা ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। যাকে রিলায়েন্স ‘দেশ কি নয়ি দুকান’ নাম দিয়েছে। সেখানে ৫০ হাজারেরও বেশি মুদি দ্রব্য পাওয়া যাবে। অনলাইনে অর্ডার করা সেই দ্রব্য কোনও ডেলিভারি চার্জ ছাড়াই পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। এই জিওমার্টের সঙ্গেই এবার জোট বাঁধতে চলেছে ফেসবুকের অধীনস্থ সংস্থা হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যঙ্কের অনুমতি পেয়েছে হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, গুগল পে কিংবা পেটিএমের মতো সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইছে তারা। যেহেতু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাটিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তাই অনায়াসেই তাঁরা পেমেন্টও করতে পারবেন। আর সেজন্য একটা বড় লগ্নি করার প্রয়োজন ছিল। জিওর সঙ্গে যুক্ত হয়ে সেই কাজটাই এবার করে ফেলল ফেসবুক।

23rd  April, 2020
 বারুইপুরে গুদামে হানা, ধৃত ৩ ব্যবসায়ী

  নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর থানার পদ্মপুকুরের একটি গুদাম থেকে রেশনের জন্য বরাদ্দ ১০০ ব্যাগ আটা ও ৭ ব্যাগ চাল বাজেয়াপ্ত করল পুলিস। সোমবার ভোরে ওই অভিযান চালানো হয়। বিশদ

05th  May, 2020
উৎপাদনের অনুমতি না মেলায়
হুগলিতে সমস্যায় বিস্কুট কারখানা

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের মধ্যেও শর্তসাপেক্ষে কিছু কিছু শিল্পক্ষেত্রকে কাজ চালানোর অনুমতি দিয়েছে সরকার। অল্প কমর্চারী নিয়ে উৎপাদন শুরু করেছে হরেক শিল্পসংস্থা। সেই তালিকায় আছে বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারক সংস্থাও। বিশদ

05th  May, 2020
লকডাউনের জেরে বালিঘাট
বন্ধ, কর্মহীন কয়েক হাজার 
চিন্তায় ভরতপুর ও বড়ঞার শ্রমিকরা

সংবাদদাতা, কান্দি: লকডাউনের জেরে বড়ঞা ও ভরতপুর থানা এলাকার বালিঘাটগুলি বন্ধ থাকায় কর্মহীন হয়ে রয়েছেন কয়েক হাজার শ্রমিক। বালির অভাবে অসমাপ্ত হয়ে রয়েছে অনেক সরকারি নির্মাণ কাজ। বহু গৃহস্থ সিমেন্ট সহ অন্যান্য সামগ্রী কিনে রাখলেও বালির অভাবে কাজ হচ্ছে না।   বিশদ

05th  May, 2020
 এপ্রিলে উৎপাদন
শিল্পে রেকর্ড পতন

  নয়াদিল্লি, ৪ মে: কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ইতিমধ্যেই ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাঙ্কও আর্থিক নীতিতে বেশ কিছু ছাড়ের কথা জানিয়েছে। কিন্তু তারপরেও মন্দার কালো ছায়া থেকে বেরিয়ে আসতে পারছে না ভারতীয় অর্থনীতি। বিশদ

05th  May, 2020
এপ্রিলে রাসায়নিক সার
বিক্রি বেড়েছে ৪৫ শতাংশ

  নয়াদিল্লি, ৪ মে: লকডাউনের জেরে উৎপাদনের পাশাপাশি ডিলার, শোরুম বন্ধ। যার জেরে দেশে গত এপ্রিলে যাত্রীবাহী গাড়ি ও মোটর সাইকেলের বিক্রি শূন্যে ঠেকেছে। কিন্তু ওই একই সময়ে দেশে রাসায়নিক সারের খুচরা বিক্রি বেড়েছে ৪৫.১ শতাংশ। বিশদ

05th  May, 2020
এবার জিওতে বিনিয়োগ করবে
মার্কিন সংস্থা সিলভার লেক

নয়াদিল্লি, ৪ মে: ফেসবুকের পর সিলভার লেক। এবার রিলায়েন্সের ডিজিটাল শাখা জিওতে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন সংস্থা সিলভার লেক। জিওর ১.১৫ শতাংশের মালিকানা হাতে পাবে ওই মার্কিন সংস্থা।  সোমবার মুকেশ আম্বানির সংস্থার তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করে ফেসবুক জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কেনার পরেই এই নয়া লগ্নির কথা ঘোষণা করা হল। বিশদ

05th  May, 2020
দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের
বিনামূল্যে ইলেকট্রনিক লার্নিং-এর সুযোগ
দিচ্ছে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট

বিজ্ঞাপন প্রতিবেদন: পড়ুয়াদের স্বার্থ মাথায় রেখে বহু আগে থেকেই কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট-এর সমগ্র শাখাতেই (কিংস্টন পলিটেকনিক কলেজ, কিংস্টন কলেজ অব সায়েন্স, কিংস্টন স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স,  কিংস্টন স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স,
বিশদ

03rd  May, 2020
 ছাড় চাইছে চা শিল্প

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের জেরে চায়ের উৎপাদন ১১ কোটি কেজি কমবে বলে মনে করছে টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। পাশাপাশি তার প্রভাব পড়বে দামেও। বিশদ

01st  May, 2020
অক্ষয় তৃতীয়ায় সেনকোর আশীর্বাদ অফার,
অনলাইনে সোনা কেনায় আকর্ষণীয় ছাড়

বিজ্ঞাপন প্রতিবেদন: লকডাউনেও অক্ষয় তৃতীয়ার সেন্টিমেন্টের কথা মাথায় রেখেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর নতুন সংযোজন ‘প্রাইস প্রোটেকশন গ্যারান্টি সহ “অক্ষয় আশীর্বাদ অফার” যেখানে শুধু ব্যাবসায়িক আঙ্গিক নয় তারা পৌঁছে যেতে চেয়েছে করোনা প্রভাবিত প্রান্তিক মানুষ গুলোর কাছেও।
বিশদ

01st  May, 2020
ভোগ্যপণ্য বিক্রয়ের অনুমতি চাইল
অনলাইন বাণিজ্য সংস্থাগুলি

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি,২৭ এপ্রিল: আমাজন ও ফ্লিপকার্টের মতো অনলাইন বাণিজ্যিক সংস্থাগুলি অত্যাবশ্যকীয় পণ্যের বাইরের পণ্যসামগ্রী বিক্রয় শুরু করার অনুমতি চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় সরকারের কাছে।
বিশদ

28th  April, 2020
লকডাউন পর্বের মজুরি দেওয়া যাবে না,
জানাল চটকল মালিকদের সংগঠন

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্র বা রাজ্য সরকারের যে নির্দেশই থাকুক না কেন, করোনাজনিত লকডাউন পর্বে এক মাসের বেতন বা পারিশ্রমিক চটকল শ্রমিকদের দেওয়া যাবে না। তাদের এই অবস্থানের কথা সাফ জানিয়ে দিল চটকল মালিকপক্ষের সংগঠন ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন (আইজেএমএ)। বিশদ

26th  April, 2020
 করোনার জেরে পুজোতেও ভ্রমণ
নিয়ে দোলাচলে পর্যটন সংস্থাগুলি

  প্রসেনজিৎ কোলে, কলকাতা: বাঙালিকে এখন ঘরবন্দি হয়ে দিন কাটাতে হচ্ছে, ভাবা যায়! ফলে, লাটে উঠেছে পর্যটন ব্যবসা। ছোটখাট ট্যুর অপারেটররাও গ্রীষ্মের ছুটিকে আপাতত বাদের খাতায় রেখেই সুসময়ের দিন গুনছেন।
বিশদ

25th  April, 2020
গোটা অর্থবর্ষেই শিল্পে মুনাফায়
প্রভাব পড়বে, সমীক্ষায় প্রকাশ
মহামারীর জের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে যে কঠিন পরিস্থিতি চলছে, তার মারাত্মক প্রভাব পড়েছে শিল্পক্ষেত্রের উপর। শিল্পমহলের বক্তব্য, চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে লাভের খাতায় সবচেয়ে বেশি আঘাত পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশদ

25th  April, 2020
এবার অক্ষয় তৃতীয়ায় প্রাইস প্রোটেকশান
গ্যারান্টির সুযোগ সেনকো গোল্ড-এর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্ষয় তৃতীয়ায় এবার সমস্ত গ্রাহকদের জন্য প্রাইস প্রোটেকশান গ্যারান্টি নিয়ে এল পূর্ব ভারতে গহনা বিক্রির অন্যতম বড় প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ সময়ে সৌভাগ্য, সমৃদ্ধি সুনিশ্চিত হয়। এবার www.sencogoldanddiamonds.com ওয়েবসাইটটির মাধ্যমে ক্রেতারা পছন্দসই সোনার গহনা কিনতে পারবেন।
বিশদ

25th  April, 2020

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, গঙ্গারামপুর: কোয়ারেন্টাইন সেন্টারে পঁচা ভাত দেওয়ার অভিযোগে তুলে রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হলেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে।  ...

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: করোনা-আতঙ্কে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে আর্সেনিক অ্যালবাম-৩০ ওষুধের চাহিদা তুঙ্গে উঠেছে। চাহিদার জেরে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীরা ওষুধের জোগান দিতে হিমশিম খাচ্ছেন।   ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুনের আঘাতে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মোকাবিলায় এক হাজার কোটি টাকা অনুদান সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণাকে স্বাগত জানাল বাম ও কংগ্রেস। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুন বিধ্বস্ত এলাকার থানাগুলিতে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা মিলছে না। বিদ্যুৎ সংযোগ কবে ফের স্বাভাবিক হবে, তা কারওরই জানা নেই। আলো বলতে টর্চই ভরসা। কিন্তু তাও হাতেগোনা। এই অবস্থায় ইমার্জেন্সি লাইট ও টর্চ চেয়ে ঘন ঘন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে সহকর্মীর ঈর্ষার কারণে সম্মানহানি হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও মন্দ হবে না। দীর্ঘ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০৬-নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু
১৯১৮: ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম
১৯১৯-জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম
১৯৫১-বিশিষ্ট দাবাড়ু আনাতোলি কারাপোভের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮৯ টাকা ৭৪.৮৯ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯০.৮৮ টাকা
ইউরো ৯০.৮৮ টাকা ৮৪.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৩ মে ২০২০, শনিবার, প্রতিপদ ৪৮/২০ রাত্রি ১২/১৮। রোহিণীনক্ষত্র ৫৯/৪৬ রাত্রি ৪/৫২। সূর্যোদয় ৪/৫৭/২৯, সূর্যাস্ত ৬/৯/৫। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫২ গতে ৭/৩৫ মধ্যে পুনঃ ১১/১২ গতে ১/২১ মধ্যে পুনঃ ২/৪৭ গতে অস্তাবধি। বারবেলা ৬/৩৭ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে পুনঃ ৪/৩০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩০ মধ্যে পুনঃ ৩/৩৭ গতে উদয়াবধি।
৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৩ মে ২০২০, শনিবার, প্রতিপদ রাত্রি ১১/৪২। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১২। রোহিণীনক্ষত্র শেষরাত্রি ৪/৩৪। অমৃতযোগ দিবা ৩/৩৬ গতে ৬/১২ মধ্যে এবং রাত্রি ৭/০ গতে ৭/৪২ মধ্যে ও ১১/১৬ গতে ১/২২ মধ্যে ও ২/৪৮ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৩ গতে ২/৫৩ মধ্যে ও ৪/৩২ গতে ৬/১২ মধ্যে কালরাত্রি ৭/৩২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৭ মধ্যে।
 ২৯ রমজান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে 
১৯০৬-নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু১৯১৮: ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম ১৯১৯-জয়পুরের ...বিশদ

07:03:20 PM

গুজরাতে কোভিড-১৯ পজিটিভ আরও ৩৯৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৩,৬৬৯ 

08:26:36 PM

ইদ পালিত হবে ২৫ মে
আগামী ২৫ মে ইদ পালিত হবে। আজ চাঁদ দেখা যায়নি। ...বিশদ

08:05:14 PM

মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ২,৬০৮ জন, মৃত ৬০ 

08:01:30 PM

সিকিমে প্রথম করোনা রোগীর সন্ধান মিলল 
প্রথম করোনা রোগীর সন্ধান মিলল সিকিমে। দিল্লি থেকে ফেরা এক ...বিশদ

07:54:38 PM

রাজ্যে করোনা আক্রান্ত আরও ১২৭ জন 
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:43:40 PM