Bartaman Patrika
উত্তরবঙ্গ
 
 

কোচবিহারে স্বাভাবিক সরকারি যানবাহন। বালাই নেই সামাজিক দূরত্ব বিধির। -নিজস্ব চিত্র 

৫টি রাজ্য থেকে ফেরাদের মহল্লা কোয়ারেন্টাইনে রাখার তোড়জোড়
দার্জিলিং জেলা

সুব্রত ধর  শিলিগুড়ি, দার্জিলিং জেলায় প্রস্তুত করা হচ্ছে আরও ৭২টি মহল্লা কোয়ারেন্টাইন সেন্টার। করোনা কবলিত পাঁচটি রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের উপর নজরদারি চালাতে গঠিত টাস্ক ফোর্স এমন সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টাস্ক ফোর্সের প্রথম বৈঠকের পর এ কথা জানান ফোর্সের চেয়ারম্যান তথা জেলাশাসক এস পুন্নমবালম। একইসঙ্গে তিনি জানান, পরিযায়ীদের সাতদিন প্রাতিষ্ঠানিক ও মহল্লা এবং সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হবে।
দেশের মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাডু, গুজরাত ও দিল্লি এই পাঁচটি রাজ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে আসা পরিযায়ীদের উপর নজরদারি চালাতে গত ২৭ মে জেলা স্তরে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই মতো সোমবার দার্জিলিং জেলা প্রশাসন ওই কমিটি গঠন করে। এদিন চম্পাসারির স্টেট গেস্ট হাউসে ওই কমিটির বৈঠক হয়। বৈঠকে টাস্ক ফোর্সের চেয়ারম্যান তথা জেলাশাসক ছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার ও বিরোধী দলনেতা কাজল ঘোষ, শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য, এসজেডিএ’র ভাইস চেয়ারম্যান নান্টু পাল, এসজেডিএ’র বোর্ড সদস্য রঞ্জন সরকার, দার্জিলিংয়ের পুলিস সুপার অমরনাথ কে, ওই কমিটির মেম্বার কনভেনার তথা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য সহ জেলার সমস্ত অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকরা ছিলেন।
দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকের পর টাস্ক ফোর্সের চেয়ারম্যান তথা জেলাশাসক বলেন, করোনা কবলিত পাঁচটি রাজ্য থেকে আসা পরিযায়ীদের রাখতে এলাকায় এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা হবে। এ জন্য পাহাড় ও সমতলে প্রাথমিক স্কুল ও সরকারি ভবন সহ ৭২টি স্থান চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে। সংশ্লিষ্ট সেন্টারগুলিতে পরিযায়ীদের রাখা হবে। তাঁদের খাবারের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানো হবে।
বিভিন্ন সময় জেলা থেকে প্রচুর মানুষ কর্মসূত্রে পাড়ি দিয়েছেন ওই পাঁচটি রাজ্যে। এর বাইরে কেউ আবার পড়াশুনা, কেউ চিকিৎসার জন্য রাজ্যগুলিতে গিয়েছেন। এখন তাঁরা সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে জেলায় ফিরে আসছেন। করোনা মোকাবিলায় তাঁদের উপর নজরদারি চালাতেই একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর, ওই রাজ্যগুলি থেকে জেলায় ফিরছেন প্রায় ৫০০০ পরিযায়ী। ইতিমধ্যে কয়েকশো পরিযায়ী চলেও এসেছেন। জেলার মাটিতে পা রাখার পর এখন থেকে তাঁরা সরাসরি বাড়িতে যেতে পারবেন না। জেলাশাসক বলেন, ওই বাসিন্দাদের প্রথমে
সাতদিন প্রতিষ্ঠানিক বা মহল্লা কোয়ারেন্টাইনে এবং পরবর্তী সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। রাজ্য সরকারের এই নির্দেশিকা কড়াভাবে পালন করা হবে।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় জেলায় প্রাতিষ্ঠানিক, মহল্লা বা এলাকা কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে অনেকদিন আগেই। প্রশাসন সূত্রের খবর, বর্তমানে জেলার পাহাড় ও সমতলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা ১৬টি। মিরিক মহকুমায় মহল্লা কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা ১২৮টি। সংশ্লিষ্ট সেন্টারগুলিতে বর্তমানে আবাসিকের সংখ্যা প্রায় ২৫০০। এর বাইরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩০৩ জন। তব মিরিক মহকুমায় মহল্লা কোয়ারেন্টাইন সেন্টার প্রশাসনিক মহলে সাড়া ফেলেছে।
মিরিকের মহকুমা শাসক অশ্বিনী রায় বলেন, শহর ও গ্রামবাসীদের নিয়ে মহল্লা কোয়ারেন্টাইন সেন্টারগুলি গড়া হয়েছে। প্রশাসনের তরফে সেগুলিতে ত্রিপল, বেডশিট, মাস্ক, স্যানিটাইজার ও জিআরের চাল দেওয়া হচ্ছে। অনেক সময় গ্রামবাসীরা নিজেরাই আবাসিকদের পছন্দমতো খাবারের ব্যবস্থা করছেন।  

03rd  June, 2020
মাথাভাঙার উনিশবিশার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পোকা ধরা চাল, ডাল বিতরণ, বাসিন্দাদের বিক্ষোভ 

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোকা ধরা চাল ও ডাল দেওয়ার অভিযোগ তুলে বাসিন্দারা বিক্ষোভ দেখালেন। এনিয়ে তাঁরা মাথাভাঙা-২ ব্লকের সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিককেও অভিযোগ জানিয়েছেন।   বিশদ

03rd  June, 2020
বিদ্যুৎ সংযোগ না হওয়ায় নতুন মার্কেট কমপ্লেক্সে যেতে পারছেন না নিউটাউন বাজারের ব্যবসায়ীরা 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুরসভার নিউটাউন বাজারে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স তৈরি হয়ে পড়ে আছে। সাতমাস ধরে বৈদ্যুতিক সংযোগের কাজ শেষ না হওয়ায় ব্যবসায়ীরা নবনির্মিত ওই ভবনে যেতে পারছেন না।  বিশদ

03rd  June, 2020
ভিড়ও হয়নি পুরাতন মালদহের ২ বিগ বাজেটের লোকনাথ পুজোয়
মন্দির খুললেও জৌলুস নেই 

সংবাদদাতা, গাজোল: রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে আস্তে আস্তে সব ধর্মস্থান খুলতে শুরু করলেও জমায়েতে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়ম মেনেই এবার লকডাউনের কোপ পড়ল লোকনাথ বাবার পুজোর আয়োজনেও। এই পুজো ঘিরে প্রতিবছরই পুরাতন মালদহ শহরের একাধিক জায়গায় জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়।   বিশদ

03rd  June, 2020
করোনা রুখতে ভেটাগুড়িতে সপ্তাহে দু’দিন হাট বন্ধ, সমস্যায় সব্জি চাষিরা
বাজারেও বিধিনিষেধ 

সংবাদদাতা, দিনহাটা: করোনা সংক্রমণ ঠেকাতে দিনহাটার ভেটাগুড়ির সাপ্তাহিক হাট বন্ধ করে দেওয়া হল। হাট বন্ধের পাশাপাশি সপ্তাহে চারদিন এলাকার সব দোকান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পূর্ণদিবস বন্ধ রাখার কথা বলা হয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন ভেটাগুড়ির দু’টি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো সব্জি চাষি।  বিশদ

03rd  June, 2020
বেসরকারি বাস নিয়ে জটিলতা কাটেনি
যাত্রী দুর্ভোগ চলছেই, প্রশাসনের উপর বাড়ছে ক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, পতিরাম: বেসরকারি বাস নিয়ে গৌড়বঙ্গের জেলাগুলিতে জটিলতা এখনও কাটেনি। এর ফলে মঙ্গলবারও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বেসরকারি বাসের চাকা গড়ায়নি। হাতেগোনা কয়েকটি সরকারি বাস তিন জেলার নির্দিষ্ট কিছু রুটে যাতায়াত করেছে।   বিশদ

03rd  June, 2020
দক্ষিণ দিনাজপুরে কোভিড হাসপাতালে শয্যা বাড়ল, গর্ভবতীদের জন্য আইসোলেশন বেড 

সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় কোভিড হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য দপ্তর। বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রের উপর তলায় অ্যানেক্স কোভিড হাসপাতালে ৬৫ টি বেড যুক্ত করা হয়েছে।   বিশদ

03rd  June, 2020
গণ পরিবহণে সংক্রমণের ভয়, সাইকেলেই লম্বা দূরত্ব পেরিয়ে রোজ যাতায়াত অফিসে 

সংবাদদাতা, পতিরাম: গণপরিবহণে চাপলে সংক্রমণের আতঙ্কে ভুগছেন বালুরঘাটের বাসিন্দারা। এদিকে লকডাউন শিথিল হওয়ায় অফিস কাছারিও ইতিমধ্যেই খুলে গিয়েছে। তাই বাধ্য সাইকেল নিয়েই এক ব্লক থেকে অন্য ব্লকে কাজের জন্য ছুটছেন সরকারি, বেসরকারি ও দোকানের মতো নানা প্রতিষ্ঠানের কর্মচারীরা।   বিশদ

03rd  June, 2020
শ্রমিক স্পেশালে ফেরা কিশোরের মৃত্যু
ট্রেনে না খেতে পেয়েই অসুস্থ, দাবি পরিবারের

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ভিন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরার পর, সোমবার মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মনোহরপুর গ্রামের এক কিশোরের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম পীযূষ দাস। তার পরিবারের দাবি, ট্রেনে ঠিকমতো খাদ্য ও পানীয় না মেলায় অসুস্থ হয়ে পড়েছিল সেই কিশোর।   বিশদ

03rd  June, 2020
কোচবিহার: চারদিনে করোনায় আক্রান্ত ১১৬
বেড়ে গেল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহারে গত চারদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১১৬। এঁরা সকলেই পরিযায়ী শ্রমিক। জেলার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার ও হোম কোয়ারেন্টাইনে তাঁরা ছিলেন। গত সপ্তাহেও কোচবিহারে করোনা পজিটিভ কেস ছিল হাতেগোনা কয়েকটি।   বিশদ

03rd  June, 2020
মালদহের আম ও লিচুর ক্ষতি পূরণে রাজ্য সরকারের দ্বারস্থ ইংলিশবাজারের বিধায়ক 

সংবাদদাতা, মালদহ: শিলাবৃষ্টি থেকে উম-পুন এবং তারপরের ঝড়ে মালদহের আম ও লিচুর ব্যাপক ক্ষতির সুরাহা করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হলেন ইংলিশবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মালদহের প্রধান দুই অর্থকরী ফল, আম ও লিচুর উৎপাদন প্রবলভাবে ধাক্কা খেয়েছে।  বিশদ

03rd  June, 2020
ভিন রাজ্য থেকে ফেরার পর মহিলাকে বাড়িতেই ঢুকতে দিল না প্রতিবেশিরা 

সংবাদদাতা, পতিরাম: ভিন রাজ্য থেকে বেড়িয়ে এসে আর ভাড়া বাড়িতে ফিরতেই পারলেন না বালুরঘাট শহরের এক মহিলা। তাঁকে বাড়িতে ঢুকতে না দিয়ে ঘণ্টা খানেক ধরে রীতিমতো বিক্ষোভ দেখালেন প্রতিবেশীরা। পুলিস কর্মীরা এসেও লোকজনকে বোঝাতে পারেননি।   বিশদ

03rd  June, 2020
দক্ষিণ দিনাজপুরে সংক্রমণ ছড়াচ্ছে, আক্রান্ত ৮
মালদহে সব ব্লকই আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, মালদহ, সংবাদদাতা, বালুরঘাট ও রায়গঞ্জ: মালদহের কোনও ব্লকই আর করোনামুক্ত রইল না। বাকি ১৪টি ব্লকের সঙ্গে এবার বামনগোলাতেও মারণ ভাইরাস থাবা বসাল। গত একমাস ধরে জেলার বাকি ব্লকগুলিতে একের পর এক করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেলেও বামনগোলা কিন্তু করোনার ঩সেই থাবা থেকে এতদিন রেহাই পেয়েছিল। 
বিশদ

03rd  June, 2020
উৎপাদিত রেশম বাজারজাত করতে না পেরে ক্ষতির মুখে চাঁচলের চাষিরা 

সংবাদদাতা, পুরাতন মালদহ: লকডাউনের কারণে উৎপাদিত রেশম বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন মালদহ জেলার চাঁচলের রেশম চাষিরা। তাঁদের অনেকের ঘরেই উৎপাদিত রেশম গুঁটি পড়ে রয়েছে। কিছু ক্ষেত্রে একাংশ চাষি ফড়েদের কাছে রেশম গুঁটি বিক্রি করলেও ভালো দাম মিলছে না।  বিশদ

03rd  June, 2020
এসে পৌঁছয়নি চাল, ইসলামপুরের অনেক স্কুল থেকে খাদ্য বিলি হল না 

সংবাদদতা, ইসলামপুর: এখনও পর্যন্ত ইসলামপুর মহকুমায় পর্যাপ্ত চালই এসে পৌঁছয়নি। তাই মঙ্গলবার থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে চাল ও আলু বিতরণের নির্দেশ থাকলেও ইসলামপুর মহকুমার বহু স্কুলেই তা বিলি করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ জমছে অভিভাবক মহলে।  বিশদ

03rd  June, 2020

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনায় মৃত্যুহারে দেশে শীর্ষস্থানে উঠে এসেছে গুজরাত। কেন্দ্রীয় সরকারের এই তথ্য সামনে আসার পর ওয়াকিবহাল মহলের বক্তব্য, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচকদের জন্য যোগ্য জবাব। রবিবার রাজ্যে মোট কোভিড পরীক্ষা দু’লক্ষ পার করেছে। ...

 রূপঞ্জনা দত্ত, লন্ডন, ৩ জুন: করোনায় মৃত্যু এবং আক্রান্তের নিরিখে ব্রিটেনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ব্ল্যাক অ্যান্ড এথনিক মাইনরিটি (বিএএম‌ই) গোষ্ঠীর মানুষ। এ ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচ‌ই)। ...

নিজস্ব প্রতিনিধি,বারাসত: মঙ্গলবার সন্ধ্যার প্রবল বৃষ্টিতে বসিরহাট পুরসভার একাধিক ওয়ার্ডের কয়েকশো বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় ঘরের মধ্যে হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। ...

  রেকর্ড প্রোডিউসার কোম্পানি সারেগামা ও ফেসবুকের মধ্যে এক অভিনব চুক্তি স্বাক্ষরিত হল। ফলে এবার থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে সারেগামার সমস্ত গান নেটিজেনরা ব্যবহার করতে পারবেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসাতে যুক্ত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫ - মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.২৯ টাকা ৭৬.০১ টাকা
পাউন্ড ৯২.৯৪ টাকা ৯৬.২৩ টাকা
ইউরো ৮২.৬৮ টাকা ৮৫.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২১ জ্যৈষ্ঠ ১৪২৭, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ত্রয়োদশী ২/৫৮ প্রাতঃ ৬/৭ পরে চর্তুদশী ৫৫/৫২ রাত্রি ৩/১৬। বিশাখা নক্ষত্র ৩৪/১৩ রাত্রি ৬/৩৭। সূর্যোদয় ৪/৫৫/১৬, সূর্যাস্ত ৬/১৪/৯। অমৃতযোগ দিবা ৩/৩৪ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৭ গতে ৯/৫ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ২/৪ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ২/৫৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৫ গতে ১২/৫৫ মধ্যে।
২১ জ্যৈষ্ঠ ১৪২৭, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ত্রয়োদশী প্রাতঃ ৫/১ পরে চর্তুদশী রাত্রি ২/৫৩। বিশাখানক্ষত্র সন্ধ্যা ৬/২২। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৩/৪১ গতে ৬/১৬ মধ্যে এবং রাত্রি ৭/৫ গতে ৯/১১ মধ্যে ও ১২/০ গতে ২/৬ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। কালবেলা ২/৫৬ গতে ৬/১৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১২/৫৬ মধ্যে।
১১ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। বৃষ: শেয়ার-ফাটকায় বিনিয়োগ করা যেতে পারে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু১৯৩৬: অভিনেত্রী নূতনের ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃত্যু ২৮৩
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৮ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:02:37 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ১,৩৭৩, মৃত ১২ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,৩৭৩ জন। মৃত্যু ...বিশদ

07:01:52 PM

কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত ২৫৭, মৃত ৪ 
কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ...বিশদ

06:51:26 PM

বাংলাদেশে একদিনে করোনা আক্রান্ত ২,৪২৩, মৃত ৩৫
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ২,৪২৩ জন। ফলে ...বিশদ

06:04:57 PM