কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
সোমবার মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী যশবন্তরাও চবনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রোহিত। সেখানে গিয়েছিলেন অজিতও। কাকাকে দেখে পা ছুঁয়ে প্রণাম করেন রোহিত। কাকা অবশ্য ভাইপোকে মনে করিয়ে দিলেন যৎসামান্য ব্যবধানে জয়ের কথা। অজিত বললেন, ‘আমি বারামতী নিয়ে ব্যস্ত ছিলাম। একবার ভেবে দেখ, আমি তোমার আসনে প্রচারে গেলে ফল কী হতে পারত?’ এবারও বারামতী থেকে জয় পেয়েছেন অজিত। তিনি হারিয়ে দিয়েছেন অপর এক ভাইপো তথা এনসিপি (শারদ গোষ্ঠী) প্রার্থী যুগেন্দ্র পাওয়ারকে। লক্ষাধিক ভোটে জিতেছেন অজিত।
যুগেন্দ্রকে তাঁর আসনে প্রার্থী করায় কাকা শারদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন অজিত। শারদের এই সিদ্ধান্ত বড় ভুল ছিল বলেও দাবি করেন তিনি।