কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
বৃহস্পতিবারই কলকাতা থেকে রাঁচি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে ওই দিনই তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। ঝটিকা সফরে জেএমএম সুপ্রিমো শিবু সরেন তথা গুরুজির সঙ্গে দেখা হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে মমতার। প্রসঙ্গত, বিজেপির চ্যালেঞ্জ উড়িয়ে ঝাড়খণ্ডের মসনদে ফিরে আসার লড়াইয়ে তাঁর পাশে সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে নিজেই জানিয়েছেন হেমন্ত। ফলে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতার উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বের। জেএমএম সূত্রে খবর, ইন্ডিয়া ব্লকের সমস্ত মুখ্যমন্ত্রী তথা শীর্ষ নেতৃত্বকে হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এদিন হেমন্ত ছাড়া মন্ত্রিসভার অন্য কোনও সদস্য শপথ নেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে, আজ মঙ্গলবার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপ নির্বাচনে বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সোমবার বড়মা পুজো সমিতির ট্রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে থাকা আধিকারিকরা। প্রসঙ্গত, আউটপোস্ট, স্কাইওয়াক এবং ফেরিঘাট বড়মার নামে করার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।