উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
সরকারি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দপ্তর ও সরকারি সংস্থা সরাসরি প্রায় ২৬০০ জন চুক্তি ভিত্তিক আইটি কর্মী নিয়োগ করেছে। এজেন্সি ও সরাসরি দপ্তর নিযুক্ত কর্মীদের চুক্তিপত্র প্রতি বছর নবীকরণ করতে হতো। এখন থেকে সব চুক্তি ভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীর সংখ্যা অন্তত হাজার পাঁচেক বলে মনে করা হচ্ছে। দপ্তরগুলি হিসেব পেশ করলে এই সংখ্যা চূড়ান্তভাবে জানা যাবে।
আরও জানা গিয়েছে, বিভিন্ন বেসরকারি এজেন্সির মাধ্যমেও অনেক অফিসে আইটি কর্মী নিয়োগ করা হয়েছে। সরকারি সংস্থা নিয়োগকারী এজেন্ট হিসেবে কাজ করার সময় সাব -এজেন্টের মাধ্যমে এই কাজ করেছে।
তবে সরকারি নির্দেশের পর কিছু আইটি কর্মীর মধ্যে উদ্বেগ আছে। রাজ্যে ২৫৬টি জমি-বাড়ির রেজিস্ট্রেশন অফিসে প্রায় সাতশো জন চুক্তি ভিত্তিক আইটি কর্মী কাজ করেন। দলিল স্ক্যান করা সহ বিভিন্ন কাজ তাঁরা করেন। বামফ্রন্ট সরকারের সময় থেকে কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তির ভিত্তিতে ‘পিপিপি মডেলে’ এই কাজ চলছে। কর্মীদের বেতন ছাড়াও কম্পিউটার ও আনুষাঙ্গিক উপকরণ সরবরাহ ও তার রক্ষণাবেক্ষণের কাজ সংস্থাগুলি করে। দলিল স্ক্যানের ভিত্তিতে প্রাপ্ত অর্থের একটা অংশ তারা পায়। এখনকার চুক্তির মেয়াদ আগামী মার্চ মাস পর্যন্ত আছে। এখানকার আইটি কর্মীদের অভিযোগ, সরকার নির্ধারিত ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন যেখানে ১৩ হাজার টাকা, সেখানে তাঁদের ৮ হাজার টাকা দেওয়া হয়। শ্রম দপ্তর নির্ধারিত অদক্ষ কর্মীদের মজুরির হারে তাঁদের টাকা দেওয়া হয়। সরকারের নতুন সিদ্ধান্ত তাঁদের ক্ষেত্রেও কার্যকর হবে কি না, তা নিয়ে চিন্তায় আছেন এই কর্মীরা।