ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ
ব্লকের আতমা প্রকল্পের এক আধিকারিক জানান, এই পাঁচটি পঞ্চায়েতের ১৫ জন বাসিন্দাকে ৪০টি করে কড়কনাথের বাচ্চা দেওয়া হয়েছে। মঙ্গলকোট ব্লকের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক সুব্রত সরকার বলেন, এই মুরগি আগে সাধারণত গ্রামে বাসিন্দারা বাড়িতে রাখতেন। এখন এই প্রজাতির মুরগি আর সেভাবে দেখা যায় না। তাই আবার এই কড়কনাথ মুরগি চাষে জোর দেওয়ার জন্যই বাসিন্দাদের বিলি করা হচ্ছে। তবে আগামীদিনে আরও অনেক ব্লকে এই মুরগির বাচ্চা বিলি করা হবে।
জানা গিয়েছে, কড়কনাথ মুরগি মূলত মধ্যপ্রদেশে দেখা যায় বেশি। তবে এখন পুরুলিয়া, সুন্দরবন, কাকদ্বীপ, দুই বর্ধমান সহ বেশ কিছু জেলায় মধ্যপ্রদেশ থেকে কড়কনাথ মুরগির বাচ্চা এনে চাষ শুরু হয়েছে। এই মুরগির মাংসের দাম ৬০০ টাকা থেকে ১ হাজার টাকা। ডিমের দামও বেশি। কড়কনাথ মুরগির প্রতি জোড়া ডিমের দাম বাজারে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়কনাথ মুরগি চাষে জোর দিতে নির্দেশ দিয়েছেন। তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই প্রজাতির মুরগি চাষ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। শীতকালে বাজারে এই মুরগির চাহিদা থাকে বেশি। তবে চাহিদার তুলনায় এই মুরগির মাংসের জোগান কম। তাই প্রতিটি ব্লকের বাসিন্দাদের মধ্যে কড়কনাথ মুরগি চাষে জোর দিলে রাজ্যে মাংসের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমবে বলে ধারণা প্রশাসনের।