Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

 

রমজান মাসে তীব্র গরম উপেক্ষা করে ভোট দিলেন বাসিন্দারা
নওদায় শান্তিতে ভোট

সুব্রত ধর, নওদা, বিএনএ: নওদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিতেই মিটল। সোমবার কোথাও মিষ্টির প্যাকেট, ঘুগনি-মুড়ি, কলা-পাউরুটি, আবার কোথাও রুটি-মাংস খাইয়ে ভোট করল তৃণমূল। শরবত ও লেবু-জলও বিলি করা হয়। কোথাও তারা ঝান্ডাবিহীন টোটোয় করে ভোটারদের বুথে নিয়ে যায়। দিনভর ময়দান দাপিয়ে বেড়ায় ঘাসফুল বাহিনী। সকালে কিছু জায়গায় তাদেরকে টক্কর দেওয়ার চেষ্টা করলেও দুপুরের পর কংগ্রেস শিবির ঝিমিয়ে পড়ে বলে অভিযোগ। আরএসপি ও বিজেপি শিবিরের অবস্থাও ছিল একইরকম। জেলাশাসক পি উলগানাথন বলেন, নওদায় অবাধ ও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ পর্ব মিটেছে। ভোট নিয়ে কোথাও আইন-শৃঙ্খলার অবনতি হয়নি। অভিযোগও কম জমা পড়েছে।
এদিন বেলা বাড়ার সঙ্গে গরম বাড়ে। তাপমাত্রা ছিল ৪০ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তার উপর রমজান মাস। এই অবস্থায় রোদ উপেক্ষা করেই মাটি কামড়ে পড়ে ছিলেন রোজা রাখা তৃণমূল কর্মীরা। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মহুলা-২নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯নম্বর বুথের সামনে ছিল ঝান্ডাবিহীন একাধিক টোটো। তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়ে দু’টি টোটোর চালক বলেন, গ্রাম থেকে অসুস্থ ও বয়স্ক ভোটারদের বুথে আনছি।
সকাল ৯টা নাগাদ মধুপুর গ্রাম পঞ্চায়েতের ১২২নম্বর বুথে তৃণমূল ও আরএসপি প্রার্থীর এজেন্ট ছিলেন। অন্য কোনও প্রার্থীর এজেন্ট ছিলেন না। এখানে তৃণমূল রুটি-মাংস খাইয়ে ভোটের ময়দান নিয়ন্ত্রণ করেছে। যার দায়িত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলের মার্জেন মণ্ডল। তিনি বলেন, এখানে তৃণমূল ছাড়া কেউ নেই। কেন্দ্রীয় বাহিনী একটু বাড়াবাড়ি করলেও ভোট নিঃশব্দে হয়েছে। সাড়ে ৯টা নাগাদ রায়পুরে ১১৬নম্বর বুথে ভোটারদের ভিড় ছিল। বাড়ি ফেরার পথে ভোটারদের মিষ্টির প্যাকেট ও শরবত দেওয়া হয়। ভোটাররা বলেন, ঘরের ছেলে জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার এই আয়োজন করেছেন। জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের ব্লক কার্যনির্বাহী সভাপতি সঞ্জয়বাবু অবশ্য বলেন, সমস্ত গ্রামবাসী আমার আত্মীয়। প্রচণ্ড গরমে তেষ্টা মেটানোর জন্যই শরবত ও মিষ্টি দেওয়া হচ্ছে। এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই। নওদা, কেদারচাঁদপুর, বালি, বেলডাঙার চৈতন্যপুর, মাড্ডা সহ সমস্ত এলাকাতেই একইভাবে ভোট করেছে তৃণমূল। সংশ্লিষ্ট এলাকাগুলির কোথাও ভোটারদের কলা-পাউরুটি, আবার কোথাও ঘুগনি-মুড়ি ও লেবু-জল বিলি করা হয়েছে।
অপরদিকে, সকাল সাড়ে ৮টা নাগাদ পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে ২৩৭ ও ২৩৮নম্বর বুথের সামনে ছিল ভোটারদের লম্বা লাইন। কোলের বাচ্চা সহ ৮-১০বছরের ছেলেমেয়েদের নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন মহিলারা। সংশ্লিষ্ট দু’টি বুথে কংগ্রেস ভেল্কি দেখানোর চেষ্টা করলেও তৃণমূলের মহিলা বুথ এজেন্ট সক্রিয় ছিলেন। এখানে ঝান্ডাবিহীন টোটোয় ও বাইকে ভোটারদের নিয়ে আসে কংগ্রেস। তারা ভোটারদের মধ্যে চকোলেটও বিলি করে। এভাবে কয়েকটি বুথে কংগ্রেস খেলা দেখানোর চেষ্টা করলেও দুপুরের পর তাদের কর্মীরা ঝিমিয়ে পড়েন বলে অভিযোগ। বিজেপি ও আরএসপিকে দুপুরের পর ময়দানে সেভাবে দেখা যায়নি। সেই সময় সমস্ত দলের অধিকাংশ নির্বাচনী বুথ কার্যালয় ছিল ফাঁকা। তবে, বুথের কাছে তৃণমূলীদের জটলা ছিল।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নওদায় লোকসভা ভোট হয়। শেষ মুহূর্তে দু’টি জায়গা থেকে মারপিটের অভিযোগ মিলেছে। কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল বলেন, সন্ত্রাস চালানোর চেষ্টা করেও তৃণমূল সফল হয়নি। কয়েকটি বুথে এজেন্ট দিতে না পারলেও মানুষ ভোট দিয়েছেন। রায়পুরে ৯৫নম্বর বুথে কংগ্রেস কর্মী সুশান্ত মণ্ডলকে মারধর করা হয়েছে। বিজেপি প্রার্থী অনুপম মণ্ডলও দাবি করেন, আক্রান্ত ওই কর্মী তাঁদের। আরএসপি প্রার্থী সিরাজুল ইসলাম মণ্ডল বলেন, বালি-২গ্রাম পঞ্চায়েতের ২৩০নম্বর বুথে আমাদের কর্মী মহাতাব শেখকে মারধর করেছে তৃণমূল। তা হলেও ভোট ভালো হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল বলেন, বালিতে বিনা কারণে আমাদের এক পঞ্চায়েত সদস্যকে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। এরজেরে সেখানে সামান্য উত্তেজনা ছড়ালেও আরএসপির কোনও কর্মীকে মারধর করা হয়নি। রায়পুরে কংগ্রেস ও বিজেপি যৌথভাবে বুথ দখলের চেষ্টা করলে তৃণমূল কর্মীরা বাধা দেন। এতে উত্তেজনা ছড়ালেও কাউকে মারধর করা হয়নি। হার বুঝতে পেরে বিরোধীরা অপপ্রচার করছে।

কান্দিতে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট
দু’টি গ্রামে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হাতাহাতি

 ইন্দ্রজিৎ কর্মকার, কান্দি, সংবাদদাতা: দু’-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সোমবার উৎসবের মেজাজে কান্দি বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ হল। তবে ইভিএম খারাপ, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও কয়েকটি জায়গায় এজেন্ট বসা নিয়ে ঝামেলা হয়। ভোটাররা হাসিঠাট্টা করে একসঙ্গে সুষ্ঠুভাবেই বুথে এসে ভোট দিয়েছেন।
বিশদ

 বাঘমুণ্ডি বিস্ফোরণের ঘটনায় নিহত শিশুর দাদুকে গ্রেপ্তার

  সংবাদদাতা, পুরুলিয়া: বাঘমুণ্ডির হুড়ুমদা গ্রামে বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনার প্রায় সাতদিন পর মৃতের দাদুকে গ্রেপ্তার করল বাঘমুণ্ডি থানার পুলিস। ধৃতের নাম মহরম মোমিন। রবিবার রাতে হুড়ুমদা গ্রামে শ্বশুরবাড়িতে আসে মহরম। সেই খবর পেতেই গ্রামে এসে পুলিস তাকে গ্রেপ্তার করে।
বিশদ

 শান্তিপুরে ঐতিহ্যবাহী ব্রহ্মাপুজো ঘিরে উন্মাদনা

  সংবাদদাতা, রানাঘাট: প্রায় ১৮৫ বছরের প্রাচীন ব্রহ্মা পুজো ঘিরে শান্তিপুরের বড়বাজার সংলগ্ন ব্যবসায়ীরা মাতোয়ারা হলেন। বৈশাখী পূর্ণিমা তিথিতে বছরের পর বছর ধরে শান্তিপুর বড়বাজার এলাকায় সস্ত্রীক ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর পূজিত হয়ে আসছেন। পাঁচদিন ধরে পুজো চলে।
বিশদ

লোকসভা ভোটের ময়দান পর্যবেক্ষণ করে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের
একদা খাসতালুক বহরমপুরে কার্যত নিশ্চিহ্ন আরএসপি

 সুব্রত ধর  বহরমপুর, বিএনএ: বহরমপুর লোকসভা কেন্দ্রে রাজনীতির চোরাবালিতে আরএসপি হারিয়ে যাচ্ছে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ময়দান পর্যবেক্ষণ করার পর এমনই অভিমত ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, বামফ্রন্ট শরিক সিপিএম পাশে না দাঁড়ানোয় কোদাল-বেলচা বাহিনী এবার এককভাবে লড়াই করেছে।
বিশদ

 গরমে জ্বলছে নদীয়া, নাকাল জেলাবাসী

 বিএনএ, কৃষ্ণনগর: প্রবল দাবদাহে কার্যত জ্বলছে নদীয়া। দাবদাহের সঙ্গে চলছে ভ্যাপসা গরম। তাতে ঘাম হচ্ছে বেশি। সোমবার সকাল ১১টা বাজতেই রাস্তাঘাট শুনসান হয়ে পড়ে। বিশেষ প্রয়োজন ছাড়া এদিনও রাস্তায় কেউ বের হননি। রাস্তায় যাঁরা ছিলেন তাঁদের মধ্যে বেশিরভাগ জনই ছাতা মাথায়, কাপড়ে মুখ ঢেকেছিলেন।
বিশদ

 নলহাটির ১৩টি গ্রামে ৮৯টি টিউবওয়েল অকেজো, রমজান মাসে তীব্র জলকষ্ট

  সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি-২ ব্লকের ভদ্রপুর-২ গ্রাম পঞ্চায়েতের ১৩টি গ্রামে মোট ৮৯টি টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। তীব্র দাবদাহের পাশাপাশি এই অঞ্চলের প্রতিটি গ্রামই সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় রমজান মাসে গ্রামের মহিলাদের দূরবর্তী টিউবওয়েল থেকে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে।
বিশদ

 বাঁকুড়া শহরের ‘লিড’ নিয়ে আশাবাদী তৃণমূল নেতৃত্ব

  বিএনএ, বাঁকুড়া: এবারের লোকসভা নির্বাচনে বাঁকুড়া শহরের ফলের দিকে সকলের নজর রয়েছে। পুরসভা এলাকায় ‘লিড’ পাওয়ার ব্যাপারে তৃণমূল নেতৃত্ব আশাবাদী। অন্যদিকে, বিজেপি এবং সিপিএমও আগের তুলনায় ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছে।
বিশদ

 মেদিনীপুর লোকসভার গণনা কেন্দ্রের নজরদারি বাড়াল তৃণমূল

  সংবাদদাতা, খড়্গপুর: মেদিনীপুর লোকসভার গণনা কেন্দ্রের নজরদারি আরও জোরদার করল তৃণমূল। ভিতরে ছ’জন কর্মীকে রাউন্ড দ্য ক্লক নজরদারিতে রাখা হচ্ছে। সোমবার থেকে বাইরেও নজরদারি বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভা ক্ষেত্রের ভোট গণনা হবে।
বিশদ

 আসানসোল শহরের খাসতালুকগুলিতে ৯০ শতাংশ ভোট পড়ায় স্বস্তিতে তৃণমূল

 সুখেন্দু পাল  আসানসোল, বিএনএ: আসানসোল শহরে দলের খাসতালুকগুলিতে গড়ে প্রায় ৯০ শতাংশ ভোট পড়ায় স্বস্তিতে রয়েছে তৃণমূল শিবির। আসানসোল লোকসভা কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৭৬.৬২ শতাংশ। কিন্তু শাসক দলের গড় হিসেবে পরিচিত শহরের রহমতনগর বা রেলপাড় এলাকায় অনেক বেশি ভোট পড়েছে।
বিশদ

 মল্লারপুরে পথ দুর্ঘটনায় সিআরপিএফ জওয়ানের মৃত্যু

 সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুরের বড়তুড়িগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। পুলিস জানিয়েছে, মৃতের নাম চন্দন দলুই(৩২)। বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার বোড্ডা গ্রামে। রবিবার বিকেলে তিনি বাড়ি থেকে বাইক চালিয়ে মল্লারপুরের বড়তুড়িগ্রামে আত্মীয়ের বাড়িতে আসছিলেন।
বিশদ

গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং হল ছাড়া যাবে না
নদীয়ায় পোলিং এজেন্টদের নির্দেশ তৃণমূলের

অভিমন্যু মাহাত, কৃষ্ণনগর, বিএনএ: দলীয় কাউন্টিং এজেন্টদের কড়া নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং হলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে একাধিক বেসরকারি টিভি চ্যানেল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তৃণমূলের অভিযোগ।
বিশদ

 চন্দ্রকোণা শহরে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

  সংবাদদাতা, ঘাটাল: চন্দ্রকোণা শহরে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে শহরের দক্ষিণবাজারের বালির একটি স্তূপের কাছ থেকে তাঁর থেঁতলানো দেহ উদ্ধার হয়। ওই যুবকের নাম তাপস কর্মকার(৩৫)। তাঁর বাড়ি শহরেরই সতীবাজার এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, তাপসবাবুকে খুন করা হয়েছে।
বিশদ

আসানসোলে ফলাফল নিয়ে রক্তচাপ বাড়ছে তৃণমূল-বিজেপি দুই শিবিরেই

  বিএনএ, আসানসোল: আসানসোল লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে তৃণমূল ও বিজেপি নেতারা মুখে জয়ের কথা বললেও ফলাফল ঘোষণার দিন যত এগিয়ে আসছে, ততই যেন পালস রেট বাড়ছে দুই শিবিরেই। দু’পক্ষই খুঁটিনাটি হিসেব কষতে ব্যস্ত। দুই শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে ‘কী হবে কে জানে! কিছুই বুঝতে পারছি না’।
বিশদ

 বাজারে সবুজ আবিরের চাহিদা তুঙ্গে

  সংবাদদাতা, রামপুরহাট: লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই রামপুরহাটের পাইকারি বাজারে সবুজ আবিরের চাহিদা তুঙ্গে। এবার বীরভূম কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের জয়ের হ্যাটট্রিক হবে বলে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। তাই সেলিব্রেশনের আগাম প্রস্তুতি হিসেবে এখন থেকেই বাজার দখল করেছে সবুজ আবির।
বিশদ

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ রাজ্যে ছোট ও মাঝারি শিল্পের বহর বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আমেরিকার সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে যাতে ছোট শিল্পকে আরও বেশি করে ব্যবহার করা যায়, সেই চেষ্টা করবে ওয়াশিংটন ডিসি’র ইন্ডিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ...

ঢাকা: বাংলাদেশ থেকে প্রায় ছয় মাস আগে ইউরোপ যাত্রা করেন সিলেটের বিলাল। তিনজনের সঙ্গে নানা দেশ ঘুরে লিবিয়ার রাজধানী ত্রিপোলি যাওয়ার পর আরও ৮০ বাংলাদেশির ...

 নয়াদিল্লি, ২০ মে (পিটিআই): ভোট পরবর্তী এক্সিট পোল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও গেরুয়া শিবির রীতিমতো উচ্ছ্বসিত। সপ্তম দফার নির্বাচনের পর এক্সিট পোলে ইঙ্গিত মিলেছে, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি সরকার। শুধু ফিরছে না। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছেলের হাতে খুন হলেন মা। রবিবার ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার করুণাময়ীতে। মৃতার নাম অপু সরকার (৪৪)। ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। পরে গুণধর ছেলে নিজেই এসে থানায় আত্মসমর্পণ করে। পুলিস জানিয়েছে, ওই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যারা বিদ্যার্থী তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। নানা বিষয়ে খুঁতখুঁতে ভাব জাগবে। গোপন প্রেম থাকলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম
১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের জন্ম
১৯৯১: ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৫ টাকা ৭০.৩৪ টাকা
পাউন্ড ৮৬.৮৮ টাকা ৯০.১১ টাকা
ইউরো ৭৬.০৬ টাকা ৭৮.৯৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৪২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮৭৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ২০১৯, মঙ্গলবার, তৃতীয়া ৫১/৪৭ রাত্রি ১/৪১। মূলা ৫৬/২৩ রাত্রি ৩/৩১। সূ উ ৪/৫৮/১২, অ ৬/৮/০, অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ৯/২২ গতে ১১/৫৯ মধ্যে পুনঃ ৩/২৯ গতে ৪/২২ মধ্যে। রাত্রি ৬/৫১ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৫ মধ্যে, বারবেলা ৬/৩৭ গতে ৮/১৬ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে, কালরাত্রি ৭/৩০ গতে ৮/৫০ মধ্যে।
৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ২০১৯, মঙ্গলবার, তৃতীয়া ৫২/৪৪/৩৭ রাত্রি ২/৩/৪০। মূলানক্ষত্র ৫৮/১১/৫৫ শেষরাত্রি ৪/১৪/৩৫, সূ উ ৪/৫৭/৪৯, অ ৬/১০/৫, অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে ও ৯/২২ গতে ১২/২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৩০ মধ্যে এবং রাত্রি ৬/৫৮ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৪ মধ্যে, বারবেলা ৬/৩৬/৫১ গতে ৮/১৫/৫৩ মধ্যে, কালবেলা ১/১২/৫৯ গতে ২/৫২/১ মধ্যে, কালরাত্রি ৭/৩১/৩ গতে ৮/৫২/১ মধ্যে।
১৫ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল

মেষ: গোপন প্রেম থাকলে তা প্রকাশিত হবে। বৃষ: যদি ব্যবসা করার ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের ...বিশদ

07:03:20 PM

মাধ্যমিকের প্রথম সৌগতকে সাহায্যের আশ্বাস পার্থর
আজ মাধ্যমিকের ফল ঘোষণার পর প্রথম স্থানাধিকারী সৌগত দাসকে ফোন ...বিশদ

04:54:19 PM

১২৮১০ হাওড়া-মুম্বই (সিএসএমটি) মেল আজ রাত ৮টার বদলে রাত ৯:১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 

03:53:16 PM

মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় পূঃ বর্ধমানের গোপালপুরে আত্মঘাতী ছাত্রী  

03:34:10 PM

খড়্গপুরের আইটিআইয়ের কাছে যুবককে গুলি করে খুন

03:31:00 PM