Bartaman Patrika
সম্পাদকীয়
 

লজ্জায় মুখ ঢাকুন

১৮তম লোকসভা ভোটে তাঁর বিদায় ঘণ্টা বাজবে কি না তা জানার জন্য দেশবাসীকে ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দশ বছর শাসন ক্ষমতায় থেকে তিনি যে দেশের উচ্চশিক্ষিত থেকে শ্রমিকের কাজের সুযোগ সঙ্কুচিত করেছেন, তা এখনই বলে দেওয়া যায়। মুশকিল হল, ভোটের প্রচারে মাঠে ময়দানের ভাষণে নরেন্দ্র মোদি ও তাঁর ধামাধরা সম্প্রদায় কর্মসংস্থান নিয়ে যে বাগাড়ম্বর করেন, তার সঙ্গে সরকারের দেওয়া তথ্যেই আশমান জমিন ফারাক। এজন্য লজ্জায় মাথা নত করে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। উল্টে দেখা যাচ্ছে, ব্যর্থতাকে অসত্যের মোড়কে চালানোর চেষ্টা করছে মোদিবাহিনী। শেষ পর্যন্ত তৃতীয়বারের জন্য যদি তাঁরা ক্ষমতায় ফেরেন, তবে সেটা হবে দেশের পক্ষে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। বিশেষত কর্মক্ষম মানুষের কাছে তা হবে আরও হতাশার। মোদি যখন ক্ষমতায় আসেন, সেই ২০১৪ সালে বেকারত্ব দূর করতে বছরে দু’কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রাখলে তাঁর দু’দফার শাসনকালের দশ বছরে ১০ কোটি বেকার মানুষের কাজ পাওয়ার কথা। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা তো দূরের কথা, পরবর্তীকালে এ নিয়ে টুঁ শব্দটি করতে দেখা যায়নি প্রধানমন্ত্রী ও তাঁর সাঙ্গোপাঙ্গদের। বরং ২ কোটি চাকরির প্রতিশ্রুতিকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়ে ২০২২-এর জুন মাস থেকে দেড় বছরের মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়েকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেন তিনি। ১০ কোটির পরিবর্তে ১০ লক্ষ (এক শতাংশ) চাকরির সেই ঘোষণা রাখতে ‘রোজগার মেলা’ করে সত্যকে আড়াল করার চেষ্টাও হল! কিন্তু তাতে যে নজিরবিহীন বেকারত্বের কঙ্কাল ঢাকা পড়েনি তা সরকারের দেওয়া তথ্যই জানান দিচ্ছে।
ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিক্ষেত্রে দেশের যে শিক্ষাপ্রতিষ্ঠানকে গোটা বিশ্ব কুর্নিশ করে, তার নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, সংক্ষেপে আইআইটি। এক বঙ্গ সন্তানের মস্তিষ্কপ্রসূত উচ্চশিক্ষার এই গর্বের প্রতিষ্ঠানের যাত্রা শুরু ১৯৫০ সালে। দেশের প্রথম আইআইটি’র ক্যাম্পাস তৈরি হয় বাংলার খড়্গপুরে। পরবর্তী সাত দশকে এই প্রতিষ্ঠানের উত্থান, জনপ্রিয়তা ও উৎকর্ষ দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে ২৩টি আইআইটিতে দেশের অন্যতম সেরা মেধাবী পড়ুয়ারা পড়ার জন্য মুখিয়ে থাকেন। এর অন্যতম কারণ, আইআইটি পাশ করা কোনও পড়ুয়াকে চাকরির জন্য কার্যত দরজায় দরজায় কড়া নাড়তে হয় না। বরং ছাত্র জীবনের শেষ লগ্নে তাঁদের মেধা কিনতে ক্যাম্পাসের দরজায় হাজির হন তাবৎ নিয়োগকারী সংস্থার কর্তারা। প্রায় প্রতি বছরই দেখা যায়, আইআইটি’র কোনও পড়ুয়া প্রথম চাকরিতে যোগ দিয়েছেন রেকর্ড পরিমাণ বেতনের নজির গড়ে। মোদির রাজত্বে সেই স্বপ্নের প্রতিষ্ঠানেও বেকারত্বের হাহাকার শোনা যাচ্ছে! ছবিটা প্রকাশ্যে এসেছে আইআইটি’র-ই এক প্রাক্তনীর তৎপরতায়। তথ্য জানার অধিকার আইনে তাঁর প্রশ্নের জবাবে সরকার যা জানিয়েছে তাতে লজ্জায় মুখ ঢাকার জায়গা নেই। দেখা যাচ্ছে ২০২২ সালে দেশের ২৩টি আইআইটি’র ১৭ হাজার ৯০০ পড়ুয়া চাকরির জন্য নাম নথিভুক্ত করান। এঁদের মধ্যে চাকরি পান ১৪ হাজার ৪৯০ জন। বাকি ১৯ শতাংশ চাকরি পাননি। ২০২৩ সালে চাকরি পেতে নাম লেখান ২০ হাজার পড়ুয়া। কাজ পান ১৫ হাজার ৮৩০ জন। চাকরি না পাওয়ার হার সামান্য বেড়ে দাঁড়ায় ২১ শতাংশ। এই ২০২৪-এর ক্যাম্পাসিংয়ে ২১ হাজার ৫০০ জন পড়ুয়া আবেদন করেন। কাজ পান ১৩ হাজার ৪১০ জন। তার  মানে কাজ পাননি ৩৮ শতাংশ (৮ হাজার ৯০ জন)। এর অর্থ হল, এক্ষেত্রে দু’বছরে চাকরি না পাওয়া পড়ুয়ার সংখ্যা দু’গুণ বেড়েছে।
আইআইটি’র মতো মোদির নিজের সরকারি মন্ত্রকগুলিতেও নিয়োগের হাল তথৈবচ। সরকারি পরিসংখ্যান বলছে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে ইউপিএ আমলের শেষ দিকে অর্থাৎ  ২০১৩ ও ২০১৪ সালে মোট স্থায়ী কর্মী ছিলেন যথাক্রমে ১৭.৩ লক্ষ ও ১৬.৯ লক্ষ। মোদি জমানায় ২০১৯ ও ২০২০ সালে তা কমে হয়েছে ১৪.৭ লক্ষ ও ১৩.৭ লক্ষ। অর্থাৎ, প্রায় ৩ লক্ষ কর্মী কমেছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে। সব মিলিয়ে সরকারি নিয়োগের হারও আগের জমানার ৪২.৮ শতাংশ থেকে কমে এই জমানায় হয়েছে ৩৭.৪ শতাংশ। এর উল্টোদিকে মোদি জমানায় চুক্তি শ্রমিক বেড়েছে হু হু করে। ইউপিএ আমলের শেষ দু’বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় চুক্তি শ্রমিকের হার ছিল যথাক্রমে ১৬.৮ শতাংশ এবং ১৮.৩ শতাংশ। ২০২০ ও ২১ সালে তা বেড়ে হয়েছে যথাক্রমে ৩৪ ও ৩৫ শতাংশ।  মোদির গ্যারান্টির ফানুস চুপসে দিয়ে তথ্য এও জানাচ্ছে, ইউপিএ আমলে দেশের শিক্ষিত বেকারের হার ছিল ২৯ শতাংশ। মোদি জমানায় সেটা বেড়ে হয়েছে ৪৫.৪ শতাংশ যা লজ্জাজনক। দেখা যাচ্ছে, এই আমলে কাজের সুযোগ যেমন কমেছে, তেমনই শ্রমিকের মজুরিও কমেছে। আরও লজ্জার বিষয় হল, এসবের পরও  ভোটে ‘সাফল্যে’র জোরদার প্রচার চালাচ্ছে পদ্মশিবির! কিন্তু স্বঘোষিত ‘দূত’-এর এই কাজে ঈশ্বর কি সন্তুষ্ট হতে পারেন?
বুজরুকি বাবা!

তাঁর কথা শুনে প্রথমে ধারণা হয়েছিল, তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিনের জন্যই ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। ঈশ্বরের ‘দূত’ তিনি। এবার নিজেই সেই ধারণা শুধরে দিয়ে নরেন্দ্র মোদি জানালেন, ২০৪৭-এ ‘বিকশিত ভারতে’র লক্ষ্যপূরণের জন্য ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। বিশদ

25th  May, 2024
ফুটপাতে বসবাসের গ্যারান্টি

সবচেয়ে বেশি গৃহহীন এবং বস্তিবাসী মানুষ ভারতে বসবাস করে। কিন্তু সেই সংখ্যাটি বাস্তবে কত, তা জানার উপায় নেই। কারণ গত তেরো বছরে দেশে সার্বিক জনগণনা হয়নি। তবু ক্ষমতাসীন হওয়ার পরপরই ‘সবার জন্য গৃহ প্রকল্প’ বা ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ গ্রহণ করে মোদি সরকার। বিশদ

24th  May, 2024
দেশনেতা না দালাল?

বেশিরভাগ মানুষের আয় রোজগার সবসময় সমান থাকে না। এরপর থাকে বাড়ি, গাড়ি, গয়না প্রভৃতি ক্রয় এবং সন্তানের উচ্চশিক্ষা, ভ্রমণ প্রভৃতির মতো কিছু বড় বাজেটের খরচাপাতি। সর্বোপরি অবসর জীবনে নিয়মিত আয় শূন্য হলেও খরচের প্রয়োজন ও অভ্যাস বহাল থাকে, বরং চিকিৎসার খরচ বেড়ে যায়। বিশদ

23rd  May, 2024
প্রশ্নের মুখে নিরপেক্ষতা

‘আপনার ব্যবহারই আপনার পরিচয়’—এমন আপ্তবাক্য লেখা থাকে গ্রাম মফস্সলের দোকানপাটে, বাসের পিছনে এবং আরও নানা জায়গায়। অর্থাৎ বংশ কৌলীন্য, প্রাতিষ্ঠানিক শিক্ষাদীক্ষা কিংবা পদমর্যাদারও উপরে স্থান দেওয়া হয়েছে একজন ব্যক্তিমানুষের ব্যবহারকে। বিশদ

22nd  May, 2024
কেমন আছে ‘মোদি পরিবার’?

‘হাম দো, হামারা দো’ (আমরা দু’জন, আমাদের দু’জন)। কয়েক দশক আগে পরিবার পরিকল্পনায় এই বিজ্ঞাপনী স্লোগান গোটা দেশে খুবই জনপ্রিয় হয়েছিল। আসলে ‘ছোট পরিবার, সুখী পরিবার’ তৈরির ভাবনা থেকেই এই স্লোগানের জন্ম। বিশদ

21st  May, 2024
কমিশনের সাহসী পদক্ষেপ

আজ, সোমবার সাধারণ নির্বাচনের পঞ্চম দফা। আট রাজ্যের মোট ৪৯টি আসনে ভোট নেওয়া হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে আসন সংখ্যা ৭। বিশদ

20th  May, 2024
জোড়া ধাক্কা

ভোট যত এগচ্ছে ততই চিন্তা বাড়ছে পদ্ম শিবিরের। এরই মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো সুপ্রিম কোর্টের জোড়া ধাক্কা বেআব্রু করে দিয়েছে নরেন্দ্র মোদিকে। দশ বছর আগে দিল্লির মসনদে বসার পর থেকে কখনও প্রতিবাদী স্বরকে ‘শিক্ষা’ দিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউএপিএ আইনে নির্বিচার গ্রেপ্তার চালিয়েছে মোদি সরকার। বিশদ

19th  May, 2024
কীসের পূর্বাভাস?

১৮তম লোকসভা নির্বাচনের প্রথম চার দফায় ৩৭৯টি আসনে ভোট হয়ে গিয়েছে। এই ভোট যতটা উদ্বেগে রেখেছে শাসক বিজেপিকে, ততটাই চাপে পড়েছে নির্বাচন কমিশন। কারণ, ভোটদানের হার। বিস্তর টালবাহানার পর কমিশনের দেওয়া তথ্যে জানা যাচ্ছে, চার দফা মিলিয়ে মোট ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। বিশদ

18th  May, 2024
মুম্বই কাণ্ডে সচেতন বাংলা

নির্মীয়মাণ বহুতল ভবন ও ব্রিজ এবং পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সাক্ষী বহু শহর। তাতে হতাহতও হন বহু মানুষ। মুম্বই দেখিয়ে দিল আপাত নিরীহ বিলবোর্ড বা হোর্ডিং যে বিপদ ডেকে আনতে পারে তার চেহারা সেসবের চেয়ে কোনও অংশে ছোট নয়! বিশদ

17th  May, 2024
রাজভবন ছাড়ুন বোস

১৭ নভেম্বর, ২০২২ রাষ্ট্রপতি ভবন খবর দিল যে, রাজভবন থেকে সরছেন বিতর্কিত জগদীপ ধনকর। স্বভাবতই রাজ্যের শাসক মহলে বইতে শুরু করল খুশির হাওয়া। কারণ ধনকরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মোদ্দা অভিযোগ ছিল, তিনি নির্বাচিত রাজ্য সরকারকে শান্তিতে কাজ করতে দিচ্ছেন না। বিশদ

16th  May, 2024
ব্যর্থতার মূলে সস্তা চমকগুচ্ছ

মোদি জমানা অগুনতি রেকর্ড সৃষ্টি করেছে এবং কিছু ক্ষেত্রে ভেঙেছে নিজেরই গড়া রেকর্ড! সেসব নিত্য নতুন ফরমানের। তাতে ভয়াবহ চমকই আছে কেবল, আম জনতার জন্য কোনও সুরাহা নেই। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল—রান্নার গ্যাসের কানেকশনের সঙ্গে আধার যাচাইকরণ। বিশদ

15th  May, 2024
মমতার অভিযোগেই মান্যতা

মোদির ঢিলের জবাব পাটকেলেই দিয়েছেন নবীন পট্টনায়েক। এতদিন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সীমাহীন বঞ্চনার অভিযোগে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। চলতি লোকসভা ভোটের প্রচারেও রাজ্যের বঞ্চনার অভিযোগকেই হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশদ

14th  May, 2024
ভোটদানে অগ্রণী বাংলার নারী

সাধারণ মানুষের, তার মধ্যে বিশেষ করে নারীর অধিকার সহজে প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক মুক্তির জন্য তাদের ভোটাধিকার অর্জন করা জরুরি ছিল। নারীর এই অধিকারের লড়াই বিকশিত হয় ব্রিটিশ ভারতে। অধিকার তাঁরা অর্জনও করেন সেইসময়। বিশদ

13th  May, 2024
আসল ইস্যু বেকারি, মূল্যবৃদ্ধি

সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ১০০ টাকা এবং জ্বালানি তেলের দাম লিটারে মাত্র দু’টাকা কমেছে। লোকসভা নির্বাচনের মুখেই তা ঘোষণা করেছিল মোদি সরকার। নিন্দুকেরা এও বলতে পারেন, মূল্যবৃদ্ধি নিয়ে আম জনতার ক্ষোভ প্রশমিত করতেই ভোটের আগে দামে সামান্য ছাড় ঘোষণা হয়েছে। বিশদ

12th  May, 2024
কীসের পূর্বাভাস?

আকাশ মেখে ঢাকলে, ঘনঘন বিদ্যুৎ চমকালে ঝড় ওঠে, বাজ পড়ে, ঝমঝমিয়ে বৃষ্টি নামে। গত প্রায় এক সপ্তাহ ধরে শেয়ার বাজারের পতনও কি দেশের শাসক বদলের কোনও ইঙ্গিত বহন করছে? এর সঠিক উত্তর জানা যাবে ৪ জুন। বিশদ

11th  May, 2024
ব্যুমেরাং গণঅভ্যুত্থান তত্ত্ব

বুধবার সন্দেশখালির এক মহিলা দাবি করলেন, ‘সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মামলা সাজিয়েছে বিজেপি। আর এখন মিথ্যা মামলা থেকে সরে আসতে চাইলে মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে ওরা!’ সামনে আসছে এরকম আরও অভিযোগ। বিশদ

10th  May, 2024
একনজরে
মাস ছ’য়েকের জন্য ‘সংসার’ পাততে হবে।  তার আগে আস্তানা দেখতে হাজির গুটিকয়েক ওপেন বিল স্টর্ক। কুলিক পক্ষীনিবাসে খাবারের ব্যবস্থা, পরিবেশ, আবহাওয়া কেমন, সবটা ‘খতিয়ে দেখে’ ...

আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকেই এগিয়ে রাখছেন ম্যাথু হেডেন ও কেভিন পিটারসেন। রবিবার চিপকে সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে কেকেআরের জেতার সম্ভাবনা বেশি বলেই মনে করছেন তাঁরা। ...

খড়কুসমার ২১২ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর দেহরক্ষীর বিরুদ্ধে। শনিবার ষষ্ঠ দফার ভোটে ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে গড়বেতার মোগলাপাতা এলাকা। ...

শনিবার নিজের দলের প্রার্থীকেই ভোট দিলেন না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্র মেজিয়ার দুলর্ভপুরের ভোটার। সেখানকার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। কিন্তু, এদিন সৌমিত্র সকাল থেকেই বিষ্ণুপুরে নিজের ফ্ল্যাটকেই ওয়াররুম বানিয়ে পড়ে থাকেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক বা শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগম ও সঞ্চয় যোগ। ব্যবসা ও কর্মক্ষেত্রে অগ্রগতি। মনে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৩৯: মোগল সম্রাট মহম্মদ শাহ ও ইরানের নাদির শাহের মধ্যে চুক্তি সম্পাদনের ফলে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে যায়
১৮০৫: নেপোলিয়ন বোনাপার্ট ইতালির রাজা হিসাবে রাজ্যাভিষিক্ত হন
১৮৯৭: ব্রাম স্টোকারের উপন্যাস ড্রাকুলা প্রকাশিত হয়
১৯১৩: এমিলি ডানকান ব্রিটেনের প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত
১৯১৮: জার্জিয়া ও আমেরিকার স্বাধীনতা ঘোষণা
১৯৪৫: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের জন্ম
১৯৪৯: মার্কিন কম্পিউটার প্রোগামিং বিশেষজ্ঞ ওয়ার্ড কানিংহামের জন্ম, তিনিই উইকিপিডিয়ার প্রথম সংস্করণ বের করেছিলেন
১৯৬৯: অ্যাপোলো-১০ নভোযানটি আট দিনের সফল ভ্রমণ শেষ করে পৃথিবীতে অবতরণ করে
১৯৭১: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি ফুটবলার বিমল মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৭২ - অভিনেত্রী রাজলক্ষ্মী দেবীর মৃত্যু
১৯৭৭: ইতালির ফুটবলার লুকা তোনির জন্ম
১৯৯৯: কাশ্মীরের কারগিল সেক্টরে পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৩ টাকা ৮৪.১৭ টাকা
পাউন্ড ১০৩.৯৮ টাকা ১০৭.৪৫ টাকা
ইউরো ৮৮.৪৭ টাকা ৯১.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  May, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ২৬ মে, ২০২৪। তৃতীয়া ৩২/৫৫ অপরাহ্ন ৬/৭। মূলা নক্ষত্র ১৪/৮ দিবা ১০/৩৬। সূর্যোদয় ৪/৫৬/৪২, সূর্যাস্ত ৬/১০/৩৫। অমৃতযোগ প্রাতঃ ৬/৪২ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১২/০ গতে ২/৩৮ মধ্যে রাত্রি ৭/৩৬ মধ্যে পুনঃ ১০/৮ গতে ১২/৩৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/২৪ গতে ৫/১৭ মধ্যে। বারবেলা ৯/৫৪ গতে ১/১৩ মধ্যে। 
১২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ২৬ মে, ২০২৪। তৃতীয়া সন্ধ্যা ৫/৫৫। মূলা নক্ষত্র দিবা ১০/৪৩। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৩। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২২ মধ্যে ও ১২/৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৪ গতে ১২/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩২ গতে ৫/২৪ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৫ মধ্যে। 
১৭ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আগামী ১ জুন বৈঠক ডাকল ইন্ডিয়া জোট

10:55:22 PM

আইপিএল ফাইনাল: হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন কেকেআর

10:38:11 PM

আগামী চার ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে ঘূর্ণিঝড় রেমালের

10:36:39 PM

আইপিএল ফাইনাল: ২৪ বলে হাফসেঞ্চুরি বেঙ্কটেশ আয়ারের, কেকেআর ১১১/২ (১০ ওভার) টার্গেট ১১৪

10:35:44 PM

আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

10:34:00 PM

আইপিএল ফাইনাল: ৩৯ রানে আউট গুরবাজ, কেকেআর ১০২/২ (৮.৫ ওভার) টার্গেট ১১৪

10:31:15 PM