Bartaman Patrika
খেলা
 

মেসিদের বিরুদ্ধে
অনিশ্চিত রোনাল্ডো

তুরিন: ঘরের মাঠে এল ক্লাসিকোয় হার। তার উপর কার্ড ও চোট সমস্যায় জর্জরিত বার্সেলোনা বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নামছে জুভেন্তাসের বিরুদ্ধে। ইউরোপ সেরা টুর্নামেন্টের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই এই ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল। মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিলেন ফুটবল অনুরাগীরা। তবে করোনায় আক্রান্ত হওয়ায় এই ম্যাচে অনিশ্চিত পর্তুগিজ মহাতারকা। গত ২২ অক্টোবর দ্বিতীয়বার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফলে বার্সেলোনার বিরুদ্ধে তাঁকে ছাড়াই দল সাজাতে হতে পারে কোচ আন্দ্রে পিরলোকে।
মেগা ম্যাচে মাঠে নামার আগে দু’দলই খুব একটা ভালো জায়গায় নেই। গত শনিবার ক্যাম্প ন্যু’য়ে স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে পরাস্ত হয়েছে বার্সেলোনা। ছন্দে ছিলেন না লিও মেসিও। যা জুভেন্তাস ম্যাচের আগে চিন্তায় রাখছে কোচ রোনাল্ড কোম্যানকে। তার উপর রিয়ালের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বুধবার খেলতে পারবেন না ফেলিপে কুতিনহো। যা বার্সেলোনার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। চলতি মরশুমে কোম্যান জামানায় মাঝমাঠে কার্যকারী ভূমিকা নিতে দেখা গিয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারটিকে। ফলে তাঁর অনুপস্থিতিতে বার্সেলোনার মাঝমাঠের শক্তি কমবে। পাশাপাশি গ্রুপের প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় বুধবার নেই জেরার্ড পিকেও। বার্সেলোনার পাশাপাশি জুভেন্তাসও গত ম্যাচে জয়ের দেখা পায়নি। সিরি-এ’তে ভেরোনার বিরুদ্ধে ১-১ সমতায় ড্র করে তুরিনের ক্লাবটি। রোনাল্ডোর অনুপস্থিতিতে মোরাতার সঙ্গে ডায়বালাকে সামনে রেখে দল সাজিয়েছিলেন কোচ পিরলো। কেউই নজর কাড়তে পারেনি। তবে বার্সেলোনার বিরুদ্ধে আরও একবার এই দু’জনের উপরই ভরসা রাখতে বাধ্য হচ্ছেন ইতালির প্রাক্তন তারকা মিডিওটি।
এদিকে, একের পর এক চাপের মুখে পড়ে অবশেষে বার্সেলোনা ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন জোসেফ মারিয়া বার্তেমেউ। সূত্রের খবর, মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর সভাপতি সহ গোটা বোর্ড পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। আগামী ৪০ দিন থেকে তিন মাসের মধ্যে ক্লাবের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জয়ের খোঁজে পিএসজি: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে গতবারের রানার্স-আপ প্যারি সাঁজাঁ। ঘরের মাঠে ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল টমাস টুচেল-ব্রিগেড। যদিও ফরাসি লিগে দুরন্ত ছন্দে রয়েছে তারা। টানা ৬ ম্যাচে জয় পেয়েছে পিএসজি। তাই সেই ফর্ম এবার চ্যাম্পিয়ন্স লিগেও মেলে ধরতে মরিয়া নেইমার-এমবাপেরা। বুধবার তাদের প্রতিপক্ষ ইস্তানবুল বাসাকসেহির।
লিপজিগের মুখোমুখি ম্যান ইউ: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আরবি লিপজিগ। বুধবার সেই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই ওল্ড ট্রাফোর্ডে নামতে চেলেছে দু’দল। প্রিমিয়ার লিগে চেলসির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও, দুরন্ত ছন্দে রয়েছেন পোগবা-র‌্যাশফোর্ডরা। জার্মান প্রতিপক্ষের বিরুদ্ধে তাই তিন পয়েন্টকেই পাখির চোখ করছেন কোচ ওলে গানার সোলকজার।

28th  October, 2020
অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের
প্রস্তুতি ম্যাচ পাচ্ছেন বিরাটরা

ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি প্রকাশিত হল বুধবার। একদিনের সিরিজ দিয়ে বিরাট কোহলিরা অভিযান শুরু করবেন। শেষ হবে টেস্ট সিরিজ দিয়ে। মাঝে তিনটি টি-২০ ম্যাচও খেলবে দুই দল। দুবাই থেকে সরাসরি অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। ১২ নভেম্বর কোহলিদের সিডনি পৌঁছনোর কথা। 
বিশদ

জিতে কার্যত প্লে-অফে নিশ্চিত মুম্বই 

আবুধাবি: সূর্যকুমার যাদবের বিধ্বংসী ইনিংসের (৪৩ বলে ৭৯) সুবাদে মুম্বই পাঁচ উইকেটে হারাল বেঙ্গালুরুকে। বুধবার জিতে কার্যত আইপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করলেন পোলার্ডরা (১৬ পয়েন্ট)। তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত সূর্যের ইনিংসে রয়েছে দশটি চার ও তিনটি ছয়। প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে ১৬৪ রান তোলে।  
বিশদ

নাইটদের আজ মরণ-বাঁচন লড়াই

গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে প্লে-অফে ওঠার পথ বেশ কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। হতাশ সমর্থকরা। দল মালিক শাহরুখ খানও নাইটদের পারফরম্যান্সে খুশি নন। এক সমর্থকের প্রশ্নের জবাবে কিং খান বলেছেন, ‘আমার ভিতরে কী হচ্ছে সেটা বলে বোঝাতে পারব না। আপনাদের মতো আমিও উদ্বিগ্ন।’ এখন প্রশ্ন হল, নাইটরা কি শেষ পর্যন্ত আপামর সমর্থকের পাশাপাশি কিং খানের মুখে হাসি ফোটাতে পারবেন?
বিশদ

দিল্লির টানা হারে চিন্তায় পন্টিং

দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং জানিয়েছেন রান তাড়া করার ক্ষেত্রে তাঁর দলের দুর্বলতা রয়েছে। আইপিএলে শেষ চারের টিকিট পাকা করতে হলে এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। পন্টিংয়ের বক্তব্য, ‘পরে ব্যাটিং করতে গিয়ে বারবার সমস্যায় পড়ছে দল।
বিশদ

ঋদ্ধিমানের প্রশংসায় পঞ্চমুখ শচীন

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ঋদ্ধিমান সাহা। যার সুবাদে আইপিএলে মঙ্গলবার বড় জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ঋদ্ধিমানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শচীন তেন্ডুলকর ও রবি শাস্ত্রী।টুর্নামেন্টে ১১টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ঋদ্ধি।
বিশদ

হার বাঁচাল রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সময়টা মোটেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। নতুন মরশুমে শাখতার ডোনেস্কের কাছে হার দিয়ে অভিযান শুরু করার পর দ্বিতীয় ম্যাচেও আটকে গেল জিনেদিন জিদানের দল। বরং বলা চলে, দু’গোলে পিছিয়ে থেকেও শেষ লগ্নে কোনওক্রমে হার বাঁচালেন র‌্যামোস-বেনজেমারা।
বিশদ

করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট ইনফানতিনো 

এবার করোনার থাবায় কাবু ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। গভর্নিং বডির তরফ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। তবে তাঁর তেমন কোনও উপসর্গ নেই। দুর্বল হয়ে পড়ায় ইনফানতিনোকে আগামী ১০ দিন বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বিশদ

দ্রুত দল গুছিয়ে নেওয়াই লক্ষ্য রবি ফাউলারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে ইস্ট বেঙ্গলের ভারতীয় ফুটবলাররা। শুক্রবার থেকে যোগ দেবেন বিদেশিরা। সেদিনই পুরোদমে দল নিয়ে অনুশীলন শুরু করে দেবেন কোচ রবি ফাউলার। আপতত কোয়ারেন্টাইনে রয়েছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ।
বিশদ

বেনোলিমে ক্লোজড ডোর অনুশীলন হাবাসের

‘দরওয়াজা বন্ধ’ করেই অনুশীলন করাতে পছন্দ করেন এটিকে মোহন বাগানের হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। গতবার সল্টলেক স্টেডিয়ামের সংলগ্ন প্র্যাকটিস মাঠে এরকমই চিত্র দেখা গিয়েছিল। এবার গোয়াতে আইএসএলের প্রস্তুতি নিচ্ছেন প্রণয়-প্রবীররা।
বিশদ

ডোপিং আইন ভেঙে নির্বাসিত কোলম্যান

দু’বছরের জন্য নির্বাসিত হলেন পুরুষদের ১০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ান কোলম্যান। ফলে ২০২১ সালে টোকিও ওলিম্পিকসে নামতে পারবেন না আমেরিকার ২৪ বছর বয়সি স্প্রিন্টারটি। তিন-তিনবার ডোপিং নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার দায়ে কোলম্যানকে এই শাস্তি দেওয়া হয়েছে। অতীতে সতর্ক করা সত্ত্বেও বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি।
বিশদ

দুরন্ত ঋদ্ধিমান-ওয়ার্নার,
বড় জয় হায়দরাবাদের

সুযোগ পেয়েই দারুণভাবে তা কাজে লাগালেন ঋদ্ধিমান সাহা। মঙ্গলবার তাঁর দুরন্ত ব্যাটিংয়ের (৮৭) দৌলতে আইপিএলের ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২ উইকেটে ২১৯  রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে দিল্লি অলআউট হয়ে যায় মাত্র ১৩১ রানে। বিশদ

28th  October, 2020
আজ বিরাটদের সামনে মুম্বই

মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দু’টি দলই ১১ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। নেট রান রেটের বিচারে এগিয়ে মুম্বই (+১.২৫২)। তবে খুব পিছিয়ে নেই বেঙ্গালুরুও (+০.০৯২)। বুধবার আইপিএলের ম্যাচে এই দুই হেভিওয়েট দলের প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য সাগ্রহে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
  বিশদ

28th  October, 2020
দল নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সানির

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা হয়নি রোহিত শর্মার। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মনে করছেন, মুম্বইকরকে ঠিক কেন বাদ দেওয়া হল সে ব্যাপারে কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই। বোর্ডের এই সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে। হিটম্যানের ফিটনেস নিয়ে বিস্তারিত তথ্য ক্রিকেটপ্রেমীদের জানা উচিত। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আইপিএলে টানা দু’টি ম্যাচে খেলেননি মুম্বই ইন্ডিয়ান্সের এই সফল অধিনায়ক। তিন ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়া সফরে দলে নেই রোহিত।
বিশদ

28th  October, 2020
ড্র করল দুই ম্যাঞ্চেস্টার

প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডেই থেমে গেল এভার্টনের অপরাজেয় দৌড়। রবিবার অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনের কাছে ২-০ ব্যবধানে হারের মুখ দেখল লিগ টেবিলের শীর্ষে থাকা কার্লো আনসেলোত্তির দল। এই হারের পরেও পয়েন্ট টেবিলে এক নম্বর স্থান ধরে রাখল তারা। বিশদ

28th  October, 2020

Pages: 12345

একনজরে
করোনা আবহেও লক্ষ্মীর আরাধনার বাজেটে খামতি পড়েনি। এমনকী বাইরে থেকে চাঁদা আদায়ও নয়। গ্রামবাসীরাই বছরভর মাটির ভাঁড়ে যে টাকা জমিয়েছেন, তাতেই হচ্ছে পুজোর আয়োজন। ...

ট্যুইটারে লাদাখকে চীনের অংশ হিসেবে দেখানো হচ্ছে। এনিয়ে ভারতের যৌথ সংসদীয় কমিটির প্রশ্নের মুখে ট্যুইটার ইন্ডিয়া। তাদের তরফে বিষয়টি নিয়ে এই মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করা হয়। যার উত্তরে সংশ্লিষ্ট কমিটিকে ট্যুইটার ইন্ডিয়া জানিয়েছে, এ ব্যাপারে তারা ভারতের ...

বংশপরম্পরায় আজও মহানায়ক উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী প্রতিমা তৈরি করে চলেছেন কুমোরটুলির একটি নির্দিষ্ট শিল্পী পরিবার। পটুয়াপাড়ার ৪০/১, বনমালি সরকার স্ট্রিটে মৃৎশিল্পী জয়ন্ত পালের ঘরে জোরকদমে ...

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভুয়ো ভাউচার ছাপিয়ে ময়নার শ্রীকণ্ঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে প্রায় ১৩ লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগ উঠল সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর সমবায় সমিতির সম্পাদক সুবোধচন্দ্র মাইতি ম্যানেজার সোমনাথ দাসের বিরুদ্ধে ময়না থানায় এফআইআর করেছেন।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব স্ট্রোক দিবস
১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৪.৪৭ টাকা ৯৭.৮৪ টাকা
ইউরো ৮৫.২৮ টাকা ৮৮.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,৮১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,৮৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী ২৩/৫২ দিবা ৩/১৬। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৫/৪১ দিবা ১২/০। সূর্যোদয় ৫/৪৩/১৬, সূর্যাস্ত ৪/৫৭/৩০। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে।
১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/১২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৫ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে।
১১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?  
মেষ: কর্মরতদের উপার্জনের ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃষ: শেয়ার বা ফাটকায় বিনিয়োগ ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে  
বিশ্ব স্ট্রোক দিবস ১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার ১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ...বিশদ

04:28:18 PM

আইপিএল: কেকেআর-কে ৬ উইকেটে হারাল সিএসকে 

11:14:20 PM

আইপিএল: চেন্নাই ১২১/৩ (১৫ ওভার) 

10:43:26 PM

আইপিএল: চেন্নাই ৮৮/১ (১১ ওভার) 

10:19:05 PM

আইপিএল: চেন্নাই ৩৭/০ (৫ ওভার) 

09:51:13 PM