উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
রায়গঞ্জ পুলিস জেলার তরফে জানানো হয়েছে, পুজোর সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পুলিসের শীর্ষ আধিকারিকদের দাবি, পুজোর আগে থেকেই দাগী অপরাধীদের ধরতে অভিযান চালানো হয়েছে। চলেছে নজরদারি, মোবাইল ভ্যানে পেট্রোলিং। সেই কারণেই পরিস্থিতি বেশি ঘোরালো হয়নি। তবে বিগত অন্যান্য বছরের তুলনায় এবার পুজোর সময় অশান্তিও কম হয়েছে বলে জানা গিয়েছে। পুলিসের কড়াকড়ির পাশাপাশি তার খানিকটা কৃতিত্ব দেওয়া হচ্ছে করোনা পরিস্থিতিকেও। এবছর করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছেনই অনেক কম। ফলে পুজোর ভিড়ে ইভটিজিং, ছিনতাই, কেপমারির মতো দুষ্কর্মও অনেক কম হয়েছে বলে জানিয়েছে পুলিস। সব মিলিয়ে তাই পুজোর সময় গ্রেপ্তারিও কিন্তু কম হয়েছে বিগত বছরগুলির তুলনায়।
এবিষয়ে রায়গঞ্জ পুলিস জেলার এসপি সুমিত কুমার বলেন, যেকোনও পরিস্থিতিতে যাতে মানুষ নিশ্চিন্তে ও নির্ভয়ে রাস্তায় বেরোতে পারেন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর ছিলাম। বিভিন্ন থানা এলাকা থেকে দুষ্কৃতীদের আমরা গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের কোনও সমস্যা হয়নি। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে মানুষ যাতে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, সেদিকে আমাদের নজর ছিল।
প্রতিবছরই পুজোর সময় রায়গঞ্জ পুলিস জেলার থানাগুলির কাজ বেড়ে যায়। কখনও মদ্যপ অবস্থায় গন্ডগোল পাকানো, কখনও ইভটিজিং, সেইসঙ্গে ছিনতাই, হুমকি, চুরির মতো অপরাধের সংখ্যাও বাড়ে। সেসব কাজে জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিস। এবছরও প্রথম থেকেই পুলিস প্রস্তুত ছিল। পুজোর আগে, পুজোর বাজারে ভিড় জমার সময় থেকেই শুরু হয়ে যায় নজরদারি। সাদা পোশাকের পুলিস, গোয়েন্দা বাহিনীর আধিকারিক সহ নারী সুরক্ষার জন্য রায়গঞ্জ পুলিসের বিশেষ দল নিয়মিত টহলদারি চালিয়েছে। কোথাও কোনও গণ্ডগোল হলেই দ্রুত টহলদারি ভ্যানসহ পুলিস পৌঁছেছে নির্দিষ্ট জায়গায়। রায়গঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে পুলিস। এছাড়াও কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার ও করণদিঘি থানা এলাকা থেকে যথাক্রমে ১৫, ১০, ১০ ও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হয়।