উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
এছাড়াও মহারাজাদের ড্রেসিং টেবিল, গ্রামোফোন, চেয়ার ইত্যাদিও সংগ্রহে রয়েছে। নতুন গ্যালারিটি খুললে সেই সমস্ত সামগ্রীও সেখানে রাখা হবে। এর আগে রাজপ্রাসাদে মুদ্রা রাখার জন্য একটি গ্যালারি খোলার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত মুদ্রা সংগ্রহে না থাকার কারণে সেই গ্যালারি খোলার প্রস্তাব বাতিল হয়ে যায়। বর্তমানে কোচবিহার রাজবাড়ির দোতলা মিলিয়ে মোট আটটি গ্যালারি রয়েছে। যেখানে পর্যটকরা ঘুরে দেখতে পারেন। রাজবাড়িতে নতুন গ্যালারি খোলার প্রস্তাব অনুমোদন পেলে এখানে মোট ন’টি গ্যালারি হবে।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট আর্কিওলজিস্ট চুনচুন কুমার বলেন, রাজপ্রাসাদে বিভিন্ন নিদর্শন নিয়ে গ্যালারি খোলার আবেদন জানিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দিল্লির অফিসে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি এলেই সেটি খোলা হবে। সোনার কারুকার্য খচিত গ্লাস, প্লেট সহ ড্রেসিং টেবিল, গ্রামোফোন ওই ঘরে রাখা হতে পারে।
কোচবিহারের প্রধান আকর্ষণ রাজপ্রাসাদ দেখতে প্রতিদিন বহু পর্যটক আসেন। রাজবাড়ির সামনের বিরাট বাগানকে দু’পাশে রেখে মাঝের রাস্তা দিয়ে রাজবাড়ির অন্দরে পৌঁছতে হয়। রাজবাড়িতে মোট ৬৪টি ঘর আছে। যার মধ্যে মাত্র আটটি ঘরে গ্যালারি রয়েছে। এরমধ্যে একেবারে সামনেই রয়েছে দরবার হল। বিভিন্ন ভাস্কর্য নিয়ে দু’টি ঘরে গ্যালারি করা রয়েছে। যেখানে মহারাজা ও রাজপরিবারের বিভিন্ন সদস্যদের মূর্তি আছে। দু’টি অ্যানথ্রোপলজিক্যাল গ্যালারি রয়েছে। সেখানে স্থানীয় শিল্প সংস্কৃতির নানা সামগ্রী দিয়ে সাজানো আছে। একটি বিলিয়ার্ড রুম করা হয়েছে। যে বিলিয়ার্ড বোর্ডে মহারাজারা খেলতেন সেটি রাখা আছে। একটি গ্যালারিতে বিভিন্ন মেডেল, পাত্র সহ আরও বহু সামগ্রী রাখা হয়েছে। সব থেকে আকর্ষণীয় অস্ত্রের গ্যালারিটি। যেখানে নানা ধরনের অস্ত্রশস্ত্র রাখা আছে। রাজাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের বন্দুকও সেখানে রয়েছে।
এখানে বেড়াতে আসা পর্যটকরা এই সমস্ত গ্যালারি অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেন। এছাড়াও বিরাট এলাকাজুড়ে মনোরম বাগান, পুকুর, রাজবাড়ির পিছনের অংশের ময়দান সবই পর্যটকদের আকর্ষণ করে। ইতিহাস বিজড়িত এই জায়গায় বেড়াতে এলে সেই সময় মহারাজাদের জীবনযাত্রা, ঐশ্বর্য সর্ম্পকে একটা ধারণা তৈরি হয়। আগামী দিনে নতুন একটি গ্যালারি খুললে তা পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। ফাইল চিত্র