Bartaman Patrika
দেশ
 

বাংলা সিনেমার ১০০ বছর থেকে কুলোর তৈরি মণ্ডপ, দিল্লির পুজোয় একটুকরো বঙ্গ 

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর: পুজো কিংবা পুজোর আবহের সঙ্গে বাংলা সিনেমার যোগসূত্র বহুদিনের। সত্যজিৎ রায়ের পথের পাঁচালি ছবিতে কাশবন, ইঞ্জিন থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনের এগিয়ে চলা এবং অপু-দুর্গার দাঁড়িয়ে থাকার সেই বিখ্যাত দৃশ্যই হোক অথবা ঋতুপর্ণ ঘোষের উৎসব, বাংলা ছবির সঙ্গে অঙ্গাঙ্গীভাবেই জড়িয়ে রয়েছে দুর্গাপুজো। এই মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে এবারের শারদোৎসবে কোমর বাঁধছে ‘প্রান্তিক’ পুজো কমিটি। পুজোর ১১ বছরে প্রান্তিকের হাত ধরে ফিরছে বাংলার সিনেমার ১০০ বছর। এটাই এবার তাদের পুজোর থিম। কিছুটা কাকতালীয় হলেও প্রান্তিক এবং ইন্দিরাপুরমের ‘শিপ্রা রিভেরা’ আবাসন পুজো কমিটি এবার ফিরিয়ে আনছে বাংলার যাত্রাও। যার অস্তিত্ব এখন শহরাঞ্চলে কার্যত নেই বললেই চলে। আবার বাংলার মাটির গন্ধের অস্তিত্বকে বজায় রাখতেই ইন্দিরাপুরমের ‘বঙ্গতরু’ শারদোৎসব কমিটি ফিরিয়ে আনছে কুলোর ব্যবহার। মণ্ডপসজ্জায় এটাই তাদের মূল উপাদান। ইন্দিরাপুরম ‘আপনজন’ পুজো কমিটি প্রাধান্য দিচ্ছে মূলত ঘরোয়া পুজোকেই।
প্রান্তিকের মূল মণ্ডপ তৈরি হচ্ছে পুরনো বাংলা টকিজের আদলে। মণ্ডপের ভিতরে থাকছে পথের পাঁচালি, সোনার কেল্লা, হীরক রাজার দেশে, জলসাঘরের মতো কিছু বিখ্যাত সিনেমার চরিত্রদের কাটআউট। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হাতে আঁকা। উদ্যোক্তাদের দাবি, হাতে আঁকা সেইসব ব্যাকগ্রাউন্ডে দেওয়া হবে থ্রি-ডি এফেক্ট। অর্থাৎ সামনে দাঁড়ালে মনে হবে, সেইসব বিখ্যাত দৃশ্যের অভিনয় সেই মুহূর্তেই হচ্ছে। মণ্ডপসজ্জা ব্যবহৃত হচ্ছে সিনেমার রিলের মতো হাতে আঁকা কিছু ছবিও। পুজোর উদ্বোধন করার কথা কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংয়ের। কেন বাংলা সিনেমার ১০০ বছরকে থিম করার ভাবনা? উত্তরে ‘প্রান্তিক’-এর সহ সভাপতি নীলাদ্রি দেবচৌধুরী বলেন, ‘২০১২ সালে আমরা ভারতীয় সিনেমার ১০০ বছরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু আয়োজন সন্তোষজনক হয়নি। দর্শকদের প্রশংসা পেলেও মনে হচ্ছিল কোথাও কিছু খামতি রয়ে গিয়েছে। তখন থেকেই বাংলা সিনেমার ১০০ বছর নিয়ে কাজ করার ভাবনা শুরু। আমাদের পুজোর থিম কমিটির সদস্য দেবযানী সামন্ত, অঙ্গনা রায় এবং অলকানন্দা চক্রবর্তীর পরামর্শেই মূলত এই ভাবনার বাস্তবায়নের সূত্রপাত। এবার সাধারণ মানুষ অনেক বেশি রিলেট করতে পারবেন আমাদের পুজোর সঙ্গে।’ পুজো উদ্যোক্তারা জানালেন, পুজোর মাঠেই ১৬ এমএম প্রজেক্টর লাগিয়ে পুরনো দিনের মতো বাংলা সিনেমা দেখার আমেজও তাঁরা তৈরি করবেন। মণ্ডপজুড়ে বাংলা এবং ইংরেজি ভয়েস ওভারে বলা হবে বাংলা সিনেমার বিগত ১০০ বছরের ইতিহাস। নীলাদ্রিবাবু বললেন, ‘পঞ্চমীতেই পুজোর মাঠে আমরা যাত্রার আয়োজন করব। কলকাতার চিৎপুর থেকে আসছে যাত্রার দল। নবমীতে রাহুল দেব বর্মণের সুরসঙ্গীতের সঙ্গে যাঁরা সঙ্গত করেছেন, তারা আসবেন। সপ্তমীতে পারফর্ম করবে বাংলা ব্যান্ড ক্যাকটাস।’
ইন্দিরাপুরমের ‘শিপ্রা রিভেরা’র পুজো এবার ২১ বছরে পড়ছে। থিমের পুজো এখানে কোনওবারেই করা হয় না। কারণ পুজো উদ্যোক্তারা বরাবর সাবেকিয়ানাতেই বিশ্বাসী। পুজো কমিটির সভাপতি প্রবাল মুখোপাধ্যায় বলেন, ‘আমরা বরাবর রীতিনীতি বজায় রেখে সাবেকিয়ানাতেই বিশ্বাস রেখেছি। এবারও তাই।’ স্বাভাবিকভাবেই শিপ্রা রিভেরার পুজোয় প্রতিমাতে সাবেকিয়ানার ছাপ স্পষ্ট হবে এবারও। তবে প্রতিমায় থাকবে সোনালি রঙের ছোঁয়া। প্রবালবাবু বলেন, ‘আমাদের পুজোর এবার বিশেষ আকর্ষণ চিৎপুরের যাত্রা। মহাষষ্ঠীতে দেবী চৌধুরাণী যাত্রাপালার আয়োজন হবে এই আবাসনে। প্রযোজনা করছে শৈল্পিক।’
ইন্দিরাপুরম ‘বঙ্গতরু’র পুজোর এবার ১৯ বছর। শিপ্রা রিভেরার মতোই এই পুজোর উদ্যোক্তারাও সাবেকিয়ানাতে বিশ্বাসী। এবারেও তার অন্যথা হচ্ছে না। তবে মণ্ডপসজ্জায় ব্যবহৃত হচ্ছে কুলো। এবং বাঁশ দিয়ে তৈরি অসংখ্য মূর্তি। পুজো কমিটির সহ-সভাপতি সুরজিৎ দে পুরকায়স্থ এবং অন্যতম প্রধান সদস্য বিশ্বজিৎ রাউত বলছিলেন, ‘গ্রামবাংলায় এই কুলোর ব্যবহার বহুল প্রচলিত। দিল্লির বুকে একটুকরো গ্রামাঞ্চল ফিরিয়ে আনব আমরা। ঠাকুরের চালাও তৈরি হচ্ছে মাটি দিয়ে। কোথাও শোলা বা থার্মোকলের ব্যবহার হচ্ছে না।’ ইন্দিরাপুরম ‘আপনজন’ পুজো কমিটির বয়স অবশ্য মাত্র চার বছর। কমিটির এগজিকিউটিভ মেম্বার শ্রীধর চিদম্বরম বললেন, ‘২০১৫ সাল থেকে পুজো শুরু হওয়ার পর আমরা ঘরোয়া ব্যাপারটিকেই প্রাধান্য দিই বেশি। এবারেও তাই দিচ্ছি। এমনকী সাংস্কৃতিক অনুষ্ঠানেও বাইরে থেকে কোনও শিল্পীকে নিয়ে আসা হচ্ছে না। পুজো কমিটির সদস্যরা আসর মাতাবেন।’
আগামী ২ অক্টোবর থেকে সারা দেশেই নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার। সেই কথা মাথায় রেখেই এবার ইন্দিরাপুরমের কোনও পুজো কমিটিই প্লাস্টিকের ব্যবহার করছে না। এমনকী পুজো চলাকালীন এ ব্যাপারে সচেতনতামূলক কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা করেছেন পুজো উদ্যোক্তারা।
 

৬ দিনে লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ১
টাকা ৫৯ পয়সা, ডিজেল ১ টাকা ৩১ পয়সা 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (পিটিআই): অগ্নিমূল্য জ্বালানির দাম। সৌদি আরবে আরামকোর তেল কারখানায় ড্রোন হামলার প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে বিশ্ববাসী। প্রভাব পড়েছে ভারতের বাজারে। রবিবারও এখানে দাম বৃদ্ধি অব্যাহত। গত ১৭ সেপ্টেম্বর থেকে টানা ছ’দিনে ভারতে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে মোট ১ টাকা ৫৯ পয়সা। 
বিশদ

মহারাষ্ট্রের ভোটে বিজেপির বাজি ৩৭০ ধারা
পাক অধিকৃত কাশ্মীর তৈরিতে নেহরুকে দুষে কংগ্রেসকে তোপ অমিত শাহের 

মুম্বই, ২২ সেপ্টেম্বর (পিটিআই): মহারাষ্ট্রের ভোট-যুদ্ধে বিজেপির বাজি ৩৭০ ধারা। রবিবার মুম্বইয়ে নির্বাচনী প্রচারে নেমে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির সাফল্য তুলে ধরে কাশ্মীর সঙ্কট নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 
বিশদ

টাটানগর স্টেশন থেকে এটিএসের জালে আল কায়েদার জঙ্গি কলিমুদ্দিন মুজাহিরি 

রাঁচি, ২২ সেপ্টেম্বর: ভারতীয় উপমহাদেশে আল কায়েদা শাখার (একিউআইএস) সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেপ্তার করল ঝাড়খণ্ড এটিএস। রবিবার রাঁচিতে পুলিস জানিয়েছে, ধৃত জঙ্গির নাম কলিমুদ্দিন মুজাহিরি। তিন বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে। 
বিশদ

কন্যাসন্তান দিবসে মেয়ে মিরায়াকে ট্যুইটারে শুভেচ্ছা প্রিয়াঙ্কা গান্ধীর 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর: রবিবার জাতীয় কন্যাসন্তান দিবস। সেই উপলক্ষে নিজের মেয়েকে শুভেচ্ছা জানাতে ট্যুইটারকে বেছে নিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় মেয়ে মিরায়ার ছবি দিয়ে তাঁকে শুভেচ্ছাবার্তা জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। 
বিশদ

ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রশংসা আদিত্যনাথের
কর্পোরেট কর ছাড়ের প্রভাব পড়বে না আইটিতে, লাভবান হবে ব্যাঙ্কিং-এফএমসিজি সেক্টর: রিপোর্ট 

নয়াদিল্লি, ও লখনউ, ২২ সেপ্টেম্বর (পিটিআই): অর্থনীতিকে চাঙ্গা করতে কর্পোরেট কর কমানোর মতো ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু,৪৮ ঘণ্টা পরও বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত শিল্পপতি-অর্থনীতিবিদরা। 
বিশদ

খরচ চালাতে না পেরে ২০ দিনের যমজ কন্যাকে পুকুরে ডুবিয়ে মারল বাবা-মা 

মুজফ্ফরনগর, ২২ সেপ্টেম্বর (পিটিআই): জাতীয় কন্যাসন্তান দিবসে নবজাতক কন্যাদের খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। খরচ চালাতে না পেরেই তারা একাজ করেছেন বলে খবর। ঘটনায় রবিবার ওয়াসিম এবং তার স্ত্রী নাজমাকে গ্রেপ্তার করেছে পুলিস। 
বিশদ

দান্তেওয়াড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আজ
মাওবাদী হামলায় হত দুই প্রাক্তন বিধায়কের স্ত্রীদের নিয়ে সম্মুখ সমরে বিজেপি-কংগ্রেস 

রায়পুর, ২২ সেপ্টেম্বর (পিটিআই): মহেন্দ্র কর্মা এবং ভীমা মাণ্ডবী। মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ার দুই প্রাক্তন বিধায়ক। প্রথমজন কংগ্রেসের এবং দ্বিতীয়জন বিজেপির। দুই যুযুধান শিবিরের হলেও দু’জনের মধ্যে মিল রয়েছে একটা। দু’জনেই প্রাণ হারিয়েছেন মাওবাদী হামলায়। 
বিশদ

ভারতে প্রয়োজনীয় জ্বালানির অভাব হবে না, আশ্বাস সৌদির 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (পিটিআই): জঙ্গি হামলায় সৌদির তেলভাণ্ডার পুড়লেও ভারতে জ্বালানির অভাব হবে না। রবিবার এক বিশেষ সাক্ষাৎকারে এমনই আশ্বাস দিলেন দিল্লিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডঃ সৌদ বিন মহম্মদ আলি সাতি।  
বিশদ

জম্মু সীমান্তে ধৃত পাক নাগরিক
ছুটির দিনে অস্থায়ী বাজার বসল শ্রীনগরে, কেনাকাটা করতে ভিড় 

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (পিটিআই): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর কেটে গিয়েছে টানা ৪৯ দিন। এখনও থমথমে উপত্যকা। স্বাভাবিক হয়নি মানুষের জীবনযাত্রা। এই পরিস্থিতিতে অস্থায়ীভাবে সাপ্তাহিক বাজার বসল শ্রীনগরের রাস্তায়। 
বিশদ

অন্ধ্রপ্রদেশে পুলিসের সঙ্গে সংঘর্ষে হত ২ মহিলা সহ ৩ মাওবাদী 

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), ২২ সেপ্টেম্বর (পিটিআই): পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল তিন মাওবাদীর। তাদের মধ্যে দু’জন মহিলা। রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার ওড়িশা সীমান্তবর্তী এলাকায়।  
বিশদ

বৃহত্তম নিয়োগের প্রক্রিয়ায় ১০ হাজার ৫০০-র বেশি চাকরি হল আরপিএফে 

মুম্বই, ২২ সেপ্টেম্বর (পিটিআই): বৃহত্তম নিয়োগ প্রক্রিয়া রেলওয়ে প্রোটেকশন ফোর্সে (আরপিএফ)। চাকরি হল ১০ হাজার ৫০০-র বেশি। উল্লেখযোগ্য বিষয়, কনস্টেবল হিসেবে শূন্যপদের প্রায় ৫০ শতাংশে চাকরি হল মহিলাদের। একথা জানিয়েছেন রেলের এক শীর্ষ কর্তা। 
বিশদ

এলাহাবাদ রওনা সিট ও অভিযোগকারিণীর
চিন্ময়ানন্দ মামলা

শাহজাহানপুর, ২২ সেপ্টেম্বর (পিটিআই): ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এলাহাবাদ রওনা দিলেন অভিযোগকারী তরুণী। সোমবার এলাহাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। 
বিশদ

১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তানের: রাজনাথ 

পাটনা, ২২ সেপ্টেম্বর (পিটিআই): পাকিস্তানকে ফের একহাত নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার পাটনায় বিজেপির ‘জন জাগরণ সভা’র সূচনা করে তিনি। সেখানে রাজনাথ বলেন, ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তানের। তারা যেন ওই ভুল দ্বিতীয়বার না করে। 
বিশদ

চোর সন্দেহে বিধবা মহিলাকে পিটিয়ে খুন দিল্লিতে 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (পিটিআই): চোর সন্দেহে বিধবা মহিলাকে পিটিয়ে খুন। অভিযোগের তির বাড়িওয়ালা ও তাঁর ছেলের বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির মেহরৌলিতে এই ঘটনা ঘটে বলে রবিবার জানিয়েছে পুলিস। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। 
বিশদ

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলি টাকা খরচ করেও তার শংসাপত্র জমা দিচ্ছে না। এ নিয়ে কারিগরি শিক্ষা ডিরেক্টরেটের তরফে বারবার চিঠি দেওয়া হয়েছে। কোনও কোনও প্রশিক্ষণকেন্দ্র চিঠি পেয়েও সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। এবার কড়া চিঠি দিল ভোকেশনাল এডুকেশন ও ...

হিউস্টন, ২২ সেপ্টেম্বর: অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচির পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেওয়ার নির্ঘণ্টও রয়েছে। কিন্তু মার্কিন সফর চলাকালীন প্রধানমন্ত্রী মোদির পাতে থাকছে কী কী পদ? খাবার-দাবার নিয়ে প্রধানমন্ত্রী নিজে বিশেষ কোনও অনুরোধ করেননি। তাঁর খাবার তৈরির দায়িত্বে থাকছেন শেফ কিরণ ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এবার তার থিম পর্যটন এবং চাকরি। সেই ভাবনাকে সামনে রেখেই পর্যটন শিল্পে চাকরির পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় আজ, সোমবার থেকে চাকরির মেলা শুরু করছে পর্যটন মন্ত্রক। ...

অমিত চৌধুরী, হরিপাল, হরিপাল থানার নালিকুল বড়গাছিয়া সিংহরায় বাড়ির পুজো এই বছর ২৮৭ বছরে পদার্পণ করল। একচালা চার হাতের অভয়া দুর্গা প্রতিমা, সবুজ রঙের মহিষাসুর ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি। শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিদ্যাশিক্ষায় বাধা-বিঘ্ন। হঠকারী সিদ্ধান্তের জন্য আফশোস বাড়তে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৭: গায়ক কুমার শানুর জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭২.৭০ টাকা
পাউন্ড ৮৬.৪৪ টাকা ৯১.১২ টাকা
ইউরো ৭৬.২৬ টাকা ৮০.৩৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  September, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৩৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৩৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬, ৯১৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬, ২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  September, 2019

দিন পঞ্জিকা

৬ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, নবমী ৩২/৫১ রাত্রি ৬/৩৭। আর্দ্রা ১৫/১ দিবা ১১/২৯। সূ উ ৫/২৮/৫৭, অ ৫/২৯/৪১, অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ৮/৪১ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ১১/৫ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৫ মধ্যে, বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩০ গতে ৪/০ মধ্যে, কালরাত্রি ১০/০ গতে ১১/৩০ মধ্যে। 
৫ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, নবমী ১৯/৪৮/৫৫ দিবা ১/২৪/১৪। আর্দ্রা ৫/৩৮/১৫ দিবা ৭/৪৪/৮, সূ উ ৫/২৮/৫০, অ ৫/৩১/৩০, অমৃতযোগ দিবা ৭/৭ মধ্যে ও ৮/৪১ গতে ১১/১ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ১০/৫৯ মধ্যে ও ২/১৭ গতে ৩/৬ মধ্যে, বারবেলা ২/৩০/৫০ গতে ৪/১/১০ মধ্যে, কালবেলা ৬/৫৯/১০ গতে ৮/১৯/৩০ মধ্যে, কালরাত্রি ১/০/৩০ গতে ১১/৩০/১০ মধ্যে। 
২৩ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বৃষ: কর্মে উন্নতি। মিথুন: কর্মদক্ষতার স্বীকৃতি প্রাপ্তি। কর্কট:  ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম১৯৩২: ...বিশদ

07:03:20 PM

নদীয়ার কলেজে বোমাবাজি, জখম ২
নদীয়ার মাজদিয়া কলেজে বোমাবাজির ঘটনা ঘটল। টিএমসিপি-এবিভিপি একে অন্যের বিরুদ্ধে ...বিশদ

06:28:00 PM

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা চন্দননগরে
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলী-চুঁচুড়া পৌরসভার ...বিশদ

06:23:18 PM

ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কেমন হচ্ছে কর্মচারীদের বেতন
ক্যাবিনেটেও অনুমোদিত হয়ে গেল ষষ্ঠ বেতন কমিশন । নতুন এই ...বিশদ

05:49:00 PM

ফায়ার লাইসেন্স ফি কমাল রাজ্য
ফায়ার লাইসেন্স ফি ৯২ শতাংশ কমিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ...বিশদ

04:54:52 PM